Saurav Das – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 04 Jul 2021 15:53:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Saurav Das – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 একে সৌরভ ভুলে কোন সৌরভে মজলেন মধুমিতা, জল্পনা তুঙ্গে https://ekolkata24.com/entertainment/new-relation-gossip-in-tolly-town-about-madhumita-sarcar Sun, 04 Jul 2021 15:28:27 +0000 https://ekolkata24x7.com/?p=184 টলিউডের এখন হটকেক মধুমিতা সরকার। একের পর এক ছবিতে অভিনয় করে এখন তিনি বড়পর্দার স্টার, ছোটপর্দা থেকে যাত্রা শুরু, পাখী হয়ে সকলের সামনে ধরা দেওয়া। এক কথায় যাকে বলে ছক্কা হাকানো। ব্যক্তিগত জীবনটাও সাজিয়ে নিয়েছিলেন তিনি বড্ড তাড়াতাড়ি। মালা দিয়েছিলেন তিনি সৌরভের গলায়। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

এবার পালা অন্য সৌরভের। বিষয়টা ঠিক কেমন, সদ্য মৌনাক ভৌমিক পরিচালিত ছবি চিনিতে তিনি অভিনয় করেছেন সৌরভ দাসের বিপরীতে। তাঁদেরকেই নাকি পার্টি করতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এক সঙ্গে সময় কাটাতেও। তবে কি নতুন সম্পর্ক!

Saurav
আবার প্রশ্ন উঠছে অনিন্দিতাকে নিয়েও। তিনি এখন সৌরভের সঙ্গে লিভইনের সম্পর্কে আছেন। যদিও কাজের সূত্রে এখন তিনি মুম্বইতে। এরই মাঝে টলিউডে নতুন গুঞ্জণ, সৌরভকে কি মন দিয়ে বসেছেন মধুমিতা! এতেই জল্পনা তুঙ্গে। যদিও তিন স্টারই সাফ জানিয়ে দিয়েছে এই রটনা ভিত্তিহীন। মধুমিতার কথায় একজন বন্ধু থাকা মাতেই তা সম্পর্ক নয়। যদিও নেটমহল তা শুনতে বা মানতে এক কথায় নারাজ। যার ফলে চর্চা তুঙ্গে।

]]>