Sunrisers Hyderabad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 01 Dec 2021 12:38:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sunrisers Hyderabad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 IPL: আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ চমক দিতে চলেছে https://ekolkata24.com/sports-news/sunrisers-hyderabad-is-going-to-give-a-surprise-in-the-upcoming-ipl Wed, 01 Dec 2021 12:38:35 +0000 https://ekolkata24.com/?p=13035 Sports desk: আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদ রশিদ খান, পাঞ্জাব কিংস ইলেভেনের কেএল রাহুল এবং মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকে পরবর্তী তিন মরসুমের জন্য ধরে রাখেনি। মঙ্গলবার বিকেল ৫টায় ধরে রাখার সময়সীমা শেষ হয়েছে।

সানরাইজার্স দুই অনবদ্য প্রতিভাবান তরুণকে ধরে রেখেছে, জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার ওমরান মালিক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আবদুল সামাদকে।

টি টোয়েন্টি ফর্ম্যাটে সেরা স্পিনারদের মধ্যে রশিদ খান সানরাইজার্স হায়দরাবাদ টিমে থাকতে চেয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি অবশ্য তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৪ কোটি অর্থে সুযোগ দিয়েছে। অন্যদিকে গত মরসুমে অধিনায়কত্ব নিয়ে মতপার্থক্যের জেরে ডেভিড ওয়ার্নারকে ধরে রাখা হবে না বলে জানা গিয়েছে।

স্পিনার রশিদ খান এবং ব্যাটসম্যান কে এল রাহুল দুজনেই লক্ষৌ ফ্র্যাঞ্চাইজির রাডারে রয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি টিম আইপিএল ২০২২ সংস্করণে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবে। রাহুল এখনও নামহীন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে, যা কিনা সঞ্জীব গোয়েঙ্কার RPSG ভেঞ্চারস লিমিটেডের মালিকানাধীন।

মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ এবং কাইরন পোলার্ডের পাশাপাশি সূর্যকুমার যাদব ফ্রাঞ্চাইজির পচ্ছন্দের তালিকায় রয়েছে। হার্দিক পান্ডিয়া কিংবা ঈশান কিশান দুজনকেই ধরে রাখা হয়নি। ফ্রাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টের কাছে হার্দিক-ঈশান জুটির চাইতে সূর্যকে পছন্দ করা হয়েছে বলে খবর।

হার্দিকের বোলিং নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, ঈশানের কাছে কাট মিস ব্যাডপ্যাচ। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে ধরে রেখে ওপেনার শুভমান গিলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইয়ন মর্গ্যানকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি তাকে মেগা-নিলামের সময় ফের বাছাই করতে পারে এমন ক্ষীণ সম্ভাবনা বজায় রয়েছে।

দিল্লি ক্যাপিটালস শ্রেয়স আইয়ারকে রাখেনি ঠিকই কিন্তু আইয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স মেগা-নিলামে শ্রেয়সকে নিয়ে ফ্রাঞ্চাইজিদের মধ্যে চাহিদা থাকবে। তবে শ্রেয়স আইয়ারকে পেতে ফ্রাঞ্চাইজিদের মধ্যে দৌড়ে আপাতত এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স, আইয়ারকে স্কোয়াডে নিতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বলে খবর।

রাহুল চাহাল পাঞ্জাব কিংস ইলেভেনে না থাকার ইচ্ছে প্রকাশ করায় মায়াঙ্ক আগরওয়াল পচ্ছন্দের তালিকায় সবার ওপড়ে পাঞ্জাব কিংসের। এই সঙ্গে পচ্ছন্দের তালিকায় নাম রয়েছে একটিও ম্যাচ না খেলা আনক্যাপড আরশদীপ সিং। মায়াঙ্ক গত আইপিএলে ওপেনার হিসেবে নিজের জাত দেখিয়েছিলেন এবং ওই পারফরম্যান্সের ভিত্তিতে ন্যায্য মূল্যের চুক্তি পেয়েছেন মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে হেডকোচ অনিল কুম্বলে মায়াঙ্কের নামে সিলমোহর দিলে, পাঞ্জাব কিংসের নেতৃত্ব’র দিতে পারেন মায়াঙ্ক আগরওয়াল।

বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলকে আরসিবি সবসময় ধরে রাখবে কিন্তু চমক হল মহম্মদ সিরাজকে নিয়ে। যারা বাদ পড়েছেন তাদের মধ্যে রয়েছেন দেবদত্ত পাডিক্কল, হর্ষাল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে চাহালের আলোচনা ফলপ্রসূ হয়নি, চাহালকে মাত্র 7 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কওয়াড় এবং মঈন আলীকে রেখে ফাফ ডু প্লেসিকে বাদ দিয়ে ধরে রেখেছে। রবীন্দ্র জাদেজা ১৬ কোটির অর্থের মূল্যে রির্জাভ খেলোয়াড়, এম এস ধোনির আগে, এবং ধোনি পদত্যাগ করলে তিনি অধিনায়কের দায়িত্ব নিতে পারেন।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লক্ষৌ এবং আহমেদাবাদ -এখন অপরিবর্তিত পুল থেকে তিনজন করে খেলোয়াড় বাছাই করতে পারে। নবাগত দুই ফ্রাঞ্চাইজির পছন্দ চূড়ান্ত করার ডেডলাইন ২৫ ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

]]>
IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের https://ekolkata24.com/sports-news/some-star-player-who-will-not-take-part-in-ipl-this-season Fri, 17 Sep 2021 18:01:06 +0000 https://www.ekolkata24.com/?p=4866 স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার

টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। যদিও ভরা এই গ্যালারি মিস করবেন বেশ কিছু তারকাদের। বিভিন্ন কারণে যারা সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে।

IPL 2020 Mumbai Indians (MI) Full Schedule PDF: Mumbai Indians IPL 2020  Full Schedule, Date, Timings, Venue

মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।

IPL 2021 (second phase): Analysis of Kolkata Knight Riders | NewsBytes

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত যে তিনি আইপিএলের দ্বিতীয় লেগে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

IPL 2021: Punjab Kings (PBKS) Squad, Schedule, Updated Time And Venue

পঞ্জাব কিংস: রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না।

আরও পড়ুন দেশ দখল করেছে তালিবানরা, আইপিএল খেলা নিয়ে সংশয়ে রশিদ-নবিরা

IPL 2021: Rajasthan Royals (RR) Squad, Schedule, Updated Time, And Venue

রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে চলতি আইপিএলে দলে পাবে না রাজস্থান। 

IPL 2021: Chennai Super Kings (CSK) Updated Squad, Schedule, Time And Venue  - CricketAddictor

চেন্নাই সুপার কিংস: আইপিএলের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আরেক অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল চেন্নাই। 

IPL 2021: Delhi Capitals (DC) Squad, Schedule, Updated Time And Venue

দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা পেসার ক্রিস ওকস।

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

IPL 2021: Royal Challengers Bangalore (RCB) Squad, Schedule, Updated Time  And Venue

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: চলতি আইপিএলের দ্বিতীয়ভাগে ব্যাঙ্গালোর দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। 

IPL 2021: Sunrisers Hyderabad (SRH) Updated Squad, Schedule, Time, And Venue

সানরাইজার্স হায়দরাবাদ: ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

প্রসঙ্গত, আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও। 

]]>