security – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 11 Jul 2023 06:19:31 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png security – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Panchayat Counting: বাহিনী অসহায়-পুলিশ নিরুপায়, গণনা কেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র https://ekolkata24.com/uncategorized/counting-of-votes-is-going-on-in-339-centers-of-22-districts-of-the-state-under-tight-security Tue, 11 Jul 2023 06:18:20 +0000 https://ekolkata24.com/?p=43103 Panchayat Counting: কড়া নিরাপত্তা বলয়ে রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে চলছে ভোট গণনা৷ প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় গণনাকেন্দ্র যেন যুদ্ধক্ষেত্র৷ বাঙ্কার বানিয়ে পাহারা দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

ঢোকা ও বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককে। ভোটের দিন বিভিন্ন জেলার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ সকাল থেকে গণনা কেন্দ্রগুলিতে রাজনৈতিক সংঘর্ষ চলেছে। শাসক তৃণমূল বনাম বিরোধীদের সংঘর্ষ চলেছে। বোমা পড়ছে। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনেই বোমা পড়ছে। তবে কিছু ক্ষেত্রে চলছে নিরাপত্তারক্ষীদের তাড়া।

গণনার দিন যাতে নিরাপত্তাহীনতার অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা রয়েছে। গণনায় হলগুলির সামনেও অত্যাধুনিক রাইফেল নিয়ে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত ভোটগণনার এই দৃশ্য বিরল৷

হুগলির পোলবা-দাদপুরের আলিনগর স্কুলে আবার দেখা গেল লাইট মেশিনগান নিয়ে পাহারা দিচ্ছেন বাহিনীর জওয়ানরা। আশপাশে জমায়েত দেখলেই তেড়ে যাচ্ছেন তারা। কোনও কোনও জায়গায় জনতাকে ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জও করছে কেন্দ্রীয় বাহিনী।

]]>
KMC Election: ভোটে নিরাপত্তার সুব্যবস্থা আছে আদালতে জানাল কমিশন https://ekolkata24.com/uncategorized/kmc-election-commission-has-informed-the-court-that-there-are-security-arrangements-in-the-polls Fri, 17 Dec 2021 09:31:09 +0000 https://ekolkata24.com/?p=15235 News Desk: কলকাতা পুর নিগম নির্বাচন (KMC Election) প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার সুষ্ঠু ব্যবস্থা আছে। আদালতে এমনই জানাল রাজ্য নির্বাচন কমিশন।

আগের নির্বাচন গুলিতে ভোটারদের অভিজ্ঞতার নিরিখে এবার কী হবে আদালত জানতে চায়। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রত্নাকর ব্যানার্জি আদালতে জানান, যে কোনওরকম অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিরোধী দল বিজেপি ও বিধানসভা না থাকলেও বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ, পূর্ববর্তী ভোটগুলির অভিজ্ঞতা বলে দিচ্ছে কলকাতা পুর নির্বাচন কেমন হতে পারে। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, পুর নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আদালতে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন এবং গণনার দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কলকাতা পুলিশ কে আর ফোর্স দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে কমিশন জানায়, নির্বাচনী নিরাপত্তায় কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ কমিশনার কাজ করছেন। কুইক রেসপন্স টিম, মোবাইল ভ্যান, নাকা পুলিশ, এছাড়াও নজরদারি চালানো হচ্ছে শহরের ঢোকার মুখে। হাওড়া, বিধাননগর, উত্তর ও দক্ষিণ২৪ পরগনার থেকে কলকাতা ঢোকার মুখে প্রতিনিয়ত নজরদারি চলছে।

সমস্ত বুথে অস্ত্রধারী পুলিশ, সমস্ত সেক্টরে RT ভ্যান, সমস্ত জেলা বর্ডারে জেলা পুলিশ সতর্ক থাকবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বিধান নগর পুলিশকে কলকাতা পুলিশের সাথে বর্ডার এলাকায় একসাথে কাজ করার কথা বলা হয়েছে।

