Recruitment – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 26 Nov 2024 19:37:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Recruitment – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 भारतीय रेलवे ने पिछले 10 सालों में 5 लाख कर्मचारियों की भर्ती की: रेल मंत्री अश्विनी वैष्णव https://ekolkata24.com/uncategorized/indian-railways-hired-5-lakh-employees-in-a-decade-minister Tue, 26 Nov 2024 19:37:07 +0000 https://ekolkata24.com/?p=50280 भारतीय रेलवे (Indian Railways) ने पिछले एक दशक में 5 लाख कर्मचारियों की भर्ती की है, जो पिछले दशक की तुलना में अधिक है। शनिवार को नागपुर के आजानी रेलवे मैदान में आयोजित ऑल इंडिया एससी/एसटी रेलवे एम्प्लॉईज एसोसिएशन के राष्ट्रीय सम्मेलन में रेल मंत्री अश्विनी वैष्णव ने यह जानकारी दी।

मंत्री ने बताया कि 2004 से 2014 के बीच रेलवे ने 4.4 लाख कर्मचारियों की भर्ती की थी। उन्होंने रेलवे के इतिहास में पहली बार वार्षिक भर्ती कैलेंडर की शुरुआत का भी उल्लेख किया, जिससे भर्ती प्रक्रिया को अधिक पारदर्शी और तेज़ बनाया गया है।

इस सम्मेलन में एसोसिएशन के अध्यक्ष बी एल भैरवा, सेंट्रल रेलवे के महाप्रबंधक धर्मवीर मीणा और साउथ ईस्ट सेंट्रल रेलवे के महाप्रबंधक नीनू मौजूद रहे। मंत्री ने प्रधानमंत्री नरेंद्र मोदी के एक महत्वपूर्ण उदाहरण का जिक्र करते हुए कहा, “संविधान के प्रति सम्मान केवल प्रतीकात्मक नहीं, यह कर्मों में दिखना चाहिए।”

भर्ती प्रक्रिया में सुधार और वार्षिक कैलेंडर का योगदान
रेल मंत्री अश्विनी वैष्णव ने बताया कि प्रधानमंत्री मोदी के नेतृत्व में रेलवे की भर्ती प्रक्रिया को मज़बूत किया गया है। 2014 के बाद से हर साल एक वार्षिक भर्ती कैलेंडर प्रकाशित किया जाता है, जिससे उम्मीदवार अपनी तैयारी समय पर कर सकें। उन्होंने कहा, “हमने पिछले एक दशक में अधिक रोजगार के अवसर सृजित किए हैं, जिससे नई पीढ़ी रेलवे का हिस्सा बनकर देश के विकास में योगदान दे रही है।”

संविधान दिवस पर संदेश
संविधान दिवस के अवसर पर मंत्री ने संविधान के प्रति अपना सम्मान व्यक्त किया। उन्होंने बताया कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने संसद में प्रवेश करने से पहले संविधान के समक्ष झुककर एक मिसाल पेश की है। मंत्री ने कहा, “संविधान का सम्मान केवल शब्दों से नहीं, बल्कि कार्यों से भी दिखना चाहिए।”

नए जनरल कोच और स्मारक का अनावरण
मंत्री ने बताया कि रेलवे वर्तमान में 12,000 सामान्य कोचों का निर्माण कर रहा है। नागपुर में आयोजित इस कार्यक्रम में उन्होंने एसोसिएशन के प्रयासों को सम्मानित करते हुए एक स्मारक का अनावरण भी किया। इसके अलावा, मंत्री ने दीक्षाभूमि के सेंट्रल मेमोरियल में जाकर डॉ. बी आर अंबेडकर को श्रद्धांजलि अर्पित की।

डॉ. बी आर अंबेडकर को श्रद्धांजलि
रेल मंत्री ने अपने संबोधन में डॉ. बी आर अंबेडकर के जीवन और उनकी विचारधारा की प्रशंसा की। उन्होंने कहा, “अंबेडकर के विचार और उनके आदर्श हर स्तर पर समानता और न्याय का संदेश देते हैं।”

