Scotland – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 13 Nov 2021 07:19:13 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Scotland – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 COP26 : নজিরবিহীন জলবায়ু সম্মেলন! দরিদ্র দেশগুলির চাপে সময় পেরিয়েও আলোচনা https://ekolkata24.com/uncategorized/cop-26-conference-controversy Sat, 13 Nov 2021 07:19:13 +0000 https://ekolkata24.com/?p=11141 News Desk: ধনী দেশগুলির কার্বন নির্গমণ বিশ্বকে চরম ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। গড় তাপমাত্রা মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি হলেই দুনিয়া রসাতলে যাবে। এই যুক্তি মেনে নিয়েও তুমুল বাকবিতন্ডা চলছে জলবায়ু সম্মেলনে।

সম্মেলনে অংশ নেওয়া দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলির অভিযোগ ধনী দেশের সরকাররা কোনওভাবেই জলবায়ু নিয়ন্ত্রণে টাকা বরাদ্দ বৃদ্ধিতে রাজি নয়। এই অবস্থান স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো শহরে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে (Cop 26) নজিরবিহীন পরিস্থিতি। সময়সীমা পেরিয়েও চলছে আলোচনা।

যদিও জলবায়ু সম্মেলনে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহমত জানিয়েছে একযোগে চারদশক কাজ করার।  দুটি দেশই বিশ্বে সর্বাধিক কার্বন নি:স্বরণ করে। ব্রাজিল সহ বিশ্বের শতাধিক দেশের নেতারা ২০৩০ সালের মধ্যে বনভূমি ধংস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।

COP26

তবে টুভালুর মতো ছোট ও দরিদ্র প্রাকৃতিক সম্পদের দেশগুলির অভিযোগ, জলবায়ু সম্মেলন আসলে একটি লোক দেখানো মঞ্চে পরিণত হয়েছে। বিপদ বুঝেও ধনী দেশগুলি গাছাড়া মনোভাব দেখাচ্ছে।

গবেষণায় উঠে এসেছে, গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই উষ্ণতার প্রভাবে সামুদ্রিক জলস্ফিতি হবে। এর জেরে বহু দ্বীপরাষ্ট্র তলিয়ে যেতে পারে। বিভিন্ন সমুদ্র উপকূলীয় দেশ বিরাট ক্ষতির মুখে পড়বে।

ক্ষুদ্র দ্বীপ দেশগুলো শুক্রবার জানায়, সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে দ্রুততার সঙ্গে তাদের ভূমি হারিয়ে যাচ্ছে। ২০০৯ সালে মালদ্বীপ সরকার ভারত মহাসাগরের তলায় মন্ত্রিসভার বৈঠক করে বিশ্বকে জলস্ফিতির সতর্কতা দিয়েছিল। এবার জলবায়ু সম্মেলনে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুভালুর বিদেশমন্ত্রী সাগরে দাঁড়িয়ে সতর্কতাবাণী দেন। তিনি বলেন ‘আমাদের দেশ সত্যি সত্যি ডুবে যাচ্ছে। এটা আমাদের অনেকের জীবন মরণের প্রশ্ন। গ্লাসগো সম্মেলনকে অবশ্যই কার্যকর পদক্ষেপের ঘোষণা করতে হবে। আমরা যেন ব্যর্থ না হই।’

আরও পড়ুন: COP26 : ঘাড়ের কাছে বিপদ, মহাসাগর থেকে টুভালুর সতর্কতায় বিশ্ব কাঁপল

<

p style=”text-align: justify;”>এই প্রেক্ষিতে শনিবার দুপুরে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত আলোচনার সময় ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এবারের সম্মেলনের সভাপতি ব্রিটেনের মন্ত্রী অলোক শর্মা জানান বিশ্ব উষ্ণায়ণ রুখতে এটাই শেষ সুযোগ। বিজ্ঞানীদের মতে, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখার বিষয়টি তুলনা করলে শিল্পপূর্ববর্তী যুগে ফিরে যাওয়ার সমান। সেটা কী করে করা সম্ভব তাই জটিল বিষয়।

]]>
COP26 : ঘাড়ের কাছে বিপদ, মহাসাগর থেকে টুভালুর সতর্কতায় বিশ্ব কাঁপল https://ekolkata24.com/uncategorized/2021-united-nations-climate-change-conference Tue, 09 Nov 2021 07:29:14 +0000 https://www.ekolkata24.com/?p=10777

News Desk: বিশ্ব উষ্ণয়নে বাড়ছে সাগর, মহাসাগরের জলস্তর। ভয়াবহ পরিস্থিতির মুখে বিশ্ব। তবে উন্নত দেশগুলি মুখেই আশঙ্কা করছে। এই পরিস্থিতিতে স্কটল্যান্ডের রাজধানীতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ উপলক্ষে বিশ্বকে সতর্কতা দিল ছোট দ্বীপ রাষ্ট্র টুভালু।

