raj kundra – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 14 Nov 2021 12:48:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png raj kundra – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পর্নোগ্রাফি কেলেঙ্কারির পর প্রতারণা মামলায় জড়াল রাজ-শিল্পা https://ekolkata24.com/entertainment/raj-kundra-and-shilpa-shetty-involved-in-fraud-case-after-pornography-scandal Sun, 14 Nov 2021 12:48:15 +0000 https://ekolkata24.com/?p=11297 নিউজ ডেস্ক, মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার সমস্যা যেন কোনওভাবেই মিটছে না। পর্নোগ্রাফি কেলেঙ্কারির পর এবার এই তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হল। নীতিন বারাই (nitin barai) নামে এক ব্যক্তি মুম্বইয়ের বান্দ্রা (bandra) থানায় এই তারকা দম্পতির বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

নীতিন অভিযোগে জানিয়েছেন, ২০১৪ সালে এই তারকা দম্পতি ফিটনেস জিমের ব্যবসা করার নাম করে তাঁর থেকে এক কোটি ৫১ লক্ষ টাকা নিয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল এই ব্যবসায় মোটা লাভ হবে। কিন্তু লাভ তো দূরের কথা লোকসান হওয়ার পর তিনি তাঁর টাকা ফেরত চান। টাকা ফেরত চাইলে শিল্পা ও রাজ তাঁকে রীতিমত হুমকি দেন। টাকা ফেরত দেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন। এই ঘটনায় শিল্পপতি রাজকুন্দ্রা [rajkundra] ও শিল্পার (shilpa shetty) নামে প্রতারণা সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন নীতিন।

<

p style=”text-align: justify;”>তবে এই প্রতারণার (fraud case) মামলা বা নীতিনের অভিযোগ সম্পর্কে শিল্প ও রাজ কুন্দ্রা কেউই কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা এ সম্পর্কে কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। ওই ঘটনায় রাজকে গ্রেফতার করা হয়েছিল। রাজের বিরুদ্ধে শিশুদের নিয়ে পর্নোগ্রাফি ছবি তৈরি ও ব্যবসা করার অভিযোগ ওঠে। দীর্ঘ কয়েক মাস জেল বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে মুক্তির পর তাঁকে আর সেভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এবার এই তারকা দম্পতি জড়িয়ে পড়ল প্রতারণার ঘটনায়।

]]>
শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি https://ekolkata24.com/entertainment/raj-kundra-and-shilpa-shetty-filed-defamation-against-sherlyn-chopra Tue, 19 Oct 2021 18:48:18 +0000 https://www.ekolkata24.com/?p=8375 বায়োস্কোপ ডেস্ক: দিন কয়েক আগেই শার্লিন চোপড়া লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী ব্যাক্তিত্ব রাজ কুন্দ্রা ও তার অভিনেত্রী স্ত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে। তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তার সাথে প্রতারণা করেছেন রাজ কুন্দ্রা। শার্লিন চোপরার উপর মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এরপরেই এই দিন শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন তারকা দম্পতির আইনজীবী।

সূত্র মতে, শার্লিন চোপড়া তারকা দম্পতিদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যে, ভিত্তিহীন ও তুচ্ছ বলে দাবি করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। তারা এও দাবি করেছেন যে শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের কোনো উপযুক্ত তথ্য প্রমাণ নেই। সমাজে তারকা দম্পতির সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছেন শার্লিন চোপড়া বলে জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। লিখিত অভিযোগ জানিয়ে তারকা দম্পতির আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে যে এই সব কিছুরই শার্লিন চোপড়ার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি। নোটিশে এও বলা হয়েছে যে, রাজ কুন্দ্রার পর্ণগ্রাফি ছবি তৈরির সাথে কোনভাবেই যুক্ত নন শিল্পা শেট্টি।

গত ১৪ অক্টোবর রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌণ হেনস্থা, জালিয়াতি ও অপরাধমূলকভাবে ভয় দেখানোর লিখিত অভিযোগ থানায় দায়ের করিয়েছিলেন শার্লিন চোপড়া। তিনি দাবি করেছেন, বছর দুই আগে তার বাড়িতে গিয়ে রাজ কুন্দ্রা তাকে যৌণ হেনস্থা করেছেন। এরপর জোর করে তাকে দিয়ে অশালীন ফটো শুট করানোরও অভিযোগ করেন তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে। প্রসঙ্গত, বেআইনিভাবে পর্নোগ্রাফিক ভিডিও নির্মাণ ও বিতরণ করার অভিযোগে এ বছরের জুলাই মাসে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেপ্টেম্বর মাসের ২০ তারিখে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় তাকে।

