Shah Rukh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 27 Oct 2021 14:56:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Shah Rukh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 জামিন অমিল: বুধবার রাতেও জেলে থাকতে হবে আরিয়ানকে https://ekolkata24.com/entertainment/shah-rukhs-son-aryan-khan-was-not-granted-bail Wed, 27 Oct 2021 12:38:09 +0000 https://www.ekolkata24.com/?p=9369 News Desk: শুনানি শেষ না হওয়ায় বুধবারও জামিন হল না শাহরুখ পুত্র আরিয়ান খানের। ফলে বুধবার রাতেও জেলেই কাটাতে হবে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে ফের এই জামিন মামলার শুনানি হবে। মুম্বইয়ের প্রমোদতরী কর্ডেলিয়া থেকে ধৃত আরিয়ান ১৯ দিন হল জেল হেফাজতে রয়েছেন।

বুধবার বিকেল ৩ টে ৫০ মিনিট নাগাদ বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আর্জির শুনানি শুরু হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষ না হওয়ায় আদালত শেষ পর্যন্ত এ দিনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রাখতে বাধ্য হন। এই নিয়ে পরপর দু’দিন বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিনের আর্জির শুনানি মুলতবি রাখল। বিচারপতি এন সামব্রে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে এই জামিন মামলার শুনানি শুরু হবে।

এদিন জামিন না মেলায় বুধবারও যে আরিয়ানকে আর্থার রোড জেলেই থাকতে হবে তা স্পষ্ট। এদিন হাইকোর্টে এনসিবির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং। অন্যদিকে আরিয়ানের হয়ে সওয়াল করেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। এদিন রোহতাগি প্রায় দেড় ঘণ্টা তাঁর মক্কেলের জামিনের জন্য জোরদার সওয়াল করেন। রোহতাগির বক্তব্য শেষ হওয়ার পর বিচারপতি সামব্রে এনসিবির আইনজীবীর কাছে জানতে চান, তাঁর বক্তব্য রাখতে কতক্ষণ সময় লাগবে। এর উত্তরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন কমপক্ষে ১ ঘন্টা। এনসিবির আইনজীবীর ওই মন্তব্য শোনার পর বিচারপতি বলেন, তাহলে আজ আর সময় নেই। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। শুনানি শুরু হবে বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময়।

আদালতের এদিনের শুনানি শেষে স্বস্তি ফিরল না খান পরিবারে। আরিয়ানের পাশাপাশি অপর দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ হয়ে গিয়েছে। বুধবার শুনানি চলার সময় এনসিবির আইনজীবী আরিয়ান খানের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে পেশ করেন। এক নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে আরিয়ান মাদক নিয়ে লম্বা চ্যাট করেছেন। সেই চ্যাট-ই আইনজীবী বিচারপতির কাছে জমা দেন। ওই হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেন বিচারপতি।

অন্যদিকে আরিয়ানের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের জন্য জোরদার সওয়াল করেন। আরিয়ানের আইনজীবী বলেন, তাঁর মক্কেল মাদক সেবন করেছিলেন এমন কোনও তথ্য-প্রমাণ এনসিবির কাছে নেই। তারপরেও এনসিবি কী করে আরিয়ানের জামিনের বিরোধিতা করছে। বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত অবশ্য এ দিনের শুনানি স্থগিত রাখেন। বিচারপতি জানান আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি চলবে।

বোম্বে হাইকোর্টের এদিনের সিদ্ধান্তের ফলে স্বভাবতই উদ্বেগ বেড়েছে শাহরুখ ও গৌরী খানের। সূত্রের খবর, শাহরুখ এবং তাঁর স্ত্রী আরিয়ানের আইনজীবীর কাজে আদৌ সন্তুষ্ট নন। নিম্ন আদালতে আরিয়ানের জামিন না হওয়ায় একদফা আইনজীবী সতীশ মানসিন্ডেকে সরিয়ে দিয়ে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করেন অমিত দেশাইকে। কিন্তু দু’দিন হাইকোর্টে শুনানি চলার পরেও আরিয়ানের জামিন করাতে পারলেন না অমিত।

