Shamima Begum – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Sep 2021 07:48:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Shamima Begum – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বাংলাদেশি বংশোদ্ভূত ISIS জঙ্গি শামীমা এখন ফ্যাশন পোশাকে, লন্ডনে ফিরতে মরিয়া https://ekolkata24.com/uncategorized/isis-militant-shamima-begum-makes-appeal-to-return-to-uk Thu, 16 Sep 2021 07:48:37 +0000 https://www.ekolkata24.com/?p=4747 নিউজ ডেস্ক: খোলা পোশাকে বাংলাদেশি বংশোদ্ভূত আত্মসমর্পণকারী আইএস জঙ্গি শামীমা বেগম। লন্ডনের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে শামীমার দাবি, ‘আমি যদি কোনও অপরাধ করে থাকি, সেটি হচ্ছে আইএসে যোগ দেওয়ার মতো বোকামি করা।’ এই ছবি হয়েছে ভাইরাল। নেটিজেনদের দাবি, ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা ক্রমাগত নাটক করে চলেছে।

Shamima Begum

ছাত্রী শামীমা ও জঙ্গি শামীমা

ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় চলে যায় শামীমা। তার লন্ডন ত্যাগের ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চার বছর পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে তাকে উদ্ধার করা হয়।

ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় সেনা অভিযানে সংগঠনটির মূল ঘাঁটি ভেঙে দেওয়া হয়। জঙ্গি শমীমার খোঁজ মেলে সিরিয়ায়। তার জঙ্গি স্বামী ও সন্তানরা মৃত। ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা বারবার আবেদন জানাচ্ছে।

Shamima Begum

লন্ডন থেকে সিরিয়া পালানোর মুহূর্তে শামীমা।

ব্রিটেন সরকারের তরফে শামীমাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা সরাসরি সেই আবেদন নাকচ করেছে। তবে শামীমা জানায়, সে বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে আর ফিরতে চায় না।

টি়ভি অনুষ্ঠানে প্রায় আধঘণ্টার সাক্ষাৎকারে শামীমা বেগম জানায়, কী করে লন্ডন থেকে পালিয়ে গিয়ে আইএসে যোগ দিয়েছিল। সেখানে তার জীবন এবং কেন এখন আবার ব্রিটেনে ফিরে আসতে চায়। বোরখা ফেলে একেবারে খোলামেলা পোশাক পরে সাক্ষাতকার দিয়েছে শামীমা।

]]>