]]>
পর্ণ কাণ্ড: শিল্পা শেট্টির পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা https://ekolkata24.com/entertainment/richa-comes-out-in-support-of-shilpa-amid-raj-kundra-porn-film-case Mon, 02 Aug 2021 16:50:18 +0000 https://www.ekolkata24.com/?p=1770 বায়োস্কাপ ডেস্ক: পর্ণ কাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই কোণঠাসা হয়েছেন শিল্পা শেট্টি ( Shilpa shetty)। চারিদিক থেকে নানা রকম কুরুচিকর মন্তব্য এবং সমালোচনার শিকার হচ্ছেন রাজ কুন্দ্রার (raj kundra) স্ত্রী শিল্পা শেট্টি।

স্বামীর করা অপরাধের শাস্তি পেতে হচ্ছে বলে মনে করছেন অনেকেই। আবার অনেকে বলছেন এই বিষয়ে সবকিছুই জানতেন শিল্পা। কয়েকদিন আগেই এই বিষয়ে ইন্ডাস্ট্রির চুপ করে থাকা নিয়ে ট্যুইট করেন পরিচালক হনসল মেহতা। এবারে সেই প্রসঙ্গ টেনে এনে শিল্পা শেট্টির পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadda)।

পরিচালক হনসল মেহতার করা ট্যুইট টেনে এনে রিচা আরও একটি ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, ‘পুরুষরা দোষ করলে তা নারীর ঘাড়ে চাপানোটা জাতীয় খেলা হয়ে গেছে। আমি খুশি ও লড়াই করছে’। রিচার করা এই পোস্টের পর থেকে অনেকেই শিল্পার পাশে দাঁড়িয়েছেন। তবে অনেকে আবার এই পোস্টের বিরোধিতা করেন।

তাঁদের মতে, কেন স্বামীর আয়ের উৎস জানার পরও কেন কোনও প্রতীবাদ করেননি শিল্পা? অনেকে এও বলেন কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজের জিএম পদ থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পা? তবে কী স্বামীর ব্যাপারে নিজে সবকিছুই জানতেন তিনি? এরকম নানা প্রশ্ন উঠে আসে। তবে এই সব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি রিচার থেকে।

রিচার আগে শিল্পার পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক হনসল মেহতা। তিনি ইন্ডাস্ট্রির অঙ্গুল তোলেন। তাঁর করা ট্যইটে, শিল্পাকে এই সময় একা থাকতে দেওয়ার কথা উঠে আসে। এছাড়াও তিনি আরও বলেন, ভালো সময়ে সবাই একসঙ্গে পার্টি করেন, তবে এখন খারাপ সময়ে সবাই চুপ করে রয়েছেন।

]]>
কুন্দ্রার কীর্তি: বেটিং থেকে বিটকয়েন কেলেঙ্কারির নায়ক রাজ https://ekolkata24.com/uncategorized/kundras-fame-raj-kundra-is-involved-in-bitcoin-scandal-from-betting Fri, 23 Jul 2021 18:55:37 +0000 https://www.ekolkata24.com/?p=1251 নিউজ ডেস্ক: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা এখন খবরের শিরোনামে। বিশ্বজুড়ে এখন শোরগোল এই দম্পতিকে নিয়ে। যেভাবে নীল ছবি তৈরির ব্যবসায় জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে রাজের বিরুদ্ধে, তার জেরে সকলেই চমকে উঠেছেন। তবে রাজ কুন্দ্রার সঙ্গে বিতর্কের একটি গভীর সম্পর্ক রয়েছে। জীবনে সবসময় বিতর্ক ঘিরে থাকে রাজ কুন্দ্রাকে।এ ক নজরে দেখা যাক ‘কীর্তিমান কুন্দ্রার কীর্তি’।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
রাজ কুন্দ্রা জড়িৎ সব থেকে বড় বিতর্ক ছিল আইপিএলে ম্যাচ ফিক্সিং-এর। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা রাজস্থান রয়েলস দলটির সহ মালিক ছিলেন। বিশ্ব বিখ্যাত এই ব্যবসায়ী আইপিএল ম্যাচ ফিক্সিং এর জন্য দীর্ঘদিন সন্দেহের তালিকায় ছিলেন। লোধা কমিশন তাকেও অভিযুক্ত পেয়েছিল।রাজ ক্রিকেটের কোন বিষয়বস্তুর সঙ্গে জড়িত থাকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়। রাজস্থান রয়েলস টিম কে দু’বছরের জন্য ব্যান করা হয়েছিল।

