strip dance – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 Dec 2021 12:12:41 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png strip dance – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 আজব কাণ্ড: স্বামীর মৃত্যুতে ‘অশ্লীল নৃত্য’ করান স্ত্রী https://ekolkata24.com/offbeat-news/strip-dance-during-funeral-in-china-weird-ritual Thu, 09 Dec 2021 12:10:07 +0000 https://www.ekolkata24.com/?p=4587 অনলাইন ডেস্ক: প্রিয়জনের মৃত্যু যে কারও কাজেই একটা বড় দুঃখজনক ঘটনা৷ কারও কারও মৃত্যু অনেক সময় বজ্রপাতের চেয়ে কম নয়৷ প্রিয়জনের দুঃখ ভুলতে বেশ কিছুটা সময় লাগে৷ কিন্তু, চিন এই ব্যাপারে একেবারে ভিন্ন। এখানে পরিবারের কারও মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা ‘অশ্লীল নৃত্য’ করিয়ে নেয়। সবচেয়ে বড় দুঃখ উপলক্ষে চিনের এই প্রথাটি খুবই আশ্চর্যজনক।

আসলে চিনের গ্রামাঞ্চলে অনেক পুরনো ঐতিহ্য আছে। এই ঐতিহ্যের ধারায় চিনের কিছু গ্রামাঞ্চলে কেউ মারা গেলে, তার অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন মেয়েদের অশ্লীল নৃত্য পরিবেশন করার জন্য ডাকা হয়। এই প্রথা অদ্ভুত হতে পারে! কিন্তু চিনের গ্রামে এখনও এই রীতি অব্যাহত রয়েছে। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা আরও আধুনিক হয়ে উঠেছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্ট্রিপ ড্যান্সার ডেকে নেয়।

strip dance during funeral in china

অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন স্ট্রিপ ডান্সাররা অশ্লীলভাবে নাচেন এবং কান্নার ভান করেন। এখন প্রশ্ন উঠছে এই অদ্ভুত ঐতিহ্যের পিছনে কারণ কি? এই গ্রামের মানুষরা মনে করেন, পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য এখানে একটি চমৎকার বিদায় হিসেবে এটি করা হয়। চিনের কিছু গ্রামে এই নৃত্যের অনুষ্ঠান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচিত হয়।

এটাও বলা হয়, চিনে এই পদ্ধতি গৃহীত হয় যাতে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন আরও বেশি লোক জড়ো হয়। এখানকার লোকেরা বিশ্বাস করে, নৃত্যশিল্পীদের ডেকে এখানে যত বেশি মানুষ আসে এবং শেষ যাত্রায় যত বেশি মানুষ থাকবে ততই মৃতের আত্মা শান্তি পাবে।

<

p style=”text-align: justify;”>তবে, চিন সরকার এই অদ্ভুত ঐতিহ্য বন্ধ করেছে। ২০০৬ এবং ২০১৫ সালে চিন সরকার এই ঐতিহ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল৷ কিন্তু তা সত্ত্বেও গ্রামাঞ্চলে এই প্রথা এখনও অব্যাহত রয়েছে।

]]>