Sylhet – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 27 Dec 2021 15:38:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Sylhet – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ডেরায় অভিযান, প্রচুর মর্টার শেল উদ্ধার https://ekolkata24.com/uncategorized/bangladesh-rab-opetation-indian-militant-den-satchari-forest Mon, 27 Dec 2021 10:51:06 +0000 https://ekolkata24.com/?p=16780 News Desk: ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বাংলাদেশের সাতছড়ি অরণ্যে অভিযান চালিয়েছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মর্টার শেল, গুলি। বাংলাদেশের জমিতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন ডেরা ও বাংকারে এর আগেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশের সাতছড়ি অরণ্য ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন। আন্তর্জাতিক সীমান্তের এই অরণ্যাঞ্চলের ভিতর বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি আগেও ধংস করা হয়েছে।

সোমবার ভোর রাত থেকে  সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায় ব়্যাব-৯ বাহিনীর কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) ইউনিট। অভিযানে ১৫টি মর্টার শেল ও ছয় বাক্স গুলি উদ্ধার করা হয়েছে।  কাউন্টার টেররিজম ইউনিটের ডিআইজি মহম্মদ আসাদুজ্জামান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযান শুরু হয়। এখনও একটি জায়গায় অভিযানে আরও আগ্নেয়াস্ত্র মিলবে। 

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ঘাঁটি বাংলাদেশের এই বনাঞ্চল। এমনই বিস্ফোরক দাবি আগেই করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবির পর প্রবল আলোড়ন ছড়িয়েছিল ঢাকা ও নয়াদিল্লিতে। পরে বাংলাদেশ সরকার জানায়, প্রতিবেশি ভারতের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে রেয়াত করা হবে না। সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের এই অস্ত্র ভাণ্ডার ?
মনে করা হচ্ছে এবারেও উদ্ধার  করা মর্টার সেল, গুলি, একসময় বাংলাদেশে ঘাঁটি গেড়ে ত্রিপুরা ও অসমের বিচ্ছিন্নতাবাদীদের। ত্রিপুরার দুটি সশস্ত্র সংগঠন এটিটিএফ ও এনএলঅফটির একসময়ের ঘাঁটি ছিল বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ। এখানকার চুনারুঘাটের সাতছড়ি অরণ্যে অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (বর্তমান আলফা-স্বাধীনতা) গোষ্ঠীরও ঘাঁটি ছিল।

(১) ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযানে  ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেট সহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব।

(২) ২০১৪ সালের ১৬-১৭ অক্টোবর থেকে চতুর্থ দফায় প্রথম পর্যায়ে উদ্যানে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও উদ্ধার করা হয়। এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

(৩) ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়ি অরণ্যে অভিযান চালিয়ে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।

(৪) ২০১৯ সালের ২৪ নভেম্বর ১৩টি রকেট লঞ্চারের শেলসহ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

(৫) ২০২০ সালের ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করে বিজিবি। 

(৬) ২০২১ সালের ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

]]>
Bangladesh: ফের বড়সড় অস্ত্র ভাণ্ডারের খোঁজ ত্রিপুরা সীমান্তে, অভিযানে RAB https://ekolkata24.com/uncategorized/bangladesh-militant-den-satchari-forest-near-tripura-border Mon, 27 Dec 2021 07:39:05 +0000 https://ekolkata24.com/?p=16762 News Desk: ভারত সরকার বিরোধী উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনের একদা মুক্তাঞ্চল বাংলাদেশের সিলেট বিভাগের সাতছড়ি অরণ্যে ফের উদ্ধার বড়সড় আগ্নেয়াস্ত্র সম্ভার। রকেট লঞ্চার, গোলা উদ্ধার হয়েছে।

সোমবার সকাল থেকে আন্তর্জাতিক সীমান্ত লাদেয়া সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলে অভিযান চালাচ্ছে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) বাহিনী। এই এলাকা ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন।

সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্তর্গত সাতছড়ি জাতীয় উদ্যানের অভিযান ঘিরে চাঞ্চল্য। এর আগেও একই এলাকা থেকে বারবার মিলেছে আগ্নেয়াস্ত্র ভাণ্ডার।

