students – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 08:00:56 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png students – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বড়দিনে পড়ুয়াদের স্মার্টফোন দেবে সরকার https://ekolkata24.com/uncategorized/government-will-give-smartphones-to-students-at-christmas Tue, 21 Dec 2021 07:26:43 +0000 https://ekolkata24.com/?p=15653

News Desk: আগামী বছরেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভোট ব্যাঙ্ক ভর্তি করতে রাজ্যের যুবভোটারদের মন জয়ের উদ্যোগ আগেই নিয়েছিল যোগী সরকার। এবার আরও চমক। শিক্ষার্থীদের স্মার্টফোন এবং ট্যাবলেট দেবে যোগী সরকার। প্রায় এক কোটি ছাত্রছাত্রীকে স্মার্টফোন এবং ট্যাবলেট দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন যোগী। সেই কাজই শুরু হতে চলছে অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী দিন থেকে।

আগামী ২৫ ডিসেম্বর বড়দিন। আর ওই দিনেই রয়েছে বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। সেই দিনেই যোগী আদিত্যনাথের সরকার বি টেক, বিএ, বি এসসি, এমএ, আইটিআই, এমবিবিএস, এমডি, এম টেক, পিএইচডি অর্থাত্ স্নাতক এবং তার উপরে স্তরে পাঠরত শেষ বর্ষের শিক্ষার্থীদের স্মার্টফোন এবং ট্যাবলেট দেওয়া শুরু করতে চলেছে৷ লখনউয়ের একনা স্টেডিয়াম থেকে শিক্ষার্থীদের প্রায় এক লক্ষ স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করা হবে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে, এই পদক্ষেপটি তরুণদের কাছে দলের প্রচার বাড়ানোর জন্যই করা হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

যোগী আদিত্যনাথের সরকার এক কোটি যুবকদের বিনামূল্যে স্মার্টফোন এবং ট্যাবলেট সরবরাহ করবে যাতে তারা ‘প্রযুক্তিতে আরও প্রখর’ হয়ে উঠতে পারে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে ৬০ হাজার স্মার্টফোন এবং ৪০ হাজার ট্যাবলেট বিতরণ করবেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক তরুণ-তরুণীকে বিনামূল্যে স্মার্টফোন ও ট্যাবলেট দেওয়া হবে। জানা গিয়েছে, যোগী সরকার জিইএম পোর্টালে লাভা, স্যামসাং এবং এসারের মতো কোম্পানিগুলিকে স্মার্টফোন এবং ট্যাবলেট সরবরাহের জন্য সবচেয়ে বড় অর্ডার দিয়েছে।

]]>
Tamil Nadu: স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত ৩, গুরুতর জখম আরও ৩ পড়ুয়া https://ekolkata24.com/uncategorized/tamil-nadu-3-students-killed-in-school-wall-collapse-in-tirunelveli Fri, 17 Dec 2021 12:17:21 +0000 https://ekolkata24.com/?p=15250 নিউজ ডেস্ক: করোনাজনিত পরিস্থিতিতে দেড় বছরেরও বেশি সময় বন্ধ ছিল স্কুল (school)। সম্প্রতি ফের স্কুল খুলতে শুরু করেছে। কিন্তু স্কুলে এসে আর বাড়ি ফেরা হল না তিন ছাত্রের (student)। শুক্রবার সকালে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল তিন ছাত্রের। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

শুক্রবার সকালে তামিলনাড়ুর তিরুনেলভেলি ( tiruneliveli district of Tamil Nadu) জেলার স্ক্যাফটর উচ্চ বিদ্যালয়ে (skaftor high school) এই দুর্ঘটনা ঘটেছে। মৃত তিন ছাত্রই ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। দেওয়াল ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। দেওয়ালের নিচ থেকে ছয় ছাত্রকে বের করেন। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দু’জনের নাম সঞ্জয় এবং বিশ্বরঞ্জন। তৃতীয় ছাত্রের নাম এখনও জানা যায়নি।

