School – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 May 2024 08:07:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png School – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 पाकिस्तान के स्कूल में लगी भयावह आग, 1400 छात्राओं की बची जान https://ekolkata24.com/top-story/fire-broke-out-in-a-school-in-pakistan Mon, 27 May 2024 12:10:50 +0000 https://ekolkata24.com/?p=47629 पेशावर : पाकिस्तान के खैबर पख्तूनख्वा प्रांत के सुदूर पहाड़ी इलाके में भीषण आग की चपेट में आई एक स्कूल की इमारत से लगभग 1400 छात्रा को बचा लिया लिया गया है।

स्थानीय न्यूज से पता चला कि हरिपुर जिले के सिरिकोट गांव में सरकारी गर्ल्स हायर सेकेंडरी स्कूल में तेजी से ये आग फैल गई।

पाकिस्तान के खैबर पख्तूनख्वा प्रांत के सुदूर पहाड़ी इलाके में भीषण आग की चपेट में आई एक स्कूल की इमारत से लगभग 1,400 छात्राओं को बचा लिया लिया गया है। घटना के बाद आग पर काबू पा लिया गया है। आग लगने की सही कारणों का पता लगाया जा रहा है।

]]>
Haryana: হরিয়ানায় ৫ শহরে বন্ধ হল স্কুল, সিনেমা হল https://ekolkata24.com/uncategorized/haryana-closes-school-cinema-halls-in-gurgaon-and-4-other-cities Sun, 02 Jan 2022 05:51:16 +0000 https://ekolkata24.com/?p=17600 রাজ্যে ক্রমশ বর্ধমান সংক্রমণকে মাথায় রেখেই হরিয়ানায় আরও কঠোর করা হল বিধিনিষেধ। শনিবার রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুরগাঁও সহ মোট ৫টি শহরে সিনেমা হল ও স্পোর্টস কমপ্লেক্সগুলি বন্ধ করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি অবধি এই শহরগুলিতে সমস্ত স্কুলও বন্ধ থাকবে।

হরিয়ানা সরকারের নির্দেশিকা অনুযায়ী, গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই শহরগুলিতে সংক্রমণের হার সর্বাধিক হওয়ায় বিধিনিষেধ জারি করা হয়েছে। ২ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি অবধি এই বিধিনিষেধ জারি থাকবে।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি অবধি গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতের সব স্কুল বন্ধ থাকবে। এছাড়াও সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্সও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০% কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

এই ৫ শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলিকে বিকেল ৫টা অবধি খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে বার, রেস্তরাঁগুলিতে কেবল ৫০% গ্রাহক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

]]>
Covid19 India: ওমিক্রন সংক্রমণের মধ্যেও বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত, বললেন ভাইরাস বিশেষজ্ঞ https://ekolkata24.com/uncategorized/covid19-india-despite-omicron-school-should-open-said-expert Sat, 01 Jan 2022 17:14:21 +0000 https://ekolkata24.com/?p=17531 News Desk: করোনা (Covid19) রুখতে টিকাকরণই (vaccination) প্রধান ভরসা। সোমবার থেকে শুরু হতে চলেছে ১৫ থেকে ১৮ বছর বয়সি স্কুল পড়ুয়াদের টিকাকরণ। সরকার ঘোষণা করেছে, ২০২২-এর শুরু থেকেই নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (class nine to twelve) পঠন-পাঠন শুরু হবে। কিন্তু একেবারেই খুদে অর্থাৎ ১৫ বছরের কম বয়সি পড়ুয়াদের টিকাকরণ নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল (school) বন্ধ আছে। তাই অনেক অভিভাবকই (guardians) দুশ্চিন্তায় পড়েছেন। অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক। কিন্তু বাচ্চাদের টিকা না থাকায় স্কুল খোলার বিষয়টি অন্ধকারেই রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের অন্যতম পরিচিত ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার গগনদীপ কাং বলেছেন, সংক্রমণ বৃদ্ধি বা ওমিক্রন পরিস্থিতির মধ্যেও বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠানো উচিত। সংবাদ সংস্থা এএনআইকে এই ভাইরাস বিশেষজ্ঞ বলেছেন, করোনা এখনও পর্যন্ত বাচ্চাদের তেমনভাবে কাবু করতে পারেনি। তাই সার্সকোভ বা করোনার নতুন ভেরিয়েন্টের সঙ্গে মিশলে বাচ্চাদের মধ্যে প্রতিরোধ শক্তি গড়ে উঠবে। এখানেই শেষ নয়, আগামী দিনে আরও নতুন ভেরিয়েন্ট আসবে। বিভিন্ন ধরনের রোগ ছড়াবে। কিন্তু মনে রাখতে হবে, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন হয়তো সংক্রামক কিন্তু বিপজ্জনক বা মারাত্মক নয়।