Raj kundtra with samita

বিটকয়েন স্ক্যামে জড়িৎ রাজের নাম
রাজ কুন্দ্রার নাম বিটকয়েন দুর্নীতির সঙ্গেও জড়িয়ে ছিল। পুনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং ই ডি-র তদন্তে বলিউডের একাধিক ব্যক্তিত্বদের পাশাপাশি রাজ কুন্দ্রার নামও উঠে এসেছিল। ওয়েবসাইট তৈরি করে বহু মানুষকে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তদন্তকারীরা। এই ঘটনায় অনেকেই জড়িত ছিলেন বলে অনুমান করেছিলেন পুলিশ আধিকারিকরা। তার মধ্যে অন্যতম নাম ছিল রাজ কুন্দ্রা।

২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
২০১৭ সালে মহারাষ্ট্র পুলিশ একটি কাপড়ের কোম্পানির অভিযোগের ভিত্তিতে রাজকুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিল। এই কাপরের কোম্পানির মালিক অভিযোগ করেছিলেন যে তাদের নাম ভাঙ্গিয়ে শিল্পা এবং রাজ টাকা তুলেছেন।এই টাকার তারা কোন ভাগ দেননি এই কোম্পানিকে বলেও অভিযোগ করেছিলেন এই ব্যবসায়ী। এই দম্পতির বিরুদ্ধে অভিযোগকারী ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছিলেন।

Raj Kundra Son of a bus conductor and now a business baron

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিনেত্রী পুনম পান্ডের অভিযোগ
মডেল-অভিনেত্রী পুনাম পান্ডে রাজকুন্দ্রা এবং তার সহযোগীর বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে অভিযোগ জানিয়ে ছিলেন। তিনি অভিযোগ করেছিলেন রাজ কুন্দ্রা এবং তার কোম্পানি পুনম পান্ডের ছবি ভুল কাজের জন্য ব্যবহার করেছে। তবে রাজ এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছিলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না ।এই ঘটনার সঙ্গে তিনি জড়িৎ নন বলেও দাবি করেছিলেন কুন্দ্রা।

Mumbai police arrest Raj Kundra in a pornography case

প্রাক্তন স্ত্রীকে নিয়েও যথেষ্ট চর্চায় ছিলেন রাজ
কয়েকদিন আগে রাজ কুন্দ্রা নিজের প্রাক্তন স্ত্রী কবিতার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে কবিতার সঙ্গে তার বোনের স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জেরে তাদের বিয়ে ভেঙে যায়। এই ঘটনার পর থেকে রাজ কুন্দ্রা শিল্পা শেট্টি এবং রাজ্যের প্রাক্তন স্ত্রী কবিতাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
এখন পুলিশের জালে রাজ কুন্দ্রা। এবার দেখার তার বিরুদ্ধে যে নীল ছবি তৈরি করা এবং অ্যাপের মাধ্যমে ছবি গুলোকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই অভিযোগ ধুয়ে মুছে নিজের ছবি পরিষ্কার রাখতে পারেন নাকি আইনের ফাঁদে আগামী দিনেও দিন কাটাতে হয় রাজ কুন্দ্রাকে।

]]>
রূপকথা: বাস কন্ডাক্টরের সন্তান থেকে বিজনেস ব্যারন ‘নীলছবি নির্মাতা’ রাজ কুন্দ্রা https://ekolkata24.com/uncategorized/raj-kundra-son-of-a-bus-conductor-and-now-a-business-baron Fri, 23 Jul 2021 12:32:05 +0000 https://www.ekolkata24.com/?p=1229 নিউজ ডেস্ক: পর্নোগ্রাফিকাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।

অতি দরিদ্র ঘরের ছেলের থেকে বিজনেস ব্যারন হয়ে ওঠা রাজের জীবনের গল্প যেন রূপকথার মতো। তাই ৪৫ বছর আগে রাজ কুন্দ্রার বাবা লুধিয়ানা থেকে লন্ডনে পাড়ি দেন। সেখানে গিয়ে বসবাস শুরু করেন তিনি ও তাঁর পরিবার। বাবা ছিলেন বাস কন্ডাক্টর, মা ছিলেন কারখানার শ্রমিক। দারিদ্রকে দেখেছেন অনেক কাছ থেকে। দারিদ্রকে মনেপ্রাণে ঘৃণা করতেন রাজ। পড়াশোনায় অমনোযোগী রাজ মাত্র ১৮ বছর বয়সে পড়াশোনা ছেড়ে। কলেজে পড়াশোনার সুবাদে দুনিয়া দেখতে শুরু করেন।  নিজের জীবনকে নতুন রূপে পেতে গিয়েই ধনী হওয়ার লক্ষ্যে অবিচল হন তিনি। 