 

বাংলাদেশের সরকারের দাবি, সীমান্তের এই জঙ্গলে একসময় উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ডেরা ছিল। বিশেষত ত্রিপুরার দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি ও এটিটিএফের ঘাঁটি ছিল বাংলাদেশের সাতছড়ি অরণ্যাঞ্চল। সেই সময়ে বিচ্ছিন্নতাবাদীদের জমিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের সম্ভার এখনও মজুত রয়েছে।

সোমবার সকাল থেকে অভিযান চালায় র‌্যাব-৯ এর কাউন্টার টেররিজম ইউনিট। সিটিটিসি’র ডিসি আব্দুল মান্নান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে।

হবিগঞ্জের সাতছড়ি থেকে গত পাঁচ মাসে র‍্যাব মোট চার দফা অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে।

<

p style=”text-align: justify;”>ত্রিপুরার লাগোয়া বাংলাদেশের সাতছড়ি অরণ্যে বি়ভিন্ন সময়ে বিপুল অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ঘাঁটি বাংলাদেশের এই বনাঞ্চল। এমনই বিস্ফোরক দাবি আগেই করেন ত্রিপুরীর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবির পর প্রবল আলোড়ন ছড়িয়েছিল ঢাকা ও নয়াদিল্লিতে। পরে বাংলাদেশ সরকার জানায়, প্রতিবেশি ভারতের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে রেয়াত করা হবে না। সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>
Bangladesh: কুমিল্লার কায়দায় মন্দিরে কোরান রেখে হামলার ছক, আটকালেন মুসলিমরা https://ekolkata24.com/uncategorized/suspected-man-arrested-with-holly-quran-near-durga-temple-at-habiganj-sylhet Fri, 19 Nov 2021 15:27:42 +0000 https://ekolkata24.com/?p=11772 News Desk: দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলায় রত্তাক্ত হয়েছিল বাংলাদেশ। কুমিল্লায় একটি পূজা মণ্ডপে কোরান রেখে হামলাচালানো হয় সংখ্যালঘু হিন্দুদের উপর। একই কায়দায় ফের হামলার ছক করে সিলেটে একটি মন্দিরে কোরান রাখতে গিয়ে ধরা পড়ল যুবক। তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

সিলেটের হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে কোরান শরিফসহ এই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। শুক্রবার বিকেলস্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। স্থানীয়রা বলছেন, ওই যুবক নিদেকে নোয়াখালীর বাসিন্দা বলে জানিয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার সময় হামলা হয়েছিল নোয়াখালীতেও। সেখানে হামলাকারীরা এর পূজারীকে খুন করে।

bangladesh police

File Picture

জানা গিয়েছ্, শুক্রবার দুপুর থেকে ওই যুবক হবিগঞ্জের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিল। সেখানকার কয়েকজন বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করা হয়। তার ব্যাগে কোরান শরিফ পাওয়া যায়। পুলিশ এসে তাকে আটক করে।

দুর্গাপূজার সময় ভুয়ো বার্তা ছড়িয়ে সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ উত্তপ্ত হয়েছে। একাধিক হামলাকারীর মৃত্যু হয় পুলিশের গুলিতে। পূজামণ্ডপে কোরান রাখার অভিযোগে এক ইকবাল হোসেন নামে এক যুবক গ্রেফতার হয়। ঢাকার বদরুন্নেসা কলেজের অধ্যাপিকা রুমা সরকার ভুয়ো ভিডিও ছড়িয়ে জেলে গিয়েছেন। রংপুরে একটি সংখ্যালঘু মহল্লায় আগুন ধরানো হয়। চট্টগ্রামে বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছিল।

