soldier – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 05:56:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png soldier – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 সেনাবাহিনীর সামাজিক লাইফ ‘কাটছাঁটে’র ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রকের https://ekolkata24.com/uncategorized/now-the-defence-force-to-create-guidelines-for-soldiers-on-social-media Sun, 09 Jan 2022 05:53:17 +0000 https://ekolkata24.com/?p=18508 বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেনাবাহিনীর গতিবিধির ওপর নজর রাখতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) সোশ্যাল মিডিয়ায় সৈন্যদের জন্য আচরণবিধির ওপর নজর রাখার জন্য প্রস্তত হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রক সৈন্যদের জন্য সামাজিক প্রচার মাধ্যমের নির্দেশিকা নির্ধারণের জন্য সামরিক ও সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞদের নিয়ে একটি “টাস্ক ফোর্স” গঠন করা হয়। মেজর জেনারেল ইয়ানিভ আসোর-এর অনুরোধের ভিত্তিতে মাত্র ২ মাসের মধ্যে এই টাস্ক ফোর্সটি গঠন করা হয়। এই দলে বেশ কয়েকজন আইডিএফ জেনারেল রয়েছেন। এই রিপোর্টে আরও বলা হয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় কর্তব্যরত কর্মীদের জন্য নিয়ম নির্ধারণের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে, আইডিএফ সৈন্যদের তাদের ইউনিফর্ম সহ সামরিক সাইট এবং ঘাঁটিসহ তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে নিষেধ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, সেনাবাহিনীর একাংশ এখনও এই বিষয়ে কিছু জানেন না।

এছাড়া আইডিএফ ডিজিটাল স্পেসে তার কর্মীদের জন্য নতুন নিয়ম নির্ধারণের কাজ শুরু করায় নতুন নিয়মের সময়সীমা সম্পর্কে এখনও কিছু তেমন স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় সেনা জওয়ানদের বেশি ‘অ্যাক্টিভিটি’ দেশের প্রতিরক্ষাবাহিনীর ক্ষেত্রে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে? উল্লেখিত এই রিপোর্টে দাবি করা হয়েছে যে নতুন নিয়মগুলি সৈন্যদের স্বাধীনতা হ্রাস করার উদ্দেশ্যে নয়। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রমকে সুশৃঙ্খল করার জন্য ডিজাইন করা হবে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা দফতর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ শুরু করেছে যাতে বর্তমানে প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগের পাশাপাশি নতুন পরিকল্পনা প্রণয়ন করা যায়।

]]>
Helicopter Crash: কপ্টার দুর্ঘটনায় মৃত ৬ জওয়ানের দেহ আজই পাবে পরিবার https://ekolkata24.com/uncategorized/family-will-get-the-body-of-the-soldier-who-died-in-the-helicopter-crash Sat, 11 Dec 2021 09:00:19 +0000 https://ekolkata24.com/?p=14430 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বুধবার তামিলনাড়ু কুন্নুরে (kunnur in tamilnadu) কপ্টার ভেঙে (helicopter crash) প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। ইতিমধ্যেই শুক্রবার সেনা সর্বাধিনায়ক (cds) বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (bipin rawat and his wife madhulika rawat) এবং রাওয়াতের উপদেষ্টা লখবিন্দর সিং লিড্ডার (lakhbinder sing lidder) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো আরও ছয় সেনাকর্মীর দেহ শনিবার সন্ধ্যা নাগাদ তাঁদের বাড়ি পৌছাবে বলে সেনা সূত্রে খবর।

কপ্টার দুর্ঘটনায় প্রত্যেকটি দেহ আগুনে এতটাই ঝলসে গিয়েছে যে, তাঁদের সনাক্ত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি দেহই রাখাছিল দিল্লির সেনা হাসপাতালে। মৃতদের পরিবারকে সনাক্ত করার জন্য অনুরোধ করা হয়েছিল। শেষ পর্যন্ত মৃতদের মধ্যে ছয় জনের নিকটত্মীয়রা নিজেদের স্বজনের দেহ সনাক্ত করেছেন। যাদের সনাক্ত করা গিয়েছে শনিবার তাদের দেহ পরিবারের কাছে পাঠাবে সরকার।

যে ছয়জনকে তাঁদের আত্মীয়রা সনাক্ত করেছেন তাঁরা হলেন ল্যান্স নায়েক বিবেক কুমার ও বি সাই তেজা , জুনিয়র ওয়ারেন্ট অফিসার প্রদীপ ও রানাপ্রতাপ দাস, উইং কমান্ডার পি এস চৌহান, এবং স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেহগুলি পাঠানোর আগে সেনা হাসপাতালেই তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারপর কফিনবন্দি সেনা জওয়ানদের দেহ বাড়ির তাঁদের বাড়ির নিকটবর্তী বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকেই বাহিনীর সদস্যরাই বাড়িতে পৌঁছে দেবেন দেহ।

