senior – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 10 Dec 2021 17:33:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png senior – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দিব্যাংস সিং পানওয়ার সিনিয়র এবং জুনিয়র এয়ার রাইফেল ইভেন্টে জাতীয় খেতাব জিতেছেন https://ekolkata24.com/sports-news/divyang-singh-panwar-wins-national-title-in-senior-and-junior-air-rifle-event Fri, 10 Dec 2021 17:32:01 +0000 https://ekolkata24.com/?p=14400 Sports desk: শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে 64তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার (NSCC) শ্যুটিং একাডেমি রেঞ্জে প্রাক্তন বিশ্বের এক নম্বর শুট্যার দিব্যাংস সিং পানওয়ার ফাইনালে একটি আকর্ষণীয় 250 গুলি করে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে জাতীয় চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছেন৷

মহারাষ্ট্রের রুদ্রাঙ্কস বালাসাহেব পাতিল 249.3 নিয়ে দ্বিতীয় স্থানে এসেছেন এবং আসামের হৃদয় হাজারিকা রাইফেল ইভেন্টে 228.2 স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ডিসিপ্লিনে 800 জনের বেশি রেজিস্ট্রেশন করার সাথে এই সময় 768 জন ক্রীড়াবিদ একটি রেকর্ড অংশগ্রহণ করেছে। রাজস্থানের শ্যুটার গত বছর 63 তম জাতীয় দলের মতোই,

এদিনও জুনিয়র পুরুষদের প্রতিযোগিতায় জোড়া সোনার পদক জিতেছেন। তিনি জুনিয়র ফাইনালে 252.2 শট করেছিলেন, কারণ রুদ্রাঙ্কস 251.2 নিয়ে রুপোর পদক জিতেছেন। দিল্লির পার্থ মাখিজা ২২৯.৯ স্কোর নিয়ে তৃতীয় হয়েছেন।

পাটিয়ালার অন্য জায়গায় নিউ মতিবাগ গান ক্লাব রেঞ্জে, মধ্যপ্রদেশের আকাশ কুশওয়াহা এবং প্রগতি দুবে মিক্সড ইভেন্টের দলগত প্রতিযোগিতায় জিতেছেন। স্বর্ণপদক জয়ের টার্গেট রেঞ্জ ম্যাচে এই জুটি হরিয়ানার লক্ষে শেওরান এবং ভাবনা চৌধুরীকে ৪২-৩৭ ব্যবধানে হারিয়েছে।ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে তামিলনাড়ু।

]]>
SBI এর বিশেষ সিদ্ধান্তে প্রবীণদের আর যেতে হবে না ব্যাংকে https://ekolkata24.com/uncategorized/sbis-special-decision-seniors-no-longer-have-to-go-to-the-bank Fri, 05 Nov 2021 16:03:15 +0000 https://www.ekolkata24.com/?p=10402 News Desk, Mumbai: শারীরিক কারণে বহু প্রবীণ মানুষের পক্ষে ব্যাঙ্কে যাওয়া বেশ সমস্যার। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে সেই সমস্যা আরও বেড়েছে। তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বছরে অন্তত একবার ব্যাংকে যেতেই হয়। লাইফ সার্টিফিকেট বা বেঁচে থাকার শংসাপত্র জমা দিতেই তাঁদের ব্যাংকে যেতে হয়। চলতি বছরে ৩০ নভেম্বরের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রবীণদের এই সমস্যা দূর করতে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (sbi)। এসবিআই এদিন জানিয়েছে, তাদের গ্রাহকদের আর কষ্ট করে ব্যাংকে এসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। তাঁরা বাড়িতে বসেই ওই শংসাপত্র জমা দিতে পারবেন। কিভাবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে তাও জানিয়ে দিয়েছে এই ব্যাংক। এসবিআই বলেছে, ভিডিয়ো কলের মাধ্যমে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরা (senior citizen) লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। তবে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে আঁধার ও ফোন নম্বর যুক্ত থাকা আবশ্যিক। এই নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’। কিভাবে এই সার্টিফিকেট জমা দিতে হবে তাও জানিয়ে দিয়েছে এসবিআই।

