Sandesh Jhingan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 10:31:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sandesh Jhingan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ATK Mohun Bagan : সন্দেশের সঙ্গে করোনার আগমন সবুজ-মেরুন তাবুতে https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-infected-by-covid19-from-sandesh-jhingan-speculated Sun, 09 Jan 2022 10:31:44 +0000 https://ekolkata24.com/?p=18560 এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) করোনা (Covid19) সংক্রমণ। শনিবার স্থগিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ। খেলা ছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। জৈব বলয়ে থাকা সত্বেও শিবিরে কী করে করোনা প্রবেশ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ওড়িশার বিরুদ্ধে ম্যাচ আপাতত স্থগিত৷ লিগ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরে দেওয়া হবে বিকল্প তারিখ। কিন্তু বাগানে করোনা এলো কী করে, এই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ৷ আইএসএল- এর প্রতিটা দল রয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সংক্রমণ এড়াতে ফাঁকা মাঠে হচ্ছে খেলা। দর্শক প্রবেশ নিষিদ্ধ। তবুও ফুটবলাররা আক্রান্ত হলেন করোনায়।

কেউ কেউ অনুমান করছেন সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) সঙ্গে সবুজ-মেরুন তাঁবুতে করোনা আগমণ। সুদূর ক্রোয়েশিয়া থেকে এসেছেন সন্দেশ। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় এই ডিফেণ্ডারের করোনা রিপোর্টও পজিটিভ। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাকিদের দেহে। রয় কৃষ্ণা, শুভাশিষ বসু, কার্ল ম্যাকহিউ-রা আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

দলের ডিফেন্স মজবুত করতে নিয়ে আসা হয়েছে সন্দেশকে। গত মরশুমে কলকাতার ক্লাবেই ছিলেন তিনি। সেখান ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন ক্রোয়েশিয়ায়। নতুন টিমের সঙ্গে গা ঘামালেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। চোট সমস্যাও যথেষ্ট ভুগিয়েছে তাঁকে। অন্য দিকে লোপেজ হাবাসের অন্যতম ইউএসপি শক্তপোক্ত রক্ষণভাগ। এবার কাজে আসছিল তা কোচের এই পরিকল্পনা। দল যেমন বিপক্ষের জালে বল পাঠিয়েছে, তেমনই হজমও করেছে। ফলত এখনও শেষ চার নিশ্চিত করতে পারেনি এটিকে মোহনবাগান। হাবাস বিদায় নিয়েছেন। নতুন কোচ হিসেবে আনা হয়েছে জুয়ান ফেরান্দোকে। তিনিও ডিফেন্স নিয়ে চিন্তিত। তাই ভাবা হয়েছিল সন্দেশের কথা।

]]>
ATK Mohun Bagan: ঘুরে দাঁড়ানোর বার্তা সমর্থকদের উদ্দেশ্যে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের https://ekolkata24.com/sports-news/atkmb-defender-sandesh-jhingan-messege-for-supporters Fri, 07 Jan 2022 12:25:34 +0000 https://ekolkata24.com/?p=18309 ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান আবার ATK মোহনবাগানে (ATK Mohun Bagan) যোগ দিয়েছেন। ২৮ বছর বয়সী ডিফেন্ডার পারস্পরিকভাবে ক্রোয়েশিয়ান শীর্ষ-স্তরের লিগ ক্লাব HNK সিবেনিকের সাথে তার চুক্তি বাতিল করার পরে বৃহস্পতিবার সবুজ মেরুন বিগ্রেডে যোগদানের বিষয়টি ঘোষণা করেছেন।

ATK মোহনবাগান দলে পুনরায় যোগদান প্রসঙ্গে ফুটবলার সন্দেশ ঝিঙ্গান টুইটারে নিজের প্রতিক্রিয়ায় পোস্ট করেন, “ATK মোহনবাগান এফসিতে ফিরে আসতে পেরে আমি খুব খুশি৷ তারা আমার কাছে একটি পরিবারের মতো এবং আমাকে সমর্থন করেছে বিশেষ করে গত কয়েক মাস ধরে যখন আমি এবং আমার পরিবার উভয়ই আমার চোটের কারণে এবং ফিল্ডের ব্যর্থতার কারণে অনেক সংগ্রাম করেছি৷এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার কাজ যতই কঠিন হোক না কেন,আপনার পরিকল্পনাগুলি যত বড়ই হোক না কেন, আপনি কখনই নিশ্চিত নন যে এটি আপনার পথে যাবে বা না হবে তবে এটি আপনাকে প্রতিদিন প্রচেষ্টা করা এবং আপনার স্বপ্ন থেকে শিক্ষা দিতে বাধা দেবে না।
আমি নিজে এবং নিজের পরিবার নিয়ে গর্বিত আমরা ওই পথে এগোতে পেরেছি।এটারর জন্য অনেক সাহস লাগে এবং এটাকে কখনও শট না দিয়ে চেষ্টা করা সর্বদা ভাল”৷

