Shantanu Thakur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 06 Jan 2022 10:40:42 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Shantanu Thakur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 BJP: ‘চলন বাঁকা বিজেপি’র Whatsapp বিদ্রোহে ছারখার পদ্ম-কানন! https://ekolkata24.com/uncategorized/bjp-facing-trouble-for-ongoing-incidents-in-bengal-politics Thu, 06 Jan 2022 10:05:06 +0000 https://ekolkata24.com/?p=18182 বিধানসভা নির্বাচনের আগে হাওয়া বদলানোর আভাস মিলেছিল বঙ্গ রাজনীতিতে। কিন্তু সে সব এখন ইতিহাসের পাতায়। ২ মে লেখা হয়ে গিয়েছিল উপসংহার৷ সেই শুরু। ক্রমে ধ্বংসের পথে পদ্ম-কানন।

নাগরিকত্ব সংশোধনী আইনের কথা বলে চমক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। দেশের নাগরিকদের একাংশ ছিলেন এই আইনের পক্ষে, কেউ বিপক্ষে। বিজেপির প্রতিশ্রুতি যে আলোড়ন ফেলে দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। শান্তনু ঠাকুররাও আটকা পড়েছিলেন ‘শাহী’ ফাঁসে। দিনের পর দিন কেটে গেলেও বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুতি। ধৈর্য্য ক্রমে পৌঁছাচ্ছিল অন্তিম সীমায়। ড্যামেজ কন্ট্রোলে শান্তনুকে নিয়ে আসা হল প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে। কিন্তু তাতেও কি হবে শেষরক্ষা? প্রশ্ন উঠছে কারণ তিনি লেফট করেছে বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ। মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রতি বিদ্রোহের ইঙ্গিত।

গ্রুপ ছাড়ার পর মঙ্গলবার দলের মতুয়া বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন শান্তনু। হাজির ছিলেন সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারী, আশিস বিশ্বাস এবং বঙ্কিম ঘোষেরা। এনারা সকলেই বিজেপি বিধায়ক। অসীম সরকার বলেছেন, “ঠাকুরমশাইকে আমরা মানি”।

বনগাঁর সাংসদের পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর থেকে জয় পাওয়ার পরেও তিনি হয়েছিলেন বেসুরো। এবার গ্রুপ লেফট। বৃহস্পতিবার সকালে খবর মিলল, দলত্যাগ করেছে পূর্ব মেদিনীপুরের জেলা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি তনুশ্রী রায়। গেরুয়া শিবিরে অন্তর্দ্বন্দ এখন চরমে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দল ছাড়ার পর তাঁর বক্তব্য, ‘বিজেপির চলন বাঁকা’।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে একে একে পদ্ম শিবিরে গিয়েছিলেন হেভিওয়েটরা। ফল প্রকাশের পর হল উল্টোটা। ঘরওয়াপসির পালা। মুকুল রায় পর্যন্ত বড় পদ ছেড়ে ফিরলেন পুরনো দলে। দীর্ঘ অপেক্ষার পর রাজীবও ফিরলেন তৃণমূলে। সব্যসাচী দত্তও বন্ধু মুকুলের পাশে। সৌমিত্র খাঁ বহুবার প্রকাশ্যে করেছেন দলের সমালোচনা। ক্রমেই যেন ম্লান হচ্ছে সাধের পদ্ম-কানন।

]]>
BJP: বঙ্গ বিজেপিতে ‘মতুয়া বিদ্রোহ’ তুঙ্গে, দলত্যাগী শান্তনু ঠাকুর? https://ekolkata24.com/uncategorized/bjp-shantanu-thakur-left-whatsapp-group Tue, 04 Jan 2022 10:08:19 +0000 https://ekolkata24.com/?p=17942 বিজেপির (BJP) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক অব্যাহত। যদিও এবারের ঘটনাটা কিছুটা যে ব্যতিক্রম এবং বঙ্গ গেরুয়া শিবির যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তা বলাই বাহুল্য। সোমবার সকলকে চমকে দিয়ে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বিজেপির অফিশিয়াল গ্রুপ ত্যাগ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শান্তনুও ভাবনে শুরু করেছেন অন্য কিছু ?

এদিকে সূত্র মারফত খবর, মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল পাঁচাটায় দলের আরও পাঁচ বিদ্রোহী বিজেপি বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে মতুয়া নেতার। সম্প্রতি বিজেপি-র পাঁচ বিধায়ক, যারা হলেন সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের সঙ্গেই শান্তনুর এই রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশ্ন উঠছে সেই বৈঠকেই কি তাঁরা চূড়ান্ত সিদ্ধান্তে শেষ পেরেক মারতে চলেছেন?

এদিকে সোমবার বিজেপি-র গ্রুপ ছেড়ে বেরোনর পর শান্তনু ঠাকুর জানান, ‘বঙ্গ বিজেপি-র বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। সময়মতো সব জবাব দেব।’

তাঁর কথায় যে বিদ্রোহ বা ‘অভিমান’-এর সুর স্পষ্ট তা বলাই চলে। আরও প্রশ্ন উঠছে যে কেন ক্ষুব্ধ শান্তনু? বিশেষ সূত্র মারফত খবর, বিজেপি-র নতুন রাজ্য পদাধিকারীমণ্ডলী এবং জেলা সভাপতিদের মধ্যে মতুয়া প্রতিনিধি না থাকা। এমনকি শান্তনু দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য পদাধিকারীমণ্ডলীতে মতুয়া প্রতিনিধি আনার দাবি জানান। সেই সময়সীমা পেরিয়ে গেলেও তাঁর দাবি মানা হয়নি বলে খবর।

]]>