আরও পড়ুন অন্যান্য তারকাদেরও সোনুর মত হওয়া উচিৎ: ফারহা খান
আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন। আয়কর আধিকারিকদের সেই তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুললেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সমস্ত দেশবাসীর আশীর্বাদ সঙ্গে থাকলে কঠিন পথে হাঁটাও সহজ হয়ে যায়।”
“सख्त राहों में भी आसान सफर लगता है,
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है”pic.twitter.com/0HRhnpf0sY
— sonu sood (@SonuSood) September 20, 2021
সোনু লিখেছেন, “তোমার নিজের গল্প সব সময় মুখে বলার প্রয়োজন পড়ে না। কারণ সময় সেটা বলে দেয়। আমি সমস্ত শক্তি এবং হৃদয় দিয়ে দেশবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমার ফাউন্ডেশনের সমস্ত অর্থ আর্তের সাহায্যের জন্য খরচ হয়েছে। অনেক ব্র্যান্ডকেও আমি অনুরোধ করেছি আমার এনডোর্সমেন্ট ফি যেন মানবতার কাজে লাগানো হয়। সাহায্যের হাত যেন বন্ধ না হয়।” এছাড়াও ঞ্জানিয়েছেন, কিছু অতিথি আসায় গত চারদিন ব্যস্ত ছিলেন, এবার আবার ফিরছেন জনসভার কাজে। যদিও ‘অতিথি’ বলতে আয়কর বিভাগের আধিকারিকদের বুঝিয়েছেন কিনা, তা নিয়েও শুরু হয়েছে তরজা।
আরও পড়ুন রাজনীতিতে পা রেখেই পুর-প্রার্থী হচ্ছেন ‘করোনা-হিরো’ সোনু সুদ
প্রসঙ্গত, গত মাসের শেষেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে কংগ্রেস বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় এবং মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে বিশেষ কৌশল নিয়েছে কংগ্রেস। দল রাজ্যের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছে যে নির্বাচনের আগে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, অভিনেতা রিতেশ দেশমুখ, মিলিন্দ সোমন এবং করোনা সময়কালে মানুষকে সাহায্য করার জন্য মন জয় করা অভিনেতা সোনু সুদের নামও মেয়রের জন্য বিবেচনা করা হবে।

ফলে, অনেকেই বলছিলেন অন্যান্য রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়াতেই সোনুর ওপর এই চাপ দিচ্ছে দেশের শাসকদল। যদিও সে কথা অস্বীকার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।
]]>
আরও পড়ুন: Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG!
কংগ্রেস বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় এবং মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে বিশেষ কৌশল নিয়েছে কংগ্রেস। দল রাজ্যের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছে যে নির্বাচনের আগে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, অভিনেতা রিতেশ দেশমুখ, মিলিন্দ সোমন এবং করোনা সময়কালে মানুষকে সাহায্য করার জন্য মন জয় করা অভিনেতা সোনু সুদের নামও মেয়রের জন্য বিবেচনা করা হবে।
যদিও এই তিনজনের কেউই কংগ্রেসের সদস্য নন। ২৫ পৃষ্ঠার প্রস্তাবটি নগর কংগ্রেস সচিব গণেশ যাদব সামনে আনলেও এখনও আনুষ্ঠানিকভাবে দলের নেতাদের কাছে তা উপস্থাপন করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তাবপত্রটি অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির (AICC) মহারাষ্ট্রের ইনচার্জ এইচ কে পাতিলের কাছে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সিনেমা নয় বাস্তব: আবার ‘বিয়ে’ করলেন অভিনেতা প্রকাশ রাজ
এর আগেও সোনু সুদের রাজনীতিতে আসার দাবি উঠেছিল বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রী করার দাবি উঠলেও, সোনু নিজে সাধারণ মানুষ হিসেবেই থাকতে চেয়েছিলেন। নিদের বাড়ির নীচে সোনু মানুষকে গরমে সুস্থ থাকার পানীয় বিতরণ করছিলেন। তখনই পাপারাজ্জিরা তাঁকে জিজ্ঞাসা করেন, “রাখি সাওয়ান্তও আপনাকে প্রধানমন্ত্রী হতে বলছেন। আপনি কী বলবেন?” উত্তরে সোনু জানিয়েছিলেন, “আমি সাধারণ মানুষ হিসেবেই ভালো আছি।” রাজনীতির ময়দান যে তাঁর জায়গা নয়, তাও স্পষ্ট করে দিয়েছিলেন সোনু। এবার সেই মনোভাব বদলে কংগ্রেসের ডাকে বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন কিনা, সেটাই এখন দেখার।