ঝিঙ্গান ওই টুইট বার্তায় লেখেন,”আমিও ধন্যবাদ দিতে চাই HNK সিবেনিকে দলকে আমায় সুযোগ দেওয়ার জন্য এবং বাকি মরসুমের জন্য আমার সমস্ত সতীর্থদের শুভ কামনা করি”।

টুইটের ওই পোস্টে সদ্য সবুজ মেরুন শিবিরে যোগ দেওয়া ডিফেন্ডার বলেন,”অবশেষে, আমি আমার পরিবারে ফিরে এসেছি এবং বড় একটা মরসুমের জন্য তেতে রয়েছি এবং শুরুটা করতে চাই জয় দিয়ে প্রিয় সমর্থকদের উদ্দ্যেশ্যে।
শুভ নববর্ষ এবং নিজের মনের মানুষের খেয়াল রেখো।

প্রসঙ্গত, গত বুধবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগান ২-২ গোলে ড্র করেছে। ATK মোহনবাগান হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ড্র করাতে সবুজ মেরুন শিবিরের টাইটেলশিপের প্লে অফে যাওয়ার রাস্তায় বাধা পড়েছে। জানুয়ারি ৮ তারিখ হুয়ান ফেরান্দোর ছেলেদের ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে হবে এবং জিততেই হবে।

আর এমন টাইটেলশিপ সিচুয়েশন হল ATK মোহনবাগানের কাছে ম্যাচের শেষ মুহুর্তে গোল হজম করায়। শেষ মুহুর্তে গোল না খেলে সবুজ মেরুন বিগ্রেড শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তাইই নয়, প্লে অফের টিকিটও পকেটে পুড়ে ফেলতো। কিন্তু হল উলটপূরাণ। শেষ মুহুর্তে হুয়ান ফেরান্দোর ছেলেরা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে তুললো।

]]>
ATKMB: বাগানে সুখবর, ক্লাবে নিশ্চিত তারকা ফুটবলার https://ekolkata24.com/sports-news/atkmb-confirms-sandesh-jhingan-said-report Thu, 06 Jan 2022 12:02:30 +0000 https://ekolkata24.com/?p=18202 বৃহস্পতিবার এটিকে-মোহনবাগান (ATKMB) সমর্থকদের জন্য সুখবর। দলের রক্ষণ সামলাতে আসছেন তারকা ডিফেন্ডার। এদিনই নিশ্চিত হয়েছে তাঁর নাম। ক্রোয়েশিয়ার ক্লাব থেকে লোনে বাগানে আসছেন তিনি।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। এটিকে-এমবিতে আসতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান এমনটা শোনা গিয়েছিল আগেই। এদিন তা নিশ্চিত হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকেতে ছিলেন সন্দেশ। সেখান থেক লোন ফিরছেন পুরনো দলে।

ক্রোয়েশিয়ার ক্লাব যাওয়ার আগে কলকাতাতেই খেলেছিলেন সন্দেশ। আইএসএল শেষে হওয়ার পর ধরেছিলেন বিদেশি ক্লাবে যাওয়ার উড়ান। নতুন দলে যোগ দলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ছিল চোটের সমস্যা। ক্রোট ক্লাবে গিয়েও চোটের কারণে তাঁকে মাঠে ধারে বসতে হয়েছে। পর্যাপ্ত সুযোগ না পেয়ে স্বভাবতই আরও বেড়েছে ম্যাচে নামার ক্ষুধা।

অন্যদিকে চলতি আইএসএল-এ শেষ চারে যাওয়ার লড়াইয়ে রয়েছে এটিকে মোহনবাগান। গত মরশুমের মতো এবার ধারাবাহিকতা ধরতে রাখতে পারেননি রয় কৃষ্ণারা। ক্লাবকে বিদায় জানিয়েছেন লোপেজ হাবাস। কিন্তু থেকে গিয়েছে ডিফেন্সে সমস্যা। তিরি মাঠে ফিরলেও বিশ্রী গোল হজম করতে হচ্ছে সবুজ-মেরুন জার্সিধারীদের। তাই রক্ষণের ভুল ঢাকতে সন্দেশকেই পাখির চোখ করেছিল ক্লাব কর্তৃপক্ষ।

]]>