Roy Krishna – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 10:31:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Roy Krishna – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ATK Mohun Bagan : সন্দেশের সঙ্গে করোনার আগমন সবুজ-মেরুন তাবুতে https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-infected-by-covid19-from-sandesh-jhingan-speculated Sun, 09 Jan 2022 10:31:44 +0000 https://ekolkata24.com/?p=18560 এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) করোনা (Covid19) সংক্রমণ। শনিবার স্থগিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ। খেলা ছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। জৈব বলয়ে থাকা সত্বেও শিবিরে কী করে করোনা প্রবেশ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ওড়িশার বিরুদ্ধে ম্যাচ আপাতত স্থগিত৷ লিগ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরে দেওয়া হবে বিকল্প তারিখ। কিন্তু বাগানে করোনা এলো কী করে, এই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ৷ আইএসএল- এর প্রতিটা দল রয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সংক্রমণ এড়াতে ফাঁকা মাঠে হচ্ছে খেলা। দর্শক প্রবেশ নিষিদ্ধ। তবুও ফুটবলাররা আক্রান্ত হলেন করোনায়।

কেউ কেউ অনুমান করছেন সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) সঙ্গে সবুজ-মেরুন তাঁবুতে করোনা আগমণ। সুদূর ক্রোয়েশিয়া থেকে এসেছেন সন্দেশ। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় এই ডিফেণ্ডারের করোনা রিপোর্টও পজিটিভ। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাকিদের দেহে। রয় কৃষ্ণা, শুভাশিষ বসু, কার্ল ম্যাকহিউ-রা আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

দলের ডিফেন্স মজবুত করতে নিয়ে আসা হয়েছে সন্দেশকে। গত মরশুমে কলকাতার ক্লাবেই ছিলেন তিনি। সেখান ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন ক্রোয়েশিয়ায়। নতুন টিমের সঙ্গে গা ঘামালেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। চোট সমস্যাও যথেষ্ট ভুগিয়েছে তাঁকে। অন্য দিকে লোপেজ হাবাসের অন্যতম ইউএসপি শক্তপোক্ত রক্ষণভাগ। এবার কাজে আসছিল তা কোচের এই পরিকল্পনা। দল যেমন বিপক্ষের জালে বল পাঠিয়েছে, তেমনই হজমও করেছে। ফলত এখনও শেষ চার নিশ্চিত করতে পারেনি এটিকে মোহনবাগান। হাবাস বিদায় নিয়েছেন। নতুন কোচ হিসেবে আনা হয়েছে জুয়ান ফেরান্দোকে। তিনিও ডিফেন্স নিয়ে চিন্তিত। তাই ভাবা হয়েছিল সন্দেশের কথা।

]]>
Roy Krishna: হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে সমর্থকদের বার্তা রয় কৃষ্ণ’র https://ekolkata24.com/sports-news/roy-krishna-message-to-the-fans-before-the-match-against-hyderabad Sun, 02 Jan 2022 11:23:47 +0000 https://ekolkata24.com/?p=17640 আগামী ৫ জানুয়ারি ATK মোহনবাগান চলতি আইএসএলে প্লে অফের টিকিট আরও নিশ্চিত করতে মাঠে নামবে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি’র সঙ্গে টাইটেলশিপে হাড্ডাহাড্ডি লড়াই হুয়ান ফেরান্দোর ছেলেছের। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করতেই নিজের ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে সস্ত্রীক রয় কৃষ্ণ’র (Roy Krishna) শুভেচ্ছা বার্তা ‘দিলখুশ’ করে দেওয়ার মতো।

ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে সস্ত্রীক রয় কৃষ্ণ নিজের সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ছবির ক্যাপসনে পোস্ট, “যদিও ২০২১’র চ্যালেঞ্জগুলি ন্যায্য অংশ ছিল, এটা ওই বছর যা আমাদের রাজকন্যা উপহার দিয়েছিল। আপনি যখন নতুন বছরে পদার্পণ করছেন, আমাদের প্রার্থনা হল যে সমস্ত চ্যালেঞ্জ আপনার পথে আসা সত্ত্বেও আপনি জীবনে এমন সেরাটা আসলে ধন্য হন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। আমাদের পক্ষ থেকে শুভ নববর্ষ”।

