srabanti chatterjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 18 Oct 2022 08:06:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png srabanti chatterjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Srabanti Chatterjee: খোলা চুল-হালকা মেকআপে পুরুষদের নিদ্রাহীন করছেন শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/srabanti-chatterjee-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%95%e0%a6%86%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa Mon, 17 Oct 2022 19:28:35 +0000 https://kolkata24x7.in/?p=67358 ইদানিংকালে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ( Srabanti Chatterjee ) দেখা যাচ্ছে নিজের মতো করে সময় কাটাতে। কখনো তিনি করছেন লাস্যময়ী ফটোশুট আবার কখনো তিনি রয়েছেন পার্টি মুডে আবার কখনো তিনি সময় কাটাচ্ছেন জিমে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেক দূরেই ব্যক্তি হয়ে গেছে যেমন কাছের তেমনি আবার অনেক অজানা অনেক অদেখা জিনিস আসছে সাধারণ মানুষের দৃষ্টিগোচরে। 

 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Srabanti Chatterjee: খোলা চুল-হালকা মেকআপে পুরুষদের নিদ্রাহীন করছেন শ্রাবন্তী

]]>
Srabanti Chatterjee: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর নতুন জুটি বাঁধছেন শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/sravanti-chatterjee-is-forming-a-new-alliance-after-leaving-bjp-and-joining-trinamool Thu, 09 Dec 2021 09:12:09 +0000 https://ekolkata24.com/?p=14201 বায়োস্কোপ ডেস্ক: টলিউডে সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে শীর্ষে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee )। হিটের পর হিট ছবি দিয়েছেন তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে শ্রাবন্তী নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ এইসব নিয়েই বেশি আলোচনার মুখে। তাছাড়া রাজনৈতিক দিক তো রয়েছেই৷ রাজনীতি নিয়েও শ্রাবন্তী অনেক বেশি আলোচিত বর্তমান সময়ে।

টলিউড এবার নতুন জুটিকে দেখতে পাবে ওম সাহানির সঙ্গে শ্রাবন্তীর। হুল্লোর ছবিতে ওমের সাথে কাজ করেছিলেন শ্রাবন্তী। নায়িকার মতে, নতুন প্রজন্মের এক প্রতিভাবান অভিনেতা হলেন ওম। পর্দার বাইরেও ওমের সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীর।

শ্রাবন্তীর হাতে ইতিমধ্যেই রয়েছে এক ঝাঁক ছবি। এরই মধ্যে কিছুদিন আগেই অংশুমান প্রত্যুষের সাথে ধাপ্পা সিনেমার শুটিং করলেন৷ নারীকেন্দ্রিক এই হরর ফিল্মে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও। শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন ওম সাহানি।

এই হরর থ্রিলারের গল্প এগিয়েছে তমসা আর ডা. সুশান্তকে কেন্দ্র করে। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে তমসার। তমসার বিরুদ্ধে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে, সেখান থেকেই বেরিয়ে আসে নয়া রহস্য। আজ, বৃহস্পতিবার এই ছবির শুভ মুহুরাত হতে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

]]>
BJP: শ্রাবন্তীর বিজেপি ত্যাগ, এবার কে? টলিপাড়ায় পদ্ম শুকোচ্ছে https://ekolkata24.com/uncategorized/bjp-srabanti-chatterjee-resignation-from-bjp-now-who-padma-is-drying-in-tollygunge Thu, 11 Nov 2021 07:47:01 +0000 https://www.ekolkata24.com/?p=10975 News Desk: হই হই করে এসেছিলেন বিধানসভা ভোটের আগে। তেমনই চলে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন বিজেপি পশ্চিমবঙ্গের জন্য কিছুই করতে পারবে না। দলত্যাগের পর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ট‍ুইটারে লিখেছেন, “শেষ রাজ‍্য নির্বাচনে আমি যেই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, সেই বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম আমি। কারণ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির উদ‍্যোগ ও আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে।”

বিধানসভা নির্বাচনের কিছু আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী হন। এরপর বিজেপির সাথে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। অবশেষে দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি।
শ্রাবন্তীর দলত্যাগে ইঙ্গিত টলিপাড়ায় যে পদ্ম দোলা লেগেছিল তা শুকিয়ে আসতে চলল। প্রশ্ন এবার কে ?

