singur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 14 Dec 2021 05:09:09 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png singur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Dilip Ghosh: পুলিশ বাধা দিলেও সিঙ্গুরে BJP-র কর্মসূচি হবেই : দিলীপ ঘোষ https://ekolkata24.com/uncategorized/dilip-ghosh-challenges-police-regarding-singur-program Tue, 14 Dec 2021 05:09:09 +0000 https://ekolkata24.com/?p=14746 নিউজ ডেস্ক : রাজ্যের (West Bengal) সব পুরভোট (Municipality Vote) কি একসঙ্গে হবে? সব পুরভোট একসঙ্গে না হলেও, ভোটের গণনা কি একসঙ্গে করা সম্ভব? আজ এসব নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট (Municiplity Vote) মামলার রায়। তার আগে বিজেপির (BJP) তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করল না আদালত (Kolkata Highcourt)। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

অন্যদিকে, মঙ্গলবার সকালে ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণের শেষে আসন্ন পুর ভোট এবং পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের (TMC) বিস্তার সম্পর্কে সরাসরি আক্রমণ করেন তিনি। নির্বাচন কমিশনকে (Election Commission) তোপ দেগে তিনি বলেন, ‘কমিশনের অনেক মিটিং হয়। কিন্তু নির্বাচন অবাধ করতে হবে নাহলে শুধু মিটিং করে লাভ হবে না।’ তাঁর আরও অভিযোগ, ‘ভোট এলেই এই রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরম পরিবেশ তৈরি হওয়া একদমই কাঙ্ক্ষিত নয়।’ সিঙ্গুরে (Singur) বিজেপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তাদের কর্মসূচি হবেই। পুলিশ বাধা দিলেও হবে এবং তারপর যা হবে তা দেখা যাবে। 

‘বিরোধীরা আন্দোলন করবে। পুলিশ তো আটকাবেই। সরকার কাউকেই ছাড়বে না। আমাদের এর মধ্যেই আন্দোলন করতে হবে। আমরা নিয়ম মেনে অনুমতি নিয়ে আন্দোলন করলেও আটকানো হয়। অবস্থা বুঝে সেই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ সিঙ্গুরে (Singur) বিজেপির (BJP) কিষাণ মোর্চার ডাকে ধর্না অবস্থান প্রসঙ্গে একথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

পাশাপাশি সারা দেশে তৃণমূলের গ্রহণযোগ্যতা নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ট্যুইট নতুন কিছু নয় বলেও তিনি কটাক্ষ করেন। এদিন দিলীপ ঘোষ বলেন, আগরতলা (Agartala) পুরভোটে তৃণমূল জিততে পারল না কেন তার জবাব আগে দিতে হবে এবং তারপরে তাঁদের গোয়া (Goa) নিয়ে ভাবা উচিত। 

]]>
ডাকাত কালীর সঙ্গে জড়িয়ে হাড় হিম করা গল্প https://ekolkata24.com/offbeat-news/the-story-of-singur-dakat-kali Mon, 01 Nov 2021 09:19:39 +0000 https://www.ekolkata24.com/?p=9909 Special Correspondent, Kolkata: ব্রহ্মযামল তন্ত্রের মতে, বাংলার অধিষ্ঠাত্রী হলেন দেবী কালিকা। এই কারণেই, বহু প্রাচীনকাল থেকে বঙ্গদেশে কালীর সাধনা শুরু হয়। গড়ে ওঠে বিখ্যাত কালী মন্দির গুলি। ডাকাতে কালীর নাম শোনেনি এমন বাঙ্গালী নেই। গল্প পড়ে বাঙালি জেনেছে, ডাকাতরা কালী সাধক হন।