ওই ভাইরাস বিশেষজ্ঞ আরও বলেছেন, আমি মনে করি বাচ্চাদের অবশ্যই স্কুল পাঠানো উচিত। কারণ গোটা বিশ্ব জুড়ে একটাই ছবি দেখা যাচ্ছে যে, করোনা বা ওমিক্রন বাচ্চাদের সেভাবে কাবু করতে পারছে না। বরং বাচ্চাদের দীর্ঘদিন বাড়িতে আটকে রাখলে তাদের মানসিক সমস্যা তৈরি হতে পারে। তাদের পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হওয়া ভবিষ্যতের পক্ষেও ভাল নয়। বাচ্চারা স্কুল গেলে কোন বড় মাপের সমস্যা হবে তা নয়।

এদিন বুস্টার ডোজ নিয়েও মুখ খুলেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেছেন, কোন ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।

]]>
Delhi: ওমিক্রন রুখতে জারি হলুদ সতর্কতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ https://ekolkata24.com/uncategorized/delhi-yellow-warning-issued-to-stop-omicron-school-college-closed-indefinitely Tue, 28 Dec 2021 16:45:02 +0000 https://ekolkata24.com/?p=16989 News Desk: যত দিন যাচ্ছে আরও তীব্র হচ্ছে ওমিক্রনের আতঙ্ক। দেশজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। রাজধানীজুড়ে জারি হল হলুদ সতর্কতা।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার একটি জরুরী বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের পরই হলুদ সতর্কতা জারি করেছে কেজরিওয়ালের সরকার।

আগামী বুধবার থেকে বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনেমা হল। তবে ‘অড এবং ইভেন’ পদ্ধতিতে শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি সরকারের তরফে আরও জানানো হয়েছে, ৫০ শতাংশ কর্মচারী নিয়ে অফিস খোলা থাকবে।

পুনরায় কবে স্কুল খোলা হবে সেবিষয় পরবর্তীকালে আলোচনার মাধ্যমে জানাবে দিল্লি সরকার। উল্লেখ্য, দিল্লির স্কুলগুলিতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

]]>
স্কুল মারফত পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেবে মধ্যশিক্ষা পর্ষদ https://ekolkata24.com/uncategorized/the-board-of-secondary-education-will-give-test-papers-to-the-examinees-through-the-school Mon, 20 Dec 2021 16:28:07 +0000 https://ekolkata24.com/?p=15572 নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে দীর্ঘ ২০ মাস পর স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। চলতি বছরেই পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুত হয়ে যাবে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনামূল্যেই স্কুল মারফত টেস্ট পেপার পেয়ে যাবে। চলতি বছর শেষ হতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, ২০২২। প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের ধার্য সিলাবাস এবং নম্বর বিভাজন অনুযায়ী টেস্ট পরীক্ষা নিয়েছে রাজ্যের স্কুলগুলি। এই পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে পর্ষদে। রাজ্যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র গুলো একত্রিত করেই পর্ষদ টেস্ট পেপার প্রস্তুত করতে চলেছে। এই টেস্ট পেপার স্কুল মারফত পৌঁছে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে।

এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের কোভিড পরিস্থিতিতে পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে আশাবাদী পর্ষদের আধিকারিকরা। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা,২০২২। প্রায় ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কোভিড পরিস্থিতিতে জারি হওয়া একাধিক কোভিড গাইডলাইন বজায় রাখতে একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে মধ্যশিক্ষা পর্ষদ।

]]>
Tamil Nadu: স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত ৩, গুরুতর জখম আরও ৩ পড়ুয়া https://ekolkata24.com/uncategorized/tamil-nadu-3-students-killed-in-school-wall-collapse-in-tirunelveli Fri, 17 Dec 2021 12:17:21 +0000 https://ekolkata24.com/?p=15250 নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে দেড় বছরেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল (school)। সম্প্রতি ফের স্কুল খুলতে শুরু করেছে। কিন্তু স্কুলে এসে আর বাড়ি ফেরা হল না তিন ছাত্রের (student)। শুক্রবার সকালে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল তিন ছাত্রের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

শুক্রবার সকালে তামিলনাড়ুর তিরুনেলভেলি ( tiruneliveli district of Tamil Nadu) জেলার স্ক্যাফটর উচ্চ বিদ্যালয়ে (skaftor high school) এই দুর্ঘটনা ঘটেছে। মৃত তিন ছাত্রই ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। দেওয়াল ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। দেওয়ালের নিচ থেকে ছয় ছাত্রকে বের করেন। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দু’জনের নাম সঞ্জয় এবং বিশ্বরঞ্জন। তৃতীয় ছাত্রের নাম এখনও জানা যায়নি।

মৃত ছাত্রদের সহপাঠীরা জানিয়েছে, এদিন স্কুল চলাকালীন ওই ছয় জন শৌচালয় গিয়েছিল। সে সময় আচমকাই বিকট শব্দে শৌচালয়ের একটি দেওয়াল ওই ছাত্রদের উপর ভেঙে পড়ে। গুরুতর জখম ওই ছয় ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে। দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

কী কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুল ভবনটি বেশ পুরনো। করোনাজনিত কারণে প্রায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্কুল খোলার আগে পুরো স্কুল ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এমনকী, রঙের প্রলেপও পড়ে ছিল দেওয়ালে। এদিনের দুর্ঘটনার পর ফের স্ক্যাফটার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