মৃত ছাত্রদের সহপাঠীরা জানিয়েছে, এদিন স্কুল চলাকালীন ওই ছয় জন শৌচালয় গিয়েছিল। সে সময় আচমকাই বিকট শব্দে শৌচালয়ের একটি দেওয়াল ওই ছাত্রদের উপর ভেঙে পড়ে। গুরুতর জখম ওই ছয় ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে। দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

কী কারণে শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুল ভবনটি বেশ পুরনো। করোনাজনিত কারণে প্রায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্কুল খোলার আগে পুরো স্কুল ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এমনকী, রঙের প্রলেপও পড়ে ছিল দেওয়ালে। এদিনের দুর্ঘটনার পর ফের স্ক্যাফটার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

]]>
পরীক্ষা দিয়ে বের হতেই ছুরির গায়ে ফালাফালা হল দিল্লির চার ছাত্র https://ekolkata24.com/uncategorized/4-class-10-students-chased-down-stabbed-outside-delhi-school-after-exam Sun, 12 Dec 2021 12:15:24 +0000 https://ekolkata24.com/?p=14574 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: শনিবার পূর্ব দিল্লির ময়ূরবিহার (mayurbihar) এলাকায় সর্বোদয় বাল বিদ্যালয় নামে একটি স্কুলে পরীক্ষা (exanination) দিতে গিয়েছিল চার ছাত্র। নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছিল তাদের। পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্র (examination centre) থেকে বের হতেই তাদের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরও কয়েকজন ছাত্র। প্রাণ বাঁচাতে ওই ছাত্ররা স্কুল লাগোয়া একটি পার্কের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্ত তাদের ধাওয়া করে ধরে ফেলে হামলাকারীরা। এরপর ওই পার্কের মধ্যেই ছুরি দিয়ে চার ছাত্রকে এলোপাথাড়ি কোপানো (srabbing) হয়।

এ ঘটনায় জখম হওয়া ওই চার ছাত্রকে সঙ্গে সঙ্গেই স্থানীয় লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা সঙ্কটজনক। বর্তমানে ওই ছাত্র ট্রমা বিভাগে চিকিৎসাধীন আছে। স্থানীয় বাসিন্দারাই পাণ্ডবনগর থানায় ফোন করে পুলিশকে ওই সংঘর্ষের কথা জানান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ যদিও ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত চার ছাত্র হল ফৈজান, আয়ুষ, রেহান ও গৌতম। আহত চার ছাত্রই ত্রিলোকপুরী গভর্নমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। আক্রান্তদের সকলের বয়স ১৫ থেকে ১৬-র মধ্যে। কেন এই ঘটনা ঘটল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। তবে এই ঘটনার পিছনে কোনও পুরনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক ছাত্রদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীরা সকলেই সর্বোদয় বাল বিদ্যালয়ের ছাত্র বলে পুলিশের অনুমান। রবিবার দুপুরে সন্দেহভাজন দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান ধৃতদের জেরা করে হামলাকারী বাকি ছাত্রদের সন্ধান মিলবে।

]]>
Karnataka: শিক্ষককে ডাস্টবিন দিয়ে পেটাচ্ছে ছাত্ররা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় https://ekolkata24.com/uncategorized/karnataka-students-misbehave-with-teacher-in-school-put-dustbin-on-head Sat, 11 Dec 2021 12:20:51 +0000 https://ekolkata24.com/?p=14467 নিউজ ডেস্ক: ক্লাস চলাকালীন এক শিক্ষককে (teacher) মারধর করছে পাঁচ ছাত্র। চেয়ারে বসে থাকা ওই শিক্ষককে ডাস্টবিন দিয়ে পেটাচ্ছে তারা। চাঞ্চল্যকর ওই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি সামনে এসেছে। নেটিজেনরা প্রায় সকলেই ওই ছাত্রদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। কর্নাটকের নেল্লোরের (Karnataka) এক সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) ছড়িয়ে পড়ে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রকাশ নামে এক শিক্ষককে ক্লাস রুমে ঢোকার শুরু থেকেই তীব্র হেনস্তা করছে পাঁচ ছাত্র। ওই শিক্ষক যখন তাঁর চেয়ারে গিয়ে বসেন তখন এক ছাত্র তাঁকে ডাস্টবিন তুলে মারতে যায়। এরপর ওই শিক্ষক যখন ক্লাসে পড়ানো শুরু করেন তখন এক ছাত্র আচমকাই গিয়ে ডাস্টবিনটি ওই শিক্ষকের মাথায় চাপিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুলের অন্যান্য অভিভাবক ও গ্রামবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সকলেই ওই ছাত্রদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। কিন্তু প্রশ্ন হল কেন ওই শিক্ষকের উপর চড়াও হল ছাত্ররা।

