strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 06 Nov 2021 08:12:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangldesh: জ্বালানি তেলে আগুন, পরিবহণ ধর্মঘটে অচল বাংলাদেশ https://ekolkata24.com/uncategorized/fuel-price-hike-in-bangladesh-caused-two-dayes-strike Sat, 06 Nov 2021 08:12:05 +0000 https://www.ekolkata24.com/?p=10455 News Desk : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে টানা দু দিল বাংদেশ অচল। শুক্রবার থেকে চলছে পরিবহণ ধর্মঘট। রাস্তায় নেউ বেসরকারি বাস, মিনিবাস, ট্রাক। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বহু মানুষ হেঁটেই যাচ্ছেন।

ঢাকার প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। ঢাকার সবকটি বাসস্ট্যান্ড বা গুরুত্বপূর্ণ মোড়ে গাবতলী, মিরপুর ও মহাখালী বাস টার্মিনালে গণপরিবহণের অমিল। ধর্মঘট অমান্য করে যে কয়েকটি গাড়ি চলছে তাতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভাড়া বাড়ানোর ঘোষণা না হলে ধর্মঘট চলবে বলেই সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি। যদিও সরকারের তরফ থেকে শুক্রবার পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ওই আহ্বানে সাড়া না দিয়ে ধর্মঘট অব্যাহত।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি সমাধানে বিআরটিএকে চিঠি দিয়েছিলাম। বৃহস্পতিবারই এর সমাধান করলে এই অবস্থার সৃষ্টি হতো না। তারা দীর্ঘসূত্রতা করেছে। এ কারণে ভোগান্তি হচ্ছে। এর দায় মালিকদের নয়। তবুও অনিচ্ছাকৃত এ ভোগান্তির জন্য আমরা দুঃখিত

]]>
#BharatBandh: কৃষক আন্দোলনের ধাক্কা, উত্তর ভারতের গ্রামাঞ্চলে ব্যাপক প্রভাব, বাংলায় নেই https://ekolkata24.com/uncategorized/bharatbandh-all-india-strike-hits-north-and-weststern-states-but-little-impact-on-west-nengal Mon, 27 Sep 2021 04:39:51 +0000 https://www.ekolkata24.com/?p=5694 নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরোধিতা সহ রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির বিক্রি করার প্রতিবাদে একাধিক বিজেপি ও অবিজেপি শাসিত রাজ্যে বনধের প্রভাব পড়লেও পশ্চিমবঙ্গে তেমন ছবি নেই।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে মধ্যরাত থেকে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC) বনধ পালন করছে।

all india strike hits north and weststern states

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বনধে পশ্চিম ও উত্তর ভারতে বিক্ষিপ্ত প্রভাব শুরু৷ মহারাষ্ট্রের বড় প্রভাব। পাঞ্জাব, হরিয়ানা অবরোধ। বড় প্রভাব তামিলনাড়ুতেও। সকালেই ত্রিপুরা স্তব্ধ হয়ে যায়। বাম শাসিত রাজ্য কেরল স্তব্ধ। বিহার, ওডিশায় প্রভাব পড়েছে।

এদিকে বনধের ইস্যু সমর্থন করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বনধ পালনের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস, সেটি আগেই জানানো হয়। সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি করা হয়েছে।পশ্চিমবঙ্গে বনধ সফল হবে না। তৃণমূলের দাবি। তবে রাস্তায় বিরোধী বামেরা। বনধে সমর্থন করছে কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

all india strike hits north and weststern states

বনধের বড় প্রভাব পড়েছে ব্যাংকে। ব্যাংক কর্মীদের বিভিন্ন সংগঠন সরাসরি বনধে অংশ নিয়েছে। বিমা, রেল, খনিতে কর্মরত শ্রমিকদের বড় অংশ বনধ করছেন। সংঘ পরিবার ও তৃণমূূল কংগ্রেসের শ্রমিক সংগঠন বনধ পালন করছে না। দেশের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সরাসরি বনধে সামিল।

