snake – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 07 Oct 2021 05:48:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png snake – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 King Cobra: তেড়ে এলো শঙ্খচূড়, অবলীলায় গলায় ঝোলালেন, তারপর…! https://ekolkata24.com/uncategorized/old-man-died-after-being-bitten-by-the-king-cobra-in-silchar Thu, 07 Oct 2021 04:26:58 +0000 https://www.ekolkata24.com/?p=6817 নি়উজ ডেস্ক: একেবারে পোষা বেড়ালের মতো আদর করছিলেন। ভয়াল শঙ্খচূড়ের (King Cobra) মুখটা কিন্তু হাতে চাপা ছিল। আর বিরাট সাপটা গলা থেকে পুরো পেঁচিয়ে নিয়েছিল। শঙ্খচূড়ের মারাত্মক দেহের চাপ সামলেই দিব্বি খেলা দেখাচ্ছিলেন অসমের (Assam) কাছাড় জেলার বাসিন্দা রঘুনন্দন ভূমজি।

সে মারাত্মক খেলা। কাছাড় (Chachar)জেলার বিষ্ণুপুর গ্রামবাসীরা দেখেছেন নিজের চেখে। শঙ্খচূড় ও রঘুনন্দনের প্যাঁচ। তাদেরই মোবাইলে বন্দি হয়েছে বিরাট এই শঙ্খচূড় ধরার দৃশ্য। তবে একটু ভুলের জন্য আর বাঁচলেন না রঘুনন্দন ভূমজি। তাঁকে ছোবল মারল ওই সাপ।

এলাকাবাসী জানাচ্ছেন, শিলচর (Silchar) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রঘুনন্দন ভূমজিকে মৃত বলে ঘোষণা করেন। বিরাট শঙ্খচূড় সাপটির আতঙ্ক ছাড়ায় এই এলাকায়। খবর পেয়ে আসে বনবিভাগ কর্মীরা। তারা ওই সাপটি ধরেছেন। জানা গিয়েছে বিষ গেলে নিয়ে সাপটিকে দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

যেভাবে রঘুনন্দন ভূমজি ওই শঙ্খচূড় ধরেছিলেন তা দেখেই শিহরিত হন এলাকাবাসী। কিন্তু সাপ ধরার নেশায় মত্ত রঘুননন্দনের একটু অসতর্কতা ডেকে আনল মৃত্যু।

]]>
Viral Video: হাতে সাপ জড়িয়ে ঠোঁটে চুমু খেয়ে ভাইরাল তরুণী https://ekolkata24.com/offbeat-news/viral-video-girl-wearing-snake-in-fingures-shocking-video Wed, 04 Aug 2021 16:56:40 +0000 https://www.ekolkata24.com/?p=1858 নিউজ ডেস্ক: কেউ কেউ ছোট পোকামাকড় দেখেও ভয় পায়৷ আবার কেউ বাচ্চাদের মতো সাপ নিয়ে খেলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও আছে৷ যাতে দেখা যায়, মানুষকে সাপের সঙ্গে খেলতে৷ এই ভিডিওগুলি দেখার পর সাধারণ মানুষ ঘাবড়ে যায়। সম্প্রতি, একটি মেয়ের এমন অদ্ভুত ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, সে তার আঙ্গুলে সাপে জড়িয়ে আছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে৷ যেখানে মেয়েটির হাত সবুজ রঙের একটি সাপ জড়িয়ে আছে৷ মেয়েটি সাপের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছে। দুজনেই খুব মজা করছে। পুরো ভিডিও মেয়েটির মুখ এক মুহূর্তের জন্যও দেখা যায় না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Snakes Mania (@snakes.mania)

এই ভিডিওতে মেয়েটির সাহস দেখে মানুষ অবাক। সাপটি শুধু আঙুলে মোড়ানো নয়, মেয়েটি ঠোঁটে সাপের মুখ চুমু দিয়ে সবাইকে অবাক করে। পুরো ভিডিও জুড়ে মেয়েটি এক সেকেন্ডের জন্যও আতঙ্কিত হয়নি এবং আনন্দের সঙ্গে সাপের সাথে খেলতে থাকে।

এই ভিডিওটি এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছে৷ তাতেই ভাইরাল হয়েছে ভিডিওটি। মেয়ে এবং সাপের এমন অসাধারণ বন্ধন দেখে সবাই অবাক। কেউই তাদের চোখকে কেউ বিশ্বাস করতে পারছে না।

]]>