]]>
পরীক্ষা দিয়ে বের হতেই ছুরির গায়ে ফালাফালা হল দিল্লির চার ছাত্র https://ekolkata24.com/uncategorized/4-class-10-students-chased-down-stabbed-outside-delhi-school-after-exam Sun, 12 Dec 2021 12:15:24 +0000 https://ekolkata24.com/?p=14574 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: শনিবার পূর্ব দিল্লির ময়ূরবিহার (mayurbihar) এলাকায় সর্বোদয় বাল বিদ্যালয় নামে একটি স্কুলে পরীক্ষা (exanination) দিতে গিয়েছিল চার ছাত্র। নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছিল তাদের। পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্র (examination centre) থেকে বের হতেই তাদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরও কয়েকজন ছাত্র। প্রাণ বাঁচাতে ওই ছাত্ররা স্কুল লাগোয়া একটি পার্কের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্ত তাদের ধাওয়া করে ধরে ফেলে হামলাকারীরা। এরপর ওই পার্কের মধ্যেই ছুরি দিয়ে চার ছাত্রকে এলোপাথাড়ি কোপানো (srabbing) হয়।

এ ঘটনায় জখম হওয়া ওই চার ছাত্রকে সঙ্গে সঙ্গেই স্থানীয় লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা সঙ্কটজনক। বর্তমানে ওই ছাত্র ট্রমা বিভাগে চিকিৎসাধীন আছে। স্থানীয় বাসিন্দারাই পাণ্ডবনগর থানায় ফোন করে পুলিশকে ওই সংঘর্ষের কথা জানান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ যদিও ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত চার ছাত্র হল ফৈজান, আয়ুষ, রেহান ও গৌতম। আহত চার ছাত্রই ত্রিলোকপুরী গভর্নমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। আক্রান্তদের সকলের বয়স ১৫ থেকে ১৬-র মধ্যে। কেন এই ঘটনা ঘটল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। তবে এই ঘটনার পিছনে কোনও পুরনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক ছাত্রদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীরা সকলেই সর্বোদয় বাল বিদ্যালয়ের ছাত্র বলে পুলিশের অনুমান। রবিবার দুপুরে সন্দেহভাজন দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান ধৃতদের জেরা করে হামলাকারী বাকি ছাত্রদের সন্ধান মিলবে।

]]>
Karnataka: শিক্ষককে ডাস্টবিন দিয়ে পেটাচ্ছে ছাত্ররা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় https://ekolkata24.com/uncategorized/karnataka-students-misbehave-with-teacher-in-school-put-dustbin-on-head Sat, 11 Dec 2021 12:20:51 +0000 https://ekolkata24.com/?p=14467 নিউজ ডেস্ক: ক্লাস চলাকালীন এক শিক্ষককে (teacher) মারধর করছে পাঁচ ছাত্র। চেয়ারে বসে থাকা ওই শিক্ষককে ডাস্টবিন দিয়ে পেটাচ্ছে তারা। চাঞ্চল্যকর ওই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি সামনে এসেছে। নেটিজেনরা প্রায় সকলেই ওই ছাত্রদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। কর্নাটকের নেল্লোরের (Karnataka) এক সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) ছড়িয়ে পড়ে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রকাশ নামে এক শিক্ষককে ক্লাস রুমে ঢোকার শুরু থেকেই তীব্র হেনস্তা করছে পাঁচ ছাত্র। ওই শিক্ষক যখন তাঁর চেয়ারে গিয়ে বসেন তখন এক ছাত্র তাঁকে ডাস্টবিন তুলে মারতে যায়। এরপর ওই শিক্ষক যখন ক্লাসে পড়ানো শুরু করেন তখন এক ছাত্র আচমকাই গিয়ে ডাস্টবিনটি ওই শিক্ষকের মাথায় চাপিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুলের অন্যান্য অভিভাবক ও গ্রামবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সকলেই ওই ছাত্রদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। কিন্তু প্রশ্ন হল কেন ওই শিক্ষকের উপর চড়াও হল ছাত্ররা।

জানা গিয়েছে, ৩ নভেম্বর প্রকাশ নামে ওই শিক্ষক ছাত্রদের বকাঝকা করেছিলেন। কারণ ক্লাসরুমে বেশ কিছু খালি গুটখার প্যাকেট পড়েছিল। ছাত্রদের প্রকাশ বলেছিলেন, এভাবে কখনওই ক্লাসরুম নোংরা করা উচিত নয়। প্রত্যেকের উচিত নিয়ম মেনে চলা। ক্লাসের মধ্যে গুটকা খাওয়া অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

প্রকাশ জানিয়েছেন বকুনি দেওয়ার কারণেই তাঁকে ৫ ছাত্রের হাতে আক্রান্ত হতে হয়েছে। কেন তিনি পুলিশের কাছে অভিযোগ জানাননি? এই প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেছেন, পুলিশে অভিযোগ জানালে ওই ছাত্ররা তাঁর উপর আরও বড় ধরনের হামলা করতে পারত। সেই আশঙ্কায় তিনি পুলিশকে বিষয়টি জানাননি।

তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই স্কুলে যান স্থানীয় বিধায়ক মাদল বিরুপাক্ষাপ্পা। বিধায়কের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা দফতরের এক আধিকারিক। স্কুলে গিয়ে তাঁরা শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানেন। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ওই ছাত্রদের লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের আচরণ করবে না, তার লিখিত প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। তবে অন্য অভিভাবকদের দাবি, ওই ছাত্রদের অবিলম্বে স্কুল থেকে বরখাস্ত করতে হবে। তাদের কড়া শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে তাদের আচরণ পাল্টাবে না। সহকারি জেলাশাসক মহান্তেশ বিলাগী জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

]]>
Uttar Pradesh: মাদক খাইয়ে ১৭ ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত দুই স্কুলের ম্যানেজার https://ekolkata24.com/uncategorized/uttar-pradesh-school-manager-arrested-after-17-girls-allege-they-were-drugged-molested Tue, 07 Dec 2021 10:56:09 +0000 https://ekolkata24.com/?p=13955 News Desk, Delhi: সিবিএসই প্রাকটিক্যাল পরীক্ষার (practical exam) জন্য প্রশিক্ষণের নাম করে ১৭ জন দশম শ্রেণীর ছাত্রীকে ডাকা হয়েছিল স্কুলে। সেখানেই ওই ছাত্রীদের মাদক খাইয়ে যৌন নিগ্রহ চালানোর (molestation) অভিযোগ উঠেছে। ১৫ দিন আগে অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের গ্রেফতার (arrest) করা হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরে।

পুলিশ জানিয়েছে, প্রাকটিক্যাল পরীক্ষার প্রশিক্ষণের জন্য ১৭ নভেম্বর রাতে ছাত্রীদের ডেকে পাঠানো হয়। ১৭ জন ছাত্রী নির্দিষ্ট সময়মতোই স্কুলে আসে। এরপর তাদের খেতে দেওয়া হয়। ওই খাবারের মধ্যে মাদক মেশানো ছিল। মাদক মেশান খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়লে তাদের উপর যৌন নিগ্রহ চালানো হয়। এই যৌন নিগ্রহের ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যে স্কুল ওই ছাত্রীদের ডেকেছিল সেখানকার ম্যানেজার এবং যে স্কুলে নিয়ে গিয়ে তাদের উপর যৌন নিগ্রহ চালানো হয়েছিল সেখানকার ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ছাত্রীদের অভিভাবকরা তাঁদের দায়ের করা এফআইআর-এ জানিয়েছেন, গার্লস স্কুলের ম্যানেজার তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন, প্রাকটিক্যাল পরীক্ষার জন্য মেয়েদের অন্য স্কুলে নিয়ে যেতে হবে। ছাত্রীদের প্রাকটিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা বলা হলেও ছাত্রদেরকে সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি।

ওই ১৭ জন ছাত্রী ১৮ নভেম্বর সকালে বাড়ি ফিরে এসে মা-বাবাকে বিষয়টি জানায়। ওই ছাত্রীরা সকলেই খুব গরিব পরিবারের মেয়ে। সে কারণেই স্কুলে তাদের বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়ার নাম করে ডেকে পাঠানো হয়েছিল।

নিগৃহীত দুই ছাত্রীর বাবা এলাকার বিজেপি বিধায়ক প্রমোদ উতওয়ালের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। ঘটনার জেরে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। অপসারিত অফিসারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। যদিও জেলা প্রশাসনের কর্তারা ওই ঘটনার কথা অস্বীকার করেছেন।

বিধায়ক প্রমোদ জানিয়েছেন, তিনি আশা করছেন শিগগিরই এই ঘটনায় অভিযুক্তরা ধরা পড়বে। তিনি নিজে জেলা পুলিশ সুপারকে এই বিষয়টি নিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রীরা যৌন নিগ্রহের যে অভিযোগ করেছে তা ঠিক । বিধায়ক আরও জানান, অভিযুক্ত দুই শিক্ষক ছাত্রীদের পরিবারকে রীতিমতো হুমকি দিয়েছিল। এমনকী, স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখাননি। আমরা চাই অভিযুক্ত শিক্ষকরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

ছাত্রীদের উপর যৌন নিগ্রহের তদন্ত করছেন মুজফফরনগরের পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় এবং অতিরিক্ত পুলিশ সুপার কে কে বিষ্ণোই। সংশ্লিষ্ট থানার নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেছেন, ছাত্রীদের উপর যারা যৌন নিগ্রহ করেছে তারা কেউই পার পাবে না। অপরাধীরা গর্তে লুকিয়ে থাকলেও আমরা সেখান থেকে তাদের বের করে আনব। ইতিমধ্যে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

