Sania Mirza – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 21 Oct 2021 11:34:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sania Mirza – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ভারতের ক্রীড়াজগৎ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য টেনিস তারকা সানিয়া মির্জার https://ekolkata24.com/sports-news/tennis-star-sania-mirza-has-made-a-sensational-comment-about-indian-sports Thu, 21 Oct 2021 11:34:26 +0000 https://www.ekolkata24.com/?p=8571 স্পোর্টস ডেস্ক: “অলিম্পিকের মাত্র দুই সপ্তাহ বা এক মাস আগে আমরা সামগ্রিকভাবে ক্রীড়া জাতি হয়ে উঠি”, এমন চাঞ্চল্যকর দাবি ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এও দাবি করেছেন যে, ভারতীয় ক্রীড়া সমান করা দরকার। তিনি মনে করেন যে, ভারতকে সামগ্রিকভাবে একটি ক্রীড়া দেশ হতে হবে। শুরু থেকেই ভারতীয় খেলাধুলা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। টেনিস অবশ্যই তাদের মধ্যে একটি।

সানিয়া মির্জা বলেন, “দিন শেষে আমাদের সকল ক্রীড়াবিদদের নিয়ে আমাদের খুব গর্বিত হওয়া উচিত, কারণ এর মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে। শুধু পদক জেতাই নয়, অলিম্পিকে খেলার জন্য সেই স্তরে পৌঁছানো… এটা বলার পর যে আমরা সব পদক বিজয়ী এবং আমাদের সকল ক্রীড়াবিদকে নিয়ে গর্বিত।

সানিয়া মির্জা স্কুলের শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আবেগ বাড়াতে চান। এই প্রসঙ্গে ভারতীয় টেনিস তারকার আক্ষেপ, ভারত ২০২০ টোকিও অলিম্পিকে সাতটি পদক নিয়ে অভিযান শেষ করেছে, যা সর্বকালের সেরা পারফরম্যান্স। এমনকি প্যারালিম্পিক্সেও, দেশ মোট ১৭ টি পদক সংগ্রহ করেছিল – এটি বেশ সেরা সংখ্যা। কিন্তু ঘটনাগুলো শেষ হওয়ার পর অলিম্পিক সম্পর্কে ক্রেজ (উন্মাদনা) ম্লান হয়ে যায়।

৩৪ বছর বয়সী স্পোর্টস্টার সানিয়া মির্জার এটিই প্রধান উদ্বেগ। তিনি আরও বলেন, স্কুলের উচিত শিশুদের মাঠমুখী করার আগ্রহের ক্ষেত্রে তাদের আরও উৎসাহিত করা। সানিয়া মির্জা ভারতকে একটি ক্রীড়া জাতি হিসেবে দেখতে চান।

ভারতীয় টেনিসের গ্ল্যামার কুইন মির্জা বলেন,”আমাদের মানসিকতাকে খেলাধুলার মানসিকতায় পরিণত করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে খেলাধুলা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এটিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তখনই আমরা সত্যিই আশা করতে পারি যে, আমরা খেলাধুলার মহান জাতি সম্পর্কে কথা বলতে পারি এবং অলিম্পিকে প্রচুর পদক জিততে পারি।”

ভারতের ক্রীড়াজগৎ নিয়ে নিজের উদ্বেগ প্রসঙ্গে সানিয়া মির্জার সাফ কথা, এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির খেলাধুলার গুরুত্ব বোঝা উচিত। আমাদের বাচ্চাদের যদি খেলাধুলার মাঠে আগ্রহ এবং প্রতিভা থাকে তাহলে আমাদের অনুপ্রাণিত এবং উৎসাহিত করা উচিত। তাহলে আমাদের ভারত আরও পুরস্কার জিতবে এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ’কে নিশ্চিত করবে।

]]>
Sania Mirza: ভারত-পাক ম্যাচ নিয়ে সানিয়া মির্জার চাঞ্চল্যকর মন্তব্য, প্রতিক্রিয়া যুবরাজের https://ekolkata24.com/sports-news/sania-mirzas-sensational-statement-about-india-pakistan-match Wed, 20 Oct 2021 10:12:44 +0000 https://www.ekolkata24.com/?p=8438 স্পোর্টস ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ সকল সময়েই হাই ভোল্টেজ এবং উভয় পক্ষের ভক্তরা সোশাল মিডিয়ায় তাদের নিজেদের দলকে সমর্থন করে। পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন এবং প্রায়শই শোয়েব বা সানিয়া উভয় পক্ষের ভক্তদের দ্বারা ট্রোল হয়ে থাকেন। 