চলতি টুর্নামেন্টে আগামী বুধবার লিগের থার্ড বয় ATK মোহনবাগানের ম্যাচ সেকেন্ড বয়ের বিরুদ্ধে, হায়দরাবাদ এফসি। দু’দলই ১১ তম রাউন্ডে ৮ টা করে ম্যাচ খেলে ফেলেছে। সাপ লুডো খেলার পজিশন আইএসএলের লিগ টেবিলে এখন। প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য ভারতের দুই প্রান্ত দল ঝাঁপাবে এমনটা আর বলার অপেক্ষা রাখে না।

তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে দু’দল। ATK মোহনবাগানের ১৪ পয়েন্ট লিগ টেবিলে, এক পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে হায়দরাবাদ এফসি। গোল পার্থক্যে হায়দরাবাদ অনেকটাই এগিয়ে (১১), ATK মোহনবাগানের (২) বিরুদ্ধে।

আন্তোনিও লোপেজ হাবাস কোচিং যুগের শেষে নতুন স্প্যানিয়ার্ড হেডকোচ হুয়ান ফেরান্দো জমানায় নর্থইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়ার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় এবং গোলমেশিন রয় কৃষ্ণ’র দুরন্ত ফিনিশার রূপে গোলের রাস্তায় ফিরে আসাটা সবুজ মেরুন ব্রিগেডের ছন্দে ফেরার ইঙ্গিত বটে। তবে আগামী ম্যাচ ATK মোহনবাগানের কাছে প্লে অফের টিকিট পাকাপোক্ত করার ক্ষেত্রে শুধুই যে গুরুত্বপূর্ণ বলাটা সঙ্গত হবে এমনটা নয়। বরংঞ্চ নিন্দুকদের নাকে ঝামা ঘষে দেওয়ার সুবর্ণ সুযোগ।

এমন আবহে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ সস্ত্রীক রয় কৃষ্ণ’র নতুন বছরে পা রেখে সমর্থকদের আশ্বস্ত করে শুভেচ্ছা বার্তায় পরিস্কার হাইভোল্টেজ হায়দরাবাদ ম্যাচের আগে ‘NO চাপ’ গোলমেশিন রয় কৃষ্ণ’র। নতুন বছরে ATK মোহনবাগানের জন্য সমস্ত চ্যালেঞ্জ নিতে কৃষ্ণ প্রস্তুত এবং চলতি টুর্নামেন্টের সেরাটা সমর্থকদের হাতে তুলে দিয়ে ধন্য হওয়া।

]]>
রয় কৃষ্ণ’র গোলে জিতল ATK মোহনবাগান https://ekolkata24.com/sports-news/roy-krishnas-goal-helped-atk-mohun-bagan-win Wed, 29 Dec 2021 16:12:34 +0000 https://ekolkata24.com/?p=17125 Sports desk: এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩মিনিটে লিস্টন কোলাসোর গোল।৫৬ মিনিটে রয় কৃষ্ণ’র গোল ATK মোহনবাগানের হয়ে,২-০ গোলের লিড সবুজ মেরুন শিবিরের।

এদিন ম্যাচে দুরন্ত ফিনিশারের ঝলক দেখা গেল রয় কৃষ্ণ থেকে। পুরনো ছন্দে কৃষ্ণা, এফসি গোয়ায় বিরুদ্ধে। সবুজ মেরুন সমর্থকরাও খুশি ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ ছন্দে ফিরে পেতে।

২৩ মিনিটে কোলাসোর বক্সের বাইরে থেকে মিষ্টি স্ট্রাইকে ATK মোহনবাগান ১-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ায় রয় কৃষ্ণ। ফতোদরা স্টেডিয়ামে অস্টম ম্যাচে চলতি আইএসএলে নতুন হেডকোচ হুয়ান ফেরান্দোর কোচিং ভোলবদল ATK মোহনবাগানের। অবশ্য ৮১ মিনিটে এফসি গোয়ায় হয়ে গোল অর্টিজ মেন্দোজার।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর বর্ষবরণ রাতের আগে রয় কৃষ্ণরা ২-১ গোলে এফসি গোয়ার বিরুদ্ধে জিতে সবুজ মেরুন সমর্থকদের হাতে নিউ ইয়ার সেলিব্রেশনের উপহার তুলে দিলেন।