]]>
Gujarat: গ্রাম রক্ষক নিয়োগ ঘিরে চরম অশান্তি, লাঠি উঁচিয়ে কর্মপ্রার্থীদের তাড়া করল পুলিশ https://ekolkata24.com/uncategorized/huge-crowd-gathers-at-gujarat-recruitment-centre-security-forces-threaten-them-with-batons Sun, 28 Nov 2021 15:51:31 +0000 https://ekolkata24.com/?p=12700 নিউজ ডেস্ক: বিজেপি তাদের নির্বাচনী প্রচারে হামেশাই গুজরাত (Gujarat) মডেলের (gujrar) কথা বলে থাকে। কিন্তু সেই গুজরাত মডেলের কঙ্কালসার চেহারাটা সামনে এল গ্রাম রক্ষক (village guard) নিয়োগ পরীক্ষায়।

শনিবার গুজরাতের বানসকন্ঠ জেলায় (banaskhanta district) গ্রাম রক্ষক পদে নিয়োগ পরীক্ষা ছিল। শূন্য পদের সংখ্যা ছিল ১৭১টি। ওই শূন্য পদে (vacancy) নিয়োগের জন্য জেলা প্রশাসন ৪ হাজার ৬৪১ জনকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু নিয়োগ পরীক্ষায় হাজির হয় ২০ হাজারেরও বেশি কর্মপ্রার্থী। ঘটনার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় জেলা পুলিশের সদর দফতরের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্মপ্রার্থীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। পুলিশের লাঠির আঘাত থেকে বাঁচতে অনেকেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। সে সময় বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে জখম হয়েছেন বলে খবর।

যদিও জেলা পুলিশ সুপার আর কে প্যাটেলের দাবি, পুলিশ কখনওই লাঠি উঁচিয়ে কর্মপ্রার্থীদের দিকে তেড়ে যায়নি। এমনকী, ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ বিশেষ কোনও উদ্যোগও নেয়নি। তিনি বলেন, অনেক চাকরিপ্রার্থী তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। সে কারণেই ভিড় ছিল একটু বেশি। তবে এই ভিড়ের কারণে বিশেষ কোনও সমস্যা হয়নি। নিয়োগ প্রক্রিয়াতেও কোন অসুবিধা হয়নি।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মপ্রাপ্তির ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলা তৈরি হয় জেলা পুলিশের সদর দফতরের সামনে। প্রবল ঠেলাঠেলির কারণে পদপিষ্ট হয়ে অনেকেই জখম হয়েছেন। এছাড়াও করোনাজনিত বিধি মানার কোনও প্রশ্নই ছিল না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। আর শারীরিক দূরত্ব বজায় রাখা তো অলীক কল্পনা।

কংগ্রেস বিধায়ক গেনিবেন থাকোরে বলেছেন, রাজ্যে বেকারের সংখ্যা এত বেশি যে সামান্য গ্রাম রক্ষক পদে চাকরি পাওয়ার জন্যই হাজার হাজার যুবক ছুটে এসেছে। পুলিশ প্রশাসনও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে পারেনি। সে কারণেই বিপুল পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিতে হাজির হয়েছিল। পুলিশ যদি আগে থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিত তবে এই ঘটনা ঘটত না। বিজেপি সরকারের আমলে রাজ্য তথা দেশে কর্মসংস্থানের অবস্থা যে কতটা করুণ এদিনের নিয়োগ পরীক্ষা তারই প্রমাণ।

]]>
Kashmir: নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক জঙ্গি, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র https://ekolkata24.com/uncategorized/one-militant-was-killed-in-a-security-operation-in-kashmir-and-a-large-quantity-of-weapons-was-recovered Wed, 27 Oct 2021 10:12:24 +0000 https://www.ekolkata24.com/?p=9347 News Desk, New Delhi: আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পরেই কাশ্মীরে (Kashmir) জঙ্গিদের সক্রিয়তা অনেক বেড়েছে। জঙ্গি দমন করতে প্রতিদিনই চলছে তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে বুধবার ভোরে পুঞ্চ জেলার দুরিয়ান ভাট্টি জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ধ্বংস হল জঙ্গিদের ঘাঁটি। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গিও খতম হয়েছে।

