Shami – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 28 Oct 2021 17:22:16 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Shami – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 T20 World Cup: কিউইদের হারিয়ে টি-২০ বিশ্বকাপে জ্বলে উঠতে মরিয়া মহম্মদ শামি https://ekolkata24.com/sports-news/t20-world-cup-mohammed-shami-is-preparing-hard-for-the-next-match-of-t20 Thu, 28 Oct 2021 17:16:55 +0000 https://www.ekolkata24.com/?p=9539 Sports Desk, Kolkata: “পিষে দেওয়ার জন্য ফিরে যান। একটি গঠনমূলক প্রশিক্ষণ সেশন ছিল এবং আমাদের দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সাথে কথা বলতে ভালো লাগল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের পরবর্তী খেলার জন্য মুখিয়ে রয়েছি। #টিমইন্ডিয়া” এমনভাবেই ভারতীয় অভিজ্ঞ বোলার মহম্মদ শামি সমস্ত বিতর্ককে ইয়র্কার ডেলিভারিতে আউট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী রবিবারের ম্যাচের বিগুল বাজিয়ে দিলেন।

রবিবার, ৩১ অক্টোবর ভারত টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় ক্রিকেট দলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইতিমধ্যেই কিউইদের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে অনুশীলনের কিছু ছবি শেয়ার করা হয়েছে।

ছবিগুলোতে ঋষভ পহ্ন এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো কিছু ক্রিকেটার একটি “মজার ড্রিল”-এ অংশ নিতে দেখা গিয়েছে। পোস্টটি ভক্তরা ভালভাবে গ্রহণ করেছে এবং অনেকেই কেন উইলিয়ামসদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়াকে শুভকামনা জানিয়ে ‘টিম বিরাটের’ সৌভাগ্য কামনা করেছেন। ভারত এবং নিউজিল্যান্ড উভয়েই তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে৷ পোস্টটি মধ্যে দিয়ে ভক্তদেরও বোঝানো হয়েছে পাকিস্তানের কাছে ঐতিহাসিক হারের পরেও ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে।

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ১০ উইকেটে ঐতিহাসিক জয় পায়। এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ শেষ হওয়ার পর ভারতীয় টিম যখন সাড়িবদ্ধ ভাবে ড্রেসিংরুমে ফিরছিল তখনই এক পাকিস্তানি সমর্থকের কটূক্তি ভেসে ওঠে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টার্গেট করে, ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে ফেরার সময়ে এক পাকিস্তানি সমর্থক ক্যাপ্টেন বিরাট কোহলিকে টার্গেট করে বলে ওঠে “অকর তেরি টুট গেয়ি কোহলি সারি, হা…অকর টুট গয়ি তেরি…” বুমরাহ সহ অন্যান্য ভারতীয় খেলোয়াড়েরা লাইন দিয়ে ড্রেসিংরুম মুখী তখন। ফের একবার ওই পাকিস্তানি সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি করা শুরু করে বলতে থাকে,”বাপ কৌন হে,বাপ কৌন হে, বাপ কৌন হে, বাপ…”

হিটম্যান রোহিত শর্মার আগে ছিলেন ভারতীয় পেস বোলার মহম্মদ সামি। পাক সমর্থকের কটূক্তি শুনে শামি দাঁড়িয়ে পড়েন। এবং ওই পাকিস্তানি সমর্থকের সামনে গিয়ে “Don’t said” এই কথা বলেন শামি। একটু পিছনে ছিলেন টিম ইন্ডিয়ার মেন্টর তথা প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি। ধোনি পরিস্থিতি আঁচ করতে পেরেই মহম্মদ সামিকে ওই জায়গা থেকে সরিয়ে আনেন।

এখানেই শেষ নয়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলার মহম্মদ সামি ৩.৫ ওভারে ৪৩ রান দিয়ে ফেলেন, যা টি-২০ ফর্ম্যাটে expensive বোলার হিসেবে তুলে ধরে। আর এই জায়গাতেই সামিকে ‘গদ্দার’, ‘ধোকেবাজ’ বলে কদর্য ভাষায় টার্গেট করে একদল ভারতীয় ক্রিকেট ভক্তের দল।

এরপরে মহম্মদ সামি ব্যক্তিগত এই কদর্য আক্রমণ নিয়ে প্রতিক্রিয়ায় বলেছেন, “দেশের সঙ্গে বেইমানি করার আগে, মৃত্যু পছন্দ করবো।” সামির কথায়,”দেশকে ধোকা দেওয়ার প্রশ্নে সবাই আমাকে খুব ভালভাবে জানে আজ পর্যন্ত যত ম্যাচ খেলেছি, যা পারফর্ম করেছি মন থেকে করেছি,দেশের জন্য করেছি, এইভাবেই পারফর্ম করতে থাকবো।”

মহম্মদ সামি আরও বলেছেন,”দেশকে ধোকা দেওয়ার প্রশ্নে আমি সবথেকে বেশি সম্মান করি দেশের আর্মি’কে করি, যারা বর্ডারে ২৪ ঘন্টা মোতায়েন থাকে,তারা যদি আমাদের জন্য জীবন দিতে পারে, এখন সবথেকে বড় প্রশ্ন আমার ওপড়ে তোলা হয়েছে?এখনও আমার মনে যদি দেশকে ধোকা দেওয়ার সওয়াল ওঠে, তাহলে এর থেকে ভাল আমি মরতে রাজি,আমি দেশকে ধোকা দিতে চাই না।”

ভারতের আসন্ন প্রতিপক্ষ নিউজিল্যান্ডও তাদের প্রথম সুপার ১২ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। মঙ্গলবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দুটো ম্যাচের মধ্যে ২ টি জয় নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তান বর্তমানে গ্রুপ ২’র শীর্ষে, আফগানিস্তান দ্বিতীয় স্থানে (এক ম্যাচে একটি জয়)। চতুর্থ নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে ভারত (এক ম্যাচে একটি পরাজয়)।

]]>