sirajganj – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 01 Oct 2021 06:03:23 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png sirajganj – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: ‘তালিবানি ফতোয়া’ দেওয়া শিক্ষিকা বরখাস্ত, বন্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় https://ekolkata24.com/uncategorized/rabindra-university-have-suspended-teacher-farhana-for-forcefully-cutting-the-hair Fri, 01 Oct 2021 06:03:23 +0000 https://www.ekolkata24.com/?p=6179 নিউজ ডেস্ক: শিক্ষিকার তালিবানি ফতোয়ার কারণে প্রবল বিতর্ক ও বিক্ষোভের মুখে অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে সমস্ত পরীক্ষা। একাধিক ছাত্রের চুল কেটে দেওয়ায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখন প্রবল বিতর্কের কেন্দ্রে। এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগ, তিনি বহু ছাত্রের মাথার চুল কাটছিলেন। ব্যক্তিগত ফরমান জারি করেন কারোর বড় চুল রাখা যাবে না।

রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্রদের অনেককেই তাঁর সামনে মাথা মুড়িয়ে দেওয়া হয়। এক ছাত্র তীব্র অভিমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এখনও চিকিৎসাধীন। বহু ছাত্র বিশ্ববিদ্যালয় ত্যাগ করে বাড়ি চলে যায়।

অভিযোগ, শিক্ষিকা ফারহানা ইয়াসমিন গুন্ডা ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দেন। পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। এর জেরে বিক্ষোভ চরমে ওঠে। পুরো বাংলাদেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণ পায় শিক্ষিকা ফারহানা দোষী। তাঁকে সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।

ছাত্রদের আরও অভিযোগ, ওই শিক্ষিকা যখন তখন গায়ে হাত দিয়ে কথা বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

]]>
Bangladesh: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘তালিবানি কায়দায়’ ছাত্রদের চুল কাটছেন শিক্ষিকা https://ekolkata24.com/uncategorized/teacher-applied-taliban-rule-in-rabindra-university-of-bangladesh Mon, 27 Sep 2021 16:54:26 +0000 https://www.ekolkata24.com/?p=5763 নিউজ ডেস্ক: শিক্ষিকের খামখেয়ালিপনা এমনই যে পড়ুয়ারা আতঙ্কিত। একটু বড় চুল দেখলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকে কাঁচি নিয়ে তাড়া করছেন। অন্তত ১৬ জন পড়ুয়ার মাথা কামাতে বাধ্য করেছেন অভিযুক্ত শিক্ষিকা। এমনই অবস্থা বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের।

অভিযোগ, সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘তালিবানি কায়দা’ আরোপ করেছেন শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রক্টর। রবিবার প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার আগেই ছাত্রদের চুলে হামলা করেন প্রক্টর ফারহানা ইয়াসমিন।

পরীক্ষা হলে ঢোকার আগেই ছাত্রদের চুল কাটতে থাকেন ফারহানা ইয়াসমিন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী প্রক্টর রাজিব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুনি। তারা প্রতিবাদ না করে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ।

ঘটনার জেরে ছাত্ররা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত করেন। আরও অভিযোগ, ওই শিক্ষক ও তার ভাড়াটিয়া গুণ্ডারা পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ও সবাইকে অকথ্য ভাষায় গালাগালি করে। এর পরেই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে। পুরো ঘটনাটি সোশ্যাল সাইটে তীব্র বিতর্ক তৈরি করেছে।

শিক্ষিকা ফারহানা ইয়াসমিন মাঝে মধ্যেই ছাত্রদের গায়ে হাত দিয়ে কথা বলেন। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনেই তিনি যখন তখন গায়ে হাত দেন বলেও অভিযোগ।

]]>