Subramanian Swamy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 25 Nov 2021 08:49:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Subramanian Swamy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Subramanian Swamy: নরেন্দ্র মোদী অর্থনীতির কিছুই বোঝেন না- বিস্ফোরক স্বামী https://ekolkata24.com/uncategorized/narendra-modi-doesnt-understand-economics-says-bjp-mp-subramanian-swamy Thu, 25 Nov 2021 08:49:25 +0000 https://ekolkata24.com/?p=12331 Subramanian Swamy attack on Narendra Modi
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: মাত্র ২৪ ঘন্টা আগে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। মমতার সঙ্গে দেখা করার পর বলেছিলেন আমি তো প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে আছি।

বৃহস্পতিবার (Thursday) কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে (Modi Government) কড়া ভাষায় আক্রমণ করলেন। বললেন, দেশের অর্থনীতি(economy), নিরাপত্তা, কর্মসংস্থান সবক্ষেত্রেই ব্যর্থ মোদী সরকার। মোদী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার এই অভিযোগ তুললেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।

বুধবার বিকেলে মমতার সঙ্গে দেখা করার পর দিল্লির রাজনীতিতে জল্পনা চলছে সুব্রহ্মণ্যম স্বামী কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন! তার উত্তরে স্বামী বলেছেন, তিনি তো প্রথম থেকেই তৃণমূলের পাশে আছেন। বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে মোদী সরকারকে তুলোধোনা করলেন তিনি।

একের পর এক বিষয় নিয়ে মোদী সরকারকে আজ কড়া ভাষায় আক্রমণ করেন স্বামী। স্বামী এদিন সম্পূর্ণ দলের লাইনের বাইরে গিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনে কাশ্মীরের মানুষ সুখে-শান্তিতে নেই। তবে শুধু কাশ্মীরের মানুষ নয়, গোটা দেশের মানুষই মোদী সরকারের কাজ-কর্মে যথেষ্টই অখুশি। কারণ এই সরকার দেশকে নিরাপত্তা দিতে পারে না। অর্থনীতিকে ধরে রাখতে পারে না। নরেন্দ্র মোদী তো অর্থনীতির কিছুই বোঝেন না। উনি শুধু চিনকেই ভয় করে চলেন। কিন্তু কেন আমরা ওদের ভয় পাব? ওদের যদি পরমাণু অস্ত্র থাকে একই জিনিস তো আমাদেরও আছে। তাহলে চিনকে এত ভয় পাওয়ার কারণ কি?

স্বামী আরও বলেন, মোদী সরকার সব দিক দিয়েই ব্যর্থ। এই সরকার মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে না। এমনকী, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণেও মোদীসরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার শুধু পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিরোধীদের ওপর নজরদারি চালাতে পারে। বিরোধীদের গতিবিধি ট্র্যাক করতে পারে। এছাড়া এই সরকারের আর কোনও কাজ নেই।

এর আগেই সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে মমতাকে মোরারজি দেশাই, রাজীব গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, পিভি নরসিমা রাওয়ের মত প্রাক্তন প্রধানমন্ত্রীদের সঙ্গে একই আসনে বসান। স্বামী বলেন, আমি যতজন রাজনীতিবিদদের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, নরসিমা রাও, রাজীব গান্ধীর সমকক্ষ হলেন মমতা। উনি যা ভাল বোঝেন সেটাই বলেন। যা করেন সেটা সকলকে জানান। দেশের রাজনীতিতে এটা এক বিরল গুণ।

সূত্র খবর, মোদী সরকারের কাছে যথেষ্ট কোণঠাসা স্বামী। সে কারণেই তিনি প্রথম থেকেই মোদী সরকার তথা প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমালোচক। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও এখনই অবশ্য তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না।

বরং আগামী দিনে এভাবেই তিনি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী শিবিরের সুবিধা করে যাবেন। বেশ কিছুদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছে না। যে কারণে কিছুদিন আগেই বিজেপির কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়তে হয়েছে স্বামীকে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে স্বামীও এবার তৃণমূলের পথেই হাঁটতে চলেছেন।

