Royal Challengers Bengaluru – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 26 Sep 2021 16:26:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Royal Challengers Bengaluru – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 টি-টোয়েন্টির দশ হাজারের ক্লাবে ঢুকলেন কিং কোহলি https://ekolkata24.com/sports-news/virat-kohli-becomes-first-indian-batsman-to-achieve-rare-milestone-in-t20-cricket Sun, 26 Sep 2021 16:25:56 +0000 https://www.ekolkata24.com/?p=5656 স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএল শেষ হলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি (Virat Kohli)। টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের অধিনায়কত্বও ছাড়বেন তিনি। দেশের অধিনায়কত্ব ছাড়লে তাঁর জায়গায় দলের নতুন নেতা হবেন রোহিত শর্মা। সেই রোহিতের দলের বিরুদ্ধেই আবার নিজের জাত চেনালেন তিনি।

আরও পড়ুন IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা


আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৫১ রান করার পথে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়ন্টি ফর্ম্যাটে ১০ হাজার রানের মালিক হয়ে যান কোহলি| দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ৩৯তম ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টির সব ধরনের ৩১৩ ম্যাচে ৯ হাজার ৯৮৭ রানের অধিকারী ছিলেন বিরাট।

Virat Kohli first Indian and seventh player overall to reach 9000 T20 runs  - Sportstar

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ হাজার ২৭৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১১ হাজার ১৯৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয়ান তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড। তৃতীয় স্থানে রয়েছেন ১০ হাজার ৮০৮ রানের মালিক পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। 

]]>
IPL: ফর্মে ফিরতে মরিয়া ক্যাপ্টেন কোহলি https://ekolkata24.com/sports-news/virat-kohli-is-trying-hard-to-back-in-form-in-ipl Thu, 23 Sep 2021 11:49:10 +0000 https://www.ekolkata24.com/?p=5383 স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে ক্যাপ্টেন বিরাট কোহলীর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সময়টা মোটেও ভাল যাচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একতরফা হারের মুখ দেখতে হয়েছিল আরসিবি’কে। মাত্র ৯২ রানেই আরসিবি’র ব্যাটিং লাইন আপ গুটিয়ে যায়। যা আইপিএলের ইতিহাসে আরসিবি’র ষষ্ঠতম সবচেয়ে কম স্কোর। একইভাবে ক্যাপ্টেন কোহলীর ব্যাটও মুখ বন্ধ। মাত্র ৫ রান করেছেন ওই ম্যাচে। আগামী ২৪ সেপ্টেম্বর আরসিবি’র ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচের আগে নিজের ফর্মে ফিরে আসতে মরিয়া বিরাট।

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

সিএসকে’র বিরুদ্ধে ফর্মে ফেরার তাগিদে বিরাট নেট সেশনের পরেও দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝড়িয়েছেন। ক্রিজে ব্যাট করার সময়ে ডেলিভারির সঙ্গে পায়ের মুভমেন্টের ওপর বেশি করে নজর দিয়েছেন। বিরাটের ফর্মে ফেরার এই তাগিদ এবং একাগ্রতা আরসিবি কোচ মাইক হেসেনকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

আরসিবি কোচের কথায়, বিরাট লম্বা সময় নেট সেশনে নিজের ব্যাটিং’র প্রতি মন দিয়েছেন। আমার মনে হচ্ছে সিএসকে’র বিরুদ্ধে বিরাট ছন্দ ফিরে পাবে এবং বিরাট নিজেও রান করতে মরিয়া।

আরসিবি কোচ আরও বলেন, “বিরাট অনেকবার লম্বা নেট সেশন নিয়েছেন। আমাদের কিছু ব্যাটসম্যান অতিরিক্ত সুযোগের অপেক্ষায় থাকে। বিরাট ভাল ব্যাটিং পারফর্ম করার জন্য উদগ্রীব এবং উনি এই ধরনের সেশন পচ্ছন্দ করেন, যাতে নিজের ছন্দে ফিরে আসতে পারেন। আমি এটাই বলতে চাই যে আমার মনে হচ্ছে উনি নিজের ছন্দ ফিরে পাবেন।”

ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন চলতি মরশুম পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকবেন, পরের আইপিএল মরশুমে তিনি আরসিবি’র অধিনায়ক থাকবেন না। এরই সঙ্গে বিরাটের বক্তব্য এসেছে আইপিএল কেরিয়ারে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা সেই প্রসঙ্গেও। নিজের শেষ আইপিএল ম্যাচ আরসিবি’র হয়েই খেলতে চান বলে জানিয়েছেন তিনি।

