Sachin – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 06 Dec 2021 08:32:13 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sachin – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 INDvNZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ে অভিনন্দন বার্তা সচিনের https://ekolkata24.com/sports-news/indvnz-congratulations-to-sachin-on-winning-the-series-against-new-zealand Mon, 06 Dec 2021 08:32:13 +0000 https://ekolkata24.com/?p=13775 Sports desk: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে ১০ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে টিম ইন্ডিয়া বিশ্বকাপকে থেকে ছিটকে গিয়েছিল। দগদগে এই ক্ষতের প্রলেপ মুম্বই’এ (INDvNZ) নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে সিরিজ জয়।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে ভারত জিতলো ৩৭২ রানে। দেশের মাটিতে টানা ১৪ টি টেস্ট ম্যাচ জয়ের ধারা অক্ষুণ্ণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ জিতে। প্রথম টেস্ট কানপুরে ড্র হয়েছিল।

এই উপলক্ষ্যে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের অভিনন্দন বার্তায় সামাজিক মাধ্যমে পোস্ট করেছে,”#TeamIndia-এর জন্য কী জয়। অভিনন্দন! 👏🏻
একটি বিশেষ টেস্ট ম্যাচ যেখানে ৪টি ইনিংসেই উইকেট তুলে নিয়েছে ভারতীয়রা! 😉
#INDvNZ”।”
ভারতীয় স্পিনার অশ্বিন প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৪, মোট ৮ উইকেট শিকার ধরেছে।সিরাজ ৩,অক্ষর ২,জয়ন্ত যাদব ১ উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে। কিউইদের দ্বিতীয় ইনিংসে জয়ন্ত যাদব ৪, অক্ষর ১ উইকেট নিয়েছে।

সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রাথমিক প্রতিক্রিয়ায় বিসিসিআই নিজেদের অফিসিয়াল টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, “🗣 🗣 মানসিকতা হল ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শীর্ষে থাকা: #TeamIndia Captain @imVkohli।”

প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৩১১ বলে ১৫০ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে ১০৮ বলে

৬২ রান করে।
সিরিজ জয়ের আনন্দে মায়াঙ্ক আগরওয়ালের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে,”সমস্ত ঘাম, বেদনা, প্রচেষ্টা এই মধুর, মধুর বিজয়ে পরিণত হয়। কি একটি দলীয় প্রচেষ্টা! ভারতের জন্য শ্বেতাঙ্গদের ডন করতে সবসময় গর্বিত। এখন, উদযাপনের সময় 🇮🇳!”

ঘরের মাটিতে সিরিজ জিতে টিম ইন্ডিয়া এবার দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের মাঝে।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চার টেস্ট,দুটি ওডিআই এবং চারটি টি টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রণের’ (Omicron) ভয়াল আতঙ্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) আসন্ন দক্ষিণ আফ্রিকাতে ভারতের ক্রীড়াসূচিতে কাটছাঁট ঘটিয়েছে।

শনিবার বিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এই ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিন টেস্ট, তিন ওডিআই, তবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে, যা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিসিসিআই’র জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হল ভারতীয় ‘A’ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে, প্রোটিয়ার্সদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন তারা ব্যস্ত।
অসমর্থিত সূত্রে খবর, ম্যাচ ভেন্যুতে দর্শক প্রবেশের ওপরে নিষেদ্ধাঞ্জা আরোপিত হতে পারে, জমায়েত এড়িয়ে যাওয়ার প্রশ্নে। কেননা করোনার ‘ওমিক্রন’ প্রজাতির সংক্রমণ আতঙ্কে।

]]>
সচিনের অভিষেক টেস্ট ম্যাচ নিয়ে বিসিসিআই’র আবেগঘন টুইট পোস্ট https://ekolkata24.com/sports-news/bccis-passionate-tweet-post-about-sachins-debut-test-match Mon, 15 Nov 2021 09:41:48 +0000 https://ekolkata24.com/?p=11372 Sports desk: ১৯৮৯ এর ১৫ নভেম্বর  আজকের দিনে ভারতের ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। ১৯৮৯ সালে করাচিতে অনুষ্ঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচে তেন্ডুলকরের অভিষেক হয়েছিল। একই ম্যাচে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসেরও অভিষেক হয়েছিল। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল। এই বিশেষ টেস্ট ম্যাচে, প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ওয়াকার ইউনিসের হাতে আউট হয়েছিলেন তেন্ডুলকর।

বছরের পর বছর ধরে, তেন্ডুলকর বাইশ গজে ঘাম ঝড়িয়েছেন। বিপক্ষ বোলারদের চোখে চোখ রেখে, তাদের ডেলিভারিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি ডেলিভারিকে ব্যাটের মাঝখান দিয়ে পিটিয়ে শাসন করে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান’ হিসাবে ইতিহাসের পাতায় নাম করেছেন এবং তিনি ‘মাস্টার ব্লাস্টার’ নামে ডাকনামও পেয়েছেন।

Sachin Tendulkar

তেন্ডুলকর, ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবং আজ পর্যন্ত, সচিন টেস্ট এবং ওডিআই উভয় ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক রয়েছেন। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে।