समग्र दृष्टिकोण
भारतीय रेलवे की यह भर्ती प्रक्रिया देश में रोजगार के अवसर बढ़ाने के सरकार के प्रयासों को दर्शाती है। अश्विनी वैष्णव के अनुसार, भारतीय रेलवे जैसे बड़े संगठन का योगदान केवल परिवहन के क्षेत्र में ही नहीं, बल्कि देश की आर्थिक और सामाजिक प्रगति में भी महत्वपूर्ण है।

रेलवे की पिछले 10 सालों की भर्ती प्रक्रिया इसकी ज़िम्मेदारी और पारदर्शिता का उदाहरण है। संविधान और डॉ. अंबेडकर के प्रति सम्मान, और वार्षिक भर्ती कैलेंडर की पहल ने भारतीय रेलवे को और भी मज़बूत और प्रभावशाली बना दिया है।

]]>
शिक्षकों और पुलिस में होने वाली है बड़ी भर्ती: ब्रत्य https://ekolkata24.com/uncategorized/big-recruitment-is-going-to-happen-in-teachers-and-police-bratya Thu, 12 Oct 2023 15:59:29 +0000 https://ekolkata24.com/?p=46121 गुरुवार को कैबिनेट बैठक में पास हुआ प्रस्ताव। गुरुवार को मुख्यमंत्री ममता बनर्जी के कालीघाट स्थित आवास पर कैबिनेट की बैठक हुई. तय हुआ है कि राज्य सरकार जल्द ही 12 हजार पुलिस कांस्टेबलों की नियुक्ति करेगी. ये फैसला गुरुवार को कैबिनेट की बैठक में लिया गया. वहीं, उर्दू मीडियम स्कूलों में पारा शिक्षकों और अंशकालिक शिक्षकों की नियुक्ति का निर्णय लिया गया है. सूत्रों के मुताबिक, 12,000 पुलिस कांस्टेबलों में से 8400 पुरुष कांस्टेबल और 3600 महिला कांस्टेबलों की नियुक्ति की जाएगी. तो राज्य पुलिस द्वारा अधिसूचना प्रकाशित की जाएगी।

इस बीच राज्य में शिक्षकों की नियुक्ति में भ्रष्टाचार का विरोध होने पर राज्य सरकार ने शिक्षकों की पुनर्नियुक्ति का फैसला लेकर सबको चौंका दिया. बैठक के अंत में शिक्षा मंत्री ब्रत्य बसु ने संवाददाताओं से कहा कि आज बैठक में हमारे स्कूल शिक्षा विभाग के तीन बहुत महत्वपूर्ण निर्णय लिए गए. उर्दू मीडियम स्कूल के लिए पैरा टीचर और पार्ट टाइम टीचर की आवश्यकता है। पारा शिक्षक और अंशकालिक शिक्षक के पदों के सृजन और नियुक्ति के प्रस्ताव को आज स्वीकार कर लिया गया है. सृजित रिक्तियों की संख्या पर निर्णय उर्दू अकादमी के परामर्श से लिया जाएगा। बड़ी संख्या में भर्तियां होंगी।

]]>
Job recruitment at indian defence: প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? আজই আবেদন করুন https://ekolkata24.com/uncategorized/job-recruitment-at-indian-defence Sat, 08 Jan 2022 09:12:52 +0000 https://ekolkata24.com/?p=18420 আপনিও কি ভারতের প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা দফতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাব বিভাগীয় কর্মকর্তা এবং অন্যান্য পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় পূরণ করা আবেদন পত্র পাঠিয়ে পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। বিভিন্ন বিভাগে মোট ৯৭টি পদে নিয়োগ করা হবে বলে খবর।

পদের নামঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরঃ ৭টি পোস্ট
সাব ডিভিশনাল অফিসারঃ ৮৯টি পোস্ট
হিন্দি টাইপিস্টঃ ১টি পোস্ট

শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য আবেদনকারীর বাধ্যতামূলক / বৈকল্পিক বিষয় হিসাবে বা ডিগ্রি পর্যায়ে পরীক্ষার মাধ্যম হিসাবে হিন্দি/ইংরেজিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য: স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস।

বয়সসীমাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হবে।
এছাড়া অন্যান্যদের বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটগুলি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সেগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রটি ‘প্রিন্সিপাল ডিরেক্টর, ডিফেন্স এস্টেটস, সাউদার্ন কমান্ড, ইসিএইচএস পলিক্লিনিকের কাছে, কোধওয়া রোড, পুনে- 411040-এ পাঠাতে হবে।

]]>
Indian army: মাধ্যমিক পাশেই মিলবে স্থল সেনায় চাকরি, আজই আবেদন করুন https://ekolkata24.com/uncategorized/indian-army-recruitment-in-punjab-regimental-centre Sun, 26 Dec 2021 06:22:54 +0000 https://ekolkata24.com/?p=16285 News Desk: ভারত সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ বা সমতুল্য যোগ্যতা রয়েছে? তাহলে সুবর্ণ সুযোগ আপনার জন্য। মাধ্যমিক পাশেই মিলবে স্থল সেনা চাকরি। কিভাবে আবেদন করবেন, কোন কোন পদে লোক নেবে ভারতীয় সেনা? এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে নিন এক নজরে:

ভারতীয় সেনার তরফ থেকে অফিশিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টার, রামগড় কেন্দ্রে গ্রুপ সি পদে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‌দশম পাশ বা সমতুল্য যোগ্যতা এবং উচ্চমাধ্যমিক পাশ করা ‌থাকলেই আবেদন করতে পারেন। কার্পেন্টার, কুক, ধোপা ও দর্জির পদে লোক নিয়োগ করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা ৮ জানুয়ারি, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ১৮-২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। 

 

লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল বা ট্রেড টেস্টের মাধ্যমে আবেদনকারীদের নির্বাচিত করা হবে। পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টার গ্রুপ সি নিয়োগ ২০২১ এর জন্য পূরণ করা ফরম এবং অন্যান্য নথিপত্র কমান্ড্যান্ট পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টার, রামগড় কেন্দ্র, ঝাড়খন্ড পিন কোড: ৮২৯১৩০ এই ঠিকানায় শেষ তারিখের মধ্যে রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদনকারীদের।

 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনুযায়ী বেতন পরিকাঠামো ঠিক করা হয়েছে। ভারতীয় স্থল সেনার বেতন কাঠামো অনুযায়ী, কার্পেন্টার পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। কুক,ধোপা, দর্জি পদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

]]>
Bipin Rawat: রাওয়াতের শেষকৃত্যের প্রস্তুতির সঙ্গে চলছে উত্তরসূরি বাছাইয়ের পালা https://ekolkata24.com/uncategorized/next-cds-recruitment-process-is-underway-with-preparations-forbipin-rawats-funeral Thu, 09 Dec 2021 18:18:33 +0000 https://ekolkata24.com/?p=14280 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে দিল্লির পালাম বিমানবন্দরে (palam airport) এসে পৌঁছয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) মরদেহ। শুধু রাওয়াত নয়, এসেছে তাঁর স্ত্রী মঞ্জুলিকা-সহ আরও ১১ জনের মরদেহ।

এদিন বিপিন রাওয়াত-সহ অন্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই পালাম বিমানবন্দর আগেই হাজির হয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাবাহিনীর তিন শাখার কর্তারা। প্রত্যেকেই রাওয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

এদিন রাত সাড়ে ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একে একে রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজয় ভাট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। শুক্রবার কামরাজ মার্গ থেকে বিপিন রাওয়াতের মরদেহ নিয়ে শোকযাত্রা করবে সেনা। যা শেষ হবে ব্রার শ্মশানে। শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সাধারণ মানুষ রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। রাওয়াতের শেষকৃত্যে অংশ নিতে আসছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান জেনারেল শভেন্দ্র সিলভা।