ব্যাংকের তরফে জানানো হয়েছে, প্রথমে স্টেট ব্যাংকের পেনশন সংক্রান্ত ওয়েবসাইট (www.pensionseva.sbi) লগ ইন করতে হবে। এরপর সংশ্লিষ্ট গ্রাহককে ‘ভিডিয়ো এলসি’ অপশন বেছে নিতে হবে। এখানেই সংশ্লিষ্ট গ্রাহককে পেনশন অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। পেনশন অ্যাকাউন্টের (account) নম্বর লেখার পর গ্রাহকের মোবাইলে একটি ওটিপি আসবে। ওই ওটিপি নম্বরটি লেখার পর একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে ‘স্টার্ট জানি’ লেখাটিতে ক্লিক করতে হবে।

ওই ক্লিক করার পর ‘আই অ্যাম রেডি’ নামে একটি লেখার উপর ক্লিক করতে হবে। ওই ক্লিক করার পর জানাতে হবে প্যান নম্বর। প্যান নম্বর দেওয়ার পরই এসবিআইয়ের প্রতিনিধির সঙ্গে ভিডিয়ো কল শুরু হবে। এরপর গ্রাহকের ফোনে আসা চার অঙ্কের ভেরিফিকেশন নম্বরের সঙ্গে ব্যাংক প্রতিনিধি তাঁর কম্পিউটারে দেখানো নম্বরটি মিলিয়ে নেবেন। এরপর গ্রাহকের হাতে প্যান কার্ড রয়েছে এমন একটি ছবিও তুলে নেবেন ওই ব্যাংক প্রতিনিধি। সেই ছবিই হবে সংশ্লিষ্ট গ্রাহকের ‘লাইফ সার্টিফিকেট বা জীবনের প্রমাণপত্র।

]]>
Women’s ODI Tournament: বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে https://ekolkata24.com/sports-news/in-the-bcci-run-senior-womens-odi-tournament Thu, 04 Nov 2021 16:10:34 +0000 https://www.ekolkata24.com/?p=10302 Sports desk: অপরাজেয় বাংলা সিনিয়র উইমেনস ক্রিকেট টিম। বিসিসিআই পরিচালিত সিনিয়র উইমেনস ওয়ান ডে টুর্নামেন্টে বৃ্হস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা ৪ উইকেটে জয়ী হয়েছে। টুর্নামেন্টে বাংলা টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল।

বাংলার হয়ে সুকন্যা পরিধা ১০ ওভার, ৩ মেডেন ওভার, ২২ রান দিয়ে, ৪ উইকেট তুলে নেয়। অন্যদিকে গৌহর সুলতানা ১০ ওভারে, ৬ মেডেন ওভারে, ৮ রানে ২ উইকেট শিকার করে। বেঙ্গালুরুতে টসে জিতে পাঞ্জাব ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। বাংলা ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। ভ্যানিতা ভিআর ৩৩,পিপি পাল ২৫, গৌহর সুলতানা নট আউট ৩২ রান করেন।

জবাবে পাঞ্জাব ব্যাট করতে এসে ধারাবাহিকভাবে উইকেট হারাতে শুরু করে। পাঞ্জাব অধিনায়ক তানিয়া ভাটিয়া, পরভীন খান,নীতু সিং, হরপ্রীত ঢিল্লোনের উইকেট শিকার করে বাংলার বোলার সুকন্যা পরিধা। আর গৌহর সুলতানা পাঞ্জাবের কণিকা আহুজা এবং নীলম বিষ্ঠ’র উইকেট তুলে নেয়। বাংলার পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে আগামী শনিবার, ৬ নভেম্বর।

]]>
Sports News: বাংলা সিনিয়র ক্রিকেট টিম গুয়াহাটি উড়ে গেল https://ekolkata24.com/sports-news/sports-news-the-bengali-senior-cricket-team-went-to-guwahati-to-play Wed, 27 Oct 2021 11:16:58 +0000 https://www.ekolkata24.com/?p=9362 Sports Desk: ত্রয়োদশ তম ২০২১-২২ ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুমের সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি ৪ নভেম্বর ২০২১ শুরু হবে,২২ নভেম্বর ২০২১ তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট খেলতে বাংলার দল বুধবার গুয়াহাটির উদ্দেশ্যে উড়ে গেল। বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জী। দলে আছেন ঋদ্ধিমান সাহা,অভিমণ্যু ঈশ্বরন,অভিষেক দাস,ঋতিক রায় চৌধুরী, ঋতিক চ্যাটার্জী,ইশান পোড়েল,মুকেশ কুমারের মতো অনেক ক্রিকেটার।বাংলার চিফ কোচ অরুণলাল, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলা আছে এলিট গ্রুপ ‘বি’তে। কোচ অরুণলালের ছেলেদের প্রথম এনকাউন্টার হতে চলেছে ছত্তিসগড়ের বিরুদ্ধে, ৪ নভেম্বর। ৫ নভেম্বর বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। মুম্বই’র বিরুদ্ধে ৬ নভেম্বর। ৮ নভেম্বর সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার চতুর্থ ম্যাচ। ৯ তারিখ কর্ণাটকের বিরুদ্ধে।