]]>
IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা https://ekolkata24.com/sports-news/is-virat-kohli-going-to-change-his-team-in-ipl Wed, 22 Sep 2021 10:56:15 +0000 https://www.ekolkata24.com/?p=5276 স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলীকে নিয়ে তুঙ্গে জল্পনা। ডেল স্টেইনের সাম্প্রতিক কিছু বক্তব্য ক্যাপ্টেন কোহলীর দলবদলের জল্পনাকে উস্কে দিয়েছে। স্টেইন জানিয়েছেন, বিরাট কোহলী ভবিষ্যতে আরসিবি ছেড়ে অন্য কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলতে পারেন।

আরও পড়ুন এএফসির টিকিটে শুধুই Mohun Bagan, ATK উধাও হওয়ায় উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা


আরও পড়ুন তাসখন্দের মাঠে নাসাফকে হারিয়ে ইতিহাস গড়তে মরিয়া Mohun Bagan

প্রসঙ্গত, জোরে বোলার ডেল স্টেইন আরসিবি’র হয়ে আইপিএলে খেলেছেন। বিরাটের দলবদল প্রসঙ্গে স্টেইন জানিয়েছেন, বিরাট দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলতে পারেন। নিজের এই বক্তব্যকে যুক্তি দিয়ে সাজাতে গিয়ে স্টেইন ক্রিস গেইল এবং ফুটবলার ডেভিড বেকহ্যামের উদাহরণ টেনে এনেছেন।

IPL 2019: RCB Steyn alive

স্টেইন বলেছেন, “এতে কোনও তফাৎ হয়না যে আপনি কত ভাল খেলোয়াড়।আমরা দেখেছি ক্রিস গেইলকে আরসিবি ছেড়ে চলে যেতে। এছাড়াও লম্বা একটা সময় ফুটবলার ডেভিড বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর টিমকে বিদায় জানিয়েছেন। হয়তো বিরাটও এমনই কোনও সিদ্ধান্ত নিতে পারেন। বিরাট দিল্লীর বাসিন্দা এবং দিল্লী ক্যাপিটালস বিরাটকে প্রস্তাব দিতে পারে তাদের দলে যোগ দেওয়ার জন্য।”

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

ইতিমধ্যেই আরসিবির বিরাট কোহলি জানিয়েছেন চলতি মরশুম পর্যন্তই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকবেন, পরের আইপিএল মরশুমে তিনি আরসিবি’র অধিনায়ক থাকবেন না। একই সঙ্গে বিরাট জানিয়েছিলেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন। 

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

ড্যানিয়েল ভেট্টোরির পরেই বিরাট কোহলী আরসিবি’র অধিনায়ক হন। কিন্তু বিরাট ভাগ্যে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল শিরোপা এখনও পর্যন্ত জিতে উঠতে পারেনি। ২০১৬ সালে আরসিবি আইপিএলের ফাইনালে উঠলেও ট্রফিলেস তকমা নিয়েই ফিরে আসে। এত কিছুর মাঝে আরসিবি অধিনায়কের দলবদলের জল্পনা ঘিরে বিতর্ক ক্রিকেট-দুনিয়ায়।

]]>
আরসিবির ভাগ্য আইপিএলে ট্র‍্যাপিজের সুতোয় দুলছে https://ekolkata24.com/sports-news/rcb-is-in-a-tough-position-in-ipl Tue, 21 Sep 2021 08:33:33 +0000 https://www.ekolkata24.com/?p=5186 স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার হার স্বীকার করেছে। আরসিবি ১৯ ওভারে ৯২ রানের মধ্যে গুটিয়ে যায়। আর নাইট বাহিনী ব্যাট করতে নেমে ১০ ওভারে এক উইকেট জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। এরপরেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলী ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন।

আরসিবি ক্রিকেটারদের ক্যাপ্টেন কোহলী ক্রিকেটারদের পেপটক দিতে গিয়ে বলেন,”আমাদের দ্রুত এই হার স্বীকার করতে হবে এবং এই হারকে ভুলে যেতে হবে। আমাদের আগামী ম্যাচের দিকে মনোযোগী হতে হবে এবং এই হারের পর মাঠে নামতে হবে প্রবলতা আত্মবিশ্বাসী হয়ে। আমরা এর আগে চলতি টুর্নামেন্টে যেভাবে ক্রিকেট খেলে সেই পারফর্মেন্সে খেলতে হবে।এটা মেনে নিতে হবে এই ফর্ম্যাটে এরকম ম্যাচ যেকোনো স্টেজে নিশ্চিতভাবে আসবে।এই হার নিয়ে আমাদের আলাদা করে চিন্তা করার কিছু নেই। আমাদের টিমকে অনেক বেশি করে ব্যালেন্স হতে হবে।”