একদিকে যখন রাওয়াতের শেষকৃত্যের প্রস্তুতি চলছে তখনই উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হল দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক কে হবেন? রাওয়াতের ফেলে যাওয়া চেয়ারে কে বসবেন? হঠাৎ করেই রাওয়াতের চলে যাওয়া দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধাক্কা। দেশের প্রতিরক্ষার ইতিহাসে বছর দুই আগে ও সেনা সর্বাধিনায়ক বলে কোনও পদ ছিল না।

২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার চিফ অফ ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক পদটি তৈরি করে। বায়ু সেনা, নৌ সেনা ও স্থল সেনা এই তিন বাহিনীর সমন্বয়সাধনের দায়িত্ব থাকে সেনা সর্বাধিনায়কের উপর। কয়েক বছর আগে একদিকে চিন অন্যদিকে পাকিস্তান সীমান্তে নিয়মিত আগ্রাসন দেখাচ্ছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, বাহিনীর তিন শাখার মধ্যে আরও বেশি সমন্বয় স্থাপনের প্রয়োজন হয়েছিল। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি তৈরি করা হয়। যার দায়িত্ব ছিলেন বিপিন রাওয়াত।

রাওয়াতের পর কে এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। এই নামগুলির মধ্যে রয়েছে দেশের বর্তমান সেনাপ্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী ও নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন সেনা সর্বাধিনায়ক নির্বাচন করা হবে।

পরবর্তী সেনা সর্বাধিনায়ক নির্বাচনের কাজটি পর্বত প্রমাণ কঠিন। তিন বাহিনীর বর্তমান প্রধানদের মধ্যে তুলনা করলে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে কিছুটা এগিয়ে আছেন। কারণ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর নারাভানে সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর অভিজ্ঞতা অনেক বেশি। অন্যদিকে মাত্র মাস তিনেক আগে বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিয়েছেন বিবেকরাম চৌধুরী।

আর নতুন নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার দায়িত্ব পেয়েছেন মাত্র ১ সপ্তাহ আগে। পাশাপাশি নতুন সেনা সর্বাধিনায়ক পদে শোনা যাচ্ছে অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আর কেএস ভাদুরিয়ার নাম। পাশাপাশি উঠে এসেছে বায়ুসেনার এয়ার মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণের নামও। তবে বলভদ্রের নতুন সেনা সর্বাধিনায়ক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ তাঁর বুকে এখনও পর্যন্ত তিনটি তারা রয়েছে। চারটি তারা না থাকলে এই পদ পাওয়া খুবই কঠিন।

তাই নতুন সেনা সর্বাধিনায়ক হিসেবে নারাভানে ও ভাদুড়ির মধ্যে কোনও একজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে শেষপর্যন্ত সাউথ ব্লক কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

]]>
TET 2021 exam: টেট পরীক্ষার প্রশ্ন ফাঁসে বাতিল হয়ে গেল শিক্ষক নিয়োগ পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/tet-2021-exam-teacher-recruitment-test-was-canceled-due-to-leaked-tet-test-questions Sun, 28 Nov 2021 16:34:31 +0000 https://ekolkata24.com/?p=12708 নিউজ ডেস্ক, লখনউ: শিক্ষক নিয়োগের জন্য রবিবার হওয়ার কথা ছিল টেট (UP TET 2021 exam) পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। ঘটনার জেরে তুমুল অশান্তি সৃষ্টি হল রাজ্যজুড়ে। শেষ পর্যন্ত বাতিল (cancel) করে দেওয়া হল টেট পরীক্ষা। এই অবাক করা কাণ্ড ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।

এদিন সকালে বেশ কয়েক লাখ হবু শিক্ষক সরকারের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা দিতে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। কিন্তু পরীক্ষা শুরুর আগেই খবর রটে যায় যে, হোয়াটস অ্যাপে (WhatsApp) টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। বেশকিছু পরীক্ষার্থী মোবাইলে সেই পরীক্ষার প্রশ্নপত্রও পেয়ে যান। তাই বিষয়টি যে গুজব তা নয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সঙ্গে সঙ্গেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় যোগী সরকার। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্পেশাল টাস্কফোর্স ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে।