]]>সোনুর সঙ্গে কাজ করে ভীষণ খুশি হয়েছেন ফারহা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহা জানান, সোনু একেবারেই বদলায়নি। একেবারে আগের মতোই ররেছেন। সোনুর সঙ্গে কাজ করতে ফারহার কোনও অসুবিধাই হয়নি। জঙ্গলে শুটিং-এর সময় সোনু ভ্যানেটি ভ্যান দাবি করেননি, বরং গাছের পিছনে গিয়ে জামা বদলে নিয়েছে বলে জানান ফারহা। সোনু সম্মন্ধে ফারহার ধারণা সোনু খুবই বুদ্ধিমান। তাঁর সঙ্গে বেশ হাসি-মজা করে কাজ করা যায় বলে মন্তব্য করেন ফারহা খান।
অতিমারি পরিস্থিতিতে যেভাবে সোনু সুদকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য কাজ করতে দেখা গেছে তা সত্যি নজিরবিহীন ঘটনা। বর্তমানে এই বলিউড তারকাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। মানুষের পাশে দারানর পাশাপাশি সোনু শুটিং ফ্লোরেও খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করেন। ফারহা আরও জানান, ঘুতিং চলাকালীন সোনু কখনও দোকানে গেছেন, কখনও পেট্রোল পাম্প উদ্ধোধনে গেছেন আবার কখনও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও দেখা করেছেন। ‘আমার মতে অন্যান্য তারকা
]]>আরও পড়ুন বিজয়ীর মেডেল হিসাবে সোনা নয়, মানুষের মাথা দিত এই আদিবাসী গোষ্ঠী
করোনাকালে যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি, তাতে কার্যত অভিভূত হয়ে গিয়েছিল গোটা দেশ। শুধু পরিযায়ী শ্রমিকই নয়, সাধারণ মানুষের যে কোনও সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি। বলিউডের নামকরা ভিলেন থেকে হয়ে উঠেছিলেন বাস্তবের হিরো। এবার তাকে জানানো হল বিরল সম্মান। রাশিয়ায় আয়োজিত Special Olympics-এ তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হল তাকে।

২০২২ সালের জানুয়ারি মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস। ১৯৬৮ সাল থেকে প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হয় স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস। বিশেষভাবে সক্ষম মানুষেরা অংশ নিতে পারেন এই অলিম্পিকে। সেই গেমসেই ভারতের মুখ হলেন তিনি।
Feeling proud today as I'm chosen to be the Brand Ambassador for India at the #SpecialOlympics going to be held in Russia! I'm sure our champions will make us proud and I wish them all the best!
Jai Hind
pic.twitter.com/9MxfE3UDSP
— sonu sood (@SonuSood) August 2, 2021
এই সুযোগ পেয়ে আপ্লুত অভিনেতার ফ্যানেরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাদের হিরোকে। সোনুও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এরকম একটা সুযোগ পেয়ে সত্যিই গর্ব হচ্ছে। বিদেশের মাটিতে নিজের ট্যালেন্টকে
প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি, দেশের খেলোয়াড়েরা রাশিয়ার মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবেন।’
বচ্চন পরিবারের প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন সোনু। ‘বুঢঢা হোগা তেরা বাপ’ ছিবতে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনের সঙ্গেই অভিনয় করেন সোনু। এক সাক্ষাৎকারে সোনু বলেন, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। ওই ছবিতে সোনু বিগ-বির ছেলের চরিত্রে অভিনয় করেন। তিনি আরও বলেন, অমিতাভ জির সঙ্গে সোনুর প্রথম সিন ছিল তাঁকে ধাক্কা মারা। সেই সময় সোনু পরিচালকে বলেন যাকে দেখে বড় হয়েছি, তাঁকে কীভাবে ধাক্কা দেব। অন্যদিকে যোধা আকবর সিনেমায় ঐশ্বর্যের সঙ্গে অভিনয় করতে দেখা যায় সোনুকে। সেই সময় থেকেই নাকি তাঁদের মধ্যে অন্য সম্পর্ক তৈরি হয়।
যোধা আকবর সিনেমায় সোনুকে ঐশ্বর্যের ভাইয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনু জানান, ছবিতে একটি সিনে অভিনয় করার সময় ঐশ্বর্য সোনুকে জানান, ‘তুমি আমাকে আমার ভাইয়ের কথা মনে করিয়ে দাও’। তারপর থেকেই ঐশ্বর্য সোনুকে ‘ভাই সাহাব’ বলে ডাকেন। এছাড়াও ওই সাক্ষাৎকারে সোনু ঐশ্বর্য সম্বন্ধে আরও জানান, ঐশ্বর্য প্রথমে খুবই মার্জিত ব্যবহার করেন। জানাশোনা বেড়ে গেলে তারপর মিশতে শুরু করেন। যোধা আকবরের সেট থেকে শুরু করে আজ পর্যন্ত ঐশ্বর্য আমাকে দেখলে ‘ভাই সাহাব’ বলেন ডাকেন।
]]>