যদিও অমিত এদিন আদালতে বলেন, এনসিবি তদন্ত করতেই পারে। কিন্তু প্রশাসনিক কারণে কারও মুক্তি আটকাতে পারে না। জামিনের আবেদন কখনওই তদন্তের উপর নির্ভর করে না। কিন্তু অমিত দেশাইয়ের এই যুক্তি আদালতে ধোপে টেকেনি। উল্লেখ্য ৩ অক্টোবর রাতে মুম্বাইয়ের প্রমোদতরী কর্ডেলিয়া থেকে এনসিবি শাহরুখপুত্র আরিয়ানকে আটক করেছিল। দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টা জেরা করার পর আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি।

তিনদিন আরিয়ান ছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হেফাজতে। তারপর থেকেই শাহরুখপুত্র জেল হেফাজতে রয়েছেন। এই মুহূর্তে দেশের হাইপ্রোফাইল মামলাগুলির মধ্যে আরিয়ানের জামিনের মামলাটি অন্যতম। তাই স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার গোটা দেশের নজর থাকবে বম্বে হাইকোর্টের দিকে।

]]>
আরিয়ানকে রিহ্যাব সেন্টারে পাঠানোর জন্য শাহরুখকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী https://ekolkata24.com/entertainment/the-union-minister-advised-shah-rukh-to-send-ariyan-khan-to-the-rehab-center Mon, 25 Oct 2021 09:30:18 +0000 https://www.ekolkata24.com/?p=9070 News Desk, Mumbai: এই অল্প বয়সে মাদক নেওয়া কখনওই ভাল নয়। তাই মাদকাসক্ত আরিয়ানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে কোনও রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানোর জন্য শাহরুখ খানকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। চলতি মাসের ৩ তারিখে গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ২৩ বছরের তরুণ আরিয়ান বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে আছেন।

সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী আটওয়ালে বলেন, অল্প বয়সে নিয়মিত মাদক সেবন কখনওই ভাল নয়। আরিয়ানের বাবা শাহরুখ একজন বিখ্যাত মানুষ। তাই তাঁর ছেলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হওয়ার কথা। কিন্তু একরত্তি একটা ছেলে মাদক সেবন করছে। এতে ওর ভবিষ্যৎ খারাপ হবে। তাই আমি শাহরুখকে অনুরোধ করব, নেশা ছাড়ানোর জন্য তিনি যেন ছেলে আরিয়ানকে কোন রিহ্যাবিলিটেশন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। সারাদেশে নেশা ছাড়ানোর অনেক রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। যেখানে দু-এক মাস থাকলে আরিয়ান নিশ্চিতভাবেই মাদকাসক্তি কাটিয়ে উঠবে। একই সঙ্গে মন্ত্রী এদিন বলেন, মাদকাসক্তদের যাতে জেলে পাঠানো না হয় তার জন্য নতুন আইন করা দরকার। কারণ জেলে গেলে তাদের মাদকাসক্তি দূর নাও হতে পারে। কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলে মাদকাসক্তরা বেশিরভাগ সময়ই নেশা ছেড়ে দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে।

আরিয়ানের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেছেন, আরিয়ান এখনও পর্যন্ত বার পাঁচেক জামিনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। আদালতের নির্দেশেই এটা স্পষ্ট যে, আরিয়ান প্রকৃতই মাদকাসক্ত বা সে সরাসরি মাদক কাণ্ডে জড়িত। তাকে গ্রেফতার করে এনসিবি কোনও বেআইনি বা অনৈতিক কাজ করেনি।

অন্যদিকে এনসিবির কার্যকলাপ নিয়ে প্রথম থেকেই তোপ দেগেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। নবাবের মন্তব্যের প্রেক্ষিতে আটওয়ালে এদিন বলেন, এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের চরিত্র হননের চেষ্টা চলছে। রাজ্যের মন্ত্রী নবাবকে আমি অনুরোধ করবো, কারও নামে অকারণে মিথ্যা অভিযোগ করবেন না। কারও নামে ভিত্তিহীন অভিযোগ করা কোনও বুদ্ধিমান মানুষের কাজ নয়। আইন আইনের পথে চলবে। তবে আমি বলতে পারি আরিয়ানের বয়স যথেষ্ট কম। তার ভবিষ্যতের কথা ভেবে শাহরুখের উচিত ছেলেকে অবিলম্বে কোনও রিহ্যাবিলিটেশন কেন্দ্রে পাঠিয়ে দিয়ে দেওয়া।

