Sukanta Majumdar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 08:56:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sukanta Majumdar – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Sukanta Mamata: করোনায় আক্রান্ত সুকান্তকে ‘সৌজন্য’ ফোন মুখ্যমন্ত্রীর https://ekolkata24.com/uncategorized/cm-mamata-banerjee-calls-sukanta-majumdar Mon, 10 Jan 2022 08:56:18 +0000 https://ekolkata24.com/?p=18674 রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমানে তিনি ঢাকুরিয়ার আমরি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মারফত খবর, রবিবার জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় বিজেপির রাজ্য সভাপতির। এরপর রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফোনে তাঁদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয়। এমনকি বিজেপি রাজ্য সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে ফুল, মিষ্টি ও ফল পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রয়েছে রাজনৈতিক বিবাদ। যদিও ক্ষণিকের জন্য সকল বিবাদ দূরে সরিয়ে দুজনের মধ্যে কথা হল সোমবার। কোন চিকিৎসক তাঁর দেখাশোনা করছেন তা জানতে চান তৃণমূল নেত্রী। এর পাশাপাশি বিশ্রাম নিতে বলেছেন সুকান্ত মজুমদারকে। যদিও এরকম সৌজন্য ফোনের ঘটনা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। এর আগেও এরকম ঘটনা একাধিকবার ঘটেছে।

হাসপাতাল সুতরে জানা গিয়েছে, বিজেপি সাংসদের হালকা জ্বর, কফ, সর্দির মতো উপসর্গ রয়েছে। অক্সিজেন স্যাচুরেশন প্রাথমিকভাবে স্থিতিশীল থাকলেও পরে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালের একটি আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। তাঁর নমুনা পাঠানো হয়েছে আরটিপিসিআর টেস্টের জন্য। প্রসঙ্গত, এর আগে, ২০২০-র অক্টোবর মাসে করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় তাঁকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

]]>
Bankura: মমতার হাত ধরলেই সে বিশ্বাসঘাতক, কার উদ্দেশ্যে বললেন BJP রাজ্য সভাপতি? https://ekolkata24.com/uncategorized/bankura-bjp-state-secretary-sukanta-majumdar Sat, 04 Dec 2021 08:38:01 +0000 https://ekolkata24.com/?p=13471 News Desk, Bankura: ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের হাত যে ধরবে সেই বিশ্বাসঘাতকতার মুখে পড়বে’। এমনই নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে এসেছেন তিনি।

তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী ‘গোল্ড মেডেল পেয়ে গেছেন’। এখন দ্বিতীয় স্থানে তৃণমূল, কংগ্রেস, শিবসেনা না ইউ.পি.এ কে থাকবে তার লড়াই চলছে।

সুকান্ত মজুমদার বলেন, ‘সিপিআইএমকে তৃণমূল লোক যোগান দিচ্ছে। ঝাণ্ডা লাগানো থেকে মিটিং এ লোক পাঠানোর ব্যবস্থা করে ওই দলকে ‘তুলে আনা’র চেষ্টা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বাঁকুড়া মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে পেট্রোল-ডিজেলের উপর রাজ্যের কর কমানোর দাবিতে দলীয় সভায় যোগ দেওয়ার আগে শহরে ‘প্রতিবাদ মিছিলে’ পথ হাঁটেন তিনি। মিছিল ও সভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিজেপি বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, সুজিত অগস্থী সহ অন্যান্যরা।

]]>
যখন তোমার কেউ ছিল না…এখন আর অভিমানী রাহুলের বুক ভাঙে না https://ekolkata24.com/uncategorized/after-taking-charge-west-bengal-bjp-president-facing-trouble Tue, 21 Sep 2021 14:30:26 +0000 https://www.ekolkata24.com/?p=5200 নিউজ ডেস্ক: বঙ্গ রাজনীতির ইনিও চর্চিত। বিতর্কিত। তবে এখন একাকী। রাহুল সিনহা। এই নাম আর বিজেপি একসময় পশ্চিমবঙ্গে একসাথে উচ্চারিত হতো। ত খন বাজপেয়ী-আদবানী যুগ। রাজ্যে বিজেপি শূন্য ছিল।

তারপর তৃণমূলের উঠতি বয়স। এনডিএ অংশীদারি সুবাদে রাহুল-মমতার পাশাপাশি অবস্থান। রাজ্য থেকে কৃষ্ণনগরের জলুবাবু, দমদমের তপন শিকদারের মতো নেতৃত্বের কেন্দ্রীয় মন্ত্রী হলেও বিধানসভায় হালে পানি পেত না বিজেপি। রাহুল সিনহা রাজ্যের ‘ভাজপা’ মুখ হয়ে শাসক বামফ্রন্ট বিরোধী আন্দোলন চালাতেন।

দিন গত হয়েছে। বিজেপি রাজ্যে বিরোধী দল। বামেরা শূন্য। তৃণমূল সরকার। দলের নির্দেশে রাহুলবাবু সেই যে দিলীপ ঘোষের হাতে দায়িত্ব দিয়ে একপেশে হলেন, আর তেমন নেই তাঁর ভূমিকা এমনই মনে করেন তাঁর নিন্দুক গোষ্ঠী। বঙ্গ বিজেপিতে দিলীপ শাসন এখন অতীত। তবে তাঁর হাতেই বিজেপি রাজ্যে ঐতিহাসিক সাফল্য পায়। তাঁকে অপসারণের পর বিরোধী দলের নতুন রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার।

