Singhu border – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 10 Nov 2021 10:33:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Singhu border – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র উত্তেজনা ছড়াল সিংঘু সীমান্তে https://ekolkata24.com/uncategorized/the-hanging-body-of-a-farmer-was-recovered-at-the-singhu-border Wed, 10 Nov 2021 10:33:05 +0000 https://www.ekolkata24.com/?p=10931 News Desk, New Delhi: দিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘুতে বুধবার ফের উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ। মৃত কৃষকের নাম গুরপ্রীত সিং (Gurpreet sing)। তিনি পাঞ্জাবের (Punjab) আমরোহ জেলার (Amroho)ফতেগড় সাহেবের (Fategarh Saheb) বাসিন্দা। গুরপ্রীতের দেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এই নিয়ে সিংঘু (Singhu) সীমান্তে এক মাসের মধ্যে দ্বিতীয় কোনও কৃষকের মৃত্যু হল।

গুরুপ্রীতের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ওই কৃষকের মৃত্যুর কারণ বোঝা যাবে। এলাকায় উপস্থিত কৃষকরা জানিয়েছেন, গুরপ্রীত সিধুপুরের ভারতীয় কিষান ইউনিয়নের জগজিৎ সিং দাল্লেওয়াল গোষ্ঠীর সদস্য ছিলেন। বেশ কয়েক মাস ধরেই তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কি কারণে গুরপ্রীতের মৃত্যু হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই আন্দোলনরত কৃষকরা দাবি করেছেন, কীভাবে এবং কেন গুরপ্রীতের মৃত্যু হল তা পুলিশকে জানাতে হবে। এই মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা তা প্রকাশ্যে আনতে হবে।

একইসঙ্গে কৃষকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যতক্ষণ না মোদি সরকার তিন কালা কৃষি আইন বাতিল করবে ততক্ষণ তাঁদের এই আন্দোলন জারি থাকবে। মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বহু কৃষক প্রাণ হারিয়েছেন। কিন্তু তাতেও তাঁদের দমানো যাবে না। বরং মৃত কৃষকদের সম্মানে তাঁরা আরও জোরদার আন্দোলন করবেন। এরই মধ্যে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, ২৯ নভেম্বর থেকে তারা লাগাতার সংসদ ভবন অভিযান করবে। এমনকী, দিল্লি পুলিশ অনুমতি না দিলেও তারা এই অভিযান চালিয়ে যাবেন। যতক্ষণ না মোদি সরকার তিন সর্বনাশা কৃষি আইন বাতিল করছে ততক্ষণ তাঁরা কোনওভাবেই আন্দোলনের পথ থেকে সরে আসবেন না।

উল্লেখ্য, মাসখানেক আগে সিংঘু সীমান্তে এক তরুণ কৃষককে হাত-পা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছিল।

]]>
Haryana: সিঙ্ঘু সীমান্তের কৃষক আন্দোলনস্থলে পুলিশের ব্যারিকেডে হাত-পা কাটা যুবকের দেহ উদ্ধার https://ekolkata24.com/uncategorized/haryana-body-of-man-with-wrist-chopped-off-found-near-farmers-protest-site-in-singhu-border Fri, 15 Oct 2021 08:10:49 +0000 https://www.ekolkata24.com/?p=7691 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকা সিঙ্ঘুতে যেখানে কৃষকরা এক বছর ধরে আন্দোলন করছেন সেখানে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। কৃষকদের আটকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে। সেই ব্যারিকেড থেকেই ঝুলছিল যুবকের দেহ। তার দুটি হাত ও পা কাটা ছিল। গোটা এলাকার ভেসে যাচ্ছিল রক্তে। শুক্রবার সকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলেই চমকে উঠেছেন। 

গুজব ওঠে, ওই যুবক কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। সেকারণেই পুলিশ তাকে নির্মমভাবে খুন করেছে। হরিয়ানা ও দিল্লি দুই রাজ্যেই এই খুনের কথা ছড়িয়ে পড়ায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়ায়। অনেকেই পুলিশের আচরণের তীব্র নিন্দা করেন।

কিন্তু প্রাথমিক খোঁজখবর করে জানা যায়, ওই যুবক কৃষকদের আন্দোলনে ছিলেন না। তাই কে বা কারা ওই যুবককে এমন নৃশংসভাবে খুন করল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকের নাম ঠিকানা বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি

সোনিপত জেলার পুলিশ সুপার বলেছেন, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সেনিপথের কুন্ডিতে যেখানে কৃষকরা আন্দোলন করছেন সেখানকার ব্যারিকেডে হাত কাটা এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই কাজ করেছে। কী কারণে ওই যুবককে তালিবানের মত নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাও জানা যায়নি। তাই অচেনা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই যুবককে কুন্ডিতেই খুন করা হয়েছে, না অন্য কোথাও খুন করে এখানে নিয়ে আসা হয়েছে?

এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ওই যুবককে কুন্ডিতেই খুন করা হয়েছে। এদিনই বেলার দিকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘নিহাঙ্গস’ সম্প্রদায়ের কিছু মানুষ এক যুবককে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। ওই যুবকের একটি হাত কাটা। অঝোর ধারায় রক্ত বেরোচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে ওই যুবক। তবে ওই যুবকের অপর একটি হাত ও দুই পা তখনো অক্ষত ছিল। ওই ভিডিয়ো সামনে আসার পর পুলিশের অনুমান, নিহাঙ্গস সম্প্রদায়ের লোকেরাই ওই যুবককে খুন করেছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে।

সূত্রের খবর, মৃত যুবক শিখদের পবিত্র ধর্মগ্রন্থকে অসম্মান করেছিল। তার শাস্তি হিসেবে ওই যুবককে এভাবে খুন করা হয়েছে। উল্লেখ্য, নিহাঙ্গস হল শিখ সম্প্রদায়ের এক গোষ্ঠী। শিখদের এই সম্প্রদায়টি মূলত যোদ্ধা হিসেবে পরিচিত।

]]>