Survey – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 09:26:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Survey – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Defence: নজিরবিহীন কাজ করে তাক লাগাল প্রতিরক্ষা মন্ত্রক https://ekolkata24.com/uncategorized/defence-surveys-17-78-lakh-acres-of-defence-land-in-over-three-years Sun, 09 Jan 2022 09:26:43 +0000 https://ekolkata24.com/?p=18544 ফের সাড়া ফেলে দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক (Ministry Of Defence) । স্বাধীনতার পর এই ধরনের প্রথম ব্যাপক মহড়ায় সরকার ত্রিমাত্রিক মডেলিং, ড্রোন এবং স্যাটেলাইট ইমেজারির মতো সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে ১৭.৭৮ লক্ষ একর প্রতিরক্ষা জমি জরিপ করে ফেলল। যা ভারতীয় ইতিহাসে কার্যত নজিরবিহীন। এই সার্ভে চালানো হয় রাজস্থানে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০১৮ সাল থেকে ক্যান্টনমেন্টের ভিতরে প্রায় ১.৬১ লক্ষ একর এবং ক্যান্টনমেন্টের বাইরে ১৬.১৭ লক্ষ একর প্রতিরক্ষা জমি মাপার কাজ শুরু হয়েছিল এবং এখন শেষ হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে পুরো প্রতিরক্ষা জমি জরিপ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, স্থলধারণের মাত্রা, প্রায় ৪,৯০০ পকেটে জমির অবস্থান, অনেক জায়গায় দুর্গম ভূখণ্ড এবং এই কাজের সঙ্গে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডাররা এই ঘটনাকে বৃহত্তম সার্ভের আখ্যা দিয়েছেন। এক রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রনিক টোটাল স্টেশন, ডিফারেনশিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেমের পাশাপাশি ড্রোন এবং স্যাটেলাইট ইমেজারির মতো আধুনিক জরিপ প্রযুক্তিগুলি “নির্ভরযোগ্য, শক্তিশালী এবং সময়-আবদ্ধ” ফলাফল নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, “এই প্রথম রাজস্থানের লক্ষ লক্ষ একর প্রতিরক্ষা জমি জরিপের জন্য ড্রোন চিত্রভিত্তিক সমীক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সার্ভেয়ার জেনারেলের সহায়তায় পুরো এলাকাটি জরিপ করা হয়েছিল, যা আগে বছরের পর বছর ধরে করা হত। উপগ্রহ চিত্র-ভিত্তিক জরিপ প্রথমবারের মতো অনেক প্রতিরক্ষা ভূমি পকেটের জন্য পরিচালিত হয়েছিল।”

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (বিএআরসি) সহযোগিতায় ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে পার্বত্য অঞ্চলে প্রতিরক্ষা জমির আরও ভাল দৃশ্যায়নের জন্য ত্রিমাত্রিক মডেলিং কৌশলও চালু করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে, জরিপের অংশ হিসেবে প্রতিরক্ষা জমিতে জবরদখল শনাক্তকরণের জন্য ‘টাইম সিরিজ স্যাটেলাইট ইমেজারি’র উপর ভিত্তি করে রিয়েল টাইম চেঞ্জ ডিটেকশন সিস্টেমের একটি প্রকল্পও শুরু করা হয়েছে।

]]>
২০২২ সালে বিজেপি ক্ষমতায় ফিরছে উত্তরপ্রদেশে: Times Now সমীক্ষা https://ekolkata24.com/uncategorized/bjp-to-return-to-power-in-uttar-pradesh-in-2022-survey-by-times-now Wed, 17 Nov 2021 14:59:17 +0000 https://ekolkata24.com/?p=11649 News Desk: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অভিযোগর অন্ত নেই। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা প্রতিদিন তোপ দেগে চলেছে যোগী সরকারের বিরুদ্ধে। নতুন বছরের শুরুতেই গোবলয়ের বৃহত্তম এই রাজ্যে বিধানসভা ভোট।

২০২৪ লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের নির্বাচনকে রাজনৈতিক মহল সেমিফাইনাল ম্যাচ বলে উল্লেখ করেছে। সেই ম্যাচে শেষ পর্যন্ত যোগীই শেষ হাসি হাসবেন বলে জানা গেল জনমত সমীক্ষায়।

লখিমপুর খেরিতে কৃষকদের পিষে মারার ঘটনা, করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ সবকিছুকেই যেন ছাপিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উন্নয়নের পথ। প্রধানমন্ত্রীর ফেরি করা উন্নয়নের সেই পথ ধরেই দ্বিতীয়বার লখনউয়ের কুর্সিতে ফিরতে চলেছেন যোগী আদিত্যনাথ এবং তাঁর দল বিজেপি (BJP)। সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাও এবং তার সহযোগী পোলস্টাটের জনমত সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০২২ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা ভোটে ৪০৩টি আসনের মধ্যে গেরুয়া দল এখনও পর্যন্ত ২৩৯ থেকে ২৪৫টি আসনে এগিয়ে আছে। তবে ২০১৭ সালের তুলনায় এবার তাদের আসন প্রাপ্তি অনেকটাই কমছে।