ইতিমধ্যেই মৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কী কারণে কপ্টার ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হোক। কারণ রাশিয়ার এই এমআই১৭-ভি ৫ হেলিকপ্টার অত্যন্ত উন্নতমানের। এধরনের একটি হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় সকলেই বিস্ময় প্রকাশ করেছেন। বায়ুসেনার পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ভেঙে পড়া কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। যা থেকে এই দুর্ঘটনার কারণ সহজেই জানা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

]]>
Kashmir: উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ এক সেনা কর্তা ও জওয়ান https://ekolkata24.com/uncategorized/army-militant-clashes-in-kashmir-again-martyred-an-army-officer-and-a-soldie Fri, 15 Oct 2021 07:50:18 +0000 https://www.ekolkata24.com/?p=7688 নিউজ ডেস্ক, শ্রীনগর: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হলেন এক সেনাকর্তা এবং এক জওয়ান। বৃহস্পতিবার রাতে পুঞ্চ জেলায় এই সংঘর্ষ হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বেশ বেড়েছে। পাঁচদিন আগেই জঙ্গিদের গুলিতে এক শীর্ষ সেনাকর্তা-সহ ৫ জওয়ান শহিদ হয়েছিলেন। এক সপ্তাহের মধ্যেই ফের একই ঘটনা ঘটল।

কাশ্মীরের বেড়ে চলা জঙ্গি কার্যকলাপের কারণে রাজ্য জুড়ে চলছে চিরুনি তল্লাশি। এই তল্লাশি অভিযান চালানোর সময় বৃহস্পতিবার রাতে পুঞ্চ-রাজৌরি জঙ্গলে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পুঞ্চ জেলার মেনধার মহকুমার নারখাস জঙ্গলে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনীর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়।

কিন্তু রাতের অন্ধকারে জঙ্গিদের দিক থেকে ছুটে আসা গুলিতে এক সেনা কর্তা ও এক জওয়ান গুরুতর জখম হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। কাশ্মীরকে আরও সুরক্ষিত রাখতে মোদি সরকার ভূস্বর্গের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেয়। কিন্তু মোদি সরকারের ওই সিদ্ধান্তে কাশ্মীরে সুরক্ষা তো দূরের কথা বরং জঙ্গি কার্যকলাপ আরও বেড়েছে। মোদি সরকারের ওই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটাই যেন প্রমাণ করতে চাইছে জঙ্গিরা।

উল্লেখ্য, ১০ অক্টোবর পুঞ্চ জেলাতেই জঙ্গিদের গুলিতে এক সেনা আধিকারিক -সহ ৫ জওয়ান শহিদ হয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই জুম্মু-পুঞ্চ জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের সন্ধানে গোটা কাশ্মীর জুড়ে চলছে জোরদার তল্লাশি। সেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে বৃহস্পতিবার দু’জনকে প্রাণ হারাতে হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে, কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তার পিছনে রয়েছে পাকিস্তান। পাকিস্তান তালিবানকে সমর্থন করে জঙ্গিদের উৎসাহ জুগিয়ে চলেছে। এমনকী, তালিবানের সাহায্য নিয়ে পাকিস্তান কাশ্মীরে নাশকতা চালাতে চাইছে।

পাকিস্তানের দাবি, কাশ্মীরের মানুষ কষ্ট রয়েছে। তাদের উদ্ধার করতে হবে। সে কারণেই তারা জঙ্গিদের সাহায্য নিচ্ছে। তবে কাশ্মীর নিয়ে পাকিস্তানের এই ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই পাকিস্তানকে হুমকি দিয়েছেন, তারা ছায়াযুদ্ধ চালানো বন্ধ না করলে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যতই হুমকি দিক না কেন, পাকিস্তান সেই আগের জায়গাতেই রয়ে গিয়েছে। তারা দেশের সাধারণ মানুষের উন্নয়নের দিকে নজর না দিয়ে জঙ্গিদের মদত জুগিয়ে চলেছে। জঙ্গিদের অর্থ-সহ সব ধরনের সাহায্য করছে। এই কাজ করতে গিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় ইসলামাবাদ একঘরে হয়ে পড়লেও তাদের যেন কোনও মাথাব্যথা নেই। পাকিস্তানের একটাই লক্ষ্য, কাশ্মীর তথা ভারতে অস্থিরতা তৈরি করা।

সম্প্রতি তাদের এই কাজে দোসর হয়েছে চিন ও তালিবান। বেজিং সরকার নিয়মিত লাদাখ, অরুণাচল প্রদেশের মত সীমান্তবর্তী রাজ্যগুলিতে আগ্রাসন চালানোর চেষ্টা করছে। ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চিনের বিবাদ রয়েছে। দু’দেশের ১৩টি বৈঠকের পরেও এখনও মেটেনি সীমান্ত সমস্যা। ভারতের কোন প্রস্তাবই মানতে রাজি নয় বেজিং। তাই ভারতকে বিপাকে ফেলতেই চিন, পাকিস্তান ও তালিবান এই তিন মিত্রশক্তি একযোগে উঠে-পড়ে লেগেছে। তারই ফলশ্রুতিতে কাশ্মীরে বেড়েছে জঙ্গিদের সক্রিয়তা।

]]>