]]>
United States: স্কুলে সহপাঠীর গুলিতে মৃত তিন ছাত্র, এক শিক্ষক-সহ জখম ৯ https://ekolkata24.com/uncategorized/three-students-were-killed-and-one-was-injured-in-a-school-shooting-in-the-united-states Wed, 01 Dec 2021 10:24:22 +0000 https://ekolkata24.com/?p=13009 নিউজ ডেস্ক: আমেরিকার ( United States) স্কুলে ফের হামলা চালাল বন্দুকবাজ (shooter)। তবে এবার বাইরের কেউ নয়। ওই স্কুলের এক ছাত্র হঠাৎই সহপাঠীদের উপর গুলি চালিয়েছে। মঙ্গলবারের (tuesday) ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে জখম হয়েছেন নয় জন। যার মধ্যে একজন শিক্ষক (teacher)। মার্কিন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ ওই কিশোর ছাত্রকে গ্রেফতার করেছে। চলতি বছরে এটাই আমেরিকার স্কুলে সবথেকে বড় মাপের হামলা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে অক্সফোর্ড হাইস্কুলে আচমকাই ওই কিশোর সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। জখম হয়েছে এক শিক্ষক-সহ মোট ১০জন। আহতেরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ২ জন ছাত্রী এবং একজন ছাত্র। আহত ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার হয়েছে। কী কারণে ওই ছাত্র হঠাৎই বন্ধুদের উপর গুলি চালাল তা এখনও জানা যায়নি। গ্রেফতারির সময় ওই কিশোর পালিয়ে যাওয়ার বা বাধা দেওয়ার কোনও চেষ্টাও করেনি। তবে কেন সে এই কাজ করেছে সে বিষয়েও মুখ খোলেনি। অকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল ম্যাককাবে মঙ্গলবারের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। মৃত ছাত্রদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। এমনকী, ওই ছাত্রের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কিশোর নিজেই এই পরিকল্পনা করেছিল। ওই ছাত্র এলোপাথাড়ি গুলি চালিয়েছিল নাকি, নির্দিষ্ট কোনও বন্ধুর উপর গুলি চালিয়েছিল তা জানতে তাকে জেরা চলছে। তবে ওই কিশোর এখনও পর্যন্ত মুখ খোলেনি। গতকালের এই হামলা সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই পুলিশ অন্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছে।

]]>
Delhi Pollution: রাজধানীর স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অফিস বাড়ি থেকে https://ekolkata24.com/uncategorized/delhi-pollution-school-college-closed-indefinitely-office-from-home Wed, 17 Nov 2021 10:16:29 +0000 https://ekolkata24.com/?p=11613 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভয়াবহ দূষণের হাত থেকে দিল্লির মানুষকে রক্ষা করতে চালু হল একাধিক নতুন সিদ্ধান্ত। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য রক্ষায় দিল্লির সমস্ত স্কুল-কলেজ (school and College) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, বিভিন্ন অফিসে যারা কাজ করেন তাঁদের বাড়ি থেকেই কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম (work from home) করতে হবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অনলাইনেই পড়াশোনা করতে হবে।

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের বিভিন্ন অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করতে হবে। ২১ নভেম্বর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। তারপর বাতাসের গুণমান পরীক্ষা করে দেখা হবে এবং নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

এদিন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, নির্মাণ কাজের জন্য কেউ যদি নির্মাণসামগ্রী রাস্তার উপর জমা করে রাখে তাহলে তার কড়া শাস্তি হবে। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত রাজধানী ও সংলগ্ন এলাকায় কোনও রকম বাড়ি ভাঙা এবং নির্মাণ কাজ করা যাবে না। তবে এই নির্দেশের মধ্যে ছাড় দেওয়া হয়েছে মেট্রো, পরিষেবা, বিমানবন্দর, বাস টার্মিনাল এবং প্রতিরক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পকে।

Delhi pollution

উল্লেখ্য, দূষণ কমাতে দিল্লি ও আশপাশ এলাকার ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের (power plant) মধ্যে পাঁচটিতে উৎপাদন চালু রয়েছে। বাকিগুলি সাময়িক বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে ট্রাকের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। কেবল যে সমস্ত ট্রাক অত্যাবশ্যকীয় পণ্য বহন করছে তারাই দিল্লিতে ঢোকার অনুমতি পাবে। একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, পেট্রোল চালিত গাড়ির বয়স ১৫ এবং ডিজেল চালিত গাড়ির বয়স ১০ বছর হলে সেগুলি বাতিল করে দিতে হবে। কোন গাড়িচালক যদি পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট (pollution control certificate) দেখাতে না পারেন, তবে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।

<

p style=”text-align: justify;”>এরই মধ্যে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (gopal rai) বলেছেন, তাঁরা শীর্ষ আদালতে প্রস্তাব দিয়েছেন প্রতি সপ্তাহের শেষে লকডাউন করা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিমকোর্ট (supreme court)। আদালত যা বলবে সেটা মেনে নেওয়া হবে।