]]>
Shah Rukh Khan: আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ https://ekolkata24.com/entertainment/shah-rukh-went-to-jail-and-met-aryan Thu, 21 Oct 2021 09:13:55 +0000 https://www.ekolkata24.com/?p=8546 নিউজ ডেস্ক: পরপর পাঁচবার শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। বুধবারও জামিন পাননি আরিয়ান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালেই শাহরুখ মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, শাহরুখ আরিয়ানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। অন্যদিকে শাহরুখ আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই বৃহস্পতিবার দুপুরে এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়িতে গিয়ে হাজির হন। এনসিবি প্রতিনিধি দলের মন্মতে পৌঁছে যাওয়া শাহরুখকে আরও বেকায়দায় ফেলেছে। অনেকেই মনে করছেন, মাদক মামলায় এনসিবি এবার শাহরুখ বা তাঁর পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

যদিও কী কারণে এনসিবির তদন্তকারীরা মন্নতে গিয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। শাহরুখ বা বাড়ির কোনও সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা কোনও তল্লাশি অভিযান চালিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়ি থেকে কিছু নথিপত্র আনার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান যে সমস্ত মন্তব্য করেছে তার ভিত্তিতেই কিছু নথিপত্র শাহরুখের বাড়ি থেকে আনার জন্যই এনসিবি তদন্তকারীরা গিয়েছিলেন। তবে এনসিবির তদন্তকারীরা জানিয়েছেন, আরিয়ান যে এই প্রথম মাদক নিয়েছেন তা নয়। আরিয়ান দীর্ঘদিন ধরেই মাদক নিতেন। সে কারণেই মাদকচক্রের বহু লোকের নাম একে একে আরিয়ানের কাছ থেকে জানা যাচ্ছে।

এনসিবির একটি প্রতিনিধি দল যখন মন্নতে গিয়েছেন ঠিক একই সময়ে আরও একটি প্রতিনিধিদল গিয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের অভিনেত্রী মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে। এনসিবি গোয়েন্দাদের দাবি, আরিয়ানের কাছ থেকেই তারা অনন্যার নাম জানতে পেরেছে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটেও অনন্যার নাম পাওয়া গিয়েছে।

সে কারণেই এনসিবির গোয়েন্দারা এদিন মন্নত ছাড়াও অনন্যার বাড়িতে যান। এনসিবি অনন্যাকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। মাদকচক্রের সঙ্গে অনন্যার কোন যোগাযোগ আছে কিনা অনন্যা মাদকচক্রের কাউকে চেনেন কিনা তা জানতে এই অভিনেত্রীকেও এনসিবি ডেকে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। আরিয়ান কাণ্ডে যেভাবে একের পর এক বলিউড তারকা নাম ক্রমশই এনসিবির তদন্তকারীরা জানতে পারছেন তাতে এই মামলার জল কোথায় গড়ায় তা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছে।

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান ও তাঁর পরিবার। তবে বম্বে হাইকোর্ট গিয়েও বিশেষ কোনও সুরাহা হয়নি। কারণ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, আজ তারা কোনওভাবেই আরিয়ানের জামিনের আর্জি শুনবে না। আরিয়ানের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ অক্টোবর। অর্থাৎ ওই দিন জামিন মিললেও আরিয়ানকে আপাতত আরও ছয়দিন জেল হেফাজতেই থাকতে হবে। তবে ২৬ অক্টোবর যদি হাইকোর্ট আরিয়ানকে জামিন না দেয় তাহলে তাকে আরো বেশ কিছুদিন জেলের মধ্যেই কাটাতে হবে। সেক্ষেত্রে দীপাবলির আগে বাড়ি ফেরা হবে না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের।

]]>
Big News: মাদকচক্র মামলায় আটক শাহরুখ-পুত্র আরিয়ান https://ekolkata24.com/uncategorized/big-news-shah-rukhs-son-aryan-was-detained-for-drug-trafficking Sun, 03 Oct 2021 06:48:23 +0000 https://www.ekolkata24.com/?p=6422 বায়োস্কোপ ডেস্ক: এবার মুম্বাইয়ের ক্রুজ কান্ডের সাথে জড়িয়ে গেল শাহরুখপুত্র আরিয়ান এর নাম। মাদকচক্রের সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হল আরিয়ানকে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর রুদ্ধশ্বাস অভিযানে উঠে এসেছে নামিদামি তারকাদের সন্তানের নাম। কমপক্ষে ৮ থেকে ১০ জনকে মুম্বাইয়ের ক্রুজ কান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সেসব আটকদের মধ্যে রয়েছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের নামও।

