যশ এর প্রথম পক্ষের সন্তান ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ নুসরাতের সন্তান ইশান। দীপাবলিতে প্রথম ঈশানকে দেখে ভক্ত মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নুসরাত জাহান। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আর এবার জাঁকিয়ে বসে সকলের হাঁড়ির খবর নিজেই ফাঁস করবেন নুসরাত জাহান। রেডিও টকশো ইসক এফএম-এ এবার টলিউড সেলেবদের সঙ্গে খোলামেলা আলোচনায় নুসরাত জাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার শুটিং। খবরের ছড়িয়ে পড়েছে সর্বত্র যার ফলে বলাই চলে এই চ্যাট শো র টিআরপি আগে থেকেই তুঙ্গে।
View this post on Instagram
বিতর্কের কেন্দ্রে থাকা নুসরাত জাহানের মুখোমুখি একাধিক সেলেব। সদ্য তার শ্যুট সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে ঋতাভরী ও একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে। তাকে ট্রোল হতে হয়েছে তার ফিগার নিয়ে। তারেক অপারেশনের পরে শরীরে মেদ জমে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতাভরীকে। কাজেই সেলিব্রিটি মানে ট্রোল নিত্যসঙ্গী। সেই সুবাদেই সমস্তটা ঝেড়ে ফেলে নতুন পথ চলা শুরু নুসরাত জাহানের। অপেক্ষায় দিন গুনছে ভক্ত মহল।
]]>
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের জিম সেশনের পর আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন ঋতাভরী। ছবির ক্যাপশনে তিনি জানান, একটা সময় তিনি ডায়েট মেনে চলতেন। শরীরে একটুও মেদ জমেছে কী না তা দেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রোজ ছবি তুলতেন তিনি। তবে ৮ মাস আগেই তাঁর শরীরে পর পর ২ টি অস্ত্রোপচার হয়। এর পর থেকেই তাঁর জীবন অনেকখানি পালটে যায়। অস্ত্রোপচার ঠিকভাবে হলেও ধীরে ধীরে অবসাদ নেমে আসে তাঁর জীবনে। বর্তমানে শারীরিক সমস্যা না থাকলেও মানসিক সমস্যায় ভুগছেন তিনি।
ঋতাভরী আরও জানান, ২০১৩ সাল থেকেই তিনি অনেক ওয়ার্কআউট এবং ডায়েট মেনটেন করে চলেন।
শরীরের মাপ যাতে ৩৬-২৬-৩৬ থাকে সেই দিকে বিশেষ নজর দিতেন অভিনেত্রী। তবে ৮ মাস আগের সার্জারি সব বদলে দেয়। অভিনেত্রীর কথায়, ওই সময় তিনি নড়াচড়াও করতে পারতেন না। বেশিরভাগ সময়ই কাটাতেন বিছানায়। শুধু ভাবতেন কখন এই যন্ত্রণার অবসান ঘটবে। তবে এখনও নিজের অবসাদ নিয়ে মুখোমুখি কথা বলতে চাননি অভিনেত্রী। খুব শীঘ্রই বড় পর্দায় বড় ভাবেই ফিরতে চলেছেন তিনি। এমনটাই আভাস দেন ঋতাভরী।
]]>মন ভাল করতে স্মৃতির পাতায় চোখ রাখেন ঋতাভরীয়। এবারও তেমনটাই করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় থ্রো-ব্যাক ভিডিও শেয়ার করেই সাইবারবাসীর ঘুম উড়িয়েছেন বঙ্গতনয়া। হট প্যান্ট- প্রিন্টেড বিকিনিতে বিচ লুকে টলি ফ্যাশনিস্তা যেন বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত।

ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। একের পর এক সাহসী ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী অন্তর্বাসের উপর দিয়ে বেরিয়ে এসেছে ক্লিভেজের খাঁজ। ঝড়ের গতিতে ভাইরাল ঋতাভরীর বোল্ড লুক। ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও দেখেই ঘাম ঝরছে ভক্তদের। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক।
]]>