son – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 05 Nov 2021 16:10:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png son – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Puducherry: বাজি কিনে ফেরার পথে তীব্র বিস্ফোরণে মৃত্যু বাবা ও ছেলের https://ekolkata24.com/uncategorized/father-son-dead-on-spot-as-firecracker-laden-scooter-bursts-into-flames-in-puducherry Fri, 05 Nov 2021 16:10:54 +0000 https://www.ekolkata24.com/?p=10407 News Desk: সকাল থেকেই বাবার কাছে ছেলের আবদার ছিল দীপাবলি উপলক্ষে বাজি কিনে দিতে হবে। ছেলে প্রদীপের আবদার মেটাতে কালাইনেসান নামে ওই ব্যক্তি ছেলেকে সঙ্গে নিয়ে কিনতে গিয়েছিলেন বাজি। কেনাকাটার পর স্কুটারে করে ছেলেকে নিয়েই বাড়ি ফিরছিলেন বাবা। হঠাৎই ব্যাগ ভর্তি সেই বাজিতে ঘটল বিস্ফোরণ। বাজির আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পুদুচেরিতে (Puduchery)।

পুলিশ জানিয়েছে, পুদুচেরির আরিয়ানকুপ্পামের বাসিন্দা কালাইনেসান (Kalainasan)। দীপাবলির জন্য শুক্রবার দুপুরে ছেলে প্রদীপকে (Pradip) সঙ্গে নিয়ে বাজি কিনতে গিয়েছিলেন কালাইনেসান। কেনাকাটার পর বাবা ও ছেলে স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পুদুচেরি-ভেল্লিপুরম (Vellipuram) সীমান্তের কাছে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, হঠাৎই বিস্ফোরণে স্কুটারটি রাস্তা থেকে বেশ কয়েক ফুট লাফিয়ে ওঠে। বিস্ফোরণের অভিঘাতে পাশ দিয়ে চলা আরেকটি স্কুটারও ছিটকে যায়। বিস্ফোরণের পরই গোটা এলাকাটি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়।

পুলিশ জানিয়েছে, কালাইনেসান বাজি ভর্তি দুটি ব্যাগ স্কুটারের সামনে রেখেছিলেন। বাজির ব্যাগের উপরে বসিয়ে দিয়েছিলেন ছেলে প্রদীপকে। পুলিশের অনুমান, বাজিতে বাজিতে ঘষা লেগেই বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যু হওয়ার পাশাপাশি পাশ দিয়ে যাওয়া আরো তিনজন পথচারী জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা দিয়ে চলা একটি লরি ও আরও দুটি মোটর বাইক। আহত তিনজনকে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষেই কালাইনেসানের স্ত্রী এদিন সকালে বাপের বাড়িতে গিয়েছিলেন। তাই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাজি কিনতে বেরিয়েছিলেন কালাইনেসান। এদিনের ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালাইনেসানের স্ত্রী। বিস্ফোরণে স্বামী ও ছেলেকে হারিয়ে ঘনঘন মূর্ছা যাচ্ছেন তিনি। আপাতদৃষ্টিতে বাজিতে বাজিতে ঘষা লেগে বিস্ফোরণ হলেও পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

]]>
Lakhimpur kheri: কেন্দ্রীয় মন্ত্রী-পুত্র আশিসকে পুলিশি হেফাজতে না নেওয়ায় উঠছে প্রশ্ন https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-the-question-is-why-the-union-ministers-son-ashish-was-not-taken-into-police-custody Sun, 10 Oct 2021 14:48:43 +0000 https://www.ekolkata24.com/?p=7180 নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর লখিমপুর খেরি (Lakhimpur kheri) কাণ্ডে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন আশিস। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনার প্রেক্ষিতে আইনজীবী মহল প্রশ্ন তুলেছেন, কেন খুনের মামলায় অভিযুক্ত আশিসকে পুলিশি হেফাজতে নেওয়া হল না।

এই ঘটনার তদন্তে নিশ্চিতভাবেই আশিসকে আরও জেরা করা প্রয়োজন ছিল। কিন্তু পুলিশি হেফাজতে না নিয়ে কেন তাঁকে প্রথমেই জেল হেফাজতে পাঠানো হল। শুধু তাই নয়, জেলের ভিতরে আশিসের জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে খুনের ঘটনায় অভিযুক্ত একজন বন্দি বিশেষ সুবিধা পাবে। এর একমাত্র কারণ আশিস বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। বাবা ও ছেলে দুজনেই প্রভাবশালী ব্যক্তি। অনেকেই নাম গোপন করে বলেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলী হেলনেই চলছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ও পুলিশ। সে কারণেই আশিসকে সরাসরি জেল হেফাজতে পাঠানো হল।