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

কেকেআরের বিরুদ্ধে হারের পরেও চলতি আইপিএলের পয়েন্ট টেবিলে কোহলীর টিম তিন নম্বরে রয়েছে। কিন্তু এতেও খুব একটা স্বস্তিতে নেই আরসিবি। নেট রান রেটে কোহলীরা সকলের থেকে পিছিয়ে রয়েছে। যদি আইপিএলের ভাগ্য নির্ধারণে নেট রান রেটের বিষয়টি সামনে চলে আসে, আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে। আর এই জায়গাতেই ক্যাপ্টেন কোহলীর কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। কেননা আরসিবিকে টুর্নামেন্টে ভেসে থাকতে হলে সরাসরি প্লে অফের জন্য কোয়ালিফাইং করতে হবে।

টুর্নামেন্টে বিরাট কোহলীদের নিজেদের ব্যাটিং নিয়ে আরও বেশি করে মনোযোগী হতে হবে। বিশেষ করে ক্যাপ্টেন কোহলীকে নিজের ব্যাটিং এর ওপর ফোকাস দিতে হবে। আরসিবি যদি চলতি আইপিএলে চ্যাম্পিয়ন হতে চায়, ক্যাপ্টেন বিরাট কোহলীর ব্যাটকে কথা বলতে হবে।রানের মধ্যে ফিরতে হবে।তাই সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভাগ্য সরু সুতোয় ট্র‍্যাপিজের মতো দুলে চলেছে।

]]>
এবার আরসিবির দায়িত্ব ছাড়ছেন বিরাট? https://ekolkata24.com/sports-news/is-virat-leaving-the-responsibility-of-rcb-this-time Sat, 18 Sep 2021 11:51:02 +0000 https://www.ekolkata24.com/?p=4941 স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইন্ডিয়া টিমের টি-টোয়েন্টির ক্যাপ্টেনশিপ ছেড়েছেন বিরাট কোহলি। তিন ফরম্যাট থেকে ওয়ার্কলোড কমানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন কোহলি। এবার শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দায়িত্ব থেকেও অব্যাহতি নেবেন তিনি।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার


আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, ‘আইপিএলের কথায় আমি বলবো যে একটা সময় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাঙ্গালুরুর হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে যাবে বিরাট। ওর জন্য এটাই ভালো হবে। কারণ এতে ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পারবে।’

দু’দিন আগেই হঠাৎ করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে টুইটারে বিরাট লিখেছিলেন, ‘এই সিদ্ধান্তে আসতে অনেকখানি সময় লেগেছে। কাছের লোকজনদের সঙ্গে, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো যারা ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে, তাদের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করব না। একই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের সঙ্গে কথাও বলেছি। নিজের যোগ্যতা মতো আমি ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।’

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ


আরও পড়ুন IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের

চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। প্রথম পর্বে ৭ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে কোহলির আরসিবি। ফলে দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করতে মরিয়া বিরাট।

]]>
IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের https://ekolkata24.com/sports-news/some-star-player-who-will-not-take-part-in-ipl-this-season Fri, 17 Sep 2021 18:01:06 +0000 https://www.ekolkata24.com/?p=4866 স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার

টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। যদিও ভরা এই গ্যালারি মিস করবেন বেশ কিছু তারকাদের। বিভিন্ন কারণে যারা সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে।

IPL 2020 Mumbai Indians (MI) Full Schedule PDF: Mumbai Indians IPL 2020  Full Schedule, Date, Timings, Venue

মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।

IPL 2021 (second phase): Analysis of Kolkata Knight Riders | NewsBytes

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত যে তিনি আইপিএলের দ্বিতীয় লেগে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

IPL 2021: Punjab Kings (PBKS) Squad, Schedule, Updated Time And Venue

পঞ্জাব কিংস: রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না।

আরও পড়ুন দেশ দখল করেছে তালিবানরা, আইপিএল খেলা নিয়ে সংশয়ে রশিদ-নবিরা

IPL 2021: Rajasthan Royals (RR) Squad, Schedule, Updated Time, And Venue

রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে চলতি আইপিএলে দলে পাবে না রাজস্থান। 

IPL 2021: Chennai Super Kings (CSK) Updated Squad, Schedule, Time And Venue  - CricketAddictor

চেন্নাই সুপার কিংস: আইপিএলের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আরেক অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল চেন্নাই। 

IPL 2021: Delhi Capitals (DC) Squad, Schedule, Updated Time And Venue

দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা পেসার ক্রিস ওকস।

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

IPL 2021: Royal Challengers Bangalore (RCB) Squad, Schedule, Updated Time  And Venue

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: চলতি আইপিএলের দ্বিতীয়ভাগে ব্যাঙ্গালোর দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। 

IPL 2021: Sunrisers Hyderabad (SRH) Updated Squad, Schedule, Time, And Venue

সানরাইজার্স হায়দরাবাদ: ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

প্রসঙ্গত, আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও। 

]]>