৪-২-৩-১ এই ফর্মেশনে ATK মোহনবাগানের নতুন হেডকোচ হুয়ান ফেরান্দো ছক সাজিয়েছেন চলতি আইএসএলের মাঝে ছেড়ে আসা পুরনো দলের বিরুদ্ধে, এফসি গোয়া। অন্যদিকে ডেরেক পেরেরা ৩-৪-১-২ ছক মোহনবাগানের বিরুদ্ধে।

ডিফেন্সে তিরি,আশুতোষ মেহতা,প্রীতম কোটাল (অধিনায়ক) শুভাশিস বোস।দুই উইঙ্গার টাংড়ি এবং ম্যাকহিউ মিডফ্লিডার মনভীর সিং,বৌমাস ও কোলাসো আপফ্রন্টে রয় কৃষ্ণ। আর এফসি গোয়া জোড়া স্ট্রাইকার মেন্দোজা এবং মুরগাঙ্কর।নেমিল তৃতীয় সার্পোট প্লেয়িং স্ট্রাইকার, একটু নীচ থেকে। মিডফ্লিডারে গামা,রেবেলা,নোগুয়েরা, ফার্নান্দেজ এবং ডিফেন্সে ডোহলিং,ফক্স,গারিদো গঞ্জালেস। এমন ছকে একে অপরের বিরুদ্ধে ছক কষে শেষ হাসি হাসলো সবুজ মেরুন সমর্থকরা, বর্ষবরণ রাতের আগে।

]]>
সোশাল মিডিয়ায় রয় কৃষ্ণ’র বার্তা সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে https://ekolkata24.com/sports-news/roy-krishnas-message-to-mohun-bagan-supporters-on-social-media Sat, 25 Dec 2021 17:36:27 +0000 https://ekolkata24.com/?p=16218 Sports desk: চলতি আইএসএলের (ISL) ১১ তম রাউন্ডে আন্তোনিও লোপেজ হাবাসের হঠাৎ ইস্তফা, নতুন কোচ হুয়ান ফেরান্দোর কোচিং’এ গত মঙ্গলবার ATK মোহনবাগান ৩-২ গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছে, নিজেদের সপ্তম ম্যাচে। কিন্তু সবুজ মেরুন গোলমেশিন ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ অফ ফর্মে। যা নিয়ে মন খারাপ ‘কৃষ্ণ’ ভক্তদের।

শনিবার, ‘X Mas’ উপলক্ষ্যে সকল সবুজ মেরুন সমর্থকদের উদ্দ্যেশ্যে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ সস্ত্রীক রয় কৃষ্ণ নিজের নবজাত সন্তানকে কোলে নিয়ে ছবি ইনস্ট্রাগ্রাম সোশাল মিডিয়াতে পোস্ট করেছে। ওই পোস্টে রয় কৃষ্ণ লিখেছে,””আমার পরিবারের তরফ থেকে সমর্থকদের জানাই মেরি ক্রিসমাস! উৎসবের মুহুর্তে আপনাদের জীবন ভালবাসা আর উল্লাসে ভরে উঠুক,সুখ এবং শান্তিময় হোক”।

প্রসঙ্গত, নিজের পড়তি ফর্ম নিয়ে রয় কৃষ্ণ নিজেও বিব্রত। ATK মোহনবাগানের প্রাক্তন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস এই অফ ফর্ম নিয়ে বলেছিলেন, ‘স্ট্রাইকারদের এইরকম সমস্যার মধ্যে পড়তে হয়,তবে রয় কৃষ্ণ ফর্মে ফিরবে’। যদিও হাবাস যুগের মধুচন্দ্রিমা এখন অতীত, হাবাসের স্বদেশীয় স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দো এখন নতুন হেডস্যার রয় কৃষ্ণদের।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গত ম্যাচে জয় পেলেও, প্লে অফে খেলা নিয়ে এখনও ATK মোহনবাগান নিশ্চিত নয়। কারণ চলতি আইএসএলের লিগ টেবিলে চোখ রাখলে দেখা যাবে সাপ লুডো খেলার মত লিগ টেবিলে দলগুলোরও পজিশন ওঠানামা করছে।

তাই টুর্নামেন্টের প্লে অফের টিকিট নিশ্চিত করতে ATK মোহনবাগানকে পরের খেলা ২৯ ডিসেম্বর, এফসি গোয়ার বিরুদ্ধে জিততেই হবে, টুর্নামেন্টে ‘ডু অর ডাই’ সিচুয়েশনে হুয়ান ফেরান্দোর ছেলেরা। এরপর জানুয়ারি ৫ হায়দরাবাদ এফসি এবং ১১ তম রাউন্ডে সবুজ মেরুন দলের শেষ ম্যাচ ৮ জানুয়ারি ওডিশা এফসির বিরুদ্ধে। তিন ম্যাচ জিততেই হবে চলতি আইএসেলের প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য।