বঙ্গদেশে এমন কোনও ডাকাতের কাহিনী প্রচলিত নেই যিনি কালীপুজো করতেন না। তাঁরা নাকি কালীর খাঁড়া থেকে প্রসাদী সিঁদুর নিয়ে কপালে তিলক কেটে ডাকাতি করতে বের হতেন। সেইসব পুজোয় নরবলি ও নাকি হত।পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর নামক স্থানের নিকট পুরুষোত্তমপুর এ অবস্থিত সিঙ্গুরের ডাকাত কালীমন্দির একটি বিখ্যাত কালীমন্দির। সিঙ্গুরে ডাকাত কালীমন্দির এর প্রতিষ্ঠাকাল সম্বন্ধে জানা যায় না।

কিন্তু সিঙ্গুরের কালীপুজোর সঙ্গে কোথায় যেন মিশে রয়েছে হাড় হিম করা ডাকাতদের কাহিনী। সিঙ্গুরের ডাকাত কালীমন্দির সেরকমই একটি মিথ।স্থানীয়রা এই ডাকাত কালী কে এতটাই জাগ্রত বলে মনে করেন যে আশেপাশের তিনটি গ্রামে হয় না কোনও কালীপুজো। মূর্তি তো দূরের কথা গ্রামের কোন বাড়িতে মা কালীর ছবি লাগানো ক্যালেন্ডার ও টাঙ্গানো হয়না।

 

মূলত এই মন্দির ডাকাত সনাতন বাগদী না গগন সদ্দার নির্মাণ করেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। আটচালা মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিষ্ণুর দশাবতারের মূর্তি ও পোড়ামাটির লতাপাতা খোদিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহের প্রায় নয় ফুট উচ্চ বিগ্রহ অবস্থিত। গর্ভগৃহে ঢোকার একটিই প্রবেশদ্বার। আগে মন্দিরের সামনের দিকে টেরাকোটা অলংকরণে অলংকৃত ছিল। কিন্তু এখন সেই টেরাকোটার সামান্যই অবশিষ্ট আছে। মন্দিরের সামনে চাঁদনী আকৃতির নাটমন্দির আছে। মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা। এই মন্দিরে কালি সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত।

কথিত আছে প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয় সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের। এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে। রঘু অথবা গগন ডাকাত ঘট স্থাপন করে পুজো শুরু করে। তখন ঘট পুজোয় হত, মন্দির ছিল না। অতীতে সেই সময় এখানে এক গভীর জঙ্গল ছিল। অসুস্থ ঠাকুর রামকৃষ্ণ কে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। সেই সময় রঘু ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। হঠাৎ করে সেই সময়ে মায়ের মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চায় মা সারদার কাছে।

এই অলৌকিক ঘটনার ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করে। বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পড়ে প্রতিমা ও মন্দির নির্মিত হয়। অতীতে এখানে নরবলি হত এমনটাই জনশ্রুতি আছে। রাতে মা সারদা কে খেতে দেওয়া হয় চাল ও কড়াই ভাজা। সেই থেকে মায়ের প্রসাদ হিসেবে চাল–কড়াই ভাজাই দেওয়া হয়।মন্দির কমিটির সম্পাদক মদন কোলে বলেন, ডাকাতি কালীমন্দির ছাড়া মল্লিকপুরে, জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে হয়না কোন ও কালীপুজো। এমনকি গ্রামের কারোর বাড়িতে নেই কোন কালীর মূর্তি ও। মা কালীর ছবি লাগানো ক্যালেন্ডার লাগানেরেও সাহস পান না স্থানীয়রা। এতটাই জাগ্রত সিঙ্গুরের ডাকাত কালীমন্দির। এই প্রতিমার পুজো ছাড়া অন্য প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন।

<

p style=”text-align: justify;”>ডাকাতরা চলে যাওয়ার পর স্বপ্নাদৃষ্ট হয়ে সিঙ্গুর থানার চালকেবাটির মোড়ালরা এই মন্দির নির্মাণ করেছেন। তাই কালীপুজোর দিন মোড়লদের পুজো আগে হয়। কোন প্রতিষ্ঠা ফলক না থাকায় মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। সম্ভবত অষ্টাদশ শতাব্দীতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের বর্তমান সেবায়েত বৃন্দঃ স্বর্গীয় কৃষ্ণধন ব্যানার্জীর দুই পুত্র, স্বর্গীয় কালিপদ চট্টোপাধ্যায়ের দুই পুত্র ও স্বর্গীয় শংকর নাথ সিমলায় এর দুই পুত্র। এরাই পালাক্রমে পূজা কার্য সম্পাদন করেন। এছাড়া মন্দিরের উন্নয়নের জন্য আছে” ডাকাত কালীমন্দির উন্নয়ন কমিটি “।