জানা গিয়েছে, ৩ নভেম্বর প্রকাশ নামে ওই শিক্ষক ছাত্রদের বকাঝকা করেছিলেন। কারণ ক্লাসরুমে বেশ কিছু খালি গুটখার প্যাকেট পড়েছিল। ছাত্রদের প্রকাশ বলেছিলেন, এভাবে কখনওই ক্লাসরুম নোংরা করা উচিত নয়। প্রত্যেকের উচিত নিয়ম মেনে চলা। ক্লাসের মধ্যে গুটকা খাওয়া অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

প্রকাশ জানিয়েছেন বকুনি দেওয়ার কারণেই তাঁকে ৫ ছাত্রের হাতে আক্রান্ত হতে হয়েছে। কেন তিনি পুলিশের কাছে অভিযোগ জানাননি? এই প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেছেন, পুলিশে অভিযোগ জানালে ওই ছাত্ররা তাঁর উপর আরও বড় ধরনের হামলা করতে পারত। সেই আশঙ্কায় তিনি পুলিশকে বিষয়টি জানাননি।

তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই স্কুলে যান স্থানীয় বিধায়ক মাদল বিরুপাক্ষাপ্পা। বিধায়কের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা দফতরের এক আধিকারিক। স্কুলে গিয়ে তাঁরা শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানেন। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ওই ছাত্রদের লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের আচরণ করবে না, তার লিখিত প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। তবে অন্য অভিভাবকদের দাবি, ওই ছাত্রদের অবিলম্বে স্কুল থেকে বরখাস্ত করতে হবে। তাদের কড়া শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে তাদের আচরণ পাল্টাবে না। সহকারি জেলাশাসক মহান্তেশ বিলাগী জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

]]>
Mid Day Meal: নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য মিড ডে মিল চালুর দাবি উঠল https://ekolkata24.com/uncategorized/there-was-a-demand-for-mid-day-meal-for-ninth-to-twelfth-grade-students Wed, 08 Dec 2021 17:15:54 +0000 https://ekolkata24.com/?p=14150 নিউজ ডেস্ক: বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মিড-ডে-মিল (mid day meal) দেওয়া হয়। এবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মিড-ডে-মিল দেওয়া হোক, এমনই দাবি জানিয়ে রাষ্ট্রপতি(president ), প্রধানমন্ত্রী (prime minister ) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী (chief minister ) ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিল মানবাধিকার সংগঠন এপিডিআর (apdr)।

বুধবার গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর) বেশ কয়েকজন সদস্য বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসেও এই দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। এপিডিআর-এর দাবি, ১০ ডিসেম্বর গোটা দেশে মানবাধিকার দিবস পালিত হবে। ওই দিনই কেন্দ্র ও রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মিড-ডে-মিল দেওয়ার ঘোষণা করুক।

মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, করোনাজনিত লকডাউনের কারণে বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন। সংসার চালাতে বহু ছেলেমেয়ে পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ছেলেরা বিভিন্ন ধরনের কাজ শুরু করেছে। অন্যদিকে মেয়েদের বিয়ে দিয়ে দায় ঝেড়ে ফেলেছে মা-বাবা। ছেলেমেয়েদের স্কুলছুট হওয়ার মূল কারণ আর্থিক অভাব। করোনা পরিস্থিতিতে মিড-ডে মিল ব্যবস্থা ও যথাযথ। রূপায়িত হয়নি। দেশের চলতি পরিস্থিতির কথা মাথায় রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মিড- ডে মিলের আওতাভুক্ত করার জন্য দাবি জানাল এপিডিআর।