]]>
ATK Mohun Bagan: কৃষ্ণের বাঁশির সুরে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাসী সবুজ-মেরুন সমর্থকরা https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-supporters-are-relying-on-roy-krishna Sat, 18 Dec 2021 16:50:11 +0000 https://ekolkata24.com/?p=15370 Sports desk: ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসে’র। এমন ডামাডোলের মাঝেও সবুজ মেরুন সমর্থকরা আত্মবিশ্বাসী ফিজিয়ান “গোল্ডেন বয়” রয় কৃষ্ণ নিজের নামের প্রতি সুবিচার করবেন এবং গোল করে মহার্ঘ্য “তিন পয়েন্ট” ঘরে তুলে আনবেন।

গত ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সবুজ মেরুন স্ট্রাইকার রয় কৃষ্ণ। কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করে এগিয়ে দেন রয় কৃষ্ণ। কিন্তু এই ম্যাচের পর থেকেই ছন্দে নেই ATKমোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণ। মন খারাপ সবুজ মেরুন সমর্থকদের।

মন খারাপ হলেও রয় কৃষ্ণ গোল পেলেই প্রিয় দল চলতি টুর্নামেন্টের ১১ তম রাউন্ডের শেষ চার ম্যাচে প্লে অফে চলে যাবে, এমনটাই বিশ্বাস সবুজ মেরুন সমর্থকদের।

গোল না পাওয়ায় রয় কৃষ্ণ’র কনফিডেন্স লেভেল একটু তলানিতে থাকলেও ফিজিয়ান গোল্ডেন বয় জাত ফুটবলার। সবুজ মেরুন সমর্থকরা এককথায় স্বীকার করে নিচ্ছে “ফর্ম অস্থায়ী, কিন্তু ফুটবলারের জাত(রয় কৃষ্ণ) চিরস্থায়ী”। বিপক্ষ দল রয় কৃষ্ণকে আটকাতে ম্যাচের ভিডিওগ্রাফি বিশ্লেষণ করে ছক কষবে এটাই স্বাভাবিক।

ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জ রয় কৃষ্ণ’র কাছে, কীভাবে বিপক্ষ দলকে বোকা বানিয়ে, ম্যাচ চলাকালীন তাদের বিরুদ্ধে নিজের (রয় কৃষ্ণ) স্কিলের ভেল্কিতে জাত চিনিয়ে ফালাফালা করে বিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে আটকানোর সমস্ত কৌশলকে “বুড়ো আঙুল চুষে” আলিঙ্গনের সেরা মুহুর্ত।

আর একবার গোল পেয়ে গেলেই রয় কৃষ্ণকে থামানো মুশকিল শুধু নয়, “ডন কো পকরনা মুমকিন নেহি, না মুমকিন হে” যথোপযুক্ত হয়ে উঠবে চলতি আইএসএল টুর্নামেন্টে রয় কৃষ্ণ’র ক্ষেত্রেও “না মুমকিন” বিপক্ষ দলের কাছে, রয় কৃষ্ণকে ঘিরে ছক কষার আতঙ্কে।

তাই আশা ছাড়তে নারাজ সবুজ মেরুন সমর্থকরা রয় কৃষ্ণকে নিয়ে যে, তাদের প্রিয় দলের অন্যান্য ফুটবলারেরা ম্যাচে ঠিকভাবে পাসিং ফুটবল খেলতে পারলেই কৃষ্ণ বাঁশির সুরের জাদুতেই প্লে অফে যাওয়ার টিকিট জোগাড় হয়ে যাবে।

]]>
ATK Mohun Bagan: রয় কৃষ্ণ’র ইস্যুতে বিব্রত সবুজ-মেরুনের হেডকোচ হাবাস https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-head-coach-habas-embarrassed-by-roy-krishnas-issue Wed, 15 Dec 2021 15:35:45 +0000 https://ekolkata24.com/?p=15003 Sports desk: আগামী বৃ্হস্পতিবার, বাম্বোলিম স্টেডিয়ামে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামছে বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) BFC’র বিরুদ্ধে রয় কৃষ্ণ নিজের ৫০ তম ম্যাচ খেলতে নামবে। সবুজ মেরুন সমর্থকরা চাইছে এই ম্যাচেই নিজের অফ ফর্ম কাটিয়ে গোলের সারণিতে ফিরে আসুক রয় কৃষ্ণ।

