State Bank of India – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 23 Dec 2021 09:00:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png State Bank of India – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, প্রকাশিত তালিকা https://ekolkata24.com/uncategorized/state-bank-will-employ-a-large-number-of-staff-according-to-the-published-list Thu, 23 Dec 2021 09:00:08 +0000 https://ekolkata24.com/?p=15987 News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর সিআরপিডি/সিবিও/২০২১-২২/১৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১.১২.২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ইচ্ছুক ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২ ঘন্টার ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট (এমসিকিউ ধরণ)। দ্বিতীয় ধাপে ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট। এরপর‌ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। প্রতি মাসের বেতন হবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকার মধ্যে।

]]>
Government jobs: প্রচুর নিয়োগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে https://ekolkata24.com/uncategorized/government-jobs-lots-of-recruitment-in-state-bank-of-india Wed, 29 Sep 2021 17:15:41 +0000 https://www.ekolkata24.com/?p=6051 #Government jobs
অনলাইন ডেস্ক: ​গত ২৮ ​সেপ্টেম্বর থেকে চালু হয়েছে স্টেট ব্যাংকের বিশেষ ক্যাডার অফিসার পদে নিয়োগের অনলাইন নথিভুক্তকরণ প্রক্রিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও ৬০৬ টি শূন্য পদে নিয়োগের সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্পর্ক ব্যবস্থাপক, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপক, বিনিয়োগ কর্মকর্তা সহ আরো অনেকগুলো পদে নিয়োগের বার্তা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন এই ব্যাংকের তরফ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ই অক্টোবর বলে ঘোষণা করা হয়েছে।

বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে একটি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীকে নিয়োগ করা হতে পারে মুম্বাই কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিপ্লোমা বা এমবিএ ডিগ্রি থাকা প্রয়োজন। ২০ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উলিখিত পদগুলির জন্য।

সারা ভারতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের জন্য ৫০০ ও বেশি শূন্য নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ব্যাংকটি। সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ৩৩৪ টি, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ২১৭ টি, বিনিয়োগ কর্মকর্তার ভূমিকায় ১২ টি ও কেন্দ্রীয় গবেষকের ভূমিকায় ৪ টি শূন্য পদের তালিকা প্রকাশ পেয়েছে।

এছড়াও কার্যনির্বাহী কর্মীর পদে একজন, ডেপুটি ম্যানেজার পদে ২৬ জন ও ম্যানেজারের পদে ১২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। জেনারেল, ওবিসি এবং ই.ডাব্লু.এস প্রার্থীদের জন্য আবেদন পত্রের মূল্য ৭৫০ টাকা। যদিও, এস.সি., এস.টি. এবং শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবেন

]]>
দেশ চালাতে আরও চারটে এসবিআই লাগবে, জানালেন নির্মলা https://ekolkata24.com/uncategorized/india-needs-4-5-more-banks-like-sbi Sun, 26 Sep 2021 16:00:01 +0000 https://www.ekolkata24.com/?p=5647 নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (Covid pandemic) ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি (Indian economy)। চলতি ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট সেই কথাই বলছে। এপ্রিল থেকে জুন (April-June quarter) এই ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি রেকর্ড গতিতে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে ২০.১ শতাংশ হারে বেড়েছে দেশের অর্থনীতির গ্রাফ (GDP growth)।

আরও পড়ুন Economy: সেনসেক্সের ৬০,০০০ এর মাইল ফলক পৌঁছনোর যাত্রাপথ

তারপরেই  ‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন’-এর ৭৪তম বার্ষিক অধিবেশনে তাতপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানিয়ে দিলেন, দ্রুত বদলাতে থাকা দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) মতো অন্তত চারটি বড় ব্যাংক। 

SBI Personal Loan: Here's How You Can Get Pre-approved Loan amid Corona  Crisis; Check Eligibility & Method to Apply

নির্মলা সীতারমন আরও বলেছেন প্রতিবারই অর্থনীতির ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য বড় ব্যাঙ্কের প্রয়োজনীয়তা রয়েছে। ডিজিটাল পরিকাঠামোর কথাও আলাদা করে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আগামী দিনে দেশের ব্যাংকগুলিকে আরও নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে বলেও জানান তিনি। তিনি বলেন ভারতীয় ব্যাঙ্কের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে ডিজিটালাইজেশনের ওপর। 

আরও পড়ুন বাংলাদেশি বংশোদ্ভূত ISIS জঙ্গি শামীমা এখন ফ্যাশন পোশাকে, লন্ডনে ফিরতে মরিয়া

এছাড়াও তিনি দেশের সমস্ত ব্যঙ্কগুলিতে ডিজিটালাইজেশেনর আওতায় আনার জন্য একটি ম্যাপিং-এর পরামর্শ দিয়েছেন। তিনি জানান, দেশের সব অঞ্চলের ডিজিটাল ম্যাপিং করে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় ব্যাংক থাকা দরকার। তারপর সেইমতো ওই সব অঞ্চলের গ্রাহকের ডিজিটাল পরিষেবা দিতে হবে। দেশের বেশীরভাগ পঞ্চায়েতেই অপটিক ফাইবারের ইন্টারনেট পরিসেবা থাকায় ডিজিটালাইজেশনেও সমস্যা হবে না বলেই আশা করছেন তিনি।

 

]]>