এদিন সংগঠনের সদস্য অপূর্ব রায় বলেন, আমাদের দেশের বহু পরিবার আজও চরম দারিদ্র্যে ভুগছে। ওই সমস্ত পরিবারের বহু পড়ুয়া পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। স্বাভাবিক সময়ে যখন স্কুল চলত সে সময় অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া যখন মিড-ডে মিল খাচ্ছে তখন নবম থেকে দ্বাদশ শ্রেণির অভুক্ত পড়ুয়ারা সেটা শুধু দেখত। স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসনিক কর্তাদের এই বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। তাই এপিডিআর দাবি জানাচ্ছে, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের দিন এ ব্যাপারে একটি বড়সড় ঘোষণা করুক কেন্দ্র বা রাজ্য।

]]>
JNU: ‘রাম কে নাম’ ছবির প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ https://ekolkata24.com/uncategorized/jnu-asks-students-to-cancel-screening-of-documentary-ram-ke-naam Sun, 05 Dec 2021 15:27:49 +0000 https://ekolkata24.com/?p=13690 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আনন্দ পট্টবর্ধনের (Ananda Pattabardhan) তথ্যচিত্র ‘রাম কে নাম’ (Ram Ke Nam)ছবির প্রদর্শন বন্ধ করার নির্দেশ দিল জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (JNU)। এই তথ্যচিত্রে ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ (Babri Mosque) ধ্বংস এবং রাম মন্দির নির্মাণের (Ram Temple) পটভূমি তৈরির পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। পাশাপাশি ওই সময়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনাও তুলে ধরা হয়েছে এই ছবিতে।

জেএনইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে ছাত্র সংসদকে এই ছবির প্রদর্শন বন্ধ রাখার কথা বলেছে। আনন্দ পট্টবর্ধন দেশের একজন জনপ্রিয় তথ্যচিত্র নির্মাতা। মূলত সমকালীন সমাজ ও রাজনীতির উপর ভিত্তি করেই তিনি ছবি পরিচালনা করেন। একই সঙ্গে মানবাধিকার সংক্রান্ত বিষয়ও তাঁর ছবির অন্যতম আকর্ষণ। যে কারণে ইতিপূর্বে একাধিকবার আনন্দের ছবি রাষ্ট্রের রোষানলে পড়েছে। একই সঙ্গে মৌলবাদীদের আক্রমণেরও শিকার হয়েছে আনন্দের ছবি।

তবে আনন্দের এই ছবির প্রদর্শন বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি জারি করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছবির প্রদর্শনের জন্য ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনও রকম অনুমতি নেয়নি। এ ধরনের কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে পারে। মানুষের ভাবাবেগে আঘাত দিতে পারে এই ছবি। তাই এই ছবির প্রদর্শন বন্ধ রাখতে হবে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন জেএনইউ-এর ইতিহাস বিভাগের এক গবেষক ছাত্র। ওই ছাত্র ট্যুইটে দাবি করেছেন, এই ছবিটি অনেক পুরনো। বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ছবি দেখানো হয়েছে। এর আগে কখনও এই ছবি নিয়ে আপত্তি জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা।