চলতি ISL’এ বেঙ্গালুরু এফসি’র পারফরম্যান্স আহামরি না হলেও সবুজ মেরুন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস আসন্ন ম্যাচকে হাল্কা ভাবে নিতে নারাজ, সঙ্গে আত্মবিশ্বাসী গোলের খরা কাটিয়ে উঠবে স্ট্রাইকার রয় কৃষ্ণ।

ISL’এ রয় কৃষ্ণ’র গোলের খরা প্রসঙ্গে আত্মবিশ্বাসী হাবাস বলেন,”স্ট্রাইকারদের ক্ষেত্রে এমন ব্যাডপ্যাচ আসে। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ফুটবলার রয় কৃষ্ণ, শীঘ্র ফর্মে ফিরে আসবে”।

বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী চলতি টুর্নামেন্টের শততম ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসেন এফসি গোয়ার বিরুদ্ধে। গোল মিস করতেই ভারত অধিনায়ক ছেত্রী হতাশায় ভেঙে পড়েন। ওই ম্যাচ BFC হেরে যায়, এফসি গোয়ার কাছে ২-১ গোলে।

ISL’এ বেঙ্গালুরু এফসি ৬ ম্যাচে এক ম্যাচে জয় এবং এক ম্যাচে ড্র সঙ্গে ৪ ম্যাচে হারের মুখ দেখে লিগ টেবিলে নয় নম্বরে।

কিন্তু ATK মোহনবাগানের হেডস্যার হাবাস বেঙ্গালুরু এফসিকে হাল্কা ভাবে নিতে নারাজ। হাবাসের কথায়, কারণ বিপক্ষ দলে সুনীল ছেত্রীর মতো খেলোয়াড় আছে, ছেত্রী যেকোন সময়ে ম্যাচের রঙ বদলে দিতে পারে, সুনীল ভারতীয় ফুটবলের লিজেন্ড এবং তরুণ ফুটবলারদের কাছে সুনীল ছেত্রী আদর্শ”।

অন্যদিকে, ফিজিয়ান “গোল্ডেন বয়” রয় কৃষ্ণর ডাক পড়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ফিজির জাতীয় দলে খেলার জন্য। আগামী ১০ জানুয়ারি ফিজির ন্যাশনাল ক্যাম্পে রিপোটিং’র ডেডলাইন রয় কৃষ্ণ’র কাছে। এই নিয়ে আন্তোনিও লোপেজ হাবাস যথেষ্ট বিব্রত ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ছলে প্রতিক্রিয়া, “আমার এই বিষয়ে কিছু জানা নেই”।

ফিজির জাতীয় দলে রয় কৃষ্ণ’র ডাক পাওয়ার খবরে সবুজ মেরুন সমর্থকরাও হতাশ। হাবাস নিজেও অন্ধকারে রয় কৃষ্ণ’র ইস্যুতে হাবাসের প্রতিক্রিয়ায়।

সব মিলিয়ে ATKMB ৫ ম্যাচে দুটো জয়, একটা ড্র এবং দুটো হার হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হেডকোচ হাবাস। এই প্রসঙ্গে হাবাসের যুক্তি, ২০১৯ ISL’এ চেন্নাইন এফসি’র পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো এবং ফাইনালে গিয়ে সেকেন্ড পজিশন পাওয়ার উদাহরণ সামনে আনছেন, তিন ম্যাচে ৮ পয়েন্ট হারিয়েও।

ISL’র ৪৯ টি ম্যাচে রয় কৃষ্ণ’র মোট গোল সংখ্যা ৩১, গোল করাতে ১৬, দুবারের টপ স্কোরার চলতি টুর্নামেন্টে, এই সমস্ত পরিসংখ্যান কিছুটা হলেও নামে এবং ধারে এগিয়ে রাখছে ATKMB’কে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