রবিবার দুই অর্ধে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে দুটি পরীক্ষাই বাতিল করে দেওয়া হয়। পরীক্ষা বাতিলের এই খবরে যথারীতি চরম সমালোচনার মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, যোগী আদিত্যনাথ সরকার বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগের ভান করছে। কিন্তু যোগী সরকার মূলত বিজেপির লোকজনকেই চাকরি দিতে চায়। সে কারণেই তারা নিজেদের লোকজনকে আগে থাকতেই প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছিল। কিন্তু কোনওভাবে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। বিরোধীরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার যথাযথ তদন্তের দাবি তুলেছে।

বিরোধীদের অভিযোগ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে কি হাল এ ঘটনায় তারই প্রমাণ। রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার।

অন্যদিকে রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ডিসেম্বর মাসেই নতুন করে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। খুব শীঘ্রই পরীক্ষার নির্দিষ্ট দিন, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর পেতেই সক্রিয় হয়ে ওঠে স্পেশাল টাস্কফোর্স। বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তারা প্রয়াগরাজ এবং পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তিন যুবককে গ্রেফতার করেছে। এই পরীক্ষার আয়োজক সংস্থাও এসটিএফের সন্দেহের তালিকায় রয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হলে এই সংস্থাকে পরীক্ষা আয়োজনের দায়িত্ব আর দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে সরকার। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী।

]]>
Indian Army TES 46 2021 Recruitment: টেকনিক্যাল এন্ট্রি স্কিম ১০+২ এর জন্য অনলাইন আবেদন শুরু https://ekolkata24.com/uncategorized/indian-army-tes-46-2021-recruitment-online-application-started-for-technical-entry-scheme-102 Sun, 10 Oct 2021 02:37:55 +0000 https://www.ekolkata24.com/?p=7059 অনলাইন ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী টেকনিক্যাল এন্ট্রি স্কিম (TES) ১০+২ এন্ট্রি ৪৬ কোর্সের জন্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর TES অনলাইন আবেদন ৭ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত joinindianarmy.nic.in- এ পাওয়া যাবে।

ভারতীয় সেনাবাহিনী ৯ অক্টোবর ২০২১ তারিখের নিয়োগ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।  এছাড়াও, JEE মেইন TES-46 কোর্স থেকে TES এন্ট্রির জন্য বাধ্যতামূলক।

কোর্সের জন্য ৯০ টি শূন্যপদ রয়েছে।  কোর্সের ৪ বছর সফলভাবে শেষ হলে ক্যাডেটদের সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদমর্যাদায় স্থায়ী কমিশন দেওয়া হবে। তবে আবেদন জমা দেওয়ার দিন ঘোষণা হলেও এখনও পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি কর্তপক্ষের তরফ থেকে। ১৬ থেকে ১৯ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই কোর্সের জন্য। প্রার্থীকে বাধ্যতামূকভাবে JEE মেইনস এ উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি বিজ্ঞান মাধ্যমে উচ্চমধ্যমিকে কমপক্ষে শতকরা ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। 

সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের 2021 সালের ডিসেম্বর থেকে এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের দুটি পর্যায় নির্বাচন পদ্ধতির মাধ্যমে রাখা হবে।  যারা প্রথম পর্যায় অতিক্রম করতে পারবে তারা দ্বিতীয় পর্যায়ে যাবে। যারা দ্বিতীয় পর্যায় সফলভাবে অতিক্রম করবে তাদের জন্য মেডিকেল পরীক্ষা করা হবে।