BJP

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে ৩১২টি আসন জিতে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করেছিল বিজেপি। ১৪ বছর পর লখনউয়ের দখল ফিরে পেয়েছিল গেরুয়া দল। সেবার বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসাবে পরিচিত যোগী আদিত্যনাথের (yogi adityanath) মুখকেই ব্যবহার করে নজরকাড়া সাফল্য পেয়েছিল। পাঁচ বছর পর গেরুয়া দল এবারও এই দুই মুখকেই নিজেদের বড় ভরসা বলে মনে করছে। দুদিন আগে লখনউয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (amit shah) যার ইঙ্গিতও দিয়েছেন।

বারাণসীতে বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর ‘মাস্টার ক্লাসে’ শাহ বুঝিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ জিতেই ২০২৪ সালে দিল্লির পথ তাঁরা মসৃণ করতে চান। মোদি-শাহর ভাবনায় যে খুব একটা অসঙ্গতি নেই তার প্রতিফলন মিলল এই জনমত সমীক্ষায়। জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, রাজ্যে ৫০ শতাংশের বেশি মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথের উপরেই ভরসা করছেন। সেই ভরসার কারণেই বিজেপি রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২৪৫টি আসনে এগিয়ে আছে। প্রধান বিরোধী হিসাবে ১১৯ থেকে ১২৫টি ‘আসনে এগিয়ে অখিলেশ যাদবের (akhilesh) সমাজবাদী পার্টি। মায়াবতীর বিএসপির ঝুলিতে যেতে পারে ২৮ থেকে ৩২টি আসন। কংগ্রেসের অবস্থা একেবারেই করুণ। রাহুল-প্রিয়াঙ্কার ভাগ্য জুটতে পারে মেরেকেটে পাঁচ থেকে সাতটি আসন।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে কোন দল ক্ষমতায় আসতে পারে তা নিয়ে জনমত সমীক্ষা চালায় টাইমস নাও এবং তার সহযোগী পোলস্টাট। ৯ হাজার মানুষের মতামত নিয়ে এই সমীক্ষা রিপার্টটি প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে একমাত্র পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপিকে সরকার বিরোধী হাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। যদিও রাজ্যের সবচেয়ে বেশি ৯২টি আসন রয়েছে পূর্বাঞ্চলে। সেখানে বিজেপি এগিয়ে আছে ৪৭ থেকে ৫০ আসনে। অখিলেশের ‘জিন্নাহ’ মন্তব্যের আগে এই জনমত সমীক্ষা করা হয়েছিল। 

<

p style=”text-align: justify;”>এরই মধ্যে রবিবার রাজ্যে একলা চলার কথা ঘোষণা করেছেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (priyanka gandhi)। বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতী (mayabati) আগেই ঘোষণা করেছেন তাঁর দল অন্য কোনও দলের সঙ্গে জোটে যাবে না। রাজনৈতিক মহলের আশঙ্কা, বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা ঘরে তুলবে বিজেপি। তাই শেষ পর্যন্ত বিজেপির আসন আরও কিছুটা বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। উত্তরপ্রদেশের ক্ষমতা ধরে রাখতে পারলে ২০২৪ সালে মোদির দিল্লি ফেরার রাস্তাটাও অনেকটা সুগম হবে।

]]>
ABP-C Voter Survey: আগামী বছর পাঁচ রাজ্যের নির্বাচনে কোথাও স্বস্তিতে নেই বিজেপি https://ekolkata24.com/uncategorized/abp-c-voter-survey-bjp-is-nowhere-near-as-comfortable-in-next-years-five-state-elections Sat, 13 Nov 2021 11:13:05 +0000 https://ekolkata24.com/?p=11175 নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যের মধ্যে বিজেপিকে অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে উত্তরপ্রদেশে। ওই নির্বাচনের আগে এবিপি-সি ভোটারের এক জনমত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে (utter Pradesh) বিজেপির ভোট শতাংশ অনেকটাই কমবে।

স্বাভাবিকভাবেই কমবে আসন প্রাপ্তির সংখ্যাও। পাশাপাশি উত্তরাখণ্ডে (uttarakhand) এবার বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা অত্যন্ত কঠিন। অন্যদিকে পাঞ্জাবে (punjab) তো বিজেপির কোনও সম্ভাবনাই নেই। এই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে বিজেপি যথেষ্টই কোণঠাসা।

আগামী বছরের শুরুতেই যে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া (goa) এবং মণিপুর (manipur)। এবিপি-সিভোটারের (abp-cvotar) জনমত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে হয়তো কষ্ট করে বিজেপি জিততে চলেছে। কিন্তু সেই জয় খুব একটা সহজ হবে না। বরং নির্বাচনের আগে যেটুকু সময় আছে তাতে যদি বিরোধীরা সক্রিয় হতে পারে তাহলে বিজেপির পক্ষে সেটা অত্যন্ত উদ্বেগের হতে পারে। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসন রয়েছে।