]]>
ATK Mohun Bagan: সবুজ-মেরুনকে বিদায় জানিয়ে ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ উড়ে যাচ্ছে দেশে https://ekolkata24.com/sports-news/roy-krishna-is-flying-to-say-goodbye-to-atk-mohun-bagan Tue, 14 Dec 2021 19:20:51 +0000 https://ekolkata24.com/?p=14897 Sports desk: পেশাদার ফুটবল আঙিনায় ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ওয়েলিংটন ফিনিক্সের সাথে এ-লিগে এবং সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে তার গোল-স্কোরিং কাজের কারণে ফিজিয়ার পতাকা উড়িয়েছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনির সাথে ফিজি ওসিয়ান ফুটবল কনফেডারেশন (OFC) প্রতিষ্ঠাতা সদস্য।

প্রায় 880,000 জনসংখ্যার দেশটি ঐতিহ্যগতভাবে ওসেনিয়ার সেরা পারফরমারদের একজন এবং ফিজি ফুটবল অ্যাসোসিয়েশনের (FFA) পাখির চোখ OFC নেশনস কাপ চ্যাম্পিয়ন হওয়া। এই কারণেই ATKমোহনবাগানকে বিদায় জানিয়ে রয় কৃষ্ণ উড়ে যাচ্ছেন ফিজিতে, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য।

চলতি ISL’র ১১ তম রাউন্ডের মাঝে রয় কৃষ্ণর সবুজ মেরুন শিবির ত্যাগ করা নিশ্চিতভাবে বড় ধাক্কা ATKমোহনবাগানের কাছে। কেননা রয় কৃষ্ণ যেভাবে ম্যাচে ওঠা নামা করে গোটা দলকে সার্পোট দেয়, ফিজিয়ান ‘গোল্ডেন বয়ের’ স্কোয়াড ছেড়ে চলে যাওয়ার ফলে টিম কম্বিনেশন এবং চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের দিক থেকে আকাশ আর পাতালের মধ্যে চওরা ফাটল ফুটে উঠবে ATKমোহনবাগানের খেলায়।
যদিও রয় কৃষ্ণ’র বিকল্প হিসেবে ডেভিড উইলিয়মস রয়েছে স্কোয়াডে, কিন্তু রয় কৃষ্ণ’র বিদায় নেওয়ার পর ওই জায়গা ভরাট করতে এবং মিসিং লিঙ্ক জুড়তে গিয়ে উইলি (এই নামেই ATKমোহনবাগান টিমে ডেভিড উইলিয়মস জনপ্রিয়) কাছে মস্ত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

এই মুহুর্তে ISL’র সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণ এটা নিয়ে কোনও দ্বিমত নেই।রয়ের না থাকাটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।

@@@@কারণ একটাই, ফিজির জাতীয় ফুটবলের মুখ বলুন আর পোস্টার বয়’ই বলুন তা হলেন রয় কৃষ্ণ। ঠিক যেভাবে রয় কৃষ্ণ। ATK মোহনবাগানের শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসা হয়ে উঠেছেন অতীতে হোসে রামিরেজ ব্যারেটোর মতো, ঠিক তেমনিভাবেই কয়েনের এই পিঠ ATK মোহনবাগান আর কয়েনের অপর পিঠ ফিজির জাতীয় ফুটবল দল, রয় কৃষ্ণ’ই গোটা জাতীয় দলের আশা ভরসা।

বাস্তব সত্যি কঠিন হলেও, সবুজ মেরুন সমর্থকদের কাছে আবেগের রঙ, ঠিক তেমনি ফিজির জাতীয় ফুটবল দলে আবেগের রয় কৃষ্ণ’র ম্যাচে, বিপক্ষ দলের বিরুদ্ধে চোয়াল শক্ত করে লড়াই ছুঁড়ে দেওয়ার মিসাইল হলেন রয় কৃষ্ণ। জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যেকোন ফুটবলারেরা কাছে তপস্যার সামিল। তাই ATK মোহনবাগানকে বিদায় জানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ফিফা বিশ্বকাপে ফিজিয়ার পতাকা মেলে ধরতে উড়ে যাচ্ছেন ATK মোহনবাগানের গোলমেশিন তথা আদর্শ টিমম্যান রয় কৃষ্ণ।

