Sambhavna Seth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 06 Mar 2025 17:40:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sambhavna Seth – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 হিন্দু অভিনেত্রীকে হিজাব পরতে চাপ দেওয়ায় সানা ট্রোল, সম্ভাবনার ব্যাখ্যায় নতুন মোড় https://ekolkata24.com/entertainment/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac Thu, 06 Mar 2025 17:19:34 +0000 https://ekolkata24.com/?p=50553 একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানা খান (Sana Khan) এখন সম্পূর্ণ আধ্যাত্মিক জীবনযাপনের দাবি করেন। গ্ল্যামার জগত থেকে বিদায় নেওয়ার পরেও তিনি প্রায়ই বিতর্কিত বক্তব্যের কারণে খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি ভোজপুরি অভিনেত্রী সম্ভাবনা শেঠকে হিজাব পরার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সানা ব্যাপকভাবে ট্রোলড হন। তবে এবার এই বিষয়ে সম্ভাবনা শেঠ তার প্রতিক্রিয়া জানিয়েছেন, যা পুরো ঘটনাকে নতুন মোড় দিয়েছে।

সম্ভাবনা শেঠ (Sambhavna Seth) জানিয়েছেন, সানা খান একজন অত্যন্ত সৎ ও পরিচ্ছন্ন মনের মানুষ। তিনি তার বন্ধু এবং ভাইরাল ভিডিওতে সানাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সম্ভাবনার দাবি, সানা মজা করেই তাকে বোরকা পরার কথা বলেছিলেন। তিনি বলেন, “আমি যে কুর্তাটি পরেছিলাম, তা সাধারণ পোশাকের মধ্যে ভালো লাগছিল না। সানা কৌতুক করে বলেছিল যে আমার আরও কিছু পরা উচিত। আমাদের বন্ধুদের মধ্যে এমন ঠাট্টা-তামাশা চলে, কিন্তু তার মানে এই নয় যে আমি সত্যিই বোরকা পরব।” ইনস্টাগ্রাম স্টোরিতে সম্ভাবনা আরও স্পষ্ট করেছে, সানা তার উপর কোনও চাপ সৃষ্টি করেননি। তিনি বলেন, “আমি চাইলে সানাকেও ছোট পোশাক পরতে বলতে পারতাম। এটা বন্ধুত্বের মজা, এর বেশি কিছু নয়।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by BollywoodTalks (@bolywoodtalks)

 

বির্তকের সূত্রপাত, সানার (Sana Khan) রমজান মাস উপলক্ষে তিনি তাঁর নতুন অনুষ্ঠান ‘রৌনক-এ-রমজান’ নিয়ে এসেছেন। অনুষ্ঠানে সম্ভাবনা শেঠ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ভিডিওতে সানাকে সম্ভাবনার উদ্দেশে বলতে শোনা যায়, “তোমার কি ভালো সালোয়ার-কামিজ নেই? তুমি কি আমাকে চড় মারতে চাও? তোমার স্কার্ফ কোথায়?” এরপর তিনি বারবার সম্ভাবনাকে হিজাব পরার জন্য চাপ দেন, যা সম্ভাবনাকে অস্বস্তিতে ফেলে।

সম্ভাবনাও (Sambhavna Seth) সানার জেদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এখন তার জ্ঞান ফিরে এসেছে।” এরপর তিনি জানান, সম্প্রতি তাঁর ওজন ১৫ কেজি বেড়েছে, যার কারণে পুরানো পোশাক আর ফিট হয় না। তিনি আরও বলেন, “যারা আমাকে পছন্দ করে, তারা আমাকে আমার মতোই গ্রহণ করবে। পোশাক এখানে কোনও বিষয় নয়।”

সম্ভাবনার (Sambhavna Seth)এই উত্তর অনেক নেটিজেনদের মন জয় করেছে। তারা তাঁকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সানা খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। একজন নেটিজেন লিখেছেন, “তুমি মুসলিম, সে নয়। তাকে বোরকা পরতে বাধ্য করার কী দরকার?” আরেকজন লিখেছেন, “সবাইকে বোরকা পরানোর কোনও প্রয়োজন নেই।” এই বিতর্কের জেরে সানা ট্রোলিংয়ের শিকার হচ্ছেন।

সানা খান (Sana Khan) ২০২০ সালে মুফতি আনাস সাঈদকে বিয়ে করার পর চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান। বিয়ের আগেই তিনি গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে তাঁর পুরানো ছবি ও ভিডিও মুছে ফেলেছিলেন। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে ইসলামী জীবনধারা গ্রহণ করেছেন। এখন সানা দুই সন্তানের মা এবং পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন করছেন। তবে এই ঘটনায় তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, সানা তাঁর বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

]]>