SAFF Championship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 13 Oct 2021 18:28:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png SAFF Championship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SAFF Championship: সাফ কাপে মালদ্বীপের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক ভারতের https://ekolkata24.com/sports-news/indias-strong-comeback-against-maldives-in-the-saff-championship-cup Wed, 13 Oct 2021 18:02:11 +0000 https://www.ekolkata24.com/?p=7551 স্পোর্টস ডেস্ক: সাফ (SAFF Championship) কাপের ডু অর ডাই ম্যাচে মারণ কামড় মেন ইন ব্লু’দের। ভারত মালদ্বীপের বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতলো। ম্যাচের বয়স যত গড়িয়েছে পেন্ডুলামের ঘড়ির কাটার মতো ম্যাচের পালস ওঠা নামা করেছে। ম্যাচের ৩৩ মিনিটে মনবীর সিং’র গোলে ১-০ এগিয়ে যায় ভারত। তবে ভারত লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৪৫ মিনিটে আলি আসফাক ১-১ গোলের সমতায় মালদ্বীপকে নিয়ে আসে।

৬২ মিনিটে আপুইয়ার ক্রস মনবীরকে লক্ষ্য করে,মনবীররের বাড়ানো বল অধিনায়ক সুনীল ছেত্রী বুক দিয়ে নামিয়ে মালদ্বীপের জালে ঠেলে দিতেই ভারত ২-১ গোলে এগিয়ে যায়।৭১ মিনিটে সুনীল ছেত্রীর দুরন্ত হেড ভারতকে ৩-১ গোলের লিড দেয় মালদ্বীপের বিরুদ্ধে। মালদ্বীপের গোলকিপার মহম্মদ ফৈজল চেষ্টা করেও সুনীলের দুরন্ত হেড প্রতিহত করতে পারেনি। 

অন্যদিকে, সাফ কাপে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ ১-১ গোলে ড্র হল। সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে গেল নেপাল। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ছিটকে গেল।এই ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারেরা মেজাজ হারিয়ে ফেলে এবং রেফারির সঙ্গে অভব্য আচরণে জড়িয়ে পড়ে। সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপকে হারিয়ে, সাত বারের সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত এবার নেপালের মুখোমুখি হবে ফাইনালে। এদিকে নেপাল সাফ কাপের টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে যেতেই কাঠমান্ডু শহর জুড়ে উৎসবের মেজাজ।

সাফ কাপ টুর্নামেন্টের ফাইনাল ১৬ অক্টোবর, শনিবার, ৮.৩০ মিনিটে।

]]>
SAFF Championship: নেপালের বিরুদ্ধে জিতে সাফ কাপে আশা জিইয়ে রাখল ভারত https://ekolkata24.com/sports-news/saff-championship-india-won-1-0-against-nepal Sun, 10 Oct 2021 18:15:02 +0000 https://www.ekolkata24.com/?p=7234 স্পোর্টস ডেস্ক: নেপালের বিরুদ্ধে সাফ কাপে সুনীল ছেত্রীর করা একমাত্র গোলে টুর্নামেন্টে আশা জিইয়ে রাখলো ভারত। ভারত জিতল ১-০ গোলে। ৮২ মিনিটে ফারুখ থেকে ব্র‍্যান্ডন হয়ে সুনীল ছেত্রীকে বক্সে লক্ষ্য করে বল বাড়িয়ে দেয়। ওই পাস থেকেই ভারত অধিনায়ক গোল করেন।

আর নেপালের বিরুদ্ধে করা গোলের সুবাদে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ফুটবল সম্রাট পেলেকে ছুঁয়ে ফেললেন।১২২ আন্তজার্তিক ম্যাচে সুনীলের গোল ছিল ৭৬, আর ব্রাজিলিয়ন কিংবদন্তী ফুটবলার পেলের গোল সংখ্যা ৭৭।

সুনীল ছেত্রী ভারত অধিনায়ক এদিন নেপালের বিরুদ্ধে গোল করে ফুটবল সম্রাটের গোল সংখ্যা স্পর্শ করলেন। সঙ্গে সাফ কাপে ভারত বুদবুদ করে অক্সিজেন পেতে থাকলো। ভারতের পরের ম্যাচ মালদ্বীপের বিরুদ্ধে, ১৩ অক্টোবর, রাত ৯.৩০ মিনিটে।