]]>
Goodbye ATK Mohun Bagan: ৬ জানুয়ারি সম্ভবত রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরবেন https://ekolkata24.com/sports-news/goodbye-atk-mohun-bagan-on-january-8-roy-krishna-will-probably-fly-to-fiji Mon, 13 Dec 2021 09:11:45 +0000 https://ekolkata24.com/?p=14653 Sports desk: চলতি আইএসেএলে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) ১১ তম রাউন্ডের শেষ ম্যাচ ৮ জানুয়ারি শনিবার, ওডিশা এফসি’র বিরুদ্ধে। তার আগে জানুয়ারি মাসের ৫ তারিখে হাবাসের টিম খেলবে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে, ফতোদরা স্টেডিয়ামে।

সম্ভবত হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ খেলেই ফিজির বিমান ধরার জন্য ফতোদরা স্টেডিয়াম থেকেই রওনা দিতে পারেন ফিজির ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ সম্ভবত ৬ জানুয়ারি মুম্বই’র ছত্রপতি শিবাজী আন্তজার্তিক বিমানবন্দর থেকে রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরবেন।

প্রসঙ্গত, ২০২২ ফিফা বিশ্বকাপ ওসেনিয়া বাছাইপর্বের জন্য রয় কৃষ্ণর ডাক পড়েছে ফিজির জাতীয় দলে।ফিজির কোচ ফ্লেমিং সেরিটস্টলেভ জানিয়েছেন, ফিজির জাতীয় দলে ডাক পাওয়া বিদেশের মাটিতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ১০ জানুয়ারী, ২০২২,শুক্রবার ফিজির জাতীয় দলে এসে রিপোর্টিং করতে হবে।

অসমর্থিত সূত্রে খবর, ১০ জানুয়ারি ফিজির জাতীয় দলে রয় কৃষ্ণর রিপোর্টিং সময়ের ডেডলাইন শেষ হচ্ছে। কোভিড-১৯ প্রোটকল মেনে নিভৃতবাসে থাকতে হবে কৃষ্ণকে। তাই ৬ জানুয়ারি ফিজির জন্য মুম্বই আন্তজার্তিক বিমানবন্দর থেকে বিমান ধরার প্রবল একটা সম্ভাবনা রয়েছে।

অসমর্থিত সূত্রে জানা গিয়েছে,দুই পথে মুম্বই থেকে ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরতে পারেন ATK মোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণ। সম্ভাবনা প্রথমটি হল, যেহেতু ভারত থেকে ফিজির সরাসরি কোনও বিমান পরিষেবা নেই। এক্ষেত্রে রয় কৃষ্ণকে মুম্বই থেকে কুয়ালালামপুর গামী বিমান ধরতে হবে। কুয়ালালামপুর বিমানবন্দরে বিমান থেকে নেমে ফিজির উদ্দেশ্যে বিমান ধরতে পারেন। অন্যদিকে মুম্বই বিমানবন্দর থেকেই ৬ জানুয়ারি দুবাই গামী বিমান ধরতে পারেন কৃষ্ণ, এরপর দুবাই থেকে ফিজির বিমান ধরতে পারেন।

অসমর্থিত সূত্রে এও খবর, দুবাই বিমানবন্দর থেকে ফিজির উদ্দ্যেশ্যে বিমান ধরলে রয় কৃষ্ণর বিমান ফিজির বিমানবন্দরে অবতরণ করতে সময় বেশি লাগবে, কেননা ওই বিমানের যাত্রাপথ ঘোর পথের। তাই কুয়ালালামপুর গামী বিমান ধরেই রয় কৃষ্ণ ফিজির উদ্দ্যেশ্যে রওনা হওয়ার সম্ভাবনাই বেশি।

]]>
Mohun Bagan A C: রয় কৃষ্ণকে নিয়ে সবুজ মেরুন সমর্থকদের কাছে দুঃসংবাদ https://ekolkata24.com/sports-news/mohun-bagan-a-c-roy-krishna-has-been-called-up-for-the-fiji-national-team Fri, 10 Dec 2021 19:35:27 +0000 https://ekolkata24.com/?p=14408 Sports desk: সবুজ মেরুন (Mohun Bagan A C) সমর্থকদের কাছে খারাপ খবর। ২০২২ ফিফা বিশ্বকাপ ওসেনিয়া বাছাইপর্বের জন্য রয় কৃষ্ণর ডাক পড়েছে ফিজির জাতীয় দলে। জাতীয় দলের সতীর্থদের সাথে যোগ দিতে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম পর্বের পরে রয় কৃষ্ণ ফিজিতে উড়ে যেতে পারেন, এমন একটা জোরালো সম্ভাবনার খবর সামনে এসেছে।

