Sayantika Banerjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 Dec 2021 04:59:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sayantika Banerjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Sayantika Banerjee: পথ দুর্ঘটনার আহত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় https://ekolkata24.com/uncategorized/tmc-leader-sayantika-banerjee-injured-due-to-an-accident-returning-from-bankura Thu, 09 Dec 2021 04:59:15 +0000 https://ekolkata24.com/?p=14169 নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সায়ন্তিকার গাড়িতে ১২ চাকার একটি লরি ধাক্কা মারে। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি বাঁকুড়ায় ছিলেন। সেখানে জনসংযোগ করেন। এলাকা ঘুরে দেখেন। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে লরিটি এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটির একাংশ দুমড়ে যায়। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। গাড়িতে থাকা আরও কয়েকজন চোট পেয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা।

তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিশ।

]]>
ঐন্দ্রিলা নয়! অঙ্কুশের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলল সায়ন্তিকা https://ekolkata24.com/entertainment/sayantika-banerjees-new-movie-savings-account Mon, 06 Sep 2021 12:56:34 +0000 https://www.ekolkata24.com/?p=4026 বায়োস্কোপ ডেস্ক: শেষবার অঙ্কুশ-সায়ন্তিকা (Sayantika Banerjee) জুটিকে আমরা দেখেছি ‘আমি যে কে তোমার’ সিনেমাতে। পরিচালক রবি কিনাগী এই ছবিতে অঙ্কুশ (Ankush) সায়ন্তিকা বন্ধুত্ব সমস্ত দর্শকের মন জয় করেছিল।

আর এবার আরো একবার অঙ্কুশ সায়ন্তিকা জুটিকে আমরা দেখতে পাব পরিচালক রাজা চন্দ্রের আসন্ন ছবি ‘সেভিংস অ্যাকাউন্টে’। তবে ঠিক কতটা এই জুটির মধ্যে আমরা প্রেমের রসায়ন দেখতে পাবো আর কতটা দেখতে পাবো থ্রিল তা জানা যাবে ছবির অন্যান্য বিষয়বস্তু প্রকাশ্যে আসার পরেই। ম্যাজিকের দারুন সাফল্যে পর অঙ্কুশ-রাজা চন্দ জুটি আরো একটি দুর্দান্ত সাবজেক্ট নিয়ে। টানটান উত্তেজনা ক্রাইম ড্রামা মিলেমিশে জমজমাট সেভিংস অ্যাকাউন্ট। এই চরিত্রের জন্য অঙ্কুশ নিজেকে একেবারেই বদলে ফেলতে চলেছেন।

sayantika banerjee

তবে এটা প্রথমবার নয় বিগত বেশ কয়েকটি ছবি থেকেই দর্শক অঙ্কুশকে বারংবার পাচ্ছে ভিন্নরূপে। তথাকথিত হিরোর ইমেজ থেকে বেরিয়ে আসতে চাইছেন অঙ্কুশ। অন্যদিকে রাজনীতিতে যোগ দেওয়ার পর সায়ন্তিকার এই ছবির মাধ্যমে কামব্যাক হচ্ছে একটি দারুন চ্যালেঞ্জিং চরিত্রে। পুলিশের চরিত্রে সায়ন্তিকা কে অভিনয় করতে দেখা যাবে। সায়ন্তিকার সোশ্যাল মিডিয়া ঘুরে এলি বোঝা যায় তিনি কতটা ফিট থাকায় বিশ্বাসী। তাই পুলিশের চরিত্রে সায়ন্তিকাকে মানানসই লাগবেই, এ কথা হলফ করে বলা যায়।

অন্যদিকে এই ছবির আরেকটি চমক হিসেবে থাকছে অভিনেত্রী পিয়ান। এই ছবির আগে ম্যাজিক কেউ পিয়ানের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। পিয়ানকে দেখা যাবে ব্যাংকের একজন কর্মচারীর ভূমিকায়।

ছবির বিষয়বস্তু সম্পর্কে যেটুকুনি জানা গেছে একটি ব্যস্ত ব্যাংকে একদিন সকাল বেলায় আসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে। এরপরই আচমকা এক ব্যক্তি বন্দুক হাতে প্রবেশ করে ব্যাংকে। এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের উপর তার কন্ট্রোল জারি করার চেষ্টা করে।

কে এই ব্যক্তি? যেদিন অঙ্কুশ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেল সেদিনই বা তিনি কেন এলেন? এর মধ্যে কি কোন অদেখা যোগসূত্র রয়েছে? জানা যাবে ছবি মুক্তির পরই। তবে আপাতত চলছে সেভিংস অ্যাকাউন্ট এর শুটিং। ছবির শুটিং শুরু থেকেই নিজের এবং অঙ্কুশ এর একটি ছবি পোস্ট করে মজার ছলে সায়ন্তিকা লিখলেন জয়েন্ট অ্যাকাউন্ট উইথ অঙ্কুশ।

]]>