]]>
SAFF Championship: সুজন পেরেরার দুরন্ত গোলকিপিং, ব্লু টাইগার্সদের লজ্জাজনক পারফরম্যন্স https://ekolkata24.com/sports-news/saff-championship-india-sri-lanka-match-draw Thu, 07 Oct 2021 14:23:36 +0000 https://www.ekolkata24.com/?p=6858 স্পোর্টস ডেস্ক: দশজনের বাংলাদেশকে হাতের নাগালে পেয়েও ১-১ গোলে ড্র করে কোচ ইগর স্টিমাচের ভারত।লজ্জা দিয়েই সাফ অভিযান (SAFF Championship) শুরু করেছিল ব্লু টাইগার্সরা। বৃ্হস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলশূন্যতে ড্র করলো। একা কুম্ভ হয়ে দূর্গ রক্ষা করে গেলেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা।

সুনীল ছেত্রী,উদান্ত সিং, মনবীর সিং,মন্দার রাও’রা গোলের সুযোগ পায়নি, তাও’ও নয়। আসলে সুজন পেরেরা এদিন ভারতের বিরুদ্ধে ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। দুরন্ত সেভ, সঠিক সময়ে বেরিয়ে এসে বল ক্লিয়ারেন্স, নিজের মোটিভেশন সঙ্গে টিমকে মোটিভেট করা। একজন গোলকিপারের চূড়ান্ত যর্থাথতা(একুরেসি) বলতে যা বোঝায়, সবটা, হ্যাঁ পুরোটাই নিঙড়ে দিলেন সুজন পেরেরা।

অতিরিক্ত সময়ের দশ মিনিট পেয়েছিল ভারত,গোলের লকগেট খোলার।ম্যাচের ৯৭ মিনিটে শুভাশিস থেকে ফারুখ হয়ে সাহাল আব্দুল সামাদ চিপ করে বল জালে জড়াতে ব্যর্থ হয়, সুজন পেরেরা সেভ করায়। ম্যাচের ১২ মিনিটে মন্দার রাও দেসাই বাঁ দিক থেকে ক্রস তোলে,আর সঠিক সময়ে বেরিয়ে এসে (Anticipation) গোলকিপার সুজন পেরেরা বল গ্লাভস বন্দী করে ফেলে।

গোটা ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ডমিনেট করেও গোলের মুখ খুলতে পারনি। শ্রীলঙ্কার ডিফেন্স সঙ্গে গোলকিপার সুজন পেরেরার অনবদ্য সিদ্ধান্তের কাছে অনিরুদ্ধ থাপা, অধিনায়ক সুনীল ছেত্রী,লিস্টনরা বারে বারে পর্যুদস্ত হয়।৪৯ মিনিটে লিস্টনের নীচু গতির দুরন্ত শট দুরন্ত ভাবে ক্লিয়ার করে শ্রীলঙ্কার ডিফেন্স লাইন।

৫৩ মিনিটে ক্লোজ সিচুয়েশনে ইয়াসির মহম্মদের সুইং ফ্রি কিক সুনীল ছেত্রীকে লক্ষ্য করে দেওয় হয়।কিন্তু বিপদ বুঝে ফেলতেই শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা বেরিয়ে এসে শরীর এবং হাত হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলকে পাঞ্চ করে দুরন্তভাবে ক্লিয়ার করেন, ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বোকা বনে যায়। ৬০ মিনিটে মন্দার রাও’র গোলমুখী নীচু ক্রস অনিরুদ্ধ থাপা বলের নাগাল পায়নি,বল ক্লিয়ার করে ডিফেন্স লাইন লঙ্কার।

৬৫ সুনীল -লিস্টনের যুগলবন্দী গোলের লকগেট খুলতে পারেনি। ৮৮ মিনিটে উদান্ত সিং বল পিছনে সরে এসে মনবীর সিং’কে লক্ষ্য করে বাড়িয়ে দিলেও শ্রীলঙ্কা ডিফেন্স লাইন সতর্ক থাকায় বল ক্লিয়ার করে দেয়। গোটা ম্যাচে ব্লু টাইগার্সদের সুযোগ হাতছাড়া করার খেসারত, ডিফেন্স লাইনে শ্রীলঙ্কার ফুটবলারদের আটোসাটো ঘেরাটোপ আর লাস্ট লাইন অফ ডিফেন্স গোলকিপার সুজন পেরেরার অনবদ্য গোলকিপিং সাফ কাপে মলদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ইগর স্টিম্যাচের গেম প্ল্যানের সলিল সমাধি ছাড়া কিছুই নয়।

]]>