sources – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 12 Nov 2021 20:26:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png sources – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 আঞ্চলিক দলগুলির আয়ের ৫৫ শতাংশ এসেছে অজানা উৎস থেকে: রিপোর্ট https://ekolkata24.com/uncategorized/55-of-regional-parties-income-comes-from-unknown-sources-report Fri, 12 Nov 2021 17:56:29 +0000 https://ekolkata24.com/?p=11092 নিউজ ডেস্ক: ২০১৯-২০ অর্থবর্ষে দেশের ২৫টি আঞ্চলিক রাজনৈতিক (regional political party) দল ৮০৩.২৪ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। সংগ্রহীত টাকার মধ্যে ৪৪৫.৭ কোটি টাকা এসেছে অজানা কোনও উৎস থেকে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর (adr report) রিপোর্টে।

ওই রিপোর্টে বলা হয়েছে, আঞ্চলিক দলগুলির নির্বাচনী বন্ডের প্রায় ৯৫ শতাংশ অনুদানের উৎস অজানা। ওই রিপোর্টে বলা হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে ২৫টি আঞ্চলিক দল নির্বাচনের মাধ্যমে অজানা উৎস থেকে ৪৪৫.৭ কোটি টাকা পেয়েছে। শুধুমাত্র নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি সংগ্রহ করেছে ৪২৬.২৩৩ কোটি টাকা। শতাংশের হিসেবে দেখলে আঞ্চলিক দলগুলির ৯৫.৬ ১ শতাংশ টাকা এসেছে অজানা উৎস থেকে। ওই অর্থ বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে মাত্র ৪.৯৭ শতাংশ টাকা এসেছে স্বচ্ছ অনুদানের মাধ্যমে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দেশের জাতীয় রাজনৈতিক দলগুলি ২০১৯-২০ অর্থবর্ষে যে আয় করেছে তার মধ্যে ৭০.৯৮ শতাংশ টাকা এসেছে অজানা উৎস থেকে।

অজানা উৎস থেকে সর্বাধিক আয় করেছে দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল। এই সমস্ত দলগুলির মধ্যে রয়েছে ডিএমকে (dmk), জেডিএস (jds), টিডিপি (tdp), টিআরএস(trs), এমনকী ওড়িশার শাসকদল বিজেডিও (bjd) রয়েছে। অজানা উৎস থেকে সবচেয়ে বেশি টাকা সংগ্রহ করেছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। তারা অজানা উৎস থেকে ৮৯.১৫৮ কোটি টাকা পেয়েছে। টাকা প্রাপ্তির নিরিখে পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বিজেডি এবং ডিএমকে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে ২৩টি আঞ্চলিক রাজনৈতিক দলের সংগৃহীত অনুদানের ৫৪.২ শতাংশ অর্থ এসেছিল অজানা উৎস থেকে। অর্থাৎ ২০১৯-২০, অর্থবর্ষে অজানা উৎস থেকে আয় কিছুটা বেড়েছে।

একই সঙ্গে ওই রিপোর্টে এডিআর-এর পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, রাজনৈতিক দলগুলির সব ধরনের অর্থ সংগ্রহের বিষয়টি যেন আয়কর দফতরকে জানানো হয়। অডিট রিপোর্টে এ ব্যাপারে সুস্পষ্টভাবে দাতাদের নাম উল্লেখ করতে হবে।

]]>