রাহুল সিনহা, দিলীপ ঘোষ দুই বিজেপি রাজ্য সভাপতির আমলে রাজ্যে বাম জমানার পতন ও তৃণমূল জমানা এমনই রাজনৈতিক সমীকরণ। এর মাঝে মোদী ঝড়কে আশীর্বাদ মাথায় করে দিলীপবাবু বিধানসভা ও সংসদে পৌঁছে গেলেন, আর এই ঝড়েও রাহুল সিনহার জয় হলনা। ‘হেরো’ তকমা নিয়েই একলা তিনি।

বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যায় ‘রাহুল দা কেন যে জিততে পারেন না, রাম-ই জানেন!’ যদিও তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর কটাক্ষ, একটা কাউন্সিলর ভোটেও জয়ের ক্ষমতা নেই রাহুল সিনহার। আসলে জয় ব্যাপারটাই ওর নামের সঙ্গে যায় না।

রাহুলবাবুর মন ভাঙে তবু বুক ভাঙে না। যে বঙ্গ বিজেপি একদিন তারকা শূন্য, বিধায়ক শূন্য তখন তিনি হাতে ধরে টানতেন সেই দলেই কোনঠাসা।
নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তেমন বনিবনা হবে না রাহুলবাবুর এটা ধরেই নিচ্ছেন রাজ্য নেতৃত্বের বড় অংশ। কারণ, সুকান্তবাবু আসলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।

সূত্রের খবর, দিলীপ ঘোষকে সময়ের আগেই রাজ্য সভাপতির পদ থেকে সরানোর কারণ তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি হওয়া শুভেন্দুবাবুর সঙ্গে ‘মনকষাকষি’। জানা যাচ্ছে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে তুমুল আলোড়ন চলছে। অনেকেই সুকান্তবাবুকে মানতে পারছেন না। এখানেই আশায় বুক বাঁধছেন রাহুল সিনহা।

সূত্রের খবর, শারোদতসবের পরে বিরাট ভাঙনের মুখে পড়তে চলেছে বঙ্গ বিজেপি। সভাপতি হয়ে তা কতটা রুখতে পারবেন সুকান্ত মজুমদার সেটার উপরেই হবে বিচার।

]]>
Politics: ভাঙন রোখা ‘অসম্ভব’ সুকান্তবাবুর পক্ষে, বঙ্গ বিজেপি সরগরম https://ekolkata24.com/uncategorized/new-bjp-state-secretary-facing-challenges-in-his-organization Tue, 21 Sep 2021 05:53:19 +0000 https://www.ekolkata24.com/?p=5176 নিউজ ডেস্ক: এ যেন কাঁটার মুকুট ! বিরেধী দলের রাজ্য সভাপতি হয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। তাঁকে লাড্ডু খাওয়ানোর হিড়িক লেগেছে। আবার মিষ্টিমুখের আড়ালেই রয়েছে তেতো বিষয়-বঙ্গ বিজেপির একাধিক নেতা নারীঘটিত বিষয়ে অভিযুক্ত। বেশ কিছু নেত্রীর বিরুদ্ধে বারবার অশালীন কাজের অভিযোগ রয়েছে। বিভিন্ন ভাইরাল ভিডিও তেমনই ইঙ্গিত দেয়।

সূত্রের খবর, নতুন দায়িত্ব নিয়েই সুকান্ত মজুমদার এই বিষয়গুলি সমাধানে জোর দিচ্ছেন। অভিযোগ, রাজ্য বিজেপির এক প্রাক্তন বিধায়কের নারীঘটিত বিষয়ে বারবার প্রকাশ্যে এসেছে, তাতে কর্নপাত করেননি দিলীপ ঘোষ।

বিজেপি নতুন রাজ্য সভাপতি সংগঠনে পরিচ্ছন্নতা আনতে চাইছেন বলেই খবর। তবে রাজ্য বিজেপির বহু নেতার মনোভাব দলে যেভাবে ভাঙন ধরাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সুকান্তবাবুর মতো নরম নেতার পক্ষে সব সামাল দেওয়া অসম্ভব।

Sukanta majumdar

এদিকে আরএসএস নেতৃত্বের একাংশের মত, যেভাবে আদর্শবিহীন হয়ে বিজেপিতে সবাইকে আনা হচ্ছিল তার ফল পেতেই হবে। সুকান্তবাবুর সামনে কঠিন পরীক্ষা।

সূত্রের খবর, বিধানসভা ভোটে বিজেপি কেন ক্ষমতা দখল করতে পারল না, সেই কারণ খুঁজবেন নতুন রাজ্য সভাপতি। তাঁর কর্মসূচিরর মধ্যে আছে বিস্তারকদের জন্য দেওয়া টাকার হিসেব। এখানে বিস্তর নয়ছয় হয়েছে বলে সাংগঠনিক স্তরেই অভিযোগ ও সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে বারবার।

After durga puja Bjp bengal will face masive blow

সুকান্ত মজুমদার রাজনীতিতে নবীন মুখ। তিনি আগে ভালো করে রাজ্য চিনুন, জানিয়েছেন প্রবীন বিজেপি নেতা ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

প্রশ্ন উঠছে, ভাবানীপুর বিধানসভার উপনির্বাচনের আগেই কেন বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে দিলীপবাবুকে অপসারিত করা হলো? সূত্রের খবর, সাম্প্রতিক যে ভাঙন ধরেছে বঙ্গ বিজেপিতে তা রুখতে পারছিলেন না দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগের পাহাড় জমেছে।

বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের ফাটল বেড়েছে। দু পক্ষ পরস্পরকে কটাক্ষ করেন অবিরত। বিভিন্ন জেলা থেকে দিলীপবাবুর বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি আসছে।

]]>