]]>
Covid 19: দেড় বছর পর মঙ্গল প্রভাতে বিদ্যালয়ে কলরব শোনা যাবে https://ekolkata24.com/uncategorized/covid-19-situation-school-reopen-in-west-bengal Mon, 15 Nov 2021 12:42:26 +0000 https://ekolkata24.com/?p=11384 News Desk: করোনা সংক্রমণের ধাক্কায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পরে মঙ্গলবার তথা ১৬ ই নভেম্বর রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। যদিও বিভিন্ন রাজ্যে আগেই খুলেছে বিদ্যালয়। পশ্চিমবঙ্গে সংক্রমণের পরিস্থিতি দেখে শারদোতসবের পর রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের স্বাগত জানিয়ে একটি কলম অথবা ফুল তুলে দেওয়া হবে। যদিও এর আগে রাজ্যে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় তখনই কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার।

school reopen in west bengal

তবে বিশেষজ্ঞরা চিন্তুিত করোনা সংক্রমণের সাম্প্রতিক গতি নিয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, অভিভাবকরা নিজেদের ইচ্ছায় পড়ুয়াদের স্কুলে পাঠাতে পারেন। স্কুলে না আসলে কোন রকম অ্যাটেনডেন্স সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে না পড়ুয়াদের।

শিক্ষা দফতর জানিয়েছে, করোনা বিধি মেনেই স্কুলগুলিকে খোলা হবে। বলা হয়েছে স্কুলে প্রবেশের সময় পড়ুয়াদের মধ্যে চার থেকে পাঁচ ফুটের ব্যবধান রাখতে হবে। স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পড়ুয়ারা মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছে কিনা সেদিকে রাখা হবে নজর।

সরকারি নির্দেশে প্রতিটি স্কুলের গেটে থার্মাল গান এবং স্প্রে স্যানিটাইজার রাখতে হবে। শ্রেণীকক্ষে পড়ুয়াদের মধ্যে তিন ফুটের দূরত্ব রাখতে হবে। প্রত্যেক বেঞ্চে একজন পড়ুয়া বসানোর ব্যবস্থা করা হচ্ছে।

]]>
Gujarat: বাড়িভাড়া না পেয়ে দেড়শো কিলোমিটার পথ সাইকেলে আসা-যাওয়া তপসিলি শিক্ষকের https://ekolkata24.com/uncategorized/gujarat-house-denied-to-scheduled-caste-teacher-forced-to-travel-150-km-to-reach-school Mon, 01 Nov 2021 10:11:35 +0000 https://www.ekolkata24.com/?p=9928 News Desk, New Delhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাতে সবার বিকাশ বা উন্নয়ন বাধা পাচ্ছে। সম্প্রতি গুজরাতের এক স্কুল শিক্ষকের চাঞ্চল্যকর কাহিনী প্রকাশ্যে এসেছে।

কানহাইয়ালাল বারাইয়া নামে ওই শিক্ষক বাল্মিকী সম্প্রদায় ভুক্ত। বর্তমানে তিনি চাকরি করেন রাজ্যের সুরেন্দ্রনগর জেলার এক স্কুলে। যে স্কুলে তিনি পড়ান সেই গ্রামে বাল্মিকী সম্প্রদায়ের থাকার কোন জায়গা নেই। তাই ওই স্কুল শিক্ষককে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হয়নি। যে কারণে বাধ্য হয়ে ওই শিক্ষক প্রতিদিন সাইকেলে করে ১৫০ কিলোমিটার পথ আসা-যাওয়া করেন।

তপশিলি সম্প্রদায়ভুক্ত ওই শিক্ষকের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি অবশ্য মেনে নিয়েছে রাজ্যের ন্যায় ও ক্ষমতায়ন দফতর। সম্প্রতি ন্যায় ও ক্ষমতায়ন দফতর রাজ্যের শিক্ষা দফতরকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, তপসিলি জাতি ভুক্ত বলে ৫০ বছরের ওই শিক্ষককে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাই ওই শিক্ষককে যত শীঘ্র সম্ভব বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলি করা হোক।

জানা গিয়েছে কানাইয়া লাল থাকেন সুরেন্দ্রনগর এর চুড়া তালুকের ছতরিওয়ালা গ্রামে। কানাহাইয়াকে সম্প্রতি বাড়ি থেকে ৭৫ কিলোমিটার দূরে নিনামা গ্রামের স্কুলে বদলি করা হয়েছে। ওই শিক্ষক জানিয়েছেন, বদলি হওয়ার পর তিনি প্রথমে স্কুল সংলগ্ন এলাকায় একটি ভাড়াবাড়ির চেষ্টা করেছিলেন। কিন্তু প্রথমেই তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি কোন জাত ও ধর্মের লোক। কানহাইয়া জানান তিনি বাল্মিকী সম্প্রদায়ের লোক। তখনই তাঁকে মুখের উপর বলে দেওয়া হয় এই গ্রামে তিনি কোনও ঘরভাড়া পাবেন না।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও তাঁকে ওই একই কথা বলেন। এরপরই তিনি পুরো বিষয়টিই শিক্ষা দফতরকে জানিয়ে একটা সমাধানের উপায় বের করতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত কানাহাইয়ালালের আবেদন যত শীঘ্র সম্ভব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মোদির রাজ্য এবং আজকের অত্যাধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এ ধরনের সংস্কার অনেকেই অবাক হয়েছেন। একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের ব্যবহার আধুনিক সভ্যতার লজ্জা বলে অনেকেই মন্তব্য করেছেন।

