চলতি বছরের নির্বাচন সামলানোর পর থেকেই ছবির কাজে হাত দিয়েছেন তিনি। টনিক ছবি ইতিমধ্যেই তৈরি হয়ে বসে রয়েছে। করোনার কবিতার মুক্তি এখনো পর্যন্ত ঘোষণা না করলেও টেলিভিশনে মুক্তি পেয়ে গেছে দেব প্রযোজনার ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। এরই মাঝে কিসমিস ছবির শুটিং শেষ করেছেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে।
View this post on Instagram
বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল দেবের আগামী ছবির মোশন পোস্টার। ছবির নাম রঘু ডাকাত। এককথায় ডাকাত বলতে ঠিক যা বোঝায়, এই ছবি পরতে পরতে জড়িয়ে থাকবে তেমনই এক চরিত্র। সদ্য এই ছবি ঘিরেই উত্তেজিত দেবের ভক্ত মহল। প্রকাশ্যে আসেনি দেবের লুক, কিন্তু দেবের শরীরী গড়নে নজর কেড়েছে এই ছবির প্রথম পোস্টার। বর্তমানে আইসল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন দেব। সঙ্গে রয়েছেন রুক্মিণী। বলিউডের সনক ছবির মুক্তি পাওয়ার পর খানিকটা ছুটির মেজাজে রুক্মিণী। অন্যদিকে দেব তারপর বেশ কয়েকটা ছবির কাজ সেরে এখন গা ভাসিয়েছেন ছুটির মেজাজে।
সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন দেব। বরফে মোড়া উত্তর মেরু। অ্যাডভেঞ্চার ট্রিপের মাঝে রঙিন স্টার দেব যেন আরও একবার সকলকে তাক লাগালেন নানান ফ্রেমে পার্ফেক্ট পোজে। তবে খুব একটা বেশি নজরে এলেন না রুক্মিনী। এখন দেখার ট্রিপ সেরে ফিরেই দেব পরবর্তী ছবি রঘু ডাকাতের কাজে কবে হাত দেন।
]]>সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড টিজার এবং ছবির একটি পোস্টার শেয়ার করেছেন দেব। ছবিটির পরিচালনায় রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এটি তার ডেবিউ ফিল্ম। তবে নতুন পরিচালক হিসেবে টলিপাড়ায় এসেই দেব রুক্মিণীকে ছবির নায়ক নায়িকা হিসেবে পেয়ে খুবই উপ্লুত পরিচালক।
View this post on Instagram
এর পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অ্যানিমেটেড টিজার প্রকাশ করে দেবের প্রযোজনা সংস্থা জানিয়েছে, কিশমিশ ছবিটি দুর্গাপুজোয় না এসে বরং শীতে আসবে। তার সঙ্গে দেবের সংস্থা উল্লেখ করে, যদি পৃথিবী সুস্থ থাকে তবেই। এর পাশাপাশি দেব তাঁর দর্শকদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন সুস্থ থেকে অবশ্যই সিনেমাহলে তাঁদের ছবিটি দেখতে আসেন।
সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে দেব এবং রুক্মিণী দুজনেই অনেকটাই কথকের ভূমিকা পালন করবেন। সঙ্গে অন্যান্য চরিত্ররা মজায় ভরিয়ে দেবেন ‘কিশমিশে’। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া থেকে শুরু করে অঞ্জনা বসু ও খরাজ মুখোপাধ্যায়কে। তবে এরই মাঝে টলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, দেবের জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘কিশমিশ’।
]]>