]]>
Mamata Banerjee: স্বামীকে পেয়ে আদৌ লাভবান হবেন মমতা ? প্রশ্ন ঘুরছে তৃণমূলেই https://ekolkata24.com/uncategorized/mamata-banerjee-will-benefit-at-all-to-getsubramanian-swamy-the-question-revolves-around-the-tmc Wed, 24 Nov 2021 14:49:38 +0000 https://ekolkata24.com/?p=12258 News Desk: না আঁচালে বিশ্বাস নেই! এমনই যুক্তি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। তবে দলনেত্রীর ভয়ে পুরো মুখ খুলতে নারাজ মহানগর থেকে মফ:স্বলের নেতৃত্ব। মোবাইলে খবরের আপডেট দেখতে দেখতেই দিদি (Mamata Banerjee) ঘনিষ্ঠ জেলাস্তরের নেতা যিনি দেশের বিভিন্ন খবরে নিজেকে জড়িত রাখেন বললেন, পুরো বিশ্বাস করা যাচ্ছে না। যা বিতর্কিত বয়ান দেন সুব্যহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।

তৃণমূল কংগ্রেসে যেভাবে ‘হেভিওয়েট’ অন্তর্ভুক্ত হচ্ছেন তা কি আদৌ টিকবে? জবাবে জবরদস্ত টিএমসি নেতার আকুক্তি, প্লিজ রেকর্ড করবেন না। বিশ্বাস করেই বলছি এ যেন ভোটের আগে বিজেপিতে যোগদান পর্বের মতো লাগছে। আরো যে সব বিধায়করা বিরোধী দল ছেড়ে আসবেন তাদের সামলাতেই তো কালঘাম ছুটে যাবে। মিলিয়ে নেবেন, লোকসভা ভোটের আগে ফের দলত্যাগ ভাইরাসে আক্রান্ত হব আমরা।

দিল্লি সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস থেকে কীর্তি আজাদকে টেনে নিলেন। হেভিওয়েট নাম। এবার বিজেপির বিতর্কিত নেতা সুব্রাহ্মণ্যম স্বামী ঝুঁকে পড়েছেন মমতার দিকে। বারবার নিজের দল বিজেপিকেই বিভিন্ন ইস্যুতে ‘বিপদে’ ফেলা স্বামীর হঠাৎ মমতা সাহচর্য নিয়ে টিএমসি অভ্যন্তরে চাঞ্চল্য।

টিএমসি মহলে ঘুরছে দীর্ঘ সময় কেন্দ্রীয় রাজনীতির বিতর্কিত বিজেপি নেতা স্বামীর বিভিন্ন বিতর্কিত মন্তব্য। উঠে আসছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দূরত্বের বিষয়টি। বিজেপির রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বিশেষ পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিএমসি মহলে চর্চা, মমতা হাড়ে হাড়ে চেনেন স্বামী কে। তিনি সবদিক বুঝেই এগোবেন। তাছাড়া স্বামী তো টিএমসিতে আসেননি বিজেপিতেই আছেন।

Subramanian Swamy

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেস নেতার দাবি, অমন বিপজ্জনক বয়ানবাজ স্বামীকে ছেড়ে দিতে পারলে বিজেপি সবথেকে খুশি হবে। কিন্তু স্বামীর মন্তব্যটা দেখেছেন, কী মারাত্মক কূটনৈতিক লোক! উনি আছেন আবার নেইও।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন ‘মমতার পাশেই আছি। আলাদা ভাবে দলবদল করার কোনও প্রয়োজন নেই।’

স্বামীর এই মন্তব্যের পরেই রাজধানীর রাজনীতিতে হইচই পড়েছে। তেমনই বঙ্গ রাজনীতিতে শোরগোল। তবে টিএমসি রাজ্য ও জেলাস্তরের নেতাদের মনে আশঙ্কার প্রশ্ন ‘বয়ানবাজ’ স্বামী কে পাশে পেয়ে আদৌ লাভবান হবেন নেত্রী?