সরকারি কর্মীদের বাম সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বনধকে সমর্থন করার কথা জানিয়েছে। কংগ্রেসও বনধকে সমর্থন করবে।

উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার, হিমচল প্রদেশে বনধের বিরাট প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। তামিলনাড়ুতে বনধ সফল, কারণ এই ডিএমকে কংগ্রেস ও বাম জোটের রাজ্য সরকার সরাসরি বনধ সমর্থন করেছে।

]]>
বনধ সফলে মানিক ‘কনফিডেন্ট’, বঙ্গ বাম হাই তুলছে https://ekolkata24.com/uncategorized/kisan-union-strike-may-hit-several-sate-daily-life Sun, 26 Sep 2021 14:55:18 +0000 https://www.ekolkata24.com/?p=5640 নিউজ ডেস্ক: দুই বাংলাভাষী রাজ্যেই বামেরা ক্ষমতায় নেই। সরকারে না থাকলেও বঙ্গ বামেদের মতো ঝিমিয়ে যায়নি ত্রিপুরি বামেরা, তা রাজনৈতিক ভূমিকা থেকেই স্পষ্ট। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা দুই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ও বিজেপি বনধ বিরোধী। তবুও যে কোনও ইস্যুতে বনধ পালনে কেন্দ্রীয় কমিটির খাতায় ত্রিপুরায় এখনও একশ তে একশ পান মানিক সরকার। আর বঙ্গ বামের কাছে আসে হতাশা।

সোমবার দেশজোড়া বনধ। কেন্দ্রের বিজেপি নেতৃত্বে চলা এনডিএ সরকারের কৃষি আইনের প্রতিবাদে যে কৃষক অবস্থান বিক্ষোভ চলছে তারই রেশ ধরে বনধ ও চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংঘর্ষ সমিতি। সর্বভারতীয় কৃষক আন্দোলনের অন্যতম সারা ভারত কৃষক সভা যা কিনা সিপিআইএম ও সিপিআইয়ের শাখা তারাও বনধ সমর্থন করেছে।

শুধু কৃষক সংগঠনগুলি নয়, সংঘ পরিবারের বিএমএস বাদে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলিও এই বনধকে সমর্থন করেছে। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, বিএসপি, আরজেডি ও বাম দলগুলি বনধের পক্ষে। ব্যাংক, বিমা, খনি, রেল সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক সংগঠনও সমর্থন করেছে।

বনধের ব্যাপক প্রভাব পড়তে চলেছে উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ছত্তিসগড়, কর্নাটক, কেরলে। বিহার, ওডিশা, পশ্চিমবঙ্গ, অসমে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

উত্তর পূর্বে বনধের সর্বাধিক প্রভাব পড়তে চলেছে ত্রিপুরায়। রাজ্যের বিরোধী দল সিপিআইএম সরাসরি বনধ পালনে নামবে। ত্রিপুরায় বিরোধী আসনে থেকে বনধ সফল করালেও পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর বামেদের ডাকা বনধ কর্মসূচি একেবারেই ফ্লপ হয়। তবে বনধের সকালে কিছু রেষ থাকে ট্রেন চলাচলে। কলকাতা শহরতলী লাগোয়া স্টেশনে বনধ পালনকারীদের রোষ দেখা যায়।

কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকার জানায়, বনধ পালন হবে না। অন্যদিকে ত্রিপুরায় বিজেপি সরকার সরাসরি কৃষক আন্দোলনের বিরোধিতা করছে। কিন্তু বিরোধী দল সিপিআইএম বনধে অনড়। আশঙ্কা বনধ ঘিরে শাসক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়াতে পারে। সম্প্রতি যেভাবে রাজনৈতিক সংঘর্ষে জ্বলেছিল ত্রিপুরা, সেরকমই আশঙ্কা থাকছে।

