Santosh Trophy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 25 Nov 2021 15:23:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Santosh Trophy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Santosh Trophy: সিকিমকে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা https://ekolkata24.com/sports-news/bangla-defeated-sikkim-in-the-main-round-of-the-santosh-trophy Thu, 25 Nov 2021 15:23:55 +0000 https://ekolkata24.com/?p=12389 Santosh Trophy
Sports desk: বৃ্হস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে বাংলা ১-০ গোলে সিকিমকে উড়িয়ে দিয়ে ৭৪ তম সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল। বাংলার হয়ে গোলদাতা ক্লাব ফুটবলে ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলা দিলীপ ওঁরাও।

ম্যাচের ৪২ মিনিটে দিলীপ ওঁরাও এর করা গোলে এগিয়ে যায় বাংলা। প্রথমার্ধে হেড কোচ রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করে বসে সিকিমের বিরুদ্ধে।

ম্যাচের ১৮ মিনিটে মহিতোষ রায়ের পেনাল্টি শট মিস হয়, মহিতোষের শট বার পোস্টে লেগে বেরিয়ে যায়, গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসে বাংলা। পেনাল্টি হাতছাড়া করেও বাংলার ছেলেরা মুষড়ে পড়েনি।

সিকিমের বিরুদ্ধে ছন্দ ধরে রেখে বাম দিক থেকে তুহিন দাসের ক্রশ থেকে দিলীপ ওঁরাও গোল করতেই বাংলা সন্তোষ ট্রফির ইস্ট জোনের ম্যাচে লিড নিয়ে ফেলে, ৪২ মিনিটে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলা গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ১-০ গোলে পিছিয়ে থেকে সিকিমের ফুটবলারেরা খোঁচা খাওয়া বাঘের মতো তেড়েফুঁড়ে দ্বিতীয়ার্ধে খেলতে শুরু করে। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠে আসতে থাকে সিকিম। এই সময় বেশকিছু দুরন্ত সেভ করেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং। একা কুম্ভ হয়ে বাংলার দূর্গ সামলাতে দেখা যায় প্রিয়ন্তকে। শেষে রেফারি প্রিয়ব্রত সিংহের ম্যাচের শেষ বাঁশি বেজে উঠতেই বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফির মূলপর্বের যোগ্যতা অর্জন করে ইস্ট জোনের গ্রুপ ‘বি’ থেকে। দুই ম্যাচে জয়ের সুবাদে।

সন্তোষ ট্রফির ইস্ট জোন গ্রুপ ‘বি’ তে বাংলা প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ছত্তিসগড়কে, মহিতোষ রায় ও মহম্মদ ফারদিন আলির গোলে।

]]>
সন্তোষ ট্রফির জোনাল ম্যাচে বাংলার অভিযান ২১ নভেম্বর https://ekolkata24.com/sports-news/bengals-campaign-in-the-zonal-match-of-santosh-trophy-is-on-21st-november Tue, 26 Oct 2021 11:30:28 +0000 https://www.ekolkata24.com/?p=9214 Sports Desk: ৭৫ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যগুলি তাদের নিজেদের জোনের (অঞ্চল) গ্রুপের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ইস্ট জোনের গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলা। একই গ্রুপে সিকিম ও ছত্তিসগড় রয়েছে।

২১ নভেম্বর থেকে সন্তোষ ট্রফির জোনাল ভিত্তিক ম্যাচ শুরু হচ্ছে।বাংলা ২১ নভেম্বর মুখোমুখি হবে ছত্তিসগড়ের, কল্যাণী স্টেডিয়ামে। ২৩ নভেম্বর সিকিম বনাম ছত্তিসগড়ের খেলা কল্যাণীতে। বাংলা সিকিমের বিরুদ্ধে নামবে দ্বিতীয় ম্যাচে ২৫ নভেম্বর, কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে।

সারা ভারত জুড়ে দলগুলিকে পাঁচটি জোনের (অঞ্চল) দুটি গ্রুপে ‘এ’ এবং ‘বি’তে ভাগ করা হয়েছে – উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল এবং উত্তর-পূর্ব অঞ্চল। তাদের নিজেদের গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সন্তোষ ট্রফির চূড়ান্ত রাউন্ডে খেলতে নামবে। সন্তোষ ট্রফির মূল পর্ব চলতি বছরের শেষের দিকে কেরালায় অনুষ্ঠিত হতে চলেছে।

অন্যদিকে, বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যের অধীনে হাওড়া স্টেডিয়ামে জোরকদমে চলছে সন্তোষ ট্রফির ট্রায়াল। ২০ অক্টোবর থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই ট্রায়াল।আইএফএ সূত্রে খবর, হাওড়ায় সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে। এরপরে বাংলা মূল দল গড়ে কল‍্যাণীতে থাকবে।

বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা,৩২ বার। ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা। ২০১৬-১৭ মরসুমে বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।

]]>
বাংলার সন্তোষ ট্রফির ট্রায়ালে ইউনাইটেড স্পোর্টসের একঝাঁক ফুটবলার https://ekolkata24.com/sports-news/united-sports-footballers-in-the-trial-of-bengals-santosh-trophy Thu, 21 Oct 2021 18:55:14 +0000 https://www.ekolkata24.com/?p=8617 স্পোর্টস ডেস্ক: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কোচ রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলার সন্তোষ ট্রফির ট্রায়াল। এই ট্রায়ালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ১০ জন ফুটবলার ডাক পেয়েছে।রাজা বর্মন (গোলকিপার),ঋষিক শেট্টি,রুহুল কুদ্দুস, তন্ময় ঘোষ,তারক হেমব্রম,দিলীপ ওরাও,জগন্নাথ ওরাও,বাসুদেব মান্ডী,সুব্রত মুর্মু,করন রাই।কার্যত ইউনাইটেড স্পোর্টসের গোটা দলটাই ডাক পেয়েছে সন্তোষ ট্রফির প্রাথমিক ট্রায়ালে। এছাড়াও কলকাতা লীগের প্রতিটি দল থেকে ৩ জন করে ফুটবলার ডাকা হচ্ছে ট্রায়ালে।

২০ অক্টোবর থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই ট্রায়াল। ট্রায়ালের উদ্বোধনীর দিন উপস্থিত ছিলেন আই এফ এ সচিব জয়দ্বীপ মুখার্জি। আইএফএ নিযুক্ত স্পটার কমিটির কৃষ্ণেন্দু রায়,প্রশান্ত ব্যানার্জি এবং অলোক মুখার্জি সহ উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা,সার্দান কর্তা সৌরভ পাল।

আইএফএ সূত্রে খবর,রবীন্দ্র সরোবরে অনুশীলন হওয়ার পর শিবির চলে যাবে হাওড়ায়। তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাশিক শিবির হবে সোনারপুরে। এরপরে মূল দল গড়ে কল‍্যাণীতে থাকবে বাংলা দল। সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে বাংলা কল‍্যাণীতে খেলবে ৩ টি ম‍্যাচ খেলবে।

২১,২৩ ও ২৫ নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা। যোগ্যতা অর্জন করতে পারলে সন্তোষের মূল পর্বের ম‍্যাচ খেলতে যাবে কেরলে। বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা,৩২ বার। ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা। ২০১৬-১৭ মরসুমে বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।

]]>