SPD – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 29 Sep 2021 04:44:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png SPD – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Germany: তীব্র জোট জট, হারলেও মার্কেলের দলের সামনে সুযোগ https://ekolkata24.com/uncategorized/hung-parliament-condition-in-germany Tue, 28 Sep 2021 06:36:52 +0000 https://www.ekolkata24.com/?p=5826 নিউজ ডেস্ক: ভোটে জিতেও কি বামেরা গড়তে পারবে জার্মানির (Germany) সরকার ? একা সরকার গড়ার পর্যাপ্ত আসন না পাওয়ায় শরিক জোটাতে ব্যাস্ত এসপিডি দল ভোট প্রাপ্তির পরিসংখ্যান বলে দিচ্ছে জার্মানির জাতীয় নির্বাচনে কারোর পক্ষে একা সরকার গঠন করা সম্ভব নয়। বিদায়ী চ্যান্সেলর তথা রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ পরাজিত হলেও জোট করে সরকার গড়তে পারে যে কোনও সময়।

নির্বাচনে চমকপ্রদ উত্থান গ্রিন পার্টির। পরিবেশ রক্ষার নীতি নিয়ে শিল্পোন্নত দেশ জার্মানিতে হই হই ফেলে দিয়েছে গ্রিন দল। যে দল সরকার গড়তে চায় তাদের সামনে গ্রিন দলের থেকে নির্ভরযোগ্য কেউ নেই।

তবে চ্যান্সেলর অ্যাঞ্জেলা বিদায় নিচ্ছেন। তিনি অবসরে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানি দু ভাগে ভাগ হয়েছিল। পরে একীকরণ হয়।হিটলারের নাৎসি জমামার পরে জার্মানির যে দুজন চ্যান্সেলর টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন সেই দুজন হলেন হেলমুট কোল ও অ্যাঞ্জেলা মার্কেল।

hung Parliament condition in germany

গত দেড় দশক অ্যাঞ্জেলা মার্কেল বিশ্ব জুড়ে প্রবল আলোচিত। তাঁর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্র বারবার সমস্যামুক্ত হয়েছে। মার্কেল হয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তাঁর বিদায়ের পর সেই শূন্যস্থান পূরণ কে করবেন তাও তীব্র আলোচিত। তবে এর থেকেও জটিলতর হয়ে গেছে জার্মানির সরকার গঠন।

ভোটের অংক বলে দিচ্ছে যে জিতেছে যে হেরেছে তা এখন আর ধর্তব্য নয়। জোটের সমীকরণ পরিস্থিতি বগলে দেবে যে কোনও সময়।

]]>
অ্যাঞ্জেলার ‘স্বেচ্ছা’ বিদায়, বাম দখলে যাওয়ার সম্ভাবনা জার্মানির https://ekolkata24.com/uncategorized/center-left-spd-party-progress-shows-in-pree-poll-servey-in-germany Wed, 22 Sep 2021 06:52:36 +0000 https://www.ekolkata24.com/?p=5257 নিউজ ডেস্ক: রাশিয়ায় কমিউনিস্ট পার্টি এবার জনসমর্থন ও সেদেশের সংসদ ‘ডুমা’ তে নিজেদের আসন বাড়িয়ে নিলেও বিরোধী আসনেই থাকল। পূর্বতন সোভিয়েতের শাসক গোষ্ঠীর আচমকা বড় উত্থানে ধাক্কা লেগেছে শাসক পুতিনের ঘরে।

কিন্তু জার্মানির ভোট নিয়ে বিশ্ব জোড়া বাম শিবির ফের আশাবাদী। জার্মানিতেও জাতীয় নির্বাচন আসন। প্রাক নির্বাচনী যত সমীক্ষা আসছে তাতে স্পষ্ট চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কুর্সি মেয়াদ শেষ ও তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার ধাক্কা লাগছে শাসক দল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানিতে (ইউনিয়ন শিবির )।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নেতৃত্বের একজন অ্যাঞ্জেলা মার্কেল। সমীক্ষায় দাবি করা হচ্ছে, জার্মানির দখল নিতে পারে ইউরোপের কথা বিশ্বের অন্যতম পুরনো বামপন্থী সমাজতান্ত্রিক দল এসপিডি।

জার্মান সংবাদ মাধ্যম ডয়েচভেল জানাচ্ছে, জনমত সমীক্ষার ফলাফল শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে আগামী সরকারের নেতৃত্ব দিতে চলেছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল৷ একেবারে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাইছে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির৷

আসন্ন নির্বাচনে শাসক দল ইউনিয়ন শিবিরের তরফে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট। তিনি অ্যাঞ্জেলার উত্তরসূরি হিসেবে চিহ্নিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস। নির্বাচনী সমীক্ষায় শলৎস বেশ খানিকটা এগিয়ে বলেই জানাচ্ছে ডয়েচভেল।

হিটলারের নাৎসি বাহিনি জার্মানির ক্ষমতা দখলের পর বাকি সব রাজনৈতিক দলের মতো কমিউনিস্ট পার্টি ও এসপিডি নিষিদ্ধ হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বিখণ্ডিত জার্মানির পূর্বদিকে সোভিয়েত ক্ষমতা থাকে। সেখানে এসপিডি ও কমিউনিস্ট পার্টি এক হয়। পরে জার্মানির একীকরণ হলে দুটি দল বিচ্ছিন্ন হয়। ১৫৮ বছরের পুরনো এসপিডি দল ইউরোপের অন্যতম প্রাচীন বামমনস্ক রাজনৈতিক সংগঠন।

]]>