গুঞ্জন দলত্যাগের জন্য মুখিয়ে আছেন রুদ্র, হিরন। তবে তারা নীরব। এই নীরবতা আরও জল্পনা উস্কে দিয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর কেন্দ্রের বিধায়ক অভিনেতা হিরণ। তাঁর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক রীতিমতো গরম এখন। হিরণের দলত্যাগের সম্ভাবনা প্রবল। গুঞ্জন তেমনই লাইনে আছেন সাংসদ লকেট। আরও গুঞ্জন সুযোগ এলে দলত্যাগ করতে মরিয়া রূপা।

বিজেপিতে ধস নামছে। শুধু টলিপাড়ায় নয়, সরাসরি রাজনৈতিক ক্ষেত্রেও। অন্তত ১২ জন বিধায়কের দলত্যাগ হবে বলেই টিএমসি সূত্রে খবর। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের ইঙ্গিত, খোদ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ফের তৃণমুলেই ফিরবেন। তবে শুভেন্দুবাবু জানান, মন্ত্রী সুরা পান করে এসব বলছেন।

]]>
সমন পেয়েও আদালতের হাজিরা এড়াল শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/despite-receiving-the-summons-srabanti-chatterjee-avoided-appearing-in-court Wed, 14 Jul 2021 14:58:39 +0000 https://ekolkata24x7.com/?p=761 কলকাতা: অনেক আগে থেকেই এই খবর সবাই জানে যে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন দুজন। ভোটের জন্যই নাকি আইনি কার্যকলাপ আটকে ছিল। রোশন ব্যস্ত ছিল তাঁর জিম নিয়ে আর অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যস্ত তার আসন্ন ছবি নিয়ে।

রোশনের নিজস্ব জিম সেন্টার রয়েছে। শ্রাবন্তীও অভিনয় আর নতুন জিম ‘ফিটনেস এম্পায়ার’ নিয়ে দিন কাটাচ্ছিলেন। বর্তমানে ভোটার জন্য প্রচারের কাজে বেশ ব্যস্ত তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন কিছু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। বিবাহবিচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রাবন্তীকে আমি বিয়ে করেছিলাম ঠিকই তবে এখন রাস্তায় তাকে দেখলে চিনতে পারবো না। ওর মুখ ভুলে গিয়েছি।’

এই সাক্ষাৎকারটিতে রোশন শ্রাবন্তীর নামে কোন কুরুচিকর মন্তব্য বা বিরূপ মন্তব্য করেনি ঠিকই তবে বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই এবং যে সময় থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন, তারপর রোশন তার সোশ্যাল সাইটে বহুবার এমন ইঙ্গিতপূর্ণ কিছু স্ট্যাটাস আপডেট করেছেন যা সরাসরি শ্রাবন্তীর দিকে তীর তোলে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর ছিল,শ্রাবন্তী সুপারস্টার আর তার রোজগারের উপরেই রোশন নির্ভরশীল। এ ব্যাপারে রোশন জানান, ২০০৭ সালে তিনি ক্যাবিন সুপারভাইজার হিসাবে এয়ারলাইন্স সংস্থায় কাজ পান। সেই সময় তাঁর মাসে ২৩ হাজার ৫০০ টাকা মাইনে ছিলো। এরপর নিজের জিম খোলেন। বর্তমানে তাঁর দুটি জিম রয়েছে। তিনি যদি ওর ভরসায় থাকতেন তাহলে আলাদা হবার পর হয়তো না খেতে পেয়েই মরে যেতেন।

অন্যদিকে ইন্ডাস্ট্রি সূত্রে শ্রাবন্তীর নতুন প্রেমের খবর সামনে আসছে। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে আবাসনে শ্রাবন্তী থাকেন, ঠিক সেই আবাসন এই থাকেন শ্রাবন্তীর নতুন প্রেমিক । নাম অভিরূপ নাগ চৌধুরী,পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স খুব একমাস মতো। সূত্রের খবর, দু’জনে নাকি সম্পর্কের একমাস উদ্‌যাপন করতে পার্টিও করেন। প্রেমিকের জন্মদিনে শ্রাবন্তী একটি দামি আঙটি উপহার দিয়েছেন। উপস্থিত ছিল শ্রাবন্তীর পরিবারও।

অন্যদিকে রোশন বারংবার জুড়ে নিতে চাইছেন তাদের ভেঙে যাওয়া সম্পর্ক। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে শ্রাবন্তী রোশনের ডাকে সাড়া দেননি। এই মামলায় রোশনের পক্ষ থেকে আদালত সমন পাঠিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বলা হয়েছিল, তাঁর বক্তব্য পেশ করার জন্য শ্রাবন্তী যেন ১৪ জুলাই, বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। সেই সমন গ্রহণ করলেও বুধবার উপস্থিত হননি আদালতে। শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জানিয়েছেন, তাঁর মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছে। তাই আদালতের নির্ধারিত দিনে সেখানে এসে উপস্থিত হননি তিনি। পাশাপাশি, আদালতের কাছে নতুন একটি সমন পাঠানোর আবেদন করেছেন শ্রাবন্তীর আইনজীবী। তবে মোহ মায়ার এই শহরে সত্যি-মিথ্যে বোঝা বড়ই দায়।

]]>