তেন্ডুলকর ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। ৪৬ বছর বয়সী ১৬ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হয়েছিল এবং দুরন্ত গতিতে দেশের প্রিয় ক্রিকেটার হয়ে ওঠেন।

এমন এক ঐতিহাসিক দিনকে স্মরণ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিজেদের অফিসিয়াল টুইটে এক আবেগঘন মুহুর্ত পোস্ট করেছে। ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে অভিষেক মুহুর্ত এবং মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিনের আন্তজার্তিক ক্রিকেট কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচের পর্দাপণের মুহুর্তকে কুর্নিশ জানাতে ভোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই’র টুইট পোস্ট “এই দিনে
1989: @sachin_rt তার #TeamIndia আত্মপ্রকাশ করেছিল।
2013: কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো ব্যাট করতে বেরিয়েছিলেন।”

<

p style=”text-align: justify;”>ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট জুড়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন, যা দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার চেয়ে ৬.০০০ রানের বেশি। মাস্টার ব্লাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতিদ্বন্দ্বিতাকারী মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবেও কাজ করেছেন।

]]>
অশ্বিনের ‘ব্যাক ফ্লিপ’ ডেলিভারি নিয়ে দরাজ সার্টিফিকেট সচিনের https://ekolkata24.com/sports-news/sachins-certificate-with-ashwins-back-flip-delivery Thu, 04 Nov 2021 18:54:09 +0000 https://www.ekolkata24.com/?p=10324 Sports desk: টি-২০বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারত (India) নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৬৬ রানে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে। আফগানদের (Afgan) বিরুদ্ধে সাড়ে চার বছর পর সাদা বলে রবিচন্দ্রন অশ্বিন ১৪ রানে ২ উইকেট নিয়ে জ্বলে ওঠেন।

দীর্ঘ সাড়ে চার বছর পর চলতি বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স দেখে অভিভূত ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিশেষত, অশ্বিনের ‘ব্যাক ফ্লিপ’ ডেলিভারি নিয়ে এতটাই উল্লসিত মাস্টার ব্লাস্টার যে সামাজিক মাধ্যমে স্যাডো বোলিং ডেলিভারির মাধ্যমে গোটা বোলিং অ্যাকশনকে বিশ্লেষণ করেছেন।

বৃ্হস্পতিবার সচিন বলেন,”অশ্বিনের আলাদা ভেরিয়েশন বোলিং ডেলিভারি হল ব্যাক ফ্লিপ। যা পিছন থেকে ছাড়া হয় আঙুলের সাহায্যে ক্যারাম বলের মতো।” সচিন স্যাডো বোলিং অ্যাকশন করে দেখান যে,”ডান হাতের তর্জনীতে বলকে ভারসাম্যে রেখে ডানহাতের বুড়ো আঙুল পিছনে ঠেলে দিয়ে এই ব্যাক ফ্লিপ ডেলিভারি করা হয়ে থাকে।”

চার বছর পর রবিচন্দ্রন অশ্বিনকে ম্যাচে বল করতে দেখে সচিনের প্রতিক্রিয়া,”কিভাবে তিনি ম্যাচে নিজেকে এক্সিকিউট (পারফরম্যান্স মেলে ধরা) করেছে তা সুপার্ব।”

অশ্বিনের ব্যাক ফ্লিপ ডেলিভারি প্রসঙ্গে সচিন বলেন “এই ডেলিভারি আঙুলের পিছন থেকে রিলিজ করা হয়। ক্যারাম বলে ব্যাক ফ্লিপ ডেলিভারি রিলিজ হতেই ঘুরতে থাকে। কিন্তু আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সাদা বলের ম্যাচে ব্যাক ফ্লিপ ডেলিভারি রিলিজ হতে ইনসুইং ডেলিভারি হয়েছে, বলের সিম পজিশনে ওই ডেলিভারি সাদা বলে লেগ স্লিপমুখি হয়ে থাকে। আর অন্যদিকে আউটসুইং ডেলিভারির ক্ষেত্রে সিম মুভমেন্ট প্রথম এবং দ্বিতীয় স্লিপ মুখি হয়ে থাকে, যা আউটসুইং’র মতো মুভ করে।”

সচিন এখানে অশ্বিনের বোলিং ডেলিভারির উন্নতির প্রশংসা করে বলেন,”ভারতের (India) নেট সেশনে অশ্বিনের এই ডেলিভারি হয়তো কেউই পায়নি ফেস করার জন্য ব্যাটিং সেশনে।” এখানেই অশ্বিনের কৃতিত্ব বোঝাতে গিয়ে মাস্টার ব্লাস্টার বলেন,”আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৪ ওভার বল করেও অশ্বিন কোনও বাউন্ডারি খায় নি। এই ধরনের ডেলিভারি ফেস করার জন্য অনুশীলনের দরকার আর অশ্বিন নিজের অভিঞ্জতা দিয়ে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে বল করায় ব্যাটসম্যানরা (আফগান) সহজে মানিয়ে নিতে পারছিল না।” সচিনের কথায়,”এই জয়, বড় জয় ৬৬ রানে আমাদের জন্য জরুরি ছিল।ভারত (India) ভাল খেলেছে ওয়েল ডান ইন্ডিয়া (India) । “

]]>