ফিজির কোচ ফ্লেমিং সেরিটস্টলেভ জানিয়েছেন, “আগামী সপ্তাহ থেকে জাতীয় শিবির শুরু করবেন এবং এটিকে মোহনবাগানের খেলোয়াড় ২০২২ সালের জানুয়ারিতে বাকি খেলোয়াড়দের সাথে যোগ দেবেন।”

রয় কৃষ্ণকে নিয়ে ফিজির কোচ সেরিসটলেভ আরও বলেছেন, “আমরা পরের সোমবার ক্যাম্পে প্রবেশ করছি। এই মুহূর্তে রয় জাতীয় দলের একমাত্র নিশ্চিত বিদেশী-ভিত্তিক খেলোয়াড়। বিদেশী ভিত্তিক খেলোয়াড়দের ১০ জানুয়ারী, ২০২২ শুক্রবারের মধ্যে দেশে থাকতে হবে যাতে সোমবারের মধ্যে তাদেরর যোগদানের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমাদের এই বিষয় নিয়ে বিবেচনার জায়গা নেই যে, কোভিড-১৯ বিধিনিষেধ সহ অন্য বিদেশী ভিত্তিক খেলোয়াড় থাকা সম্ভব নয়।”

এটিকে মোহনবাগানের জন্য এর অর্থ হল রয় কৃষ্ণ সবুজ মেরুন ব্রিগেডের অবিচ্ছেদ্য অংশ এবং চলতি আইএসএলের ম্যাচ শুরু করেছে। ৮ জানুয়ারি ওড়িশার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। সুতরাং এটা নিশ্চিত যে ফিজিয়ান গোল্ডেন বয় স্ট্রাইকার রয় কৃষ্ণ ততক্ষণ পর্যন্ত এটিকে মোহনবাগানের সমস্ত ম্যাচের জন্য পাওয়া যাবে।

তবে, ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ যদি জানুয়ারিতে তার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যান তবে এটিকে মোহনবাগান মরসুমের শেষ দিকে তার সার্ভিস মিস করবে। এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ কৃষ্ণ সবুজ মেরুন শিবিরের কাছে সবচেয়ে শক্তিশালী গোল স্কোরার।

অসমর্থিত সূত্রে খবর, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ফিজি ফেডারেশনের সাথে একটি সমাধান সূত্র খুঁজে পাওয়ার লক্ষ্যে কথাবার্তা চালাতে পারে। কারণ ওসেনিয়া কোয়ালিফায়ারগুলি শুধুমাত্র ১৪ মার্চ শুরু হবে৷ ততক্ষণে আইএসএল ফাইনাল শেষ হয়ে যেতে পারে, এবং কৃষ্ণ তখন তার জাতীয় দলের দায়িত্বগুলিতে মনোনিবেশ করতে পারে৷ নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া এবং পাপুয়া নিউ গিনির সাথে বাছাইপর্বের গ্রুপ বি-তে ফিজিকে রাখা হয়েছে।

]]>
খুশির খবর পোস্ট করলেন সস্ত্রীক রয় কৃষ্ণা https://ekolkata24.com/sports-news/good-news-was-posted-by-his-wife-roy-krishna Wed, 10 Nov 2021 16:07:30 +0000 https://www.ekolkata24.com/?p=10943 Sports desk: আইএসএল শুরু হওয়ার আগে খুশির খবর এটিকে মোহনবাগান পরিবারের। দলের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা বাবা হতে চলেছেন। বুধবার নিজের ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা এবং তার স্ত্রী নাজিয়া দুজনে একসাথে একটি ছবি পোস্ট করেন।

ওই ইনস্ট্রাগ্রাম পোস্টে রয় কৃষ্ণা লিখেছেন,”আমার প্রিন্সেস (রাজকন্যা) আসতে চলেছে”, সঙ্গে ওই প্রিন্সেস একটি ‘কন্যা সন্তানে’ এই খবর জানিয়ে ফুটবলার রয় কৃষ্ণা ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়েছেন তা পোস্ট করা ইমোজি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে।

roy krishna with wife

<

p style=”text-align: justify;”>আইএসএল টুর্নামেন্টের জন্য এটিকে মোহনবাগান এখন গোয়াতে। ১৯ নভেম্বর থেকে আইএসএল শুরু। প্রথম দিনে এটিকে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, ফতোদরা স্টেডিয়ামে।

]]>