surgical strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 08 Dec 2021 13:30:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png surgical strike – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Surgical Strike: মায়ানমারে ঢুকে নাগা জঙ্গিদের কচুকাটা করার নীল নকশা ছিল রাওয়াতের https://ekolkata24.com/uncategorized/surgical-strike-general-bipin-rawat-and-2015-indian-counter-insurgency-operation-in-myanmar Wed, 08 Dec 2021 13:30:25 +0000 https://ekolkata24.com/?p=14131 News Desk: বিচ্ছিন্নতাবাদী নাগা গোষ্ঠীগুলিকে কব্জা করতে কেন্দ্র সরকারের ঘুম উড়ে যায়। সাম্প্রতিক রক্তাক্ত নাগাল্যান্ড থেকে সশস্ত্র সংগঠন নাগা আর্মির হুমকি দিয়েছে ভয়ঙ্কর প্রত্যাঘাতের। তবে তাদেরই কাছে আতঙ্কের আর এক নাম বিপিন রাওয়াত।

তামিলনাডুতে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত মৃত। বায়ু সেনা জানিয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ মোট ১৪ জন মারা গেছেন কপ্টার দুর্ঘটনায়।

প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের নামের সঙ্গেও সার্জিক্যাল স্ট্রা়ইক শব্দটি জুড়ে গেছিল। সেই ঘটনা তেমন আলোচিত নয়। প্রতিবেশি দেশ মায়ানমারের সীমান্ত পেরিয়ে সেদেশে নাগা বিচ্ছিন্নতাবাদীদ্র ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ঘটনার নেতৃত্বে ছিলেন তৎকালীন লেফটেনেন্ট জেনারেল বিপিন রাওয়াত।

২০১৫ সালের সেই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভয়ঙ্কর নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (খাপলাং) এর দম্ভে আঘাত। অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন বিপিন রাওয়াত।

নাগা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (খাপলাং) গোষ্ঠী ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়নি। সংগঠনের প্রধান নাগা বিচ্ছিন্নতাবাদ আন্দোলনের পুরোধা এস এস খাপলাং। ‘নাগালিম’ (বৃহত্তর স্বশাসিত নাগাল্যান্ড) গঠনের জন্য সশস্ত্র পথ বেছে নেওয়া খাপলাং এর বাহিনী বারবার নাশকতা ও হামলা চালিয়েছে উত্তর পূর্বাঞ্চলে। তবে খাপলাং প্রয়াত হওয়ার পর সংগঠনটিতে ভাঙন ধরেছে।

প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানে বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন। যার অন্যতম মায়ানমারে ঢুকে খাপলাংপন্থী নাগা বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি ধংসের নীল নকশা তৈরি।

২০১৫ সালে মনিপুরের চান্দেল জেলায় সেনা কনভয়ে হামলা হয়। সেই হামলায় ১৮ জওয়ানের মৃত্যু হয়। এর পরেই ভারতীয় সেনা প্রত্যাঘাত করে। তৎকালীন লেফটেনেন্ট জেনারেল বিপিন রাওয়াতের পরিকল্পনা অনুসারে সেনার প্রায় ৭০ জন কমান্ডো অভিযানে অংশ নেয়। মায়ানমার সীমান্ত পেরিয়ে সেদেশের জমিতে নাগা বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে নিয়ে প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে হামলা চালিয়েছিল সেনাবাহিনী। সেই অভিযানে ৩৮ জন নাগা বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়।

সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার প্রবেশে ক্ষোভ জানায় ততকালীন মায়নমার সরকার। কূটনৈতিক প্রক্রিয়ায় পরিস্থিতি সামাল দেয় ভারত সরকার।

]]>
Amit Shah: পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী https://ekolkata24.com/uncategorized/home-minister-amit-shah-has-threatened-another-surgical-strike-against-pakistan Thu, 14 Oct 2021 11:12:21 +0000 https://www.ekolkata24.com/?p=7616 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দিল্লি কখনও সন্ত্রাসবাদের সঙ্গে কোনও রকম সমঝোতা করেনি, ভবিষ্যতেও করবে না। অন্যদিকে আমাদের প্রতিবেশী এক দেশ সন্ত্রাসবাদে নিয়মিত মদত জুগিয়ে চলেছে। সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে পাকিস্তান। ইসলামাবাদ যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করে, তারা যদি ছায়াযুদ্ধ চালিয়েই যায় তাহলে আগামী দিনে ফের ওই দেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পথে যেতে দ্বিতীয়বার ভাববে না ভারত। বৃহস্পতিবার দুপুরে গোয়ায় এক অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

অগাস্ট মাসে আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে। দু’দিন আগে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা জওয়ান শহিদ হয়েছেন। অন্যদিকে সীমান্ত এলাকায় পাকিস্তান সীমান্তের অভ্যন্তর থেকে উড়ে আসছে অস্ত্র বোঝাই ড্রোন। বেড়েছে সীমান্ত অতিক্রম করে জঙ্গি অনুপ্রবেশের সংখ্যা। তার প্রেক্ষিতেই এদিন মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহ সরাসরি জানিয়েছেন, ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তা বেশিদিন সহ্য করা হবে না। বৃহস্পতিবার গোয়ার ধারবান্দোরায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই কাশ্মীর ও সীমান্তের সাম্প্রতিক সমস্যা সম্পর্কে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল। দরকার হলে আগামী দিনে আমরা ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাব। আমরা কোনরকম অশান্তি ও হিংসা চাই না। আমরা চাই আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করতে। কিন্তু আমাদের এই মানসিকতাকে যদি পাকিস্তান দুর্বলতা বলে ভাবতে থাকে তবে আমরা তার জন্য উপযুক্ত শিক্ষা দিতে তৈরি আছি।

পাকিস্তান ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বরের সেই ঘটনা বোধহয় ভুলে গিয়েছে। আমরা চাই না পাকিস্তানকে ফের সেই ঘটনার মুখোমুখি হতে হোক। কিন্তু ইসলামাবাদ যদি অকারণে আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালায় বা পায়ে পা দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করে তবে তার জন্য তো উপযুক্ত জবাব ওরা পাবেই।

রাজনৈতিক মহল মনে করছে, ২০২২-এর গোড়াতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে অমিত শাহ ফের একবার দেশ প্রেমের জিগির তুলে ধরতে চেয়েছেন। তিনি বোঝাতে চাইছেন বিজেপি সরকারের কাছে সবার আগে দেশের সুরক্ষা।

]]>