সাগর জলে দাঁড়িয়ে টুভালির বিদেশমন্ত্রী সাইমন কোফে বলেছেন, পরিস্থিতি কীরকম তা আন্দাজ করতেই এই বার্তা। যেভাবে জলস্তর বাড়ছে তাতে টুভালু নিশ্চিহ্ন হয়ে যাবে।

প্রশান্ত মহাসাগরের তটরেখায় একহাঁটু জলে দাঁড়িয়ে সানুদ্রিক জলস্তর বৃদ্ধির যে সতর্কতা দিল টুভালু সরকার, তা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তাৎপর্যপূর্ণ, এমন সতর্কতা আর কোনও দেশ দিতে পারেনি এই সম্মেলনে।

united-nations-climate

মঙ্গলবার দ্বীপরাষ্ট্র টুভালুর সরকার তাদের অবস্থান ও সতর্কতা সংক্রান্ত বার্তা দেবে এমনই নির্ঘণ্ট তৈরি। সেই সূচি মেনে টুভালুর বিদেশমন্ত্রী ভিডিও বার্তা পাঠান জলবায়ু সম্মেলনে। তারই কিছু ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

২০০৯ সালে বিশ্ব উষ্ণায়ণ নিয়ে মালদ্বীপ সরকার বিশ্বকে সতর্কতা দিয়েছিল ভারত মহাসাগরের  তলায় বিশেষ মন্ত্রিসভার বৈঠক করে। তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ ও মন্ত্রিসভার সদস্যরা ডুবুরির পোশাক পরে এই বৈঠক করেন।

বিবিসি জানাচ্ছে, জলবায়ু সম্মেলন কপ ২৬ ইতিমধ্যেই বিতর্কিত। কারণ, আবহাওয়া ও প্রকৃতি বিশেষজ্ঞ আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সম্মেলন বিভিন্ন দেশের ভূমিকা নিয়ে প্রবল বিরোধিতায় সামিল। বারবার গ্লাসগো শহর বিক্ষোভে সরগরম হয়েছে। বিশৃঙ্খল পরিবেশ রুখচে সম্মেলনস্খলে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বড় বড় দেশগুলি শুধু দেখনদারি প্রতিবাদ করেই দায় ঝাড়ছে। তাদের উদাসীনতায় বহু দেশ বিপদের সামনে।

বিবিসি জানাচ্ছে, জলবায়ু সম্মেলন থেকে বার্তা এসেছে এটাই শেষ সুযোগ। সম্মেলনের সভাপতি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা বলেছেন, এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি হার ১.৫ ডিগ্রিতে বা তার নীচে সীমাবদ্ধ রাখতে হলে এখনি পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ”ছয় বছর আগে প্যারিসে আমরা একটি যৌথ লক্ষ্য নির্ধারণ করেছিলাম,” ২০১৫ সালে প্যারিসে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার চুক্তি হয়েছিল। সেখানে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার চেষ্টার কথা বলা হয়েছিল।”

]]>
T20 World Cup: স্কটদের বিরুদ্ধে জিতে ভারত নেট রান রেটে বিশ্বকাপে আশা জিইয়ে রাখল https://ekolkata24.com/sports-news/india-beat-scotland-in-t20-world-cup Fri, 05 Nov 2021 17:32:19 +0000 https://www.ekolkata24.com/?p=10416 Sports desk: টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারত (India) স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে। ভারত (India) অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয় নেট রান রেটে (NRR) ভালো পজিশনে থাকার জন্য।

ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত ক্লিক করেছে শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে। ভারত(India) নেট রান রেটে (NRR) এখন +1.62, আফগানিস্তান (Afganistan) +1.48, নিউজিল্যান্ড(New Zealand) +1.27। ভারত (India) নেট রান রেটে গ্রুপ দুই’তে ভালো পজিশনে।

দুবাই’র স্টেডিয়ামে শুক্রবার স্কটল্যান্ড (Scotland) ১৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। ভারত (India) ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে জয় পেয়ে যায়। স্কটদের (Scotland) বিরুদ্ধে এই জয়ের সুবাদে ভারত (India) নেট রান রেটে আফগানিস্তানের (Afghanistan) থেকে ভালো পজিশনে এখন রয়েছে।

স্কটল্যান্ডের (Scotland)বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের (India) নেট রান-রেট ছিল (NRR) +0.073, যা আফগানিস্তানের (Afghanistan) +1.481 এবং নিউজিল্যান্ডের (New Zealand) +0.816 থেকে কিছুটা পিছিয়ে।

স্কটদের (Scotland)বিরুদ্ধে ম্যাচে নামার আগে সেমিফাইনালে ভারতকে (India) যোগ্যতা অর্জনের জন্য নিউজিল্যান্ডকে (New Zealand) তাদের একটি ম্যাচ হারতে হবে, এক্ষেত্রে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় (India) দল একটি জিনিস নিয়ন্ত্রণ করতে পারে তা হল তাদের (ভারত) এনআরআর (NRR), এমনই এক পরিস্থিতি ছিল চলতি টি-২০ বিশ্বকাপে। আর স্কটদের (Scotland) বিরুদ্ধে হলও তাইই।