]]>
বাংলাদেশে সিরিজ হারল আফগান যুবদল, দেশে ফিরলে তালিবানি শাস্তি? https://ekolkata24.com/sports-news/afghan-cricketers-may-face-big-trouble-in-their-country Tue, 14 Sep 2021 13:16:10 +0000 https://www.ekolkata24.com/?p=4592 নিউজ ডেস্ক: আফগান যুব দলে এখন চিন্তা দেশে ফিরলে কী হবে? পরাজয় মেনে নেবে বর্তমান তালিবান সরকার? পরপর তিন ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর সিরিজ হাতছাড়া।

গত ১৫ অক্টোবর দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান জঙ্গিরা। মার্কিন সেনা এর পর আফগানভূমি ত্যাগ করেছে। কাবুলের তখতে বসেই তালিবান নেতৃত্ব জানায়, আফগান পুরুষ ক্রিকেট দল আসন্ন সবকটি টুর্নামেন্টে অংশ নেবে। সেই সূত্রে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আফগান অনুর্ধ্ব ১৯ জাতীয় দল আসে বাংলাদেশে সিরিজ খেলতে। আফগানিস্তানে দ্বিতীয় তালিবান সরকার হওয়ার পরে এটাই জঙ্গি সংগঠনটির হুকুমে দেশীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সফর।

কূটনৈতিক মহল মনে করছে, ক্রিকেট কূটনীতির মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে মরিয়া তালিবান জঙ্গিরা। কারণ, তাদেরই প্রথম দফার ১৯৯৬-২০০১ সালের সরকার ক্রিকেট সহ সব খেলা নিষিদ্ধ করেছিল।

তালিবান সরকার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য দল পাঠানোর পর থেকে সিলেটের স্টেডিয়ামে নজর দুনিয়ার। এই স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন খেলায় জয়ী বাংলাদেশ।

সিরিজ হেরে দেশে ফিরলে কী হবে ? এই প্রশ্ন এখন আফগান যুব দলের সবার, এমনকি কূটনৈতিক মহলেও। চরম কোনও শাস্তি রয়েছে জাতীয় যুব দলের ক্রিকেটারদের জন্য ? উঠছে এই প্রশ্ন। কারণ, সরকারে এখন তালিবান জঙ্গিরা। তাদের নৃশংসতার নজির দেখছে দুনিয়া।

]]>
থাকেন আমেরিকায়, বাংলাদেশের বিদ্যালয়ে শিক্ষিকার সুখের চাকরি! https://ekolkata24.com/uncategorized/bangladeshi-women-lives-in-us-but-regular-government-employee-in-her-country Sat, 11 Sep 2021 12:34:13 +0000 https://www.ekolkata24.com/?p=4382 নিউজ ডেস্ক: চাকরি বলে চাকরি-সুখের চাকরি। থাকেন আমেরিকায়। আর বাংলাদেশ (Bangladesh) সরকারি চাকরি করছেন জেসমিন সুলতানা নামে এক প্রধান শিক্ষিকা। তিনি ব্যাংক থেকে নিয়মিত বেতন পান।

অভিযোগ, জেসমিন সুলতানা নামে বাংলাদেশের নাগরিক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তিনি বিদ্যালয়ে একদিনও না এসে দিব্বি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেতন তুলছেন আমেরিকা থেকে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

জানা গিয়েছে,২০১৩ সালের ২১ এপ্রিল কাজে যোগদানের পর মাত্র এক বছর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত ছিলেন জেসমিন। ২০১৫ সালের ১২ নভেম্বর থেকে তিনি অনুপস্থিত। ২০১৭ সালের ১৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর জেসমিন সুলতানা সোনালী ব্যাংক ঢাকা দক্ষিণ শাখা থেকে বেতনের মোট ৪ লাখ টাকা তুলেছেন।

অভিযুক্ত জেসমিন সুলতানার আত্নীয় রায়হান আহমদ জানান, স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেসমিন সপরিবারে আমেরিকায় বাস করছেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান খান জানান, প্রধান শিক্ষিকা জেসমিন সুলতানা প্রতিষ্ঠানের কিছু প্রয়োজনীয় কাগজপত্র, হাজিরা খাতা ও স্লিপের টাকা নিয়ে প্রায় ৫ বছর ধরে নিখোঁজ। তবে ২০১৭ সালে এসে ব্যাংক থেকে সরকারি বেতন উত্তোলন করার সময় কয়েক দিন বিদ্যালয়ে এসেছিলেন। 

গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম জানান জেসমিন সুলতানা কয়েক বছর আগে তৎকালীন শিক্ষা অফিসারের কাছ থেকে তিন মাসের চিকিৎসাজনিত ছুটি নিয়েছিলেন। এখন তিনি কোথায় আছেন জানা নেই।

]]>
কূটখেলা: তালিবান ক্রিকেট কূটনীতির বল গড়াল বাংলাদেশের বাইশ গজে https://ekolkata24.com/sports-news/taliban-cricket-diplomacy Fri, 10 Sep 2021 07:30:54 +0000 https://www.ekolkata24.com/?p=4286 প্রসেনজিৎ চৌধুরী: শনিতে শপথ, শুক্রে মাঠে! বাইশ গজের লড়াই নাকি তালিবান (Taliban) শাসিত আফগানিস্তানের ক্রিকেট কূটনীতি তা নিয়ে বিস্তর চর্চা চলছে। বাংলাদেশের সিলেটে স্টেডিয়ামে আফগান যুবদল মাঠে নামতেই উপমহাদেশের বিখ্যাত ক্রিকেট কূটনীতির শরিক হয়ে গেল আফগানিস্তান।

দুই দেশের খেলা হলেও তালিবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। ঢাকায় জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি মেনে সিলেট স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ ও আফগানিস্তানের অনুর্ধ্ব ১৯ জাতীয় যুবদল। শনিবার কাবুলে দ্বিতীয় তালিবান সরকার শপথ নেবে। তার আগে শুক্রবার তাদের নির্দেশে বাংলাদেশ সফরে আসা আফগান যুব দল নামে ময়দানে। তালিবান জঙ্গি সরকার আফগানিস্তানে কুর্সিতে বসতেই বাংলাদেশেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে আফগান জাতীয় দলটি।

তাৎপর্যপূর্ণ এই ম্যাচ। কারণ, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান জঙ্গি সংগঠন। তাদের তরফে ঘোষণা করা হয়েছে, এই সরকার পূর্ববর্তী ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত চলা তালিবান সরকারের থেকে নরম। সেই অামলে জঙ্গি সংগঠনটি আফগানিস্তানে সব খেলা নিষিদ্ধ করেছিল। এবার তারা ফের সরকার গড়ে ক্রিকেটকে হাতিয়ার করেছে।

দক্ষিণ এশিয়ার তিন ক্রিকেট পাগল দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ পরস্পর লাগোয়া। বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় ক্রিকেট আসর ভূমিকা নেয় গরম ভাব নরম করতে। নয়াদিল্লি ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক আসরে ক্রিকেট কূটনীতি বিশেষ পরিচিত। এই শৃঙ্খলায় এবার ঢুকছে তালিবান শাসিত আফগানিস্তান। কাবুলের জঙ্গি সরকার তাদের নরম ভাবমূর্তি তুলে ধরতে ক্রিকেটকে হাতিয়ার করেছে। আফগান দলের বাংলাদেশ সফর সেই কারণেই বিশেষ আলোচিত।

শ্রীহট্ট বা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০, ১২, ১৪, ১৭ ও ১৯শে সেপ্টেম্বর। চার দিনের ম্যাচটি হবে ২২ থেকে ২৫শে সেপ্টেম্বর। এমনই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।

আপাতত তালিবানি হুকুম পালনে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বাংলাদেশে। সিলেটের ম্যাচগুলি যতটা না খেলা তার চেয়ে বেশি কূটখেলা।

তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম কোনও আফগান ক্রিকেট দল দেশের বাইরে বেরিয়েছে খেলতে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে অংশগ্রহণ চূড়ান্ত করতেই তালিবান সরকার মরিয়া। আফগানিস্তান জাতীয় দল আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

