Social Media Post – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 11 Jul 2021 12:49:16 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Social Media Post – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ঘরের দরজা বন্ধ হতেই একেবারে পাল্টে গেলেন কোয়েল, দেখে হতবাক ভক্তমহল https://ekolkata24.com/entertainment/look-change-of-bengali-actress-koel-mallick Sun, 11 Jul 2021 12:49:16 +0000 https://ekolkata24x7.com/?p=646 প্রথমে হাত নেড়ে সঙ্গে আসার জন্য ইশারা করলেন কোয়েল। তারপর ধীরে ধীরে একটি ঘরের দিকে এগিয়ে গেলেন। তার চোখে-মুখে যেন আলাদাই এক উচ্ছ্বাস। সেই ঘরে ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দিলেন অভিনেত্রী। এরপরই সব বদলে গেলো। কোয়েলকে এভাবে দেখে হতবাক তার ফ্যান থেকে সকলেই। দ্রুত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লো সেই ভিডিও।

টলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী তিনি। একাধিক বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। জিৎ এবং দেবের সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সকলকে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু অন্য ধারার সিনেমাও করেছেন। গোয়েন্দা মিতিনি মাসি এবং রক্তরহস্যের স্বর্ণজা ছবিতে কোয়েল তার অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তবে মা হওয়ার পর এখন কাজে কিছুটা বিরতি নিয়েছেন। আপাতত ছেলের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

koel mallick

সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কোয়েল। নিয়মিত ছবি পোস্ট করেন তিনি। কখনও কাজের ছবি আবার কখনও বেড়াতে যাওয়ার ছবি। নেটমাধ্যমে পোস্টগুলি ভালো সাড়াও পায়। তবে হঠাৎ এমন একটি ভিডিও পোস্ট করলেন যা নিমেষে ভাইরাল হয়েছে। ঘরের দরজা বন্ধ করার পর সকলেই চরম উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল এরপর কী হবে তা দেখার জন্য। অভিনেত্রী নিজেই তা প্রকাশ করলেন। ঘরের ভিতরে চলছে তাঁর মেকআপ। এরপরই সম্পূর্ণ বদলে গেলেন কোয়েল। মেকআপ শেষে নতুন ড্রেসে এক কথায় অতুলনীয় সুন্দর লাগছে কোয়েলকে। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

]]>