নেট রান রেট ভারত (India) নিজেদের নিয়ন্ত্রণে রাখলো, আফগানিস্তান (Afghanistan), নিউজিল্যান্ডের (New Zealand) থেকে পিছিয়ে থেকে শুরু করে। এই কারণেই স্কটদের (Scotland) বিরুদ্ধে ভারত (India) বড় জয়ের খোঁজে ছিল, যাতে নিউজিল্যান্ডের (New Zealand) একটি ম্যাচ হারার সর্বোচ্চ সুযোগকে ব্যবহার করে টি-২০ বিশ্বকাপে লাইফলাইন পায়।

অন্যদিকে নিউজিল্যান্ড (New Zealand) নামিবিয়ার বিরুদ্ধে শুক্রবার জিতেছে। নিউজিল্যান্ড (New Zealand) ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান তোলে। নামিবিয়া ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে হেরে যায়। নিউজিল্যান্ড (New Zealand) ৫২ রানে জেতে।

৭ নভেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) খেলা আফগানিস্তানের (Afghanistan)বিরুদ্ধে। এই ম্যাচে আফগানিস্তান (Afghanistan) যদি নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দেয়, তাহলে ভারতের (India) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তায় কোনও বাধা থাকবে না। তাই গোটা টিম ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট ভক্তরা নিউজিল্যান্ড (New Zealand) বনাম আফগানিস্তান (Afghanistan) ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে, ৭ নভেম্বরের জন্য, “কি হয় কি হয়, কি জানি কি হয়…”

স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে ম্যাচে ভারতীয় (India) বোলার মহম্মদ সামি ৩ ওভারে একটি মেডেন ওভার দিয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছে। জসপ্রীত বুমরাহের ২ উইকেট স্কটদের (Scotland) বিরুদ্ধে।

জবাবে ভারত (India) ব্যাট করতে এসে দুরন্ত শুরু করে। কেএল রাহুল ১৯ বলে অর্দ্ধশতরান (50) করে আউট হয়। রোহিত শর্মা ১৬ বলে ৩০ রানে আউট হয়। বিরাট কোহলি ২ এবং সূর্যকুমার যাদব ৬ রানে, দুজনেই নট আউট থেকে ম্যাচ জিতে প্যাভিলিয়নে ফিরে আসে।

]]>
T20 World Cup: স্কটদের বিরুদ্ধে রান-রেট চেক করার ক্ষেত্রেও অশ্বিনের স্পেলে ভরসা ভারতের https://ekolkata24.com/sports-news/t20-world-cup-india-scotland-match-preview-in-t20-world-cup Fri, 05 Nov 2021 07:39:20 +0000 https://www.ekolkata24.com/?p=10334 Sports Desk: শুক্রবার দুবাইতে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ ম্যাচে ভারত স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য স্কটিশদের হারিয়ে আরেকটি বড় জয়ের দিকে তাকিয়ে থাকবে।

বুধবার আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে ভারত স্কটদের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে মুখিয়ে রয়েছে। ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে এবং পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এই টুর্নামেন্টে শেষ চারে সরু সুতোর ওপর ট্র‍্যাপিজের খেলায় ভারসাম্য রেখে ঝুলে চলেছে।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বড় স্কোরিং রান রেট বজায় রেখে ভারতকে অবশ্যই তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে এবং সেমিফাইনালে যাওয়ার ক্ষীন প্রত্যাশায় নামিবিয়া বা আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডকে একটি ম্যাচ হারতে হবে, এমনই এক অদ্ভুত পরিসংখ্যান এখন টিম বিরাটের ললাটে লিখে রয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারত উইনিং কম্বিনেশনে বদল না ঘটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে, একই লাইন আপ ধরে রাখতে পারে।রবিচন্দ্রন অশ্বিন সাদা বলের সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচে সাড়ে চার বছর পর ভারতের হয়ে মাঠে নামেন এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুটি উইকেট নেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে রান-রেট চেক করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ হতে পারেন।

ভারতের নেট রান-রেট (NRR) বর্তমানে +0.073, যা আফগানিস্তানের +1.481 এবং নিউজিল্যান্ডের +0.816 থেকে কিছুটা পিছিয়ে।

সেমিফাইনালে ভারতকে যোগ্যতা অর্জনের জন্য নিউজিল্যান্ডকে তাদের একটি ম্যাচ হারতে হবে, কোহলির নেতৃত্বাধীন দল একটি জিনিস নিয়ন্ত্রণ করতে পারে তা হল তাদের (ভারত) এনআরআর (NRR)।

এই কারণেই ভারত বড় জয়ের খোঁজে রয়েছে স্কটদের বিরুদ্ধে, যাতে নিউজিল্যান্ডের একটি ম্যাচ হারার সর্বোচ্চ সুযোগকে ব্যবহার করে টি টোয়েন্টি বিশ্বকাপে লাইফলাইন পায়।

]]>