]]>
United States: স্কুলে সহপাঠীর গুলিতে মৃত তিন ছাত্র, এক শিক্ষক-সহ জখম ৯ https://ekolkata24.com/uncategorized/three-students-were-killed-and-one-was-injured-in-a-school-shooting-in-the-united-states Wed, 01 Dec 2021 10:24:22 +0000 https://ekolkata24.com/?p=13009 নিউজ ডেস্ক: আমেরিকার ( United States) স্কুলে ফের হামলা চালাল বন্দুকবাজ (shooter)। তবে এবার বাইরের কেউ নয়। ওই স্কুলের এক ছাত্র হঠাৎই সহপাঠীদের উপর গুলি চালিয়েছে। মঙ্গলবারের (tuesday) ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে জখম হয়েছেন নয় জন। যার মধ্যে একজন শিক্ষক (teacher)। মার্কিন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশ ওই কিশোর ছাত্রকে গ্রেফতার করেছে। চলতি বছরে এটাই আমেরিকার স্কুলে সবথেকে বড় মাপের হামলা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে অক্সফোর্ড হাইস্কুলে আচমকাই ওই কিশোর সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। জখম হয়েছে এক শিক্ষক-সহ মোট ১০জন। আহতেরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ২ জন ছাত্রী এবং একজন ছাত্র। আহত ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার হয়েছে। কী কারণে ওই ছাত্র হঠাৎই বন্ধুদের উপর গুলি চালাল তা এখনও জানা যায়নি। গ্রেফতারির সময় ওই কিশোর পালিয়ে যাওয়ার বা বাধা দেওয়ার কোনও চেষ্টাও করেনি। তবে কেন সে এই কাজ করেছে সে বিষয়েও মুখ খোলেনি। অকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল ম্যাককাবে মঙ্গলবারের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। মৃত ছাত্রদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। এমনকী, ওই ছাত্রের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কিশোর নিজেই এই পরিকল্পনা করেছিল। ওই ছাত্র এলোপাথাড়ি গুলি চালিয়েছিল নাকি, নির্দিষ্ট কোনও বন্ধুর উপর গুলি চালিয়েছিল তা জানতে তাকে জেরা চলছে। তবে ওই কিশোর এখনও পর্যন্ত মুখ খোলেনি। গতকালের এই হামলা সম্পর্কে বিস্তারিত জানতে ইতিমধ্যেই পুলিশ অন্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছে।

]]>
Kashmir: পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় দেশদ্রোহের মামলা কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে https://ekolkata24.com/uncategorized/kashmir-students-college-management-charged-with-uapa-for-celebrating-pakistans-win Tue, 26 Oct 2021 14:25:10 +0000 https://www.ekolkata24.com/?p=9257 National Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে এই প্রথম পাকিস্তানের জয় নিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন জম্মু-কাশ্মীরের কিছু চিকিৎসক পড়ুয়া। সকলকে অবাক করে দিয়ে ওই হবু চিকিৎসকদের বিরুদ্ধেই ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের হল। কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের ছাত্রদের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।

জানা গিয়েছে, কাশ্মীর পুলিশ দুটি আলাদা ঘটনার প্রেক্ষিতে দেশদ্রোহীতার দুটি পৃথক মামলা দায়ের করেছে। তবে এই মামলাতে নির্দিষ্ট করে কোনও পড়ুয়ার নাম উল্লেখ করা হয়নি। ওই দুই মেডিক্যাল কলেজের হস্টেলে থাকা সব ছাত্রের নামেই মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ছাত্রদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজ এবং সৌরা অঞ্চলের এসকেআইএমএস মেডিক্যাল কলেজের হোস্টেলে রবিবার চিকিৎসক পড়ুয়ারা টেলিভিশনে ভারত-পাকিস্তানের খেলা দেখছিলেন। ওই খেলায় শেষ পর্যন্ত পর্যুদস্ত হয় ভারত। পাকিস্তানের জয়ের পর আনন্দে মেতে ওঠে ওই দুই হস্টেলের আবাসিকরা। অভিযোগ, শুধু উল্লাস করাই নয়, ওই ছাত্ররা ভারত বিরোধী স্লোগানও দেয়।

এই মামলায় জড়িত হিসেবে যে সমস্ত ছাত্রকে চিহ্নিত করা হবে একই সঙ্গে এই মামলায় আর যাদের নাম যোগ হবে ভবিষ্যতে তারা কখনও ভারত সরকার এবং জম্মু-কাশ্মীর সরকারের কোনও সরকারি চিকিৎসক বা অন্য কোনও পদে চাকরির আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে খেলার দিন পাঞ্জাবে সাংরুর ভাই গুরুদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজেও উত্তেজনা ছড়িয়ে ছিল। সেখানেও ভারত-পাক ম্যাচ শেষ হওয়ার পর কিছু কাশ্মীরি ছাত্রের উপর হামলা হয়েছিল। হামলাকারীরা ছিল উত্তরপ্রদেশ ও বিহারের পড়ুয়া। তবে ওই হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আক্রান্তদের আশ্বাস দিয়েছে, তারা পুরো ঘটনাটি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখবে। ওই হামলার ঘটনায় ছয়জন কাশ্মীরি ছাত্র জখম হয়েছিলেন।