বাস কন্টাকটারি করে কিছু টাকা অর্জন করে রাজের বাবা একটি দোকানের ব্যবস্থা করেন। তিনি রাজকে ছয় মাসের সময় দিয়ে বলেন তাকে কিছু করে দেখাতে হবে। অথবা তাদের সঙ্গে এই কাজে যোগ দিতে হবে।এই ছয় মাসের সময়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাত্র ২০০০ ইউরো সঙ্গে করে নিয়ে দুবাই পাড়ি দেন রাজ কুন্দ্রা। সেখানে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললেও খুব একটা সুবিধা করতে পারেননি। তারপরেই দুবাই থেকে নেপাল চলে যান তিনি। নেপালে গিয়ে খুব কম দামে পাশমিনা শাল কেনেন রাজ। ১০০টি শাল কিনে লন্ডন ফিরে সেগুলো অনেক বেশি দামে বিক্রি করতে শুরু করেন।

এমনকি পরবর্তী সময়ে ইংল্যান্ডের বড় বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেন রাজ ।এই ভাবেই পাশমিনা সালের ব্যবসার মাধ্যমে তার বছরের টার্নওভার হয়ে ওঠে ২০ মিলিয়ন ইউরো। তারপরে আর ফিরে তাকাননি রাজ কুন্দ্রা কিছুদিনের মধ্যেই আবার দুবাই ফেরত যান, হীরে সংক্রান্ত একটি কোর্সও করেন। কারণ প্রথম থেকেই এই ব্যবসা করার লক্ষ্যে এগিয়েছিলেন তিনি। লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগোতে থাকেন তিনি। ২০০৪ সালে Success Magazine রাজ কুন্দ্রাকে ১৯৮ তম ধনী ব্রিটিশ এশিয়ানের খেতাব দেয়।

২০০৭ সালে রাজ কুন্দ্রা ফের দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান। সেখানে গিয়ে তিনি একটি কোম্পানি তৈরি করেন। সেই কোম্পানি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ,মাইনিং সহ একাধিক প্রজেক্ট শুরু করে। তার পরবর্তী সময়ে আইপিএল- এর রাজস্থান রয়্যালস দলটির মালিকানা নেন রাজ কুন্দ্রা। ঠিক এই ভাবেই নিজের লক্ষ্য পূরণে এগোতে থাকেন রাজ কুন্দ্রা। বিশ্বজুড়ে তার সম্পত্তি রয়েছে এখন।

প্রথম স্ত্রীস্ত্রী ছিলেন কবিতা। তাঁর সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হয়। রাজের অভিযোগ তাঁর বোনের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল কবিতা কুন্দ্রার। কবিতার মতে তাঁদের বিয়ে ভাঙার জন্য দায়ি শিল্পা শেট্টি। ২০০৮ এ শিল্পাকে বিয়ে করেন রাজ কুন্দ্রা।  বিশ্বজুড়ে ‘আইডিয়াল কাপল’ হিসাবেই নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠা করেছিলেন এই দম্পতি। তবে গত ১৯ জুলাই সব স্বপ্নই চুরমার হয়ে গেল যখন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এর জালে ধরা পড়লেন রাজ কুন্দ্রা।

]]>
পর্নোগ্রাফি নির্মাণের অভিযোগে পুলিশ জালে শিল্পা-স্বামী রাজ কুন্দ্রা https://ekolkata24.com/offbeat-news/shilpa-shettys-husband-raj-kundra-arrested-in-porn-films-case Mon, 19 Jul 2021 19:35:58 +0000 https://www.ekolkata24x7.com/?p=992 নিউজ ডেস্ক: ধৃত শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।পর্নোগ্রাফি ছবি বানিয়ে তা বিভিন্ন অ্যাপে প্রকাশিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজকে।সোমবার রাতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে।

এই মামলায় ইতিমধ্যে পুলিশ ন’জনকে গ্রেফতার করেছে।গত ফেব্রুয়ারি মাসে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে।এই ঘটনায় রাজ মুল ষডযন্ত্রকারী বলে অনুমান পুলিশের।

মুম্বই পুলিশ বিবৃতিতে দিয়ে বলেছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

]]>