শনিবার রাতে মুম্বাইয়ের সমুদ্রতীরে একটি বিলাসবহুল ক্রুজে আরিয়ান পার্টি করছিলেন বলে জানা যায়। সেই পার্টিতে লুকিয়ে মাদক সেবনের ঘটনা ঘটেছে বলে দাবি সূত্রের। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় বলিউডের বাদশাহ শাহরুখের জেষ্ঠ পুত্রকে। তবে আরিয়ান দাবি করেছেন যে তিনি ওই পার্টিতে কেবলই আমন্ত্রিত ছিলেন। মাদকচক্রের সাথে তার কোনো যোগাযোগ নেই। এনসিবি আরিয়ানকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায় সূত্র মাধ্যমে।

আরিয়ানের দুই মহিলা বন্ধুও ওই পার্টি থেকে মাদক কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। পার্টিতে উপস্থিত বেশিরভাগ সদস্যের বয়স ৩০ এর নীচে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ ছেলে মেয়েরই নাম জড়িয়েছে মুম্বাইয়ের তাবড় ব্যক্তিত্বদের সাথে।

সূত্র মাধ্যমে জানা গিয়েছে, পার্টিতে উপস্থিত ছেলে মেয়েদের প্যান্ট ও শার্টের সেলাইয়ের মধ্যে থেকে মাদক উদ্ধার করা হয়। পার্টিতে উপস্থিত মহিলাদের পার্সের বিশেষ লক থেকেও বেশ কিছু পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই পার্টি থেকে হসিশ ও কোকেনের মতো নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যায়।

যদিও শাহরুখ পুত্রের কাছ থেকে সরাসরি মাদক পাওয়া গেছে কিনা এ বিষয়ে মুখ খোলেনি এনসিবি। মাদক কাণ্ডে আরিয়ানের নাম জড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় বি-টাউনে। প্রসঙ্গত, কিছুদিন আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে উঠে এসেছিল একাধিক বলিউড তারকার নাম।

]]>
শাহরুখ আমার প্রথম প্রেম, রিচা চাড্ডার এই মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া https://ekolkata24.com/entertainment/shah-rukh-is-my-first-love-richa-chadda-is-buzzing-in-this-comment-on-social-media Thu, 29 Jul 2021 08:06:14 +0000 https://www.ekolkata24.com/?p=1462 বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি শাহরুখ খানের একটি বহু পুরনো ছবি প্রকাশে এসেছে। যা নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ তখন স্কুলের ছাত্র। তাঁর পড়নে স্কুল ইউনিফর্ম। একটি ক্যাসেটের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন কিং খান। আশেপাশে কয়েকজন স্কুলের সহপাঠীও রয়েছে। ছবিটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

শাহরুখের এই ছবিটি তাঁর এক ভক্ত কিছুদিন আগেই টুইট করেন। ছবিটি টুইট করে ওই শাহরুখ ভক্ত লিখেছেন ‘একটি ছাপোষা, আপনভোলা ছেলে হয়তো তখন একদিন গোটা মুম্বই জয় করার আকাশকুসুম চিন্তাভাবনা করছিল’। এই ছবির পোস্টে ঝুরি ঝুরি কমেন্ট আসতে থাকে। বেশ কিছু সেলেবরাও এই ছবিতে কমেন্ট করেন। এর মধ্যে রিচা চাড্ডা এই পোস্ট দেখা মাত্রই আর নিজেকে সামলে রাখতে পারেননি।

ওই টুইটের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেন, শাহরুখ তাঁর জীবনের প্রথম প্রেম। এরপর থেকেই নেটিজেনদের নজর পড়ে রিচার এই কমেন্টে। একজন নেটাগরিক রিচাকে প্রশ্ন করেন, এতদিন জানতাম আপনার প্রথম ভালোবাসা রাহুল দ্রাবিড়। এই প্রশ্নের উত্তর দিতেও দেশি দেরি করেননি রিচা। নেটাগরিকের করা এই প্রশ্নের জবাবে রিচা লেখেন, ‘দ্রাবিড়ের আগে শাহরুখ’।

বলিউডের কিং খান এখন আপাতত পাঠান ছবির শুটিংয়ে ব্যস্ত। দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। অভিনয়ের পাশাপাশি ‘ডার্লিংস’ নামে একটি ছবির প্রযোজনাও করছেন শাহরুখ। সব মিলিয়ে শাহরুখ-এর ভক্তের করা ওই পোস্ট, এখনও পর্যন্ত ব্যস্ত কিং খানের নজরে পড়েছে কী না সেটাই সব থেকে বড় প্রশ্ন।

]]>