এসএসবি কর্তৃক সুপারিশকৃত এবং মেডিক্যালি ফিট ঘোষিত প্রার্থীদের যোগ্যতার ক্রমে প্রশিক্ষণের জন্য জয়েনিং লেটার জারি করা হবে, যা সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে, প্রাপ্ত শূন্যপদের সংখ্যার উপর নির্ভর করবে। প্রার্থীকে নিয়োগের প্রধানপরিচালক ওয়েবসাইট www.joinindianarmy.nic.in- এ ‘অনলাইন’ আবেদন করতে হবে। নিয়োগের প্রধানপরিচালক, ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা মন্ত্রণালয় (সেনাবাহিনী) এ আবেদনটি স্ক্রিন করা হবে এবং তারপরে প্রার্থীকে এসএসবির জন্য বিস্তারিত বলা হবে।

]]>
Indian Railways Recruitment: তিন হাজারেরও বেশি পদে নিয়োগ ভারতীয় রেলে https://ekolkata24.com/uncategorized/indian-railways-recruitment-indian-railways-has-recruited-more-than-three-thousand-posts Thu, 30 Sep 2021 06:14:40 +0000 https://www.ekolkata24.com/?p=6073 অনলাইন ডেস্ক: রেলওয়ে নিয়োগ দপ্তরের পক্ষ থেকে উত্তর রেলের বিভিন্ন বিভাগ ও ইউনিটে কর্মশালায় উপযুক্ত প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ‘অ্যাপ্রেন্টিসেস আইন, ১৯৭৩’ অনুযায়ী।

আবেদনকারীদের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রার্থী হিসেবে কেবল এক বছরের জন্য নিয়োগ করা হবে রেলের বিভিন্ন বিভাগে। উত্তর রেল বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩০৯৩ টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে। আবেদনকারীরা আগামী ২০ অক্টোবর রাত বারোটা পর্যন্ত রেলওয়ে এই শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

উত্তর রেলওয়ে নিয়োগ দপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে বাছাই প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে হবেনা সাক্ষাতকারের মাধ্যমে, সে সম্পর্কে এখনো কিছু স্পষ্ট জানানো হয়নি। প্রার্থীদের এই.আর.সি. এন.আর. নিয়োগের শর্তাবলী বিশদে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ অনুসারে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা করবে ভারতীয় রেল।

আগ্রহীদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অবশ্যই মাধ্যমিকের মানপত্র এবং আই.আই.টি. ডিগ্রি থাকা বাধযতামূলক। ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উল্লেখিত পদগুলোর জন্য। যদিও শারীরিক বিকলাঙ্গ প্রার্থীদের জন্য ১০ বছরের এবং এস.সি. ও ও.বি.সি. প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী স্টাইফেন দেওয়ার ব্যবস্থাপনার কথাও বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলওয়ে কর্তপক্ষ। জেনারেল, ওবিসি এবং অন্যান্য রাজ্যের প্রাথীদের জন্য আবেদন পত্রের মূল্য ১০০ টাকা। যদিও এস.সি., এস. টি., শারীরিক বিকলাঙ্গ এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ফিরোজপুর, দিল্লি, আম্বালা এবং লক্ষ্ণৌ এর রেলওয়ে শাখার বিভিন্ন দপ্তরে।

]]>
Government jobs: প্রচুর নিয়োগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে https://ekolkata24.com/uncategorized/government-jobs-lots-of-recruitment-in-state-bank-of-india Wed, 29 Sep 2021 17:15:41 +0000 https://www.ekolkata24.com/?p=6051 #Government jobs
অনলাইন ডেস্ক: ​গত ২৮ ​সেপ্টেম্বর থেকে চালু হয়েছে স্টেট ব্যাংকের বিশেষ ক্যাডার অফিসার পদে নিয়োগের অনলাইন নথিভুক্তকরণ প্রক্রিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও ৬০৬ টি শূন্য পদে নিয়োগের সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্পর্ক ব্যবস্থাপক, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপক, বিনিয়োগ কর্মকর্তা সহ আরো অনেকগুলো পদে নিয়োগের বার্তা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন এই ব্যাংকের তরফ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ই অক্টোবর বলে ঘোষণা করা হয়েছে।

বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে একটি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীকে নিয়োগ করা হতে পারে মুম্বাই কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিপ্লোমা বা এমবিএ ডিগ্রি থাকা প্রয়োজন। ২০ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উলিখিত পদগুলির জন্য।

