Safehome – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 05:45:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Safehome – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কোভিড মোকাবিলায় আজ থেকে শহরে চালু হচ্ছে সেফহোম https://ekolkata24.com/uncategorized/safehome-in-kolkata-will-start-from-today-to-deal-with-covid Mon, 03 Jan 2022 05:45:54 +0000 https://ekolkata24.com/?p=17728 নিউজ ডেস্ক: সংক্রমণ বাড়ছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম, কনটেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে কলকাতায়। পজিটিভিটি রেট ১২ শতাংশ। এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের সেফ হোম সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে। কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস থাকলে কনটেন্টমেন্ট জোন করা হবে।’‌

শহরবাসীর জন্য ফিরহাদের বার্তা, ‘‌উপসর্গহীনদের প্রথমবার টেস্ট করার ৫ দিন পর ফের টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিক জীবনযাপনে আপত্তি নেই।’‌ পুরসভার কর্মীদের জন্যও একই বার্তা দেন তিনি।

]]>