Senior NFC Championship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 03 Dec 2021 17:38:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Senior NFC Championship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Senior NFC Championship: গোল পার্থক্যে জেরে বাংলার মহিলা দল ছিটকে গেল https://ekolkata24.com/sports-news/senior-nfc-championship-the-bengal-womens-team-was-knocked-out-due-to-a-goal-difference Fri, 03 Dec 2021 17:38:25 +0000 https://ekolkata24.com/?p=13414 Sports desk:সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (Senior NFC Championship) তেলেঙ্গানার বিরুদ্ধে বাংলার মেয়েদের এককথায় ব্লক ব্লাস্টার এনকাউন্টার। গ্রুপ ‘H’ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলা ২০-০ তেলেঙ্গানা। বড় মার্জিনে জিতেও গোল পার্থক্যের জেরে চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারল না বাংলার মেয়েরা।

পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল বাংলা। কিন্তু শেষ রক্ষা হল না। মনিপুর, আসাম,মহারাষ্ট্র, মিজোরাম অন্যদিকে রেলওয়ে, গোয়া,তামিলনাড়ু, ওডিশা কোয়াটার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে।

বাংলার গ্রুপ ‘H’ থেকে তামিলনাড়ু শেষ আটে খেলবে। ফাইনাল ৯ ডিসেম্বর। কেরালার কোঝিকোড়ে সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (Senior NFC Championship) আয়োজিত হচ্ছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে,”অভিনন্দন 🙌🏼 সকল 8⃣ দলকে যারা #HeroSWNFC-এর কোয়ার্টার ফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে 🏆
#ইন্ডিয়ানফুটবল ⚽। “

তেলেঙ্গানার বিরুদ্ধে আগাগোড়া দাপটে খেলে দুরন্ত জয় হেড কোচ দোলা মুখার্জীর মেয়েদের। ম্যাচের সন্ধ্যা এবং কাজল দুজনের জোড়া গোল মোট ৪ গোল হল। রঞ্জিতা একাই ৯ গোল তেলেঙ্গানার জালে জড়িয়েছে।

গোটা ম্যাচে তেলেঙ্গানা দলকে নিয়ে কার্যত ছিনিবিনি খেলেছে বাংলার মেয়েরা। সুমিলা এবং গীতা হ্যাটট্রিক করেছে।দুলার একটি গোল করেছে।

৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে।প্রতিটি গ্রুপের দলগুলি বাছাইপর্বের জন্য একে অপরের বিরুদ্ধে খেলবে। বাছাইপর্বের ম্যাচের বিজয়ীরা সেমিফাইনাল খেলবে, শেষ চার থেকে দুই বিজয়ী ফাইনালে যাবে।

]]>
Senior NFC Championship: তেলেঙ্গানার মুখোমুখি বাংলার মহিলা দল https://ekolkata24.com/sports-news/senior-nfc-championship-telangana-face-bangla-womens-team Thu, 02 Dec 2021 15:52:05 +0000 https://ekolkata24.com/?p=13240 Sports desk: সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (Senior NFC Championship) চলছে কেরালাতে। চারটি ভেন্যুতে শুরু হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। বাংলা রয়েছে গ্রুপ ‘H’এ, এই গ্রুপের অন্যান্য দল হল তামিলনাড়ু, পাঞ্জাব, তেলেঙ্গানা রয়েছে। শুক্রবার বাংলার (Bangla) তৃতীয় ম্যাচ তেলেঙ্গানার (Telangana) বিরুদ্ধে। ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ।

বাংলা ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে। ২৯ নভেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় গোলশূন্য ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে বাংলা তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। বাংলার হয়ে গোলদাতা সুমিত্রা মারান্ডি, সন্ধ্যা তামিলনাড়ুর হয়ে গোল করেছে।আগামী শুক্রবার বাংলার তৃতীয় ম্যাচ রয়েছে তেলেঙ্গানার বিরুদ্ধে, কোঝিকোড়ের, কালিকট মেডিকেল কলেজ মাঠে। দুপুর ২.৩০ মিনিটে খেলা শুরু হবে। বাংলার সিনিয়র মহিলা দলের হেডকোচ দোলা মুখার্জী।

Bangla women's team

AIFF কার্যনির্বাহী কমিটি কেরালাকে টুর্নামেন্টের ভেন্যু হিসাবে অনুমোদন করেছে। সিনিয়র মহিলাদের এনএফসি চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে – মিউনিসিপ্যাল ​​স্টেডিয়াম, কুথুপারম্বা, ইএমএস কর্পোরেশন স্টেডিয়াম, কোঝিকোড়, কালিকট ইউনিভার্সিটি, কোঝিকোড় এবং কালিকট মেডিকেল কলেজ কোঝিকোড়। ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে।প্রতিটি গ্রুপের দলগুলি বাছাইপর্বের জন্য একে অপরের বিরুদ্ধে খেলবে। বাছাইপর্বের ম্যাচের বিজয়ীরা সেমিফাইনাল খেলবে, শেষ চার থেকে দুই বিজয়ী ফাইনালে যাবে।

]]>