Shastri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 15:59:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Shastri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Shastri vs Sourav: মহারাজকীয় চালের “মোহরা” কি অশ্বিন https://ekolkata24.com/sports-news/shastri-vs-sourav-shastri-sourav-bitter-relationship-in-indian-cricket-is-an-open-secret Tue, 21 Dec 2021 15:59:24 +0000 https://ekolkata24.com/?p=15749 Sports desk: ভারত এখন দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট ম্যাচ এবং সম সংখ্যক ওডিআই টেস্ট সিরিজ খেলতে। এমন আবহে মঙ্গলবার ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের আন্তজার্তিক ক্রিকেট কেরিয়ারে ইনজুরির কারণে ব্যাডপ্যাচ মুহুর্ত এবং ওই মুহুর্তে তৎকালীন টিম ইন্ডিয়ার হেডকোচ রবি শাস্ত্রীর মন্তব্যকে সম্পূর্ণ হতাশা”র মন্তব্যে জুড়ে দিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন। যা নিয়ে তোলাপাড় ক্রিকেট মহল।

সাম্প্রতিক সময়ে বিসিসিআই প্রেস বিবৃতিতে জানিয়ে দেয়, বিরাট কোহলি টেস্ট ফর্ম্যাটের অধিনায়ক এবং রোহিত শর্মা ভারতের ওডিআই এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দেবে। বিতর্কের অঙ্কুর গড়ে ওঠে এই প্রেস বিবৃতি থেকে।

দেশের ক্রিকেট মহলে নানা মুনির নানা মত এই ইস্যুতে বিতর্কের ধোয়া তোলে। এমন আবহে নিজের অবস্থান স্পষ্ট করতে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে বয়ান রাখেন , “ভারতীয় ওডিআই দলে গার্ড (নেতৃত্ব) পরিবর্তনের বিষয়ে বিসিসিআই এবং এর সদস্যরা তার সাথে কোনও আলোচনা করেনি”।

বিরাটের এমন বয়ান প্রকাশ্যে আসতে হইচই পড়ে দেশের ক্রিকেট মহলে। বিরাট- সৌরভ বিতর্ক শুরু হয়, বিরাট কোহলিকে ওডিআই অধিনায়কের পদ থেকে অপসারণের একদিন পরে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে,” তিনি সত্যিই বিরাটের সাথে নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কথা বলেছিলেন এবং কথোপকথনে তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন”।

এই দুই পারস্পরিক বিরুদ্ধ বয়ানের ঢেউ উঠতেই বিতর্ক চরম আকার নেয়। শেষমেশ সৌরভ গঙ্গোপাধ্যায় ঢোক গিলে গোটা বিতর্কিত ইস্যুতে কলকাতায় বলেন,”নো কমেন্টস (কোন মন্তব্য নেই), বিসিসিআই এটা নিয়ে কাজ করছে। আমি কোনও মন্তব্য করবো না এবং এই সময়ে কিছু বলব না।” এরপর গোটা বিতর্ককে পিছনে ফেলে “ফিল গুড ফ্যাক্টর” বার্তা পোস্ট করে বিসিসিআই টুইট পোস্টে টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিশেষ বিমানে চেপে বসার মুহুর্তে। টিম জোহানসবার্গ পৌছে যায়, চুটিয়ে অনুশীলন শুরু করে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে আসন্ন সিরিজে ফোকাস রেখে।

মঙ্গলবার আচমকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিস্ফোরক বয়ান করেন নিজের আন্তজার্তিক ক্রিকেট কেরিয়ারে ইনজুরি ইস্যুতে প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীকে নিশানা করে।

অশ্বিনের বিস্ফোরক বয়ানের টাইমিং নিয়ে এখন প্রশ্ন উঠছে ক্রিয়ার প্রতিক্রিয়াতেই কি রবিচন্দ্রন অশ্বিনের ঘাড়ে রাইফেল রেখে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গুলি চালালেন রবি শাস্ত্রীকে টার্গেট করে, এমন মহারাজকীয় কৌশলে রবিচন্দ্রন অশ্বিন শুধুমাত্র একজন “মোহরা” হয়েই পড়ে রইলেন।

কেননা, বিরাট কোহলি সাংবাদিকদ বৈঠকে যেভাবে ভারতীয় ওডিআই দলে গার্ড (নেতৃত্ব) পরিবর্তনের ইস্যুতে বয়ান রেখেছিলেন, ওই বয়ানের পিছনে শীতল মস্তিস্কের কারিগর হিসেবে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীর ওপর নজরদারি পড়েছিল।

এবার পাল্টা প্রত্যাঘাতের পথে “মহারাজকীয় চালের মোহরা” কি তবে রবিচন্দ্রন অশ্বিন, ২৬ ডিসেম্বর প্রোটিয়ার্সদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ, যা ‘বক্সিং ডে’ টেস্ট ম্যাচ নামে ক্রিকেট বিশ্বে জনপ্রিয়, এই ম্যাচের আগে আবার ভারতীয় ক্রিকেট এবং বিসিসিআই’র ঘরোয়া কাজিয়া “কলতলার ঝগড়া”র চেহারা নিতে চলেছে।

