Robert Streak – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Sep 2021 05:12:42 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Robert Streak – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 অস্ত্র চেয়ে আহমেদ মাসুদের লবি শুরু, আশঙ্কিত ISI-তালিবান জঙ্গিরা https://ekolkata24.com/uncategorized/anti-taliban-leader-massoud-appeal-for-arms-to-protect-humanity-in-afghanistan Sat, 18 Sep 2021 05:12:42 +0000 https://www.ekolkata24.com/?p=4897 নিউজ ডেস্ক: যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারেন আফগানিস্তানের অন্যতম তালিবান (Taliban) বিরোধী নায়ক আহমেদ মাসুদ। পঞ্জশিরের শাসন তাঁর হাতে নেই। রক্ষীবাহিনীর সঙ্গে হিন্দুকুশ পর্বতমালার গোপন স্থান থেকে জঙ্গি বিরোধী যুদ্ধ চালাচ্ছেন মাসুদ। তবে তাঁর পরিস্থিতি বিপজ্জনক। এই অবস্থায় গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন তিনি।

সূত্রের খবর, তালিবান অবরুদ্ধ পঞ্জশির থেকে বহু কাঠখড় পুড়িয়ে ওয়াশিংটন একজন লবিস্ট নিয়োগ করেছে আহমেদ মাসুদ। তাঁর নেতৃত্বাধীন পঞ্জশিরের জাতীয় প্রতিরোধ বাহিনী (এনআরএফ) তালিবানদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তবে পার্বত্য এলাকা বাদ দিলে বাকি পঞ্জশির তালিবান দখলেই।

Robert Streak

গোপন দূত কে ?
মাসুদকে অস্ত্র এনে দিতে রাজি এক লবিস্ট। যিনি হোয়াইট হাউসের অন্দরমহলে লবি করতে পারেন। কে এই গোপন দূত? লন্ডনের সংবাদপত্র ‘Daily Mail’ জানাচ্ছে, মাসুদের পাঠানো দূত সম্ভবত রবার্ট স্ট্রিক। তিনি একজন পেশাদার লবিস্ট।

আহমেদ মাসুদের মুখপাত্র আলি নাজারি জানান, পঞ্জশিরের হাজার হাজার মানুষকে বাঁচাতে, মানবতাকে সমর্থন করতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রসংঘের মতো শক্তির সমর্থন প্রয়োজন। তালিবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের অস্ত্র ও অর্থ প্রয়োজন।

রবার্ট স্ট্রিকের লবি মারাত্মক শক্তিশালী। তিনি কাজ শুরু করেছেন বলে অনুমান করা হচ্ছে। এই খবরে আতঙ্কিত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই খবরে ভীত। তারাও ওয়াশিংটনে লবি নিয়োগ করতে চলেছে বলে খবর।

]]>