]]>
পেপার কাটিংয়ে বীরেন্দ্রকৃষ্ণকে শ্রদ্ধা সিঙ্গুরের যুবকের https://ekolkata24.com/offbeat-news/a-paper-art-on-birendrakrishna-bhadra-by-singur-youth Thu, 07 Oct 2021 06:09:16 +0000 https://www.ekolkata24.com/?p=6831 বিশেষ প্রতিবেদন: মহালয়া মানেই ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। অন্যদিনের থেকে আজকের সকালটা এভাবেই শুরু হয়েছে বাঙালির। কাক পক্ষী নয়। নেসাল টোনের ওই উদ্দীপ্ত কণ্ঠে।শুনে। রেডিও সারা বছর না বেরোলেও এই মানুষটার জন্য একদিন হলেও প্রত্যেক বাঙালি বাড়িতে বেরোয় রেডিও। এর কোনও পরিবর্তন নেই। আদি অনন্তকাল ধরে যেন মহালয়ার ভোরটা এমনই করে দিয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁরই অবয়ব পেপার কাটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে শ্রদ্ধা জানাল হুগলি জেলার সিঙ্গুর গ্রামের যুবক সৌরভ আদক।

সূক্ষ্ম হাতের কাজ করেন সৌরভ। কীভাবে এই কাজ করেন? তিনি বলেন , ‘আগে ছবিটা হাতে এঁকে নিই। তারপরে আসল কাজটা করি। জালের উপর ট্রেনের টিকিট রেখে তার উপরে ফর্ক দিয়ে কাটি। তবে বেশি কাজটা হয় কাঁচি আর ব্লেড দিয়ে’।

এমন পেপার কাটিংয়ের কাজ সৌরভ গত বছর আটেক ধরেই করছেন। পেপার কাটিংয়ের জন্য কাজ বেছে নিয়েছেন ট্রেনের টিকিটকেই। এর উপরেই হাতের সমস্ত কারিকুরি তার। তিনি বলেন , ‘ট্রেনের টিকিটের কাগজ অত্যন্ত ভাল মানের হয়। তাই কাজ করতে সুবিধা হয়। আর ট্রেনের টিকিট মানুষ কাজ হয়ে গেলে স্বাভাবিকভাবেই ফেলে দেয়। এতে পরিবেশের ক্ষতি হয়। ফেলে দেওয়া টিকিট পুনরায় ব্যবহারের ফলে প্রকৃতির উপকার হয়।’

সাড়ে তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চির সমস্ত রেল টিকিটের উপর কাজ করেন সৌরভ। হাতের কারিকুরিতে ফুটিয়ে তুলেছেন মমতা, মোদি, মেসি, রোনাল্ডো থেকে শুরু করে মহম্মদ রফি , সোনু নিগম, রুপম ইসলাম ,উত্তম কুমার, ধোনি, সৌরভ, মাইকেল জ্যাকসন, স্কারলেট জোহানসন, কেট উইনস্লেটদের।

ভবিষ্যৎ ভাবনা কি ? সৌরভ জানিয়েছেন, ‘এই পেপার কাটিং আমার প্যাশন। সেটাকে পেশা করার জন্য পরিকল্পনা এখনই নেই তবে পেশার দিকে ভাবনা এগোচ্ছে কারণ কিছু উপার্জনও হচ্ছে এই কাজ থেকে। প্রদর্শনী করেছি। সেখান থেকেও কিছু অর্থ আসে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আপাতত মন দিয়ে প্যাশনটাকে ধরে রাখতে চাইছেন। এটাই প্রাথমিক পরিকল্পনা।

]]>