এমন পরিস্থিতিতে এবার সানিয়া টি -২০ বিশ্বকাপে ভারত- পাকিস্তান ম্যাচের দিন সোশাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিং সানিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

sania-mirza

সানিয়া মির্জার ইনস্টাগ্রামে একটি রিলের ভিডিও রয়েছে যাতে তিনি তার সিদ্ধান্তের কথা বলেছেন। সানিয়া একটি গানে অভিনয় করেছেন এবং কোণে একটি টেক্সট বার্তাও লিখেছেন। বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচের দিন আমি ‘toxicity’ (বিষাক্ততা) থেকে দূরে থাকার জন্য সোশাল মিডিয়াতে অনুপস্থিত থাকবো। এই পোস্টে মন্তব্য করে প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং ‘Good idea’ লিখেছেন। সানিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যুবরাজ।

প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ দুবাইয়ে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবারই দুই দেশের ম্যাচে তীব্র প্রতিযোগিতা হয়। ভারতে সন্ত্রাসবাদী ঘটনার কারণে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হচ্ছে না। কিন্তু উভয় দলকে বিশ্বকাপ এবং অন্যান্য আইসিসি ইভেন্টে খেলতে দেখা গিয়েছে।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সব সময়ই এগিয়ে। এখন পর্যন্ত সাদা বলের ফর্ম্যাটে উভয় বিশ্বকাপেই ভারতীয় দল প্রতিবারই জিতেছে। টিম ইন্ডিয়া ভালো খেলা দেখিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে। এবারও কোটি কোটি ভক্ত দুই দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখার প্রত্যাশা করছে।

]]>
এবার নতুন কোর্টে পা দিচ্ছেন ভারতের ‘টেনিসের রাণী’ https://ekolkata24.com/sports-news/saniya-mirza-is-going-to-start-her-new-career-in-film Mon, 27 Sep 2021 16:17:03 +0000 https://www.ekolkata24.com/?p=5747 স্পোর্টস ডেস্ক: ক্রীড়াজগত থেকে এবার অভিনয় জগতে পা রাখছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ওয়েব সিরিজ দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখছেন তিনি। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বিশেষ কারণেই অভিনয় জগতে পা রাখছেন সানিয়া। টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন খেলা শুরু: তালিবানি কায়দায় পাকিস্তানে শিক্ষাকর্মীদের নিষিদ্ধ আঁটসাঁট পোশাক

মাস কয়েক আগেই টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নেমেছিলেন সানিয়া। সেখানে তাঁর পার্টনার ছিল অঙ্কিতা রায়না। প্রথম রাউন্ডেই ছিটকে যান তাঁরা। সাইনি উইলসনের পর ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেলে রেকর্ড গড়েছেন তিনি। ডাবলস এবং মিক্সড-ডাবলস মিলিয়ে তাঁর কেরিয়ারে গ্র্যান্ড-স্লাম সংখ্যা ছ’টি।

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

এর আগে বহু খেলোয়াড় অভিনয় জগতে নাম লিখিয়েছিলেন। সদ্য মুক্তি পেয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিংয়ের সিনেমাও। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হল সানিয়ার নাম। সানিয়া অভিনীৎত পাঁচটি পর্বের সিরিজটির নাম ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’। লেখকের মস্তিষ্কপ্রসুত কাহিনী নয়, বাস্তবতাই তুলে ধরা হবে পর্দায়। এক নবদম্পতির কাহিনী। আচমকা লকডাউনের ফলে যাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। এভাবেই এগোবে গল্প।

ওয়েব সিরিজটিতে নবদম্পতির চরিত্রে অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়াংকা চৌহান। যদিও সানিয়াকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে সিরিজটি। একদিন আগেই কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ (WTA) ডাবলস খেতাব জিতেছেন সানিয়া। চিনা পার্টনার ঝাং শুয়াইয়ের সঙ্গে জুটি বেঁধে ওস্ট্রাভা ওপেন (Ostrava Open 2021) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

]]>