এরাজ্যে ক্ষমতায় আসতে গেলে প্রয়োজন ২০২টি আসন। সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে বিজেপি ২১৩ থেকে ২২১টি আসনে জিততে পারে। অন্যদিকে যোগী রাজ্যে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে সমাজবাদী পার্টি। তবে গো বলয়ের বৃহত্তম রাজ্যে কংগ্রেসের কোনওরকম সম্ভাবনাই নেই বলে জনমত সমীক্ষা জানিয়েছে।

অন্যদিকে, পাঞ্জাবে বিজেপির কোনওরকম সম্ভাবনা নেই। এর মূল কারণ কৃষি আইন। তবে এই রাজ্যে ক্ষমতাসীন দল কংগ্রেসও ক্ষমতায় ফিরছে না বলে জানানো হয়েছে। এই রাজ্যে নতুন করে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। সমীক্ষা বলছে পাঞ্জাবের ১১৭ টি আসনের মধ্যে ৪৭ থেকে ৫৩ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হবে আপ। এই রাজ্যে বিজেপি কোনও আসন নাও পেতে পারে। পেলেও বড়জোর একটি।

উত্তরাখণ্ডেও প্রবল চাপে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত রাজ্যের ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গেরুয়া দল সর্বোচ্চ ৪০ টি আসন পেতে পারে। তবে আগামী কয়েক মাসে এই হিসাব উল্টে দিতে পারে বিরোধীরা। এই রাজ্যেও আপ একটা ভাল সংখ্যক আসন পেতে পারে।

অন্যদিকে, এবিপি সিভোটের সমীক্ষা বলছে গোয়ায় ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। রাজ্যের শাসক দল হিসেবে বিজেপি গোয়ার ৪০ টি আসনের ১৯ থেকে ২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে বড়জোর ৭টি আসন। তবে গোয়ায় তৃণমূল যেভাবে তেড়েফুঁড়ে আসরে নেমেছে তাতে এ রাজ্যের অনেক হিসেব কয়েক মাসে বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, মণিপুরেও এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এবিপি-সিভোটারের জনমত সমীক্ষা বলছে, মনিপুরের ৬০টি আসনের মধ্যে বিজেপি ২৫-২৯ টি আসন পেতে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২০ থেকে ২৪ টি আসন। নাগা পিপলস ফ্রন্ট পেতে পারে ৪ থেকে ৮টি আসন। অন্যদের ঝুলিতে যাবে ৩ থেকে ৭ টি। অর্থাৎ মণিপুরের মত উত্তর ভারতের এক ছোট রাজ্যেও বিজেপি আদৌ ক্ষমতায় ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যথেষ্টই চাপে রয়েছে। সমীক্ষার ফলাফল মিলে গেলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদির কপালে চিন্তার ভাঁজ নিশ্চিতভাবেই আরো চওড়া হবে।

]]>
Survey: দেশের ৪০ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে পছন্দ করে না https://ekolkata24.com/uncategorized/over-40-not-satisfied-with-rahul-gandhis-work-survey Sun, 10 Oct 2021 15:02:09 +0000 https://www.ekolkata24.com/?p=7185 নিউজ ডেস্ক: ২০২০ এর শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু ওই সমস্ত রাজ্যগুলিতে করা এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় অংশ নেওয়া ৪০ শতাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, তাঁরা রাহুল গান্ধীর (Rahul Gandhi) কাজকর্মে আদৌ খুশি নন। বিধানসভা ভোটের আগে সমীক্ষার এই ফলাফল কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বিপাকে ফেলেছে।

এবিপি-সি করা সমীক্ষায় দেখা যাচ্ছে, রাহুল গান্ধীকে পছন্দ করছেন না ৪০.৫ শতাংশ মানুষ। তাঁরা জানিয়েছেন কিভাবে রাজনৈতিক কাজ করতে হয় সেই ধারণাটুকু রাহুলের নেই। রাহুলের পাশে দাঁড়িয়েছেন মাত্র ১৮.৫ শতাংশ মানুষ। পাশাপাশি ২১ শতাংশ মানুষ রাহুলের আচার-আচরণ ও কাজ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তরাখান্ড, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর ও পাঞ্জাব এই পাঁচ রাজ্যের ৬৯০টি বিধানসভা কেন্দ্রে এই সমীক্ষা চালিয়েছিল এবিপি-সি ভোটার। প্রায় ১ লাখ মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর একমাস ব্যাপী এই সমীক্ষা করা হয়েছে।

পাঞ্জাবে সরকারের রয়েছে কংগ্রেস। কিন্তু ওই রাজ্যের ৫৩ শতাংশ মানুষ বলেছেন, রাহুল গান্ধীর কাজ তাঁরা একেবারেই পছন্দ করেন না। পাঞ্জাবে রাহুলের পক্ষে দাঁড়িয়েছেন মাত্র ৬.৭ শতাংশ মানুষ। উত্তরাখণ্ডে সর্বোচ্চ ৫৪.১ শতাংশ মানুষ রাহুলকে পছন্দ করেন না।

এরপরে মণিপুরে ২৭.৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৪৬.২ শতাংশ এবং গোয়ায় ১৬.১ শতাংশ মানুষ রাহুলের কাজে খুশি নন।

]]>