]]>
বদ্ধ জীবনে খুশির হাওয়া, কুমোরপাড়ায় খেলা রং তুলির https://ekolkata24.com/uncategorized/a-drawing-competition-for-kumortuli-scholol-students Mon, 20 Sep 2021 12:21:51 +0000 https://www.ekolkata24.com/?p=5129 বিশেষ প্রতিবেদন: ওরা কেউ ক্লাস ফাইভ, কেউ সেভেন, কেউ সদ্য ক্লাস টেন। করোনার জেরে উভয় সংকটে এই সব স্কুল পড়ুয়ারা। তার উপর পারিবারিক পেশা যদি মৃৎশিল্প হয় এবং বাসস্থান কুমোরটুলি তখন উভয় সঙ্কট থাকেই যে পড়াশোনা নাকি মূর্তি গড়া। বিগত বছর দেড়েক ধরে স্কুল বন্ধ হওয়ায় সংকট বেড়েছে আরও। বদ্ধ ঘরে সারাক্ষণ পড়ে থাকা। এমন সময়ে ওদের মনটাও চায় একটু সুস্থ বাতাসের খোঁজ। সেই ঠিকানা দিতেই আয়োজন হল রং তুলির বিশেষ প্রতিযোগিতা।

শিল্প ওদের রক্তে কিন্তু কে কতটা ভালো তা ফুটিয়ে তুলতে পারে সেটাই আসল কথা। পুরনো কলকাতার গল্প সোসাইটি, কুমোরটুলি মৃৎশিল্প সমিতি এবং কুমোরটুলি মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতির উদ্যোগে ৭৫ টি কুমোরটুলির শিল্পী পরিবারের বাচ্চাদের নিয়ে “বসে আঁকো” প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়। “যেমন খুশী আঁকো” থিমকে ঘিরে ঘর বন্দি বাচ্চাদের একটু আনন্দ নিঃশ্বাস নেওয়ার প্রয়াসে এগিয়ে এসেছিলেন কুমোরটুলির বিখ্যাত মহিলা শিল্পী শ্রীমতি মালা পাল।

পুরনো কলকাতার গল্পের পক্ষে স্বর্ণালী চট্টোপাধ্যায় জানিয়েছেন, “প্রতিযোগিতায় কুমোরটুলির আগামী প্রজন্মের রঙ তুলিতে জীবন্ত হয়ে ওঠে খালি ক্যানভাসগুলি। বাচ্চাদের কলকাকলীতে ভরে ওঠে কুমোরটুলি পার্কের আনাচ কানাচ। শিল্পী সুস্মিতা পাল, শিল্পী মৌমনী রুদ্র পাল , শিল্পী সুজাতা পাল এবং সর্বপরি শ্রীমতী মালা পালের সাহায্যে অনুষ্ঠান পূর্ণতা পায়। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানটিকে সুসংগঠিত করার জন্য পুরনো কলকাতার গল্প সোসাইটির স্বেচ্ছাসেবক টিমকে জানাই অভিনন্দন।”

গত বছরেও তখন চলছে কড়া লকডাউন। অনেকেই জানেন না কি হতে চলেছে আগামী। তৈরি হয়নি একটাও ভ্যাকসিন। তখনও কুমোরটুলির আগামী প্রজন্মকে নতুন হাওয়ার খোঁজ দিতে অনুষ্ঠিত হয়েছিল এই অঙ্কন প্রতিযোগিতা। পরিস্থিতি অল্প বদলেছে কিন্তু সমস্যা এখনও যায়নি। ক্রমে স্কুল পাঠশালা ভুলেই যেতে বসেছে শৈশব, কৈশোর। কুমোরটুলির স্কুল পড়ুয়াদের সমস্যা আরও বেশি। এত অন্ধকারের মাঝে একটু আলোর , বাতাসের খোঁজ দিতেই এই অঙ্কন প্রতিযোগিতা।

]]>