তবে বঙ্গ বামেদের মতো হাই তোলা কর্মসূচি নেই ত্রিপুরার বামেদের। সেখানে রাজনৈতিক কর্মসূচি পালনে মরিয়া বিরোধী দলনেতা মানিক সরকার। কলকাতায় তাঁর দলীয় সহকর্মীদের আক্ষেপ এমন নেতা কেন যে নেই এই ‘দু:সময়ে’।

বনধের দাবিগুলি একনজরে
★নয়া তিন কৃষি আইন বাতিল করো এবং বিদ্যুৎ বিল বাতিল করো।
★ফসলের ন্যূনতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন চালু করো।
★ধান, আলু, পাট সহ সমস্ত কৃষি ফসল উৎপাদন খরচের দেড়গুণ দামে সরকারকে কিনতে হবে।
★গ্রামীণ মজুরদের বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে।
★আদিবাসীদের জল-জমি-জঙ্গল থেকে উচ্ছেদ করা চলবে না।
★কৃষিপণ্যের মজুতদারী ও কালোবাজারী বন্ধ করো।
★কৃষককে কর্পোরেটদের গোলামে পরিণত করা চলবে না।
★শ্রমিকদের শ্রম আইনের অধিকার কেড়ে নিয়ে শ্রম কোড চাপিয়ে দেওয়া চলবে না।
★পেট্রোল-ডিজেল সহ নিত্যপণ্যের মূলবৃদ্ধি কার স্বার্থে?
★দেশের সরকারী সম্পদ বেসরকারী করা চলবে না।

]]>
এক এক পয়সার জন্য ভিক্ষে করবে তালিবানরা! ব্যবস্থা করল আমেরিকা-বিশ্বব্যাংক https://ekolkata24.com/uncategorized/strike-against-taliban-now-world-bank-suspended-aid-to-afghanistan Wed, 25 Aug 2021 09:07:33 +0000 https://www.ekolkata24.com/?p=3110 নিউজ ডেস্ক: তালিবানরা আফগানিস্তান দখল করতে পেরেছে, কিন্তু সরকার পরিচালনা করা তাদের জন্য সহজ হবে না। কারণ, আমেরিকাসহ অনেক দেশ তালিবান-সরকারকে আর্থিকভাবে ভিখারি করতে চায়। এদিকে এখন বিশ্বব্যাংকও বড় পদক্ষেপ নিয়েছে। বিশ্বব্যাংক আফগানিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি, বিশেষ করে মহিলাদের অধিকারের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখপাত্রটি বলেন, বর্তমানে বিশ্বব্যাংক সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, আফগানিস্তান দখল করার পর তালিবান সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে।

যুক্তরাষ্ট্র এক পয়সাও দেবে না
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ঘোষণা করেছে, আমেরিকায় গচ্ছিত আফগানিস্তানের স্বর্ণ ও মুদ্রার মজুদ তালিবানদের দখলে রাখতে দেবে না। তথ্য অনুযায়ী, শুধু আমেরিকায় আফগানিস্তানের সম্পদ রয়েছে ৭০৬ বিলিয়ন রুপি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তালিবানদের জন্য বড় ধাক্কা। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানকে আর্থিক সাহায্যও বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে আইএমএফ আফগানিস্তানে তালিবানদের সম্পদ ব্যবহার নিষিদ্ধ করেছে।

One week after taliban occupied Afghanistan

আইএমএফ প্রবেশাধিকারও বন্ধ করে দিয়েছে
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার বা ৪৬ মিলিয়ন ডলার জরুরি রিজার্ভে আফগানিস্তানের প্রবেশ বন্ধ করার ঘোষণা করেছে৷ কারণ, তালিবানের নিয়ন্ত্রণ আফগানিস্তানের ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। লক্ষণীয়, বর্তমানে বিশ্বব্যাংকের অধীনে আফগানিস্তানের অভ্যন্তরে দুই ডজনেরও বেশি প্রকল্প চলছে। ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাংক আফগানিস্তানকে ৫.৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে।

]]>