সম্প্রতি অনুপ্রবেশকারী এক পাক জঙ্গি ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর হাতে। ধৃত জঙ্গিকে জেরা করেই নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় বলে মনে করা হচ্ছে। ওই পাক জঙ্গিকে নিয়েই গত কয়েকদিন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযান চালাতে বুধবার ভোরে দুরিয়ান ভাট্টির জঙ্গলে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। জওয়ানদের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। উভয়পক্ষের এই সংঘর্ষে এক পুলিশ কর্মী ও এক জওয়ান জখম হন। একই সঙ্গে গুলিতে জখম হয় এক লস্কর-ই-তৈবা জঙ্গি। কিন্তু গুলির লড়াই চলায় আহত ওই জঙ্গিকে উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। পরে ওই জঙ্গির দেহ উদ্ধার হয়। মৃতের নাম জিয়া মুস্তাফা।

সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েক ঘণ্টা সংঘর্ষ চলার পর বন্ধ হয় গুলির লড়াই। গুলির লড়াই বন্ধ হলে জঙ্গলের ভেতর জঙ্গিদের একটি গোপন ঘাঁটি থেকে পাঁচটি অ্যাসাল্ট রাইফেল, ৩৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি গ্রেনেড উদ্ধার হয়।

একই সঙ্গে ওই গোপন গুহা থেকে মেলে কম্বল, শুকনো খাবার, বিস্কুট, বিভিন্ন ধরনের ওষুধ ও একাধিক জুতো। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, জঙ্গিরা গভীর জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়েছিল। সে কারণেই তারা খাবার-দাবার, ওষুধ মজুত করেছিল। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ঘন জঙ্গলের ভিতর পালিয়ে যায়। ওই জঙ্গলে জঙ্গিদের সন্ধানে জোরদার চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

সেনার এক কর্তা জানিয়েছেন, ওই জঙ্গলের মধ্যে যে সমস্ত গুহা ছিল সেগুলি সবই বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকা থেকে ১২ জন বাসিন্দাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা জঙ্গিদের আশ্রয় এবং নানা গোপন তথ্য দিয়ে সাহায্য করতো। কিন্তু বাসিন্দারা এই অভিযোগ মেনে নিলেও জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় এই কাজ করতেন না। জঙ্গিরা তাঁদের প্রাণের ভয় দেখিয়েই এ ধরনের কাজ করতে বাধ্য করতো। তবে ধৃত ১২ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পরই রাজৌরি ও পুঞ্চ জেলা দিয়ে পাক জঙ্গিদের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। এই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১০ জনকে খতম করা হয়েছে। শুধু তাই নয়, গত ১৫ দিন ধরে গোটা ভূস্বর্গেই জঙ্গিদের বিরুদ্ধে চলছে জোরদার তল্লাশি।

]]>
সাইকেল চড়ে টহল দিলেন কলকাতার নগরপাল https://ekolkata24.com/offbeat-news/police-commissioner-patrolled-on-a-bicycle Sun, 18 Jul 2021 11:12:11 +0000 https://www.ekolkata24x7.com/?p=958 নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে ময়দান , বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘুরতে দেখা গেল কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা। অভিনব কায়দায় নগরপাল নিজেই শহরের প্রাতঃভ্রমণ কারীর সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে দেখলেন। ভোর পাঁচটা নাগাদ নগরপাল বাহিনী নিয়ে শহরের এই এলাকাগুলি টহল দিলেন।

সাইকেল চালিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখলেন যেখানে প্রাতঃভ্রমণকারিরা সবথেকে বেশি এসে থাকেন। সাধারণমানুষ বলেছেন নগরপালের এই পদক্ষেপে একদিকে যেখানে দুষ্কৃতীদের তান্ডব কমাবে ঠিক সেখানেই প্রাতঃভ্রমণকারীদের সাহস জোগাবে। ফের স্বাভাবিকভাবে প্রাতঃভ্রমণ করতে শহরবাসীরা বাড়ির বাইরে বেরোবেন ।তার কারণ চলতি বছরে ফের প্রাতঃভ্রমণ কারীদের যেভাবে দুষ্কৃতীরা টার্গেট করছেন তাতে যথেষ্ট আতঙ্কিত শহরবাসী।

বুধবার ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ময়দান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সকালে ময়দান চত্বর, ফোর্ট উইলিয়ামের আশেপাশের এলাকা, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে সাদা পোশাকে সাইকেল চড়ে ঘুরে বেড়ান পুলিশ কমিশনার নিজেই।

]]>