]]>
বিশ্বের চোখ শ্রীহট্টের বাইশ গজে, বাংলাদেশেই তালিবান সরকারের ক্রিকেট কূটনীতির যুদ্ধ https://ekolkata24.com/sports-news/all-eyes-on-bangladesh-diplomatic-cricket-mission-sent-by-taliban-government Wed, 08 Sep 2021 09:47:39 +0000 https://www.ekolkata24.com/?p=4157 প্রসেনজিৎ চৌধুরী: আফগানিস্তানে এখন দ্বিতীয় তালিবান সরকার চলছে। বিশ্বকে ক্রমাগত কূটনৈতিক বার্তা দিয়ে চলা জঙ্গি সংগঠনটি কাবুল দখল করেই ক্রিকেট কূটনীতির পথ বেছে নিয়েছে। সেই সূত্রে আফগান অনুর্ধ্ব ১৯ জাতীয় দল এখন বাংলাদেশ সফরে। এমনিতে তেমন কিছু আহামরি ক্রিকেট সফর নয়, তবে তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আফগানিস্তানের যে কোনও বিষয় এখন প্রবল কৌতূহলের কেন্দ্র। সেই কারণেই বাংলাদেশে খেলতে আসা আফগানিদের উপর দুনিয়ার নজর।

শ্রীহট্ট বা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০, ১২, ১৪, ১৭ ও ১৯শে সেপ্টেম্বর। চার দিনের ম্যাচটি হবে ২২ থেকে ২৫শে সেপ্টেম্বর। এমনই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।

তালিবান জঙ্গি সংগঠনটি মঙ্গলবার আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গড়েছে। তৈরি হয়েছে তাদের ছায়া মন্ত্রিপরিষদ। সরকার ঘোষণার আগেই আফগান জাতীয় যুব ক্রিকেট দল ঢাকা পৌঁছে যায়। বাংলাদেশ সরকারের করোনা সংক্রমণের স্বাস্থ্যবিধি মেনে তিনদিন সিলেটের হোম কোয়ারেন্টাইনে থেকে সিরিজ খেলবে আফগান দলটি। তৈরি বাংলাদেশ যুব দল।

Afghan youth cricket team arrived in dhaka

এ শুধু খেলা নয়, খেলার বাইরে আরেক কূটখেলা
তালিবান সরকার ঘোষণার আগেই বিশ্বকে বার্তা দেয় সংগঠনটি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বলা হয়, সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় নতুন তালিবান সরকার। পূর্বতন তালিবান সরকার (১৯৯৬-২০০১) যে সব কঠোর নিয়ম বলবত করেছিল তার অন্যতম আফগানিস্তানে ক্রিকেট হয়েছিল বন্ধ। দু দশক পরে সেই তালিবান জানায়, ক্রিকেট চলবে। তবে পুরুষদের ক্রিকেট।

দক্ষিণ এশিয়ার তিন ক্রিকেট পাগল দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ পরস্পর লাগোয়া। বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় ক্রিকেট আসর ভূমিকা নেয় গরম ভাব নরম করতে। নয়াদিল্লি ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক আসরে ক্রিকেট কূটনীতি বিশেষ পরিচিত। এই শৃঙ্খলায় এবার ঢুকছে তালিবান শাসিত আফগানিস্তান। কাবুলের জঙ্গি সরকার তাদের নরম ভাবমূর্তি তুলে ধরতে ক্রিকেটকে হাতিয়ার করেছে। আফগান দলের বাংলাদেশ সফর সেই কারণেই বিশেষ আলোচিত।

ভয়েস অফ আমেরিকা জানাচ্ছে, তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম কোনও আফগান ক্রিকেট দল দেশের বাইরে বেরিয়েছে খেলতে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে অংশগ্রহণ চূড়ান্ত করতেই তালিবান সরকার মরিয়া। আফগানিস্তান জাতীয় দল আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। সংযুক্ত আরব আমিরশাহিদা এবং ওমানে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

আপাতত তালিবানি হুকুম পালনে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বাংলাদেশে। সিলেটের ম্যাচগুলি যতটা না খেলা তার চেয়ে বেশি কূটখেলা।

]]>