বাংলা দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে,কল্যাণীতে। দ্বিতীয় ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে জিতেছে, আর হিমাচলের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে অরুণলালের ছেলেরা।

চলতি বছরের জুলাই মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই টুর্নামেন্টের ফিক্সার ঘোষণা করেছিল। ৫ টি এলিট গ্রুপে ছয়টি দল এবং প্লেট গ্রুপে ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি এলিট গ্রুপের বিজয়ীরা সরাসরি কোয়ার্টার-ফাইনালে চলে যাবে, দ্বিতীয় স্থানে থাকা দল এবং প্লেট গ্রুপের বিজয়ীরা চূড়ান্ত ৮ দল নির্ধারণের জন্য প্রি-কোয়ার্টার ম্যাচ খেলবে। ২০২০-২১ ঘরোয়া মরসুমে এই টুর্নামেন্টের ফাইনালে বরোদাকে হারিয়ে তামিলনাড়ু চ্যাম্পিয়ন হয়েছিল।

]]>
Delhi: এইমসে সিনিয়র সহকর্মী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলা চিকিৎসকের https://ekolkata24.com/uncategorized/delhi-aiims-doctor-alleges-rape-by-senior-colleague Sat, 16 Oct 2021 14:33:51 +0000 https://www.ekolkata24.com/?p=7912 অনলাইন ডেস্ক, নয়াদিল্লি: এবার ধর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লির এইমসে। এইমস ক্যাম্পাসের ভেতরেই এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগ এনেছেন হাসপাতালেরই এক চিকিৎসক। ঘটনায় অভিযুক্ত এইমসেরই এক প্রবীণ চিকিৎসক। তবে ওই চিকিৎসক ঘটনার পর থেকেই পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মাসে।

অভিযোগকারিণী চিকিৎসকের দাবি, ২৬ সেপ্টেম্বর ক্যাম্পাসে চলছিল এক সহকর্মীর জন্মদিনের পার্টি। পার্টি চলাকালীন এক সিনিয়র চিকিৎসক তাঁকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত চিকিৎসক এইমসের পাশেই থাকেন। জন্মদিনের পার্টিতে ওই মহিলার চিকিৎসক-সহ সকলেই মদ্যপান করেছিলেন। সে কারণে রাতে বাড়ি না ফিরে ওই মহিলা চিকিৎসক ক্যাম্পাসেই থেকে গিয়েছিলেন। সে দিনই তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক সিনিয়র চিকিৎসক। ওই সিনিয়র চিকিৎসক বিবাহিত। তবে ঘটনার পরেই তিনি পালিয়ে গিয়েছেন। তাঁকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এখনও অভিযুক্ত চিকিৎসক ধরা পড়েননি।

অভিযোগকারিণী মহিলা চিকিৎসক ১১ অক্টোবর হজ খাস থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্যের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ৩৭৬ ও ৩৭৭ ধারায় মামলা হয়েছে। দিল্লির হজ খাস থানা সেই মামলার তদন্ত করছে। তদন্তকারী অফিসার বেনিতা মেরি জানিয়েছেন, অভিযোগকারিণী চিকিৎসকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষাও হয়েছে। অভিযোগকারিণীর সঙ্গে পুলিশ বিস্তারিত কথা বলেছে।

তবে অভিযুক্ত চিকিৎসক ঘটনার পর থেকেই নিখোঁজ। তাঁর খোঁজে দিল্লি ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এখনো খোঁজ মেলেনি। তবে আমরা আশা করছি, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করতে পারব। ওই অভিযুক্ত চিকিৎসক পরিবার নিয়ে এইমসের পাশেই থাকেন। ঘটনার দিন চিকিৎসকের পরিবারের অন্য সদস্যরা বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সংশ্লিষ্ট চিকিৎসক এই অঘটন ঘটিয়েছেন। ওই দিন জন্মদিনের পার্টিতে আর যে সমস্ত চিকিৎসকও অতিথি উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এইমসের ভিতরেই এক চিকিৎসকের হাতে আর এক চিকিৎসকের ধর্ষণের ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সকলেই অভিযুক্ত চিকিৎসককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

]]>