]]>
অশিক্ষার অন্ধকারে আলো দিতে স্বপ্নের স্কুল বাড়িতে শুরু ‘বর্ণ পরিচয়’ https://ekolkata24.com/offbeat-news/some-youths-from-rural-howrah-built-schools-barna-parichay-to-spread-education Wed, 15 Sep 2021 12:44:32 +0000 https://www.ekolkata24.com/?p=4658 বিশেষ প্রতিবেদন: ২০২১ সালে দাঁড়িয়েও এই গ্রামে এখনও পৌঁছায়নি শিক্ষার আলো। সেখানেই শিক্ষালোক পৌঁছে দিতে পৌঁছে গিয়েছে গ্রামীন হাওড়ার একদল যুবক। গড়ে উঠেছে স্বপ্নের স্কুল বাড়ি।

তাপস, অরুণ, প্রসেনজিৎ, পৃথ্বীশদের স্বপ্ন ছিল জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো জ্বালানোর। ইচ্ছে থাকলেও উপায় সেভাবে হয়ে ওঠেনা। হঠাৎই একদিন মানস তার বন্ধু পঙ্কজের থেকে জানতে পারে তার গ্রামে শিক্ষার আলো এখনো সেভাবে প্রবেশ করেনি। আজও গ্রামের কচিকাঁচাদের অধিকাংশই স্কুলমুখো হয় না। খবর পেয়েই ওরা হাজির হয় ঝাড়গ্রাম শহরের অদূরে জঙ্গল লাগোয়া ছোট্ট একটি গ্রাম চিচুড়গেড়িয়ায়।

ural Howrah built schools barna parichay

ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের অন্তর্ভুক্ত এই গ্রামে ২৭ টি আদিবাসী পরিবারের বাস। সকলেই কোনওরকমে অন্ন সংস্থান করেন। গ্রামে নেই কোনও স্কুল, নেই অঙ্গণওয়াড়ি সেন্টার। একদিকে প্রতিকূল আর্থসামাজিক পরিকাঠামো, অন্যদিকে শালের জঙ্গল ও রাস্তা পেরিয়ে বেশ কয়েক কিলোমিটার দূরে স্কুলে যেতে হয়। তাই গ্রামের ছেলেপুলেরা সেভাবে স্কুলমুখো হয় না। গ্রামের প্রথম গ্র‍্যাজুয়েট যুবক পঙ্কজ বাস্কে ও তাঁর স্ত্রী উত্তরা মুর্মু বেশকিছুদিন ধরেই নিজেদের গ্রামকে অন্ধকার থেকে আলোয় আনার চেষ্টা করছেন। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না।

আরও পড়ুন: অন্ধকারে থাকা শবর জাতিকে জীবনের রঙ চেনাচ্ছেন পুলিশকর্মী অরূপ

গ্রামে গিয়ে এসব জানার পরই চিচুড়গেড়িয়ায় অবৈতনিক পাঠশালা তৈরির সিদ্ধান্ত নেয় হাওড়া জেলার আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সদস্যরা। যেমন ভাবনা তেমন কাজ। ভীম মুর্মু, রাগদা বাস্কে, সাগেন মান্ডিরা গ্রামে শিক্ষার আলো জ্বালাতে সাথে সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ নিজের ঝাড়ের বাঁশ দেন, কেউ স্বেচ্ছাশ্রম। সবুজ প্রকৃতির মাঝে গড়ে তোলা হয় অস্থায়ী চালা। সেখানেই এখন নিয়ম করে বসছে ‘বর্ণ পরিচয়’-এর আসর। আপাতত শনি ও রবিবার পাঠের আসর বসছে।

ural Howrah built schools barna parichay

সকাল হলেই আরশু মান্ডি, সুখলাল হাঁসদা, কানাই মুর্মুরা ব্যাগ নিয়ে পাঠশালায় আসছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঠের আসর। তারপর কোনোদিন অ-আ আবার কখনও বা A-B-C-D -এর রব ওঠে শিশু পড়ুয়াদের গলায়। কখনও শুধু রং নিয়ে খাতায় আঁকিবুঁকি কাটে পল্লবী বাস্কে, ফুলমণি মান্ডি, বুদ্ধেশ্বর হাঁসদারা।
কোনওদিন ওদের পড়ান গ্রামেরই পঙ্কজ দাদা, উত্তরা দিদি, আবার কোনোদিন হাওড়া থেকে আসেন রাকেশ, প্রসেনজিতরা।

‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর কর্তা পৃথ্বীশরাজ কুন্তীর কথায়,”গ্রামে এসে সামগ্রিক পরিস্থিতি দেখে আমরা পাঠশালা তৈরির সিদ্ধান্ত নিই। আমরা আমাদের প্রস্তাব গ্রামের মানুষকে জানাই। তাঁরা একবাক্যে প্রস্তাব গ্রহণ করেন। আমাদের প্রস্তাব শুনেই গ্রামবাসীরা জায়গা ঠিক করে দেন। এমনকি বাঁশ-প্লাস্টিক দিয়ে নিজেরাই তৈরী করে ফেলেন নিজেদের শিশুদের জন্য শিক্ষার মন্দির। শুরু হয় ‘বর্ণপরিচয়’-এর পথচলা।”

