Self Help Group Members – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 22 Dec 2021 05:02:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Self Help Group Members – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Women Empowerment: স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলেই কেন্দ্রের তরফে মিলবে টাকা https://ekolkata24.com/uncategorized/women-empowerment-self-help-group-members-will-soon-get-money-from-the-central-government-as-modi-has-announced-huge-funds-for-them Wed, 22 Dec 2021 05:02:49 +0000 https://ekolkata24.com/?p=15778 নিউজ ডেস্ক : আগামী বছরেই রয়েছে দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। গোয়া, মণিপুর, পঞ্জাব ও উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পালা। এবার সে কথা মাথায় রেখেই নারী সশক্তিকরণে (Women Empowerment) আরও একধাপ এগোল কেন্দ্র (Centre)।

মঙ্গলবার কেন্দ্রের তরফে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার (Money Transfer) করা হয়। যার মধ্যে অন্যতম ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ। এদিন কেন্দ্রীয় সরকার তা স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে ওই টাকা ট্রান্সফার করা হয়েছে। যার ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী দফতর (PMO) সূত্রের খবর, মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ১.১০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। অন্যদিকে, ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

এছাড়াও এদিন নির্বাচনী রাজ্য উত্তরপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। রাজ্যজুড়ে ২০২ টি কমিউনিটি কিচেনের শিলান্যাস করেন মোদী। যোগীরাজ্যের ৬০০ টি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কমিউনিটি কিচেনের ইউনিট গড়ে তোলা হবে।

]]>