]]>
টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি নিয়ে শাস্ত্রীর নিশানায় সৌরভ এন্ড হিজ কোম্পানি https://ekolkata24.com/sports-news/shastris-target-is-team-indias-packed-sports-schedule Sat, 13 Nov 2021 08:48:50 +0000 https://ekolkata24.com/?p=11166 Sports desk: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ভারতের মাটিতে চলার পথে হঠাৎ করে স্থগিত হয়ে যায়।কেননা ভারতে কোভিড-১৯ বাড়বাড়ন্তের জেরে। স্থগিত হওয়া আইপিএলের সেকেন্ড লেগ দুবাই’র মাটিতে আয়োজিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)।

রবিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই দুই দলের আন্তজার্তিক ক্রিকেটের সময়সূচী (ফিক্সার) সামনে তুলে এনে রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করে বক্তব্য রেখেছেন। বোর্ডকে নিশানায় রেখে শাস্ত্রী বলেছেন,”রবিবার যে দলগুলো ফাইনাল খেলছে, তারা গত ৬ মাসে খুব কমই খেলেছে এবং আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন। তারা নিজেদের তীক্ষ্ণ রাখার জন্য যথেষ্ট খেলেছে কিন্তু তারা পর্যাপ্ত রাউন্ড বিশ্রাম পেয়েছে, মাঝে মাঝে বাধ্য করা হয়(বেশি ক্রিকেট খেলার জন্য)। “

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের সেকেন্ড লেগ আয়োজিত করা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর ভারসাম্যপূর্ণ, অথচ সুদূরপ্রসারী বয়ান সামনে এসেছে। শাস্ত্রীয় বচন এইরকম যে, “আইপিএলের ঠিক পরে বিশ্বকাপ খেলা দলের জন্য আদর্শ সময় ছিল না।” এই পজিশনে রবি শাস্ত্রীর ভারসাম্য বজায় রেখে সুদূরপ্রসারী বয়ান, “কোভিড-১৯ এর কারণে পুনরায় শিডিউল করা হয়েছে বলে বিসিসিআইকে দোষারোপ করতে চান না।”

সম্প্রতি ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অকাল বিদায়ের পর নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি বিশ্বাস করি যে আপনার জাতীয় দল প্রথমে আসা উচিত এবং তারপরে ফ্র্যাঞ্চাইজি বা অন্য কোনও দল।”

১৫ অক্টোবর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার মাত্র দুই দিন পরে ভারতীয় (India) খেলোয়াড়রা জাতীয় ক্রিকেট দলের প্ল্যাটফর্মে একত্রিত হয়। সঙ্গে খেলোয়াড়দের কোভিড -১৯ প্রটোকল মেনে নিভৃতবাসে থাকতে হয়েছিল।

৬২ বছর বয়সী কপিল দেব ভারতীয় (India) ক্রিকেট বোর্ডকে নিশানা করে বলেছেন, “আমি বলছি না সেখানে ক্রিকেট খেলবেন না (ফ্রাঞ্চাইজিগুলির জন্য) তবে ভবিষ্যতের জন্য তাদের ক্রিকেট (সূচি) আরও ভাল পরিকল্পনা করা এখন বিসিসিআইয়ের দায়িত্ব।”কিংবদন্তি ভারতীয় (India) ক্রিকেটার কপিল দেব আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন, “এই পরাজয় থেকে আমরা যা শিখতে পারি তা হল যে ভুলগুলো হয়েছে তার পুনরাবৃত্তি না করা। এটাই সবচেয়ে বড় শিক্ষা।”
ঠিক এই জায়গাতেই প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সুরে সুর মিলিয়ে রবি শাস্ত্রীর বক্তব্য,”আমি তা বলব না কিন্তু এপ্রিলে আইপিএল বাতিল হওয়ায় তাদের(বিসিসিআই) কোনো বিকল্প ছিল না। তবে ভবিষ্যতে এমনটা হবে বলে আমার মনে হয় না। কপিল সময়সূচী(ফিক্সার) সম্পর্কে সঠিক কারণ তুলে ধরেছেন।”

রবি শাস্ত্রীর সাফ কথা, “এটা শুধু বিসিসিআই নয়, প্রতিটি বোর্ডকে সময়সূচী নিয়ে সতর্ক থাকতে হবে। ভুলে যাবেন না, আইপিএল যোগ করলে আমরা বিশ্বের অন্য যেকোনো দলের চেয়ে বেশি ক্রিকেট খেলি।”

অতীতেও দেখা গিয়েছে বিসিসিআই’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিম ইন্ডিয়ার ঠাসা একটানা ক্রিকেট সময়সূচী (ফিক্সার) ঘিরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের বিরুদ্ধে ওঠা এই প্রাতিষ্ঠানিক অভিযোগ নিয়ে কোনও বিকল্প রুটম্যাপ এখনও তৈরি করে উঠতে পারেনি। ফলে বিসিসিআই’র পুরনো ক্ষত আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টিম ইন্ডিয়ার অকাল বিদায় এবং সামগ্রিক ভাবে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের ঠাসা একটানা ক্রীড়াসূচি প্রাক্তনীদের নিশানায় ক্ষতে প্রলেপ খুঁজতে হিমশিম অবস্থা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহদের।

]]>