schedule – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 13 Nov 2021 08:48:50 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png schedule – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি নিয়ে শাস্ত্রীর নিশানায় সৌরভ এন্ড হিজ কোম্পানি https://ekolkata24.com/sports-news/shastris-target-is-team-indias-packed-sports-schedule Sat, 13 Nov 2021 08:48:50 +0000 https://ekolkata24.com/?p=11166 Sports desk: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ভারতের মাটিতে চলার পথে হঠাৎ করে স্থগিত হয়ে যায়।কেননা ভারতে কোভিড-১৯ বাড়বাড়ন্তের জেরে। স্থগিত হওয়া আইপিএলের সেকেন্ড লেগ দুবাই’র মাটিতে আয়োজিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)।

রবিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই দুই দলের আন্তজার্তিক ক্রিকেটের সময়সূচী (ফিক্সার) সামনে তুলে এনে রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করে বক্তব্য রেখেছেন। বোর্ডকে নিশানায় রেখে শাস্ত্রী বলেছেন,”রবিবার যে দলগুলো ফাইনাল খেলছে, তারা গত ৬ মাসে খুব কমই খেলেছে এবং আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন। তারা নিজেদের তীক্ষ্ণ রাখার জন্য যথেষ্ট খেলেছে কিন্তু তারা পর্যাপ্ত রাউন্ড বিশ্রাম পেয়েছে, মাঝে মাঝে বাধ্য করা হয়(বেশি ক্রিকেট খেলার জন্য)। “

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের সেকেন্ড লেগ আয়োজিত করা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর ভারসাম্যপূর্ণ, অথচ সুদূরপ্রসারী বয়ান সামনে এসেছে। শাস্ত্রীয় বচন এইরকম যে, “আইপিএলের ঠিক পরে বিশ্বকাপ খেলা দলের জন্য আদর্শ সময় ছিল না।” এই পজিশনে রবি শাস্ত্রীর ভারসাম্য বজায় রেখে সুদূরপ্রসারী বয়ান, “কোভিড-১৯ এর কারণে পুনরায় শিডিউল করা হয়েছে বলে বিসিসিআইকে দোষারোপ করতে চান না।”

সম্প্রতি ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অকাল বিদায়ের পর নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি বিশ্বাস করি যে আপনার জাতীয় দল প্রথমে আসা উচিত এবং তারপরে ফ্র্যাঞ্চাইজি বা অন্য কোনও দল।”

১৫ অক্টোবর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার মাত্র দুই দিন পরে ভারতীয় (India) খেলোয়াড়রা জাতীয় ক্রিকেট দলের প্ল্যাটফর্মে একত্রিত হয়। সঙ্গে খেলোয়াড়দের কোভিড -১৯ প্রটোকল মেনে নিভৃতবাসে থাকতে হয়েছিল।

৬২ বছর বয়সী কপিল দেব ভারতীয় (India) ক্রিকেট বোর্ডকে নিশানা করে বলেছেন, “আমি বলছি না সেখানে ক্রিকেট খেলবেন না (ফ্রাঞ্চাইজিগুলির জন্য) তবে ভবিষ্যতের জন্য তাদের ক্রিকেট (সূচি) আরও ভাল পরিকল্পনা করা এখন বিসিসিআইয়ের দায়িত্ব।”কিংবদন্তি ভারতীয় (India) ক্রিকেটার কপিল দেব আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন, “এই পরাজয় থেকে আমরা যা শিখতে পারি তা হল যে ভুলগুলো হয়েছে তার পুনরাবৃত্তি না করা। এটাই সবচেয়ে বড় শিক্ষা।”
ঠিক এই জায়গাতেই প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সুরে সুর মিলিয়ে রবি শাস্ত্রীর বক্তব্য,”আমি তা বলব না কিন্তু এপ্রিলে আইপিএল বাতিল হওয়ায় তাদের(বিসিসিআই) কোনো বিকল্প ছিল না। তবে ভবিষ্যতে এমনটা হবে বলে আমার মনে হয় না। কপিল সময়সূচী(ফিক্সার) সম্পর্কে সঠিক কারণ তুলে ধরেছেন।”

রবি শাস্ত্রীর সাফ কথা, “এটা শুধু বিসিসিআই নয়, প্রতিটি বোর্ডকে সময়সূচী নিয়ে সতর্ক থাকতে হবে। ভুলে যাবেন না, আইপিএল যোগ করলে আমরা বিশ্বের অন্য যেকোনো দলের চেয়ে বেশি ক্রিকেট খেলি।”

অতীতেও দেখা গিয়েছে বিসিসিআই’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিম ইন্ডিয়ার ঠাসা একটানা ক্রিকেট সময়সূচী (ফিক্সার) ঘিরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের বিরুদ্ধে ওঠা এই প্রাতিষ্ঠানিক অভিযোগ নিয়ে কোনও বিকল্প রুটম্যাপ এখনও তৈরি করে উঠতে পারেনি। ফলে বিসিসিআই’র পুরনো ক্ষত আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টিম ইন্ডিয়ার অকাল বিদায় এবং সামগ্রিক ভাবে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের ঠাসা একটানা ক্রীড়াসূচি প্রাক্তনীদের নিশানায় ক্ষতে প্রলেপ খুঁজতে হিমশিম অবস্থা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহদের।

]]>
ISC – ICSC পরীক্ষার সময়সূচি ঘোষণা করল বোর্ড https://ekolkata24.com/uncategorized/the-board-announced-the-schedule-of-isc-and-icsc-examinations Sat, 23 Oct 2021 08:46:07 +0000 https://www.ekolkata24.com/?p=8828 নিউজ ডেস্ক: আইএসসি ও আইসিএসই পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হল। শনিবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ নভেম্বর থেকে শুরু হবে আইএসসি পরীক্ষা। একই সঙ্গে ২৯ নভেম্বর শুরু হবে আইসিএসই পরীক্ষা। ১ সেপ্টেম্বর আইসিএসই-র দশম ও আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাজনিত কারণে সেই সময়সূচি বদল হয়।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন এক্সামিনেশন আইসিএসই বোর্ড জানিয়েছে, অনলাইনে নয় এবার অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। এর আগে বোর্ড জানিয়েছিল, ১৫ নভেম্বর থেকে অনলাইনে পরীক্ষা শুরু হতে পারে। কিন্তু শনিবার বোর্ডের তরফে পরীক্ষার চূড়ান্ত সূচি জানানো হল।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু বেলা ২ টা থেকে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাবে।

আইসিএসই পরীক্ষার অর্থনীতি, বায়োলজি, ইংরেজির মত পরীক্ষাগুলির জন্য সময় নির্ধারিত হয়েছে এক ঘন্টা। অঙ্ক, হিন্দি ও অন্যান্য কয়েকটি বিষয়ের জন্য বরাদ্দ দেড় ঘন্টা। তবে দ্বাদশ শ্রেণির সব পরীক্ষার জন্যই দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, করোনার জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারনেটের সমস্যা আছে। সে কারণেই অফলাইনে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য স্কুলগুলিকে সব ব্যবস্থা করতে বলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষায় বসতে হবে।

বোর্ডের তরফে এদিন সিলেবাসসেও কিছু বদলের কথা জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে ২০২২ সাল থেকে দুটি সেমিস্টারে সেশনকে ভাগ করা হবে। প্রত্যেকটি সেমিস্টারে সিলেবাসের ৫০ শতাংশ পড়ানো ও পরীক্ষা নেওয়া হবে।

]]>