সারা ভারতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের জন্য ৫০০ ও বেশি শূন্য নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ব্যাংকটি। সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ৩৩৪ টি, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ২১৭ টি, বিনিয়োগ কর্মকর্তার ভূমিকায় ১২ টি ও কেন্দ্রীয় গবেষকের ভূমিকায় ৪ টি শূন্য পদের তালিকা প্রকাশ পেয়েছে।

এছড়াও কার্যনির্বাহী কর্মীর পদে একজন, ডেপুটি ম্যানেজার পদে ২৬ জন ও ম্যানেজারের পদে ১২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। জেনারেল, ওবিসি এবং ই.ডাব্লু.এস প্রার্থীদের জন্য আবেদন পত্রের মূল্য ৭৫০ টাকা। যদিও, এস.সি., এস.টি. এবং শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবেন

]]>
বিজ্ঞপ্তি প্রকাশ: উচ্চশিক্ষা দফতর প্রায় ৬০০ অধ্যাপক নিয়োগ করছে https://ekolkata24.com/uncategorized/cgpsc-recruitment-2021-professor-595-post-last-date-end-tomorrow-apply-soon-here Sun, 12 Sep 2021 17:49:47 +0000 https://www.ekolkata24.com/?p=4468 CGPSC Recruitment 2021: আপনি যদি অধ্যাপক নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজছেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর আছে। ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন (CGPSC) রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে অধ্যাপকের পদে নিয়োগ করছে৷ মোট ৫৯৫ টি পদে নিয়োগ করা হবে।

যদি আপনিও এই নিয়োগে আগ্রহী হন এবং আবেদন করার যোগ্য হন, তাহলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। কারণ আবেদনের প্রক্রিয়া ১৩ সেপ্টেম্বরের পরে শুরু হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in- এ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২১। এর পর কোন প্রার্থীর ফরম গ্রহণ করা হবে না। প্রার্থীদের আবেদন করার আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবরণগুলি পড়ার এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ, ভুলভাবে পূরণ করা ফর্ম কমিশন গ্রহণ করবে না।

আবেদন করার যোগ্যতা
অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতাসহ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি গবেষণার রেকর্ডও থাকা আবিশ্যিক৷ এছাড়া প্রার্থীদের বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না৷
বেতন

নির্বাচিত প্রার্থীদের পেস্কেল -১৪ (পে ব্যান্ড ৩৭,৪০০-৬৭,০০০+ এজিপি ১০,০০০) এর ভিত্তিতে করা হবে।

]]>
ভারতীয় নৌবাহিনীতে একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত তথ্য https://ekolkata24.com/uncategorized/recruitment-of-multiple-vacancies-in-the-indian-navy-details-remain Sat, 17 Jul 2021 04:55:14 +0000 https://www.ekolkata24x7.com/?p=925 ভারতীয় নৌবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ইলেক্ট্রিক্যাল শাখায় নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে এবং কীভাবে আবেদন করতে হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়েসের প্রার্থীরা আবেদন করতে পারবেন তাও বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

১) নিয়োগের পদ্ধতি
ভারতীয় নৌবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

২) প্রার্থীদের বয়সগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এই ক্ষেত্রে জন্মতারিখ ১৯৯৭ সালের ২ জানুয়ারি থেকে ২০০২ সালের ১ জুলাইয়ের মধ্যে গণ্য করা হবে।

৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের বি-টেক ডিগ্রি বাধ্যতামূলক। এর মধ্যে থাকবে ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স/টেলি কমিউনিকেশন/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/পাওয়ার ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইনস্ট্রুমেন্টেশন/অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স। এছাড়াও এই সব শাখায় প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

৪) আবেদনের পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বৈধ ইমেল এবং ফোন নাম্বার থাকতে হবে। ১৬ ই জুলাই থেকে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই ২০২১। বিস্তারিত জানতে http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_6_2122b.pdf লিঙ্কে ক্লিক করুন।

]]>