secret – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 25 Nov 2021 16:55:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png secret – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 যোগীর কাঁধে হাত রেখে কী বলেছিলেন মোদী? রহস্য ফাঁস করলেন Rajnath Singh https://ekolkata24.com/uncategorized/what-did-modi-say-with-his-hand-on-yogis-shoulder-rajnath-singh-revealed-the-secret Thu, 25 Nov 2021 16:55:01 +0000 https://ekolkata24.com/?p=12401 Rajnath Singh revealed the secret
নিউজ ডেস্ক, লখনউ: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে৷ এই ছবিতে প্রধানমন্ত্রী মোদীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কাঁধে হাত রেখে কিছু বলতে দেখা যাচ্ছে। ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন, সেই সময় যোগীকে কী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী? বৃহস্পতিবার সেই ‘রহস্য’ ফাঁস করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন উত্তর প্রদেশের সীতাপুরে বুথ প্রেসিডেন্ট কনভেনশনে ভাষণ দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইরাল হওয়া ছবি উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী যোগীর কানে ফিসফিস করে বলছেন, ‘‘যোগী জি শুধু ব্যাটিং চালিয়ে যান, বিজেপির জয় নিশ্চিত হবে।’’

Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer

এদিনের সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছেন, কারণ বিজেপি কৃষকদের প্রতি খুব সংবেদনশীল। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আওধ অঞ্চলের বুথ সভাপতিদের কনভেনশনে ভাষণ দিতে গিয়ে সিং বলেন, “আমাদের দল সবসময় কৃষকদের প্রতি সংবেদনশীল, তাই আমাদের প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করেছেন। আমাদের দল কখনই কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো কৃষক ও রামভক্তদের ওপর গুলি চালাতে পারে না।

সমাজবাদী পার্টিকে আক্রমণ করে রাজনাথ সিং বলেছেন, ওরা বিভাজনমূলক রাজনীতিতে বিশ্বাস করে৷ কারণ তাদের নেতারা জিন্নাহ সম্পর্কে কথা বলে, যিনি দেশ ভাগের জন্য দায়ী ছিলেন। তিনি বলেন, এমনকি মুসলিম সমাজও এর জন্য সমাজবাদী পার্টির নিন্দা করেছে। এসপির শাসনকে গুন্ডা ও মাফিয়াদের সরকার বলে অভিহিত করে তিনি বলেন, আজ যোগীর নাম শুনলেই গুন্ডা ও মাফিয়া ভয় পায়৷ এই হল উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

রাজনাথ সিং আরও বলেন, ‘বিজেপি ক্ষমতার আনন্দের জন্য নয়, দেশের জন্য সরকার গড়তে চায়। আপনাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের জন্যই আমাদের দল বিশ্বের সবচেয়ে বড় দল। আমাদের দল অন্যান্য রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, এমনকি আমাদের নির্বাচনী ইশতেহারও মিথ্যা দাবিমুক্ত৷ দল যা বলে তাই করে। তিনি আরও বলেন, রাজ্যের প্রায় ৩৭টি জেলায় মেডিকেল কলেজ রয়েছে যেগুলি হয় চালু বা নির্মাণাধীন। রাজনাথ সিং আশ্বাস দিয়েছেন , শীঘ্রই প্রতিটি জেলায় নিজস্ব মেডিকেল কলেজ হবে।

]]>
KOEL: নিজের নামের সিক্রেট মানে প্রকাশ্যে আনলেন কোয়েল https://ekolkata24.com/entertainment/koel-koel-revealed-the-secret-of-his-name Fri, 30 Jul 2021 14:28:33 +0000 https://www.ekolkata24.com/?p=1548 বায়োস্কোপ ডেস্ক: টলিউডের সুপার কুল অভিনেত্রী কোয়েল মল্লিক (KOEL MALLIK)। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করেন না তিনি। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কোয়েল। সম্প্রতি পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে কাজেও ফিরেছেন। এখন মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে কোনও না কোনও পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি নিজের নামের সিক্রেট অর্থ প্রকাশ করেলেন কোয়েল।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই বার্তা দিলেন কোয়েল। ইংরেজিতে বানান করলে ‘কোয়েল’ নামের চারটি অক্ষর পাওয়া যায়। K O E L- এর প্রত্যেকটি অক্ষরের একটি করে মানে বের করলেন নিসপাল ঘরণী। কোয়েলের কাছে K-এর অর্থ হল তাঁর পুত্র কবীরের নাম। O- এর অর্থ অপটিমিস্টিক। E হল তাঁর কাছে এনথুসিয়াস্টিক এবং L-এর অর্থ লাভ। ইতিমধ্যেই ভিডিওটি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

কিছুদিন ধরেই কোয়েল নিজের জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এর আগে মল্লিক বাড়ির দুর্গা পুজোর স্মৃতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন কোয়েল। এবারে অনুরাগীদের জন্য অভিনেত্রীর উপহার তাঁর নামের সিক্রেট মানে। যা নেটিজেনদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছে। পোস্টে ভালো ভালো কমেন্টও লক্ষ্য করা যাচ্ছে। তবে বর্তমানে কোয়েলের কাছে তাঁর পুত্র কবীর সবার আগে বলে জানিয়ে দেন অভিনেত্রী। এই পরিস্থিতিতে ছেলেকে সামলে অনেক ভেবেচিন্তে কাজ করছেন কোয়েল।

]]>