লখিমপুরে ৪ কৃষককে খুনে অভিযুক্ত আশিসকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। শনিবার টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আশিসকে। এদিন তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। জিজ্ঞাসাবাদে সময় পুলিশের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করেন মন্ত্রী পুত্র। তার পরেও কেন আশিসকে পুলিশ হেফাজতে না দিয়ে সরাসরি জেল হেফাজতে পাঠানো হলো তা নিয়েই প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আশিস তাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না। যদিও তার পরেও পুলিশের তরফে আদালতে আশিসকে হেফাজতে নেওয়ার দাবি তোলা হয়নি। বিরোধীদের অভিযোগ, বেজেপি নেতা তথা মন্ত্রীপুত্র বলেই আদালতে নিজেদের দায় ঝেড়ে ফেলতে তৎপর ছিল যোগীর পুলিশ। যার জেরেই পুলিশি হেফাজতের পরিবর্তে জেল হেফাজত হয়েছে আশিসের।

লখিমপুরের ঘটনা নিয়ে প্রথম থেকেই যোগী সরকারকে নিশানা করছেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও এই ঘটনায় মোটেই খুশি নন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। পুরোটাই লোকদেখানো বলে দাবি করেছেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ, মন্ত্রী ও তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন যোগী। জনগণের ফোরাম থেকে মন্ত্রীকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী লখনউ এসেছিলেন উত্তরপ্রদেশের পারফরম্যান্স এবং আজাদি কি অমৃত মহোৎসব দেখতে। কিন্তু, উনি লখিমপুর খেরির নিহতদের পরিবারের কষ্ট ভাগ করে নিতেন এলেন না। বরং প্রধানমন্ত্রী আন্দোলনকারী কৃষকদের জঙ্গি বলেছেন। যোগীজি তাঁদের গুণ্ডা বলেছেন। কৃষকদের হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। উত্তরপ্রদেশের যোগী সরকার সর্বোতভাবে আড়াল করছে অভিযুক্তদের।’

]]>
যশের ছেলেকে আদরে ভরিয়ে দিলেন নুসরত! https://ekolkata24.com/entertainment/nusrat-caressed-yashs-son Thu, 22 Jul 2021 17:09:42 +0000 https://www.ekolkata24.com/?p=1182 বায়োস্কোপ ডেস্ক: এই মুহূর্তে পেজ থ্রিতে হটকেক হলেন অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। অভিনেত্রীর বেবি বাম্পের ছবি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তার হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা। তবে একটাই প্রশ্ন আছে অভিনেত্রীর আগত শিশুর পিতৃপরিচয় কী? যশ না নিখিল কে এই শিশুর বাবা? নিখিল নিজেই এই আগত শিশুর বাবা নন তিনি স্পষ্ট ভাষায় জানান।

টলিপাড়াতে নতুন গুঞ্জন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে একই ছাদের তলায় থাকতে শুরু করেছেন যশরত। নিজেদের মুখে সেই বিষয়ে কেউ কোনো কথা না বললেও সেই ইঙ্গি পাওয়া যাচ্ছে তাঁদের ইন্সটাগ্রাম খুললে৷ না দুজনেই নিজেদের কোনো ছবি একসাথে দেয়নি। যশের সাথে নুসরতের নেট মাধ্যমে ছবি না পাওয়া গেলেও সম্প্রতি যশের চারপেয়ে সারমেয়র সাথে হামেশাই নতুন নতুন ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে নুসরতকে।

সকলেই জানেন যশ একজন পশুপ্রেমী। তার কাছে এক সন্তান সম সারমেয়। নাম তার হ্যাপি। আর এই হ্যাপির সাথে বেশ হ্যাপি নুসরত। এই সারমেয়র প্রতি ভালোবাসা জাহির করতে দেখা যাচ্ছে নুসরতকে। গত সপ্তাহে হ্যাপির সাথে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল নুসরতকে, আর আবার আরো একবার হ্যাপির সাথে ছবি পোস্ট করলেন নায়িকা। যশের সারমেয়র সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করে নুসরত ক্যাপশনে লিখেছেন, মিষ্টি। সত্যি এই ছবিটা বেশ মিষ্টি।

এই ছবিটিতে দেখা গেল যশের সারমেয় হ্যাপ আদুরে দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরতের দিকে। অন্যদিকে নুসরতের চোখ বন্ধ, সে নিজের থুতনি ঠেকিয়ে আছে হ্যাপির মুখে। ভালোবাসামাখা এই মিষ্টি ছবিটি নিজের ইনস্টাগ্রামের করেছেন নুসরত। শোনা যায় গর্ভবতীদের প্রতি একটু বেশি অনুভূতিশীল হয় সারমেয়রা। আর তাই যেন হ্যাপিকে কাছে পেয়ে খুশি অভিনেত্রী। আরো বেশি করে নুসরতকে ভালোবাসায় ভরিয়ে তুলছে।

]]>