জয়রাম মুর্মু, অমর হাঁসদারা নিজেরা পড়াশোনার সুযোগ না পেলেও নিজেদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলতে তাঁরা ভীষণভাবে উদ্যোগী। তাঁরা জানান, আগে কেউ কখনো আমাদের গ্রামে শিক্ষার আলো জ্বালানোর প্রস্তাব নিয়ে আসেনি। তাই আমরা প্রস্তাব পেয়ে আর দু-বার ভাবিনি। ইতিমধ্যেই হাওড়ার স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে পাঠশালার তিরিশ জন পড়ুয়ার বই, খাতা-সহ যাবতীয় শিক্ষাসামগ্রী দেওয়া থেকে শুরু করে পাঠশালা পরিচালনার সব দায়িত্ব গ্রহণ করা হয়েছে। দেওয়া হয়েছে ক্রীড়াসামগ্রী।

শুধু পড়াশোনাই নয়, পাঠশালা প্রাঙ্গণে সবুজায়নের লক্ষ্যে নিজে হাতে গাছ বসানোর কাজও শুরু করেছে কচিকাঁচারা। পালিত হয়েছে রাখিবন্ধন, শিক্ষক দিবসের মতো বিভিন্ন বিশেষ তিথি। এভাবেই হাওড়ার একদল যুবকের নিরলস প্রচেষ্টায় ও স্থানীয় পঙ্কজ বাস্কে, উত্তরা মুর্মুদের অক্লান্ত পরিশ্রমে আজ চিচুড়গেড়িয়ার ঘরে ঘরে শুরু হয়েছে বর্ণের পরিচয়।

]]>
করোনার কোপ কাটিয়ে নৌকা চালিয়ে স্কুলে পৌঁছল হাবিবা https://ekolkata24.com/offbeat-news/habiba-a-student-from-bangladesh-reached-the-school-by-boat Sun, 12 Sep 2021 13:56:36 +0000 https://www.ekolkata24.com/?p=4450 অনলাইন ডেস্ক:  দেড় বছর পর বিদ্যালয় খুলেছে বাংলাদেশে। করোনা হামলায় এতদিন বন্ধ ছিল বিদ্যালয়। নৌকা চালিয়ে স্কুলে এসেছে হাবিবা আক্তার ও বন্ধুরা। টাঙ্গাইলের বাসিন্দা হাবিবা। সে পড়ে সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে। বন্যায় রাস্তা বন্ধ। তাই নৌকা চালিয়ে স্কুলে এসেছে হাবিবা। শিক্ষকরা তাদের বরণ করে নেন। সংক্রমণ বাড়লে ফের বন্ধ হবে বিদ্যালয়। জানিয়েছে বাংলাদেশ সরকার৷

]]>
কেন্দ্র চায় অতিমারিকালে স্কুল চালু নিয়ে সিদ্ধান্ত নিক রাজ্যগুলি https://ekolkata24.com/uncategorized/the-center-wants-the-states-to-decide-on-the-opening-of-schools-in-times-of-emergency Thu, 29 Jul 2021 05:56:14 +0000 https://www.ekolkata24.com/?p=1446 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করোনাকালে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। মাসের পর মাস স্কুল বন্ধের জেরে শিকেয় পঠন-পাঠন। অনলাইনে পড়াশোনায় দুর্বিপাকে পড়ুয়াদের একটি বড় অংশ। এই পরিস্থিতিতে ফের কবে খুলবে স্কুল? এ ব্যাপারে রাজ্যগুলির কোর্টেই বল ঠেলেছে কেন্দ্র।

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়তেই ফের তালা ঝুলে যায় স্কুল, কলেজগুলিতে। শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেই শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ করে দেওয়া হয়। মাসের পর মাস স্কুল বন্ধের বিপাকে শৈশব। স্কুলে না যেতে পেরে কচিকাচাদের মন খারাপ।

দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় একটা বড় অংশের পড়ুয়াদের ক্ষেত্রে দারুন সংকট নেমে এসেছে। সেই কারণেই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ,স্কুল গুলি খুলে দেওয়ার পক্ষে সওয়াল করে চলেছেন বিশেষজ্ঞরা। তবে স্কুল খোলা নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না কেন্দ্রীয় সরকার। শিশুদের টিকাকরণ সম্পূর্ণ না হলে স্কুল খোলা রীতিমতো ঝুঁকির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন সব কিছু ঠিকঠাক চললে আগস্ট মাস থেকেই শুরু হয়ে যেতে পারে শিশুদের টিকাকরণ। তারও আগে সেপ্টেম্বর থেকে শিশুদের টিকাকরণ শুরু হতে পারে বলে জানিয়েছিলেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া।

তবে কেন্দ্রীয় সরকার নিজে থেকে স্কুল চালুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে চায় না। সংক্রমণ পরিস্থিতি দেখে স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকারগুলির উপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে, দেশের করোনা-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৫০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন।

]]>