]]>
Subramanian Swamy: বাংলাদেশের হিংসার ঘটনায় মোদি সরকার নীরব কেন, প্রশ্ন বিজেপি সাংসদ স্বামীর https://ekolkata24.com/uncategorized/why-modi-government-is-silent-on-violence-in-bangladesh-question-bjp-mp-subramanian-swamy Wed, 20 Oct 2021 11:20:26 +0000 https://www.ekolkata24.com/?p=8461 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে এবার সরাসরি নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। দলের এই সাংসদের প্রশ্ন, বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসা নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? এই মৌনতার কারণ কী? ভারত সরকার এখন কি বাংলাদেশকেও ভয় পাচ্ছে?

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা তথা অসংখ্য হিন্দু পরিবারের আক্রান্ত হওয়ার ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাট হিংসার ঘটনা সামনে আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই হিংসার প্রতিবাদ জানানো হয়েছে। বুদ্ধিজীবীরাও সরব হয়েছেন। রাষ্ট্রসংঘও এক বিবৃতিতে বাংলাদেশের ঘটনার নিন্দা করেছে। কিন্তু এই হিংসা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একটি শব্দও খরচ করেনি। এমনকী, তথাকথিত হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিত বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের ঘটনায় নীরব দর্শক।

পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা বাংলাদেশের ঘটনা নিয়ে অল্প-বিস্তর প্রতিবাদ জানালেও দলের সর্বভারতীয় স্তরের কোনও শীর্ষ নেতাকেই এ ঘটনায় মুখ খুলতে দেখা যায়নি। যা নিয়ে এবার দলের অন্দরেই কটাক্ষের শিকার হতে হল কেন্দ্রের মোদি সরকারকে। বিজেপির রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এদিন বলছেন,”বাংলাদেশে হিন্দুদের হত্যা হচ্ছে। ভেঙে দেওয়া মন্দির ও দেবতার মূর্তি। এ নিয়ে বিজেপি কেন প্রতিবাদ করছে না? মোদি সরকার কি এখন বাংলাদেশকেও ভয় পাচ্ছে? লাদাখে সীমান্ত পেরিয়ে চিন আমাদের দেশে ঢুকে পড়ছে। আফগানিস্তানে তালিবান আমাদের ভয় দেখাচ্ছে। ওদের ভয়ে আমরা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হচ্ছি। এরপর কি আমরা নেপাল, ভুটান মালদ্বীপকেও ভয় পাব?”

স্বামী এর আগেও একাধিক বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। মোদির আর্থিক নীতির তীব্র বিরোধী হিসাবেই চিহ্নিত স্বামী। রাজনৈতিক মহল মনে করছে, বাংলাদেশের হিংসার মতো জ্বলন্ত ইস্যুতে স্বামীর এই আক্রমণ মোদি সরকারকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে। দল হিসাবে বিজেপি যেমন বাংলাদেশের ঘটনা নিয়ে চুপ করে আছে, তেমনই মোদি সরকারও এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেনি। ভারত সরকারের কোনও শীর্ষ কর্তাকেও সেভাবে বাংলাদেশের ঘটনার নিন্দা করতে দেখা যায়নি ।

গত সপ্তাহে এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “সম্প্রতি বাংলাদেশের কিছু ধর্মীয় অনুষ্ঠানে অপ্রত্যাশিত কিছু ঘটনার খবর আমরা পেয়েছি। তবে আমরা এটাও লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকার ওই ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।” রাজনৈতিক মহল মনে করছে, বাংলাদেশের ঘটনা নিয়ে মোদি সরকার ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়েছে। সে কারণেই সরকার বাংলাদেশের ঘটনায